নাচের মেয়ে মন্দিরা এবার বড় পর্দায় নতুন রূপে

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ২০:১৪:৩০
নাচের মেয়ে মন্দিরা এবার বড় পর্দায় নতুন রূপে

ঢাকাই সিনেমার উঠতি তারকা মন্দিরা চক্রবর্তী খুব কম সময়ের মধ্যেই দর্শক হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছেন। ছোটবেলা থেকেই নিজেকে নায়িকা ভাবতেন মন্দিরা, এমনকি তার কাছের বন্ধুদের কাছেও এই নামে পরিচিত ছিলেন তিনি। যদিও নৃত্যের প্রতি তার গভীর ভালোবাসা ও দক্ষতা তাকে শুরু থেকেই নৃত্যশিল্পী হিসেবে গড়ে তুলেছে। ২০১২ সালে ‘সেরা নাচিয়ে’ নামক প্রতিযোগিতায় রানার্স আপ হিসেবে উঠে আসার পর থেকে তিনি নাটক ও বিজ্ঞাপনে কাজ করতে থাকেন। এরপর মন্দিরার বড় পর্দার অভিষেক হয় ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার ছবি ‘নীলচক্র’ দর্শক ও সমালোচকদের ভালো লেগেছে, যা তাকে আরও বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে।

রোববার (১৩ জুলাই) একটি সাক্ষাৎকারে মন্দিরা জানান, তিনি বর্তমানে সাতটি ছবির প্রস্তাব পেয়েছেন, যার মধ্যে চারটিতে তার সহঅভিনেতা হিসেবে শরীফুল রাজের নাম রয়েছে। যদিও কোন ছবির শুটিং শুরু করবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি তিনি। পরিচালকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হলে তা প্রকাশ করবেন বলে জানান মন্দিরা। ‘নীলচক্র’ মুক্তির পর দর্শকদের সাড়া পেয়ে তিনি ধীরে ধীরে আরও ভালো কাজের পরিকল্পনা করছেন।

মন্দিরা বলেন, তিনি নাচের মেয়ে হিসেবে এমন কোনো সিনেমায় কাজ করতে চান যেখানে তার নাচের দক্ষতাকে পুরোপুরি উপস্থাপন করার সুযোগ থাকবে। তিনি রোমান্টিক গানের পাশাপাশি আইটেম গানে নিজেকে দক্ষভাবে উপস্থাপন করতে আগ্রহী। তিনি আরও বলেন, ‘আমি চাই যেটা করবো, সেটি আলোচনা-সমাদৃত হোক।’

দর্শক ও বিশ্লেষকদের মধ্যে মন্দিরার প্রতি ভালোবাসা রয়েছে, তবে অভিনয়ের ক্ষেত্রে কিছু উন্নতির প্রয়োজনীয়তাও তারা উল্লিখন করেন। বাণিজ্যিক সিনেমার জন্য যেসব গুণাবলী প্রয়োজন তার বেশির ভাগই মন্দিরার মধ্যে রয়েছে, তাই তিনি সঠিক দিকনির্দেশনা পেলে আরও দূর এগিয়ে যেতে পারবেন। মন্দিরা এই সমালোচনা-আলোচনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন এবং বলেন, ‘কেউ শতভাগ পারফেক্ট নয়। সমালোচনা আমাকে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করে।’

মন্দিরা মনে করেন, বড় পর্দায় নতুন হওয়ায় তার শেখার অনেক সুযোগ আছে এবং প্রতিনিয়ত তিনি নিজেকে শুদ্ধ করতে চান। দর্শকের সমালোচনা তাকে পরিশীলিত করে, যা তার কর্মজীবনে অগ্রগতি আনবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ