বিএনপি ছাড়ার খবর ভিত্তিহীন, বললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৭:৩৩:৫২
বিএনপি ছাড়ার খবর ভিত্তিহীন, বললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির খান সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক গুঞ্জনে দাবি করা হয়, তিনি বিএনপির পদ থেকে পদত্যাগ করেছেন। তবে রোববার (১৩ জুলাই) এক প্রতিক্রিয়ায় মনির খান স্পষ্ট ভাষায় এই গুজবের প্রতিবাদ করেছেন। তিনি বলেন, “আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি অপপ্রচার।”

মনির খান অভিযোগ করেন, ২০১৮ সালের একটি পুরনো ঘটনার খণ্ডাংশকে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। তিনি মনে করেন, এই অপচেষ্টা মূলত তাঁর জনপ্রিয়তা ও মনোনয়নপ্রত্যাশাকে আঘাত করার জন্য সুপরিকল্পিতভাবে করা হচ্ছে।

তিনি বলেন, “বিএনপিতে মনোনয়ন প্রত্যাশা করা আমার অধিকার, কিন্তু সেটাই হয়তো অনেকের সহ্য হচ্ছে না। তাই বারবার আমাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।” তিনি দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং বলেন, “আমি সংগীতে যেমন সক্রিয়, তেমনি রাজনীতিতেও সক্রিয় থাকতে চাই।”

চার দশকের বেশি সময় ধরে সংগীত জগতে মনির খানের সরব উপস্থিতি তাঁকে দিয়েছে ভক্তদের অগাধ ভালোবাসা ও জাতীয় স্বীকৃতি। ১৯৯৬ সালে তার প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ শ্রোতাদের মধ্যে তুমুল সাড়া ফেলেছিল। এরপর থেকে একে একে ৪২টিরও বেশি একক অ্যালবাম উপহার দিয়েছেন তিনি। ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ বহু জনপ্রিয় সিনেমার গানেও তিনি কণ্ঠ দিয়েছেন।

গানের পাশাপাশি রাজনীতিতেও তাঁর সক্রিয়তা নতুন কিছু নয়। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে যুক্ত এবং সাংস্কৃতিক অঙ্গনে দলের প্রতিনিধিত্ব করে আসছেন। রাজনৈতিকভাবে তাঁকে বারবার আক্রমণের চেষ্টা করা হলেও তিনি বারবারই প্রমাণ করেছেন, সংগীত ও রাজনীতির মঞ্চে তিনি একজন দায়িত্বশীল ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিত্ব।

এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, একজন শিল্পীর রাজনৈতিক অংশগ্রহণ যদি গঠনমূলক ও আদর্শভিত্তিক হয়, তবে তা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে সমৃদ্ধ করে। মনির খান সেই পথেই হাঁটছেন বলে মনে করেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

সংগীতের মাঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত মনির খান বলেছেন, “আমি গানের ভুবন যেমন ছাড়িনি, তেমনি রাজনীতির মঞ্চেও নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। কে কী বললো, তাতে নয়, আমি আমার বিশ্বাস ও আদর্শেই অবিচল থাকবো।”

এই বক্তব্যের মধ্য দিয়ে কণ্ঠশিল্পী মনির খান কেবল একটি গুজবের অবসান ঘটাননি, বরং আবারও প্রমাণ করেছেন যে, জনপ্রিয়তা ও আদর্শ একসঙ্গে যাপন করা সম্ভব যদি হৃদয়ে থাকে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ