পাবনা-৩ আসনে জনভিত্তিক প্রার্থী চান বিএনপি মনোনয়নপ্রত্যাশী রাজা

এম এস রহমান
এম এস রহমান
স্টাফ রিপোর্টার, পাবনা
রাজশাহী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৭:৫০:৫২
পাবনা-৩ আসনে জনভিত্তিক প্রার্থী চান বিএনপি মনোনয়নপ্রত্যাশী রাজা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে উত্তাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে পাবনা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা স্পষ্ট করে জানিয়েছেন, এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, তাই মনোনয়ন চূড়ান্ত করার সময়ও আসেনি। তবে তিনি আশাবাদী, দলের কেন্দ্রীয় নীতিনির্ধারকরা স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে পরামর্শ করেই যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবেন।

সোমবার বিকেলে পাবনার ফরিদপুরে এক মোটরসাইকেল শোডাউন ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী শক্তি এখন ঐক্যবদ্ধভাবে মাঠে আছে, জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সক্রিয়। এই আন্দোলনের ধারাবাহিকতায় তিনি নিজ এলাকাতেও কাজ করে যাচ্ছেন। পাবনা-৩ আসনকে নিজের অস্তিত্বের অংশ হিসেবে উল্লেখ করে রাজা জানান, এখানকার মানুষের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে তিনি ৩০ দফা কর্মসূচি গ্রহণ করেছেন, যেখানে রয়েছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং এলাকাভিত্তিক দীর্ঘদিনের বঞ্চনার চিত্র।

ঢাকা থেকে সড়কপথে সিরাজগঞ্জের বাড়াবাড়ি এলাকায় পৌঁছার পর পাঁচ শতাধিক মোটরসাইকেলের একটি শোডাউনের মাধ্যমে তাকে স্বাগত জানান সমর্থকরা। এই শোডাউনের রুটে ফরিদপুর, ডেমরা, ভেড়ামারা, ভাঙ্গুড়া, জারদিস মোড় ও চাটমোহরে পথসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় তিনি সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটের আগে রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই পাবনা-৩ আসনে বহিরাগত প্রার্থীরা এমপি হয়েছেন, যারা এই এলাকার মানুষের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন না। তাদের না থাকা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের অভাবে অঞ্চলটি কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছে। রাজা মনে করেন, এবারের নির্বাচন যেন আরেকবারের মুক্তিযুদ্ধের মতো, যেখানে তাকে নিজ এলাকার মানুষের স্বার্থ রক্ষায় লড়াই করতে হচ্ছে। তিনি বলেন, কিছু রাজনৈতিক নেতাকর্মী এখন ব্যক্তি স্বার্থে জাতীয় স্বার্থ উপেক্ষা করছেন, যা অত্যন্ত দুঃখজনক। তাই পাবনা-৩ এর সন্তান হিসেবে তিনি এই এলাকা এবং এর মানুষকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন।

এই পথসভায় রাজার সঙ্গে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, ফৈলজানা ইউনিয়নের বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার, যুবদল নেতা আলামিন তালুকদার ও ডিভিগ্রাম ইউনিয়নের যুবদল আহ্বায়ক শরিফুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

তিনি আরও জানান, চাটমোহর উপজেলা, যা এই আসনের সবচেয়ে বড় ভোটার এলাকা, সেখানকার শতকরা ৯০ ভাগ মানুষ তার পক্ষে রয়েছেন। তবে কে মনোনয়ন পাবেন, সেই সিদ্ধান্ত নেবেন দলের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরা, যাঁরা সময় ও পরিস্থিতি বিশ্লেষণ করে যোগ্যতম প্রার্থী নির্বাচন করবেন বলে তিনি বিশ্বাস করেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ