১৮ পূর্ণ হতেই পর্ন মডেলের সঙ্গে নতুন বিতর্কে লামিন ইয়ামাল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ২২:০০:১৯
১৮ পূর্ণ হতেই পর্ন মডেলের সঙ্গে নতুন বিতর্কে লামিন ইয়ামাল

স্পেন ও বার্সেলোনার উঠতি তারকা লামিন ইয়ামাল যতই ফুটবলের মাঠে আলো ছড়ান, মাঠের বাইরে তার কর্মকাণ্ড ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। লিগ মৌসুম শেষে ছুটি কাটাতে গিয়ে পর্ন মডেল ফাতি ভাসকেসের সঙ্গে ডেটিং এবং পরবর্তীতে ক্লদিও বাভেল নামের আরেক পর্ন তারকাকে বাসায় আমন্ত্রণ জানানো নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার নিজের ১৮তম জন্মদিন উদযাপন করেও পড়েছেন নতুন বিতর্কে।

জন্মদিন উপলক্ষে আয়োজিত পার্টিতে মডেলদের উপস্থিতি এবং বিশেষ কিছু শর্ত নিয়ে সামাজিক ও আন্তর্জাতিক গণমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ৩০ বছর বয়সী স্প্যানিশ মডেল ক্লদিও কালভো এক টিভি সাক্ষাৎকারে অভিযোগ করেন, তাকে ইয়ামালের জন্মদিনে অংশ নিতে ১০-২০ হাজার ইউরো অফার করা হয়েছিল। তবে আমন্ত্রণের শর্তগুলো ছিল চমকে দেওয়ার মতো। মডেলকে সোনালী চুলের হতে হবে, নির্দিষ্ট ওজন এবং বুকের মাপ হতে হবে—এমনকি পার্টিতে ফোন নেওয়ারও অনুমতি ছিল না।

ইয়ামালের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রকাশিত এক মিনিটের একটি ভিডিওতে দেখা গেছে, জন্মদিনের সেই আয়োজনে ছিলেন তার ক্লাব সতীর্থ রবার্ট লেভানডভস্কি, রাফিনিয়া, কুবার্সি ও গাভিরা। সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে, পুরো অনুষ্ঠান ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত। পার্টি মূলত দুইভাগে ভাগ করা হয়—একটিতে ইয়ামালের সতীর্থ, পরিবার এবং বন্ধুদের অংশগ্রহণ ছিল; আরেকটি অংশে নাচগানে মাতেন মডেলরা। উপস্থিত সবার কাছ থেকেই ফোন নিয়ে রাখা হয়েছিল, যা অনুষ্ঠানটিকে আরও গোপনীয় করে তোলে।

জন্মদিনের আয়োজনে নারীদের ভূমিকা এবং বিতর্কিত শর্তাবলি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। এ নিয়ে তার প্রতিক্রিয়া ছিল স্বাভাবিক। তিনি জানান, ইয়ামাল প্রাক-মৌসুমের অনুশীলনে ঠিকমতো যোগ দিলে এবং নিয়মমাফিক অনুশীলন করলে ব্যক্তিগত পার্টি নিয়ে ক্লাবের কোনো আপত্তি নেই।

তবে ফুটবলবিশ্বের একটি বড় অংশ মনে করছে, কেবলমাত্র ১৮ বছর বয়স পূর্ণ করেই এমন বিতর্কে জড়ানো একজন তরুণ খেলোয়াড়ের জন্য খুব একটা ইতিবাচক বার্তা নয়। বিশেষ করে ইয়ামাল যখন স্পেনের হয়ে আন্তর্জাতিক ম্যাচে নজর কেড়েছেন এবং ক্লাব বার্সেলোনার ভবিষ্যৎ হিসেবে বিবেচিত হচ্ছেন।

অন্যদিকে এই জন্মদিন ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা যেন তাঁর খেলোয়াড়ি জীবনের শুরুর পথেই একধরনের মনস্তাত্ত্বিক চাপ হয়ে উঠছে। যদিও অনেকে এটিকে কিশোরোচিত হুজুগ বলেই ব্যাখ্যা করছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ