‘গৃহযুদ্ধের পথে দেশ’: জিএম কাদেরের হুঁশিয়ারি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ২০:৪৮:৪৯
‘গৃহযুদ্ধের পথে দেশ’: জিএম কাদেরের হুঁশিয়ারি

দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, বাংলাদেশ এক ধরনের গৃহযুদ্ধের পথে হাঁটছে এবং জনগণ তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে।

সোমবার (১৪ জুলাই) রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, “মানুষ আজ চরম অনিরাপত্তার মধ্যে বাস করছে। কেউ যখন ঘর থেকে বের হয়, তখন তার পরিবার নিশ্চিত থাকতে পারে না সে আর ফেরত আসবে কি না। এই অবস্থা আসলে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।”

জিএম কাদেরের অভিযোগ, যারা এতদিন ধরে পেশিশক্তি ও মব ম্যানেজমেন্টের মাধ্যমে রাজনীতি নিয়ন্ত্রণ করেছে, এখন তারাই নিজেদের তৈরি করা গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “পুলিশ বা প্রশাসনের সহায়তা না পেলে, এই সরকার মব দিয়ে ভোট করাবে। সেই ভোটে জনগণের সমর্থন আদৌ থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম নিয়েও তিনি সমালোচনা করেন। বলেন, “সংস্কার বা বিচার একটি দীর্ঘমেয়াদি ও জনগণের অংশগ্রহণমূলক প্রক্রিয়া। কিন্তু সরকার এমনভাবে সংস্কার করছে, যাতে দেশের ৫০ শতাংশ মানুষকেই উপেক্ষা করা হচ্ছে। এনবিআর, নারী অধিকার কিংবা মিডিয়া সংস্কার—এসব কেউ গ্রহণ করছে না, কারণ সেগুলো একতরফাভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতি ইঙ্গিত করে জিএম কাদের বলেন, “আমরা অতীতে বলেছি, বিএনপি-জামায়াতকে বাদ দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তেমনি আজকেও বলছি, বর্তমানেও আওয়ামী লীগকে বাদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। অথচ এই সরকার নিজেরাই একটি শক্তিহীন অবস্থায় থেকেও আওয়ামী লীগকে ভয় পাচ্ছে।”

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। উপস্থিত ছিলেন দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসীর, রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আজমল হোসেন লেবু ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জিএম কাদেরের এই বক্তব্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, নির্বাচনী পরিবেশ এবং দলীয় রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে নতুন করে চিন্তার খোরাক জোগাচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ