রাজধানীতে 'পানি রুবেল' ডাকাতচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১২:১০:০২
রাজধানীতে 'পানি রুবেল' ডাকাতচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একাধিক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী দল 'পানি রুবেল'–এর পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রবিবার পৃথক অভিযানে জহুরি মহল্লা ও বাবর রোড এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন: মো. লায়েস (২৫), মো. শাহিন ওরফে অটো শাহিন (২০), মো. শুভ (১৯), মো. আব্দুল আলিম (২৮) এবং মো. মিলন হোসেন (২৮)। তারা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা, মোবাইল ও মূল্যবান সামগ্রী লুট করে আসছিল।

সিটিটিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা ধারালো অস্ত্র—বিশেষ করে ছুরি ও চাকু—ব্যবহার করে নিরীহ পথচারীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করত। কখনও কখনও তারা নিজেদের রিকশাচালক বা অটোচালক পরিচয়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম করে টার্গেট করত একাকী পথচারীদের।

পুলিশ আরও জানিয়েছে, ‘পানি রুবেল’ নামটি তাদের দলপ্রধানের ছদ্মনাম হিসেবে পরিচিত, যার নেতৃত্বে এই দলটি রাজধানীর বিভিন্ন অঞ্চলে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক থানায় ছিনতাই ও দস্যুতার মামলা রয়েছে।

সিটিটিসি’র কর্মকর্তারা বলেন, সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের এলাকায় পথচারীদের ওপর হঠাৎ করে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে এই চক্রের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের সহযোগীদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত থাকবে।

-নাজমুল হাসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ