পুতিন ‘সুন্দর কথা বলেন, সন্ধ্যায় বোমা ফেলেন’: ট্রাম্প

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৮:৩৬:৩২
পুতিন ‘সুন্দর কথা বলেন, সন্ধ্যায় বোমা ফেলেন’: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'সুন্দরভাবে কথা বলা কিন্তু সন্ধ্যা হলেই বোমা ফেলা' মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এই সমালোচনামূলক বক্তব্য দেন। তার ভাষায়, পুতিন শান্তির কথা বলেন ঠিকই, কিন্তু প্রতিদিনই ইউক্রেনের শহরগুলোতে বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে মার্কিন ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর ঘোষণা দেন ট্রাম্প।

যদিও ট্রাম্প ঠিক কতগুলো প্যাট্রিয়ট পাঠানো হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি, তবে তিনি বলেছেন, এসব অত্যাধুনিক অস্ত্রের অর্থ ইউরোপীয় ইউনিয়ন বহন করবে। ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি এর আগে কিছুটা বিতর্কের মধ্যে থাকলেও এবার ট্রাম্প নিজেই সরাসরি সহায়তার পক্ষে অবস্থান নিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ট্রাম্প ইউক্রেনকে আক্রমণাত্মক প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার পরিকল্পনা নিয়েছেন এবং এর মাধ্যমে তার আগের অবস্থান থেকে সরে এসেছেন বলেও জানা গেছে।

এই পরিবর্তন ট্রাম্পের হতাশা থেকে এসেছে বলে মনে করা হচ্ছে, কারণ তিনি যুদ্ধবিরতির জন্য রাশিয়ার সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেও, পুতিনের অনমনীয় অবস্থানের কারণে সেটি ভেস্তে যায়। ফলে ইউক্রেনকে আরও শক্তিশালী করে যুদ্ধের ময়দানে টিকিয়ে রাখার দিকেই এখন ঝুঁকছেন ট্রাম্প। রয়টার্স এ নিয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস কোনো প্রতিক্রিয়া দেয়নি।

উল্লেখ্য, রাশিয়া বিগত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, যা প্রতিহত করতে ইউক্রেন ক্রমাগত আন্তর্জাতিক সহায়তার জন্য আহ্বান জানিয়ে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যুক্তরাষ্ট্রের কাছে আরও উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম চেয়েছেন, বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেমের গুরুত্বের কথা জোর দিয়ে উল্লেখ করেছেন।

ওয়াশিংটনের অ্যান্ড্রুজ মিলিটারি বেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউক্রেন প্যাট্রিয়ট চাইছে, তারা এগুলোর জন্য পুরো টাকা দিচ্ছে এবং আমরা সেটা দিতে চাই। পুতিনের আচরণ নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, তিনি খুব সুন্দর কথা বলেন, কিন্তু একটু পরেই বিমান থেকে বোমা ফেলে দেন, এটা মেনে নেওয়া যায় না।

ইউক্রেন সংকট ছাড়াও আন্তর্জাতিক নিরাপত্তা ও সামরিক সহযোগিতা নিয়ে ট্রাম্প ন্যাটোর নবনিযুক্ত মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গেছে। এই বৈঠকে প্যাট্রিয়ট সরবরাহ ও ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ