বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের সাধারণ সভা অনুষ্ঠিত

মাহির তালুকদার আলম
মাহির তালুকদার আলম
বাহরাইন প্রতিনিধি
প্রবাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৫:৪৮:৩০
বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৫ জুলাই) রাতে বাহরাইনের রাজধানী মানামার একটি হোটেলে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী।

সভা শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া সকল নাগরিক ও ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশের স্বার্থে জীবন দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং গণআন্দোলনে আহত ছাত্রছাত্রী ও অংশগ্রহণকারীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

সাধারণ সভায় অংশগ্রহণকারী সাংবাদিকেরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কার্যক্রম এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, প্রবাসীদের জীবনসংগ্রাম, সমস্যা ও সাফল্যের কথা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে আন্তর্জাতিক পরিসরে। এ সময় গুজব ও অপপ্রচার মোকাবিলায় সাংবাদিকদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় সিদ্ধান্ত হয়, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে বিভিন্ন সচেতনতামূলক ও কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। সাংবাদিকরা একমত পোষণ করেন যে, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের প্রকৃত চিত্র ও বক্তব্য তুলে ধরার দায়িত্ব সবার।

সভায় উপস্থিত ছিলেন যমুনা টিভির বাহরাইন প্রতিনিধি স্বপন মজুমদার, ডিভিসি নিউজ প্রতিনিধি নোমান সিদ্দিকী, বাংলাটিভির প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, বিডিনিউজ২৪.কম প্রতিনিধি দেব সুকান্ত, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি মাহির তালুকদার এবং কিউ টিভির প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেন। এছাড়া টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন চ্যানেল কর্ণফুলীর বাহরাইন প্রতিনিধি ফয়জুল ইসলাম ফয়সাল।

সভা শেষে সবাই প্রবাসে বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ