পিঠে ব্যথা গ্যাস না কিডনির সমস্যা—চেনার উপায় জানুন

স্বাস্থ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৬:১৫:৪১
পিঠে ব্যথা গ্যাস না কিডনির সমস্যা—চেনার উপায় জানুন

পিঠ বা কোমরের নিচের অংশে ব্যথা—চিকিৎসাবিজ্ঞানে যার নাম ‘লোয়ার ব্যাক পেন’—এখন প্রায় ঘরে ঘরে পরিচিত এক সমস্যা। আট থেকে আশি, কর্মজীবী থেকে গৃহিণী—সব বয়স ও পেশার মানুষই এর শিকার হচ্ছেন। বিশেষ করে যারা প্রতিদিন দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করেন, তাদের মধ্যে এই সমস্যার প্রকোপ তুলনামূলকভাবে বেশি। অনেক সময় এই ব্যথা গ্যাস, অম্বল বা হজমজনিত কারণে মনে হলেও, এর পেছনে লুকিয়ে থাকতে পারে আরও গুরুতর স্বাস্থ্যঝুঁকি, যার মধ্যে অন্যতম হলো কিডনিতে পাথর।

প্রাথমিকভাবে অনেকে মনে করেন, পিঠে বা তলপেটে ব্যথা মানেই হয়তো খাবার হজমে সমস্যা হচ্ছে বা দীর্ঘ সময় বসে থাকার কারণে পেশীতে চাপ পড়েছে। কিন্তু যদি এই ব্যথা মাঝেমধ্যে হঠাৎ করে শুরু হয় এবং বেশ কিছুক্ষণ স্থায়ী হয়, তা হলে সাবধান হওয়া জরুরি। এমন ব্যথা কিডনিতে পাথর জমার প্রাথমিক লক্ষণও হতে পারে। বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন এই ব্যথার সঙ্গে যুক্ত হয় প্রস্রাবে জ্বালা, ঘন ঘন প্রস্রাবের তাগিদ, ক্লান্তি, বমিভাব কিংবা প্রস্রাবের রঙে পরিবর্তন।

বিশেষজ্ঞদের মতে, কিডনিতে পাথর জমলে ব্যথা সাধারণত পিঠের এক পাশে শুরু হয়, পাঁজরের নিচে এবং কোমরের কিছুটা উপর থেকে ধীরে ধীরে তলপেট এবং কুঁচকি অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই ব্যথা তীব্র এবং একটানা হতে পারে, ব্যথানাশক ওষুধেও সহজে উপশম নাও হতে পারে। ব্যথা সাধারণত শরীরের একদিকে হয় এবং সেই দিকে পাথর থাকলে প্রস্রাবের নালিতেও জ্বালাভাব দেখা দিতে পারে। এমনকি অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্ত পর্যন্ত বের হতে পারে।

অন্যদিকে, বদহজম বা গ্যাস থেকেও অনুরূপ ব্যথা হতে পারে। তবে গ্যাসের ব্যথা সাধারণত পেটের উপরের অংশে এবং পাঁজরের নিচে অনুভূত হয়। এই ব্যথা ততটা স্থায়ী হয় না, তবে এর সঙ্গে দেখা দেয় বুকজ্বালা, চোঁয়া ঢেকুর, অম্বল, পেট ফাঁপা ও ভারী ভাব। গ্যাসের ব্যথা অনেক সময় পিঠের ওপরেও ছড়িয়ে পড়তে পারে, এমনকি কাঁধেও ব্যথা দিতে পারে। এসব উপসর্গ দেখে অনেকে এটিকে হার্ট অ্যাটাক ভেবে ভুল করেন।

তাই নিয়মিত যদি পিঠের নিচে বা তলপেটে ব্যথা অনুভব হয়, তবে তা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিকভাবে রোগ নির্ণয় ছাড়া ব্যথার কারণ বুঝে ফেলা কঠিন এবং ভুল চিকিৎসায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। সাধারণ গ্যাসজনিত সমস্যা থেকে শুরু করে কিডনি স্টোন পর্যন্ত—সবকিছুই হতে পারে এই ব্যথার পেছনে লুকিয়ে থাকা কারণ। সঠিক সময়ে চিকিৎসা নিলে বড় বিপদ এড়ানো সম্ভব।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ