জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষা ও শিল্পের করণীয় নিয়ে সেমিনার

স্বাস্থ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৯:৫০:৪৪
জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষা ও শিল্পের করণীয় নিয়ে সেমিনার

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা) এবং মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিল-এর উদ্যোগে “জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষা এবং ঔষধ শিল্পের বর্তমান অবস্থা ও করণীয়” শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ জুন ২০২৫, বুধবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অডিটোরিয়ামে এই সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন-এর চেয়ারম্যান ও যুগ্মসচিব মল্লিকা খাতুন। স্বাগত বক্তব্য দেন বামা’র সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশের জনগণের প্রয়োজন বিবেচনায় ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করা দরকার। যদিও এ খাত নিয়ে হতাশার জায়গা রয়েছে, তথাপি ড. ইউছুফ হারুন ভূঁইয়ার মতো পথপ্রদর্শকদের কারণে আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে।” তিনি আরও জানান, এ খাতের উন্নয়নে সরকার ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতা করবে।

হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদিক বিভাগের প্রধান অধ্যাপক ড. বাবুল আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হামদর্দের পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক এবং বিশ্ববিদ্যালয়ের ইউনানী বিভাগের প্রধান ড. মো. নজরুল ইসলাম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিসি’র কর্মকর্তা ফাতেমা বিনতে রহমান এবং হামদর্দ জেনারেল হাসপাতালের পরিচালক (অব.) মেজর ডা. হারুন-অর-রশিদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনানী বিভাগের সহকারী অধ্যাপক বিজয়া ইসলাম।

সেমিনার শেষে অতিথিরা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত হামদর্দের আধুনিক কারখানা পরিদর্শন করেন। এ সময় কারখানার অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন মল্লিকা খাতুন।তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দের পরিচালক (উৎপাদন) বশির আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ