ইতালির গ্রীষ্মে মালাইকা: স্টাইল, সাহস আর স্বাচ্ছন্দ্যে ছুটির দিন

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১১:৫৭:৫৪
ইতালির গ্রীষ্মে মালাইকা: স্টাইল, সাহস আর স্বাচ্ছন্দ্যে ছুটির দিন

বলিউডের গ্ল্যামার কুইন মালাইকা অরোরা গ্রীষ্মের ছুটি কাটাতে উড়াল দিয়েছেন ইউরোপের সৌন্দর্যে মোড়ানো দেশ ইতালিতে। আর এই ভ্রমণে তিনি যেন হয়ে উঠেছেন চলমান ফ্যাশন ম্যাগাজিনের এক একটি পৃষ্ঠা—বিকিনি, হালকা সামার ড্রেস কিংবা কো-অর্ড সেট—প্রতিটি লুকেই নিজেকে তুলে ধরেছেন নতুন এক মাত্রায়।

ইতালির নীল সমুদ্র, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আর পাহাড়ঘেরা প্রাকৃতিক দৃশ্যের মাঝে মালাইকার প্রতিটি স্টাইল যেন হয়ে উঠেছে পর্যটন ও ফ্যাশনের অপূর্ব মিশেল। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে কখনো তাঁকে দেখা গেছে মাল্টিকালার বিকিনিতে, কখনোবা সূক্ষ্ম কাটের ফ্লোরাল গাউন কিংবা লিনেনের কো-অর্ড সেটে—যা নিঃসন্দেহে গ্রীষ্মের স্টাইল অনুপ্রেরণায় একধাপ এগিয়ে।

তাঁর স্বাচ্ছন্দ্যময় ভঙ্গি, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং বয়সকে হার মানানো সৌন্দর্য নিয়ে মালাইকা যেন আবারও প্রমাণ করলেন—ফ্যাশন মানে শুধু পোশাক নয়, এটি এক ধরণের মানসিক অভিব্যক্তি।

ভ্রমণটির অংশ হিসেবে তিনি সময় কাটিয়েছেন সমুদ্রপাড়ে সূর্যস্নানে, বিলাসবহুল রিসোর্টে আর মনোরম গ্রামে ঘুরে বেড়িয়ে। তার সঙ্গে ছিলো বন্ধুদের একটি ছোট্ট টিম, যাদের সঙ্গে তিনি ভোজন, আড্ডা এবং ফান-ফিল্ড মুহূর্ত উপভোগ করেছেন প্রাণভরে।

মালাইকার এই গ্রীষ্মকালীন সফর শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, ফ্যাশন দুনিয়ায়ও বেশ আলোড়ন তুলেছে। তার প্রতিটি পোশাক নির্বাচন এখন হয়ে উঠছে ট্রেন্ড সেটিং। স্টাইল, ক্লাস আর সাহসের সমন্বয়ে গড়ে ওঠা মালাইকার ইতালিয়ান হলিডে যেন এক অনন্য ফ্যাশন ডায়েরি।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ