নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত ছাত্রদলের বিক্ষোভের উত্তাল ঢেউ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৬:৩২:০৩
নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত ছাত্রদলের বিক্ষোভের উত্তাল ঢেউ

রাজধানীর রাজপথে সোমবার দুপুরে ফের গর্জে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি, জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ব্যাহত হওয়ার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা পৌনে চারটার দিকে শুরু হয় এ কর্মসূচি, যা শাহবাগ পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই নয়াপল্টন এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে ছেয়ে যায় পুরো এলাকা। অংশগ্রহণকারী নেতাকর্মীদের চোখেমুখে ছিল উত্তেজনা ও ক্ষোভের ছাপ। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে।

ছাত্রদল অভিযোগ করেছে, একটি ‘গোপন সংগঠন’ দেশে ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টি করছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। তারা মনে করে, শিক্ষাঙ্গন থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে যে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে, তা নিছক বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সুপরিকল্পিত ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র প্রতিহত করতেই রাজপথে নেমেছে তারা।

নেতারা বলেন, দীর্ঘদিন ধরে নানা দমন-পীড়ন, মিথ্যা মামলা, শিক্ষা পরিবেশের অবনতি ও প্রশাসনের নীরব ভূমিকার কারণে ছাত্রসমাজের মধ্যে গভীর ক্ষোভ জমেছে। এবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এই বিক্ষোভের মাধ্যমে তারা সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিতে চায় যে, যদি সুষ্ঠু শিক্ষা পরিবেশ, নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি উপেক্ষিত হয়, তাহলে তারা চুপ করে থাকবে না।

ছাত্রদল আরও বলছে, এদেশের তরুণরা অন্ধকার নয়, আলোর পথে হাঁটতে চায়। কিন্তু এক শ্রেণির অশুভ শক্তি তাদের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়। সেই প্রেক্ষাপটে সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে, না হলে এর দায় সরকারকেই নিতে হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ