‘আমাদের আসল শত্রু ফ্যাসিবাদ’— বিএনপির উপদেষ্টার নতুন বার্তা

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৪:০১:২০
 ‘আমাদের আসল শত্রু ফ্যাসিবাদ’— বিএনপির উপদেষ্টার নতুন বার্তা

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনাসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, জামাতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কে বিএনপিকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে, তবুও তারা তা মেনে নিয়েছে রাজনৈতিক বাস্তবতার কারণে। তিনি স্পষ্ট করে জানান, বিএনপির মূল প্রতিপক্ষ কোনো নির্দিষ্ট দল নয়, বরং তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে ‘ফ্যাসিবাদী আধিপত্যবাদ’।

অনুষ্ঠানে আলোচনার একপর্যায়ে উপস্থাপিকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের একটি মন্তব্য তুলে ধরেন, যেখানে তিনি বলেন, ‘যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো।’ আবদুস সালাম এ প্রসঙ্গে বলেন, ‘আমরাও তো তাই বলি, বিদায় হবে। আমরা কি জনগণের বাইরে? এমনভাবে কেউ কেউ কথা বলেন, যেন দেশের মালিকানা কেবল তারাই নিয়েছেন।’

তিনি গোলাম মাওলা রনির একটি বক্তব্য উল্লেখ করে বলেন, ‘রাষ্ট্র চালায় কারা, সেটা বোঝা জরুরি। অপরাধী হলে তার কোনো দল নেই, ধর্ম নেই, জাত নেই। যারা অন্যায় করছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।’

আবদুস সালাম অভিযোগ করেন, গত ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশের কার্যত কোনো সরকার ছিল না। তাঁর দাবি, আগের সরকার এমন পরিস্থিতিতে থাকলে একরাতে কয়েক লাখ মানুষ প্রাণ হারাতো। তবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে সহিংসতা থামানো সম্ভব হয়েছে। এই ভূমিকাকে তিনি রাষ্ট্রনায়কের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পরেও দেখা গেছে, ভাষানী পল্টনে দাঁড়িয়ে বলেছিলেন— তোমার ছাত্রলীগ-যুবলীগ দেশকে লুটেপুটে খাচ্ছে। তখন আওয়ামী লীগ বলেছিল, কষ্ট করছে, খেতে দিক। সে খাওয়াতে গিয়ে দেশটাই খেয়ে ফেলেছে।’ আবদুস সালাম এই প্রসঙ্গ টেনে বলেন, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে মূল পার্থক্য এখানেই।

সালাম বলেন, জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কের জন্য নানা সময় কটু কথা শুনতে হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, জামাতও এনসিপির সঙ্গে সুর মিলিয়ে কথা বলছে। রাজনৈতিক বাস্তবতা বুঝতে হবে— প্রতিপক্ষ দল নয়, ফ্যাসিবাদ। আওয়ামী লীগ, বিএনপি বা জামাত— কারোর সঙ্গেই আমাদের লড়াই নয়। আমাদের লড়াই হচ্ছে আজকের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে।’

উপস্থাপিকার পক্ষ থেকে বারবার জামাত প্রসঙ্গ উঠলে সালাম বলেন, ‘শেখ হাসিনাও আমাদের রাজাকার বলেছে। আমাদেরকে স্বাধীনতা বিরোধী, দেশদ্রোহী, অপরাধী বলেছে। তবুও বিএনপি রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করেছে, মাইন্ড করেনি।’

তিনি বলেন, জামাত যদি সত্যিকার অর্থে ফ্যাসিবাদকে প্রতিপক্ষ মনে করে, তাহলে তাদেরও উচিত হবে মূল শত্রুর দিকে দৃষ্টি দেওয়া। তিনি দাবি করেন, ফ্যাসিবাদী শক্তি এখনো সক্রিয় এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সীমান্ত পেরিয়ে থেকে হুমকি দিচ্ছেন, ‘যেকোনো সময় ফিরে আসব’— এ কথার মধ্যেও ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে।

আবদুস সালাম অভিযোগ করেন, বর্তমান সরকার রাষ্ট্রের দায়িত্ব পালনে চরম উদাসীন। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও সরকার তা করছে না। প্রশ্ন রেখে তিনি বলেন, এই নিষ্ক্রিয়তার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা উচিত।

তিনি বলেন, ‘এই সরকারকে ধুমকেতুর গতিতে এগোনো উচিত ছিল, কিন্তু তারা চলছে মাত্র ৫০ মাইল গতিতে। সরকারের এখন এমন কিছু কাজ করার কথা ছিল, যা নির্বাচনের মুখে পড়লে সম্ভব হতো না। কিন্তু এখন তারা কোনো চাপে নেই, তবুও নির্ভীকভাবে কাজ করছে না।’

আবদুস সালামের মতে, সরকার অনেক কঠিন সিদ্ধান্ত নিতেও পারত, কারণ তাদের সামনে নির্বাচনের বাধা নেই। কিন্তু তারা আশঙ্কা করছে, জনপ্রিয়তা কমে যাবে। আবার সে জনপ্রিয়তা ধরে রাখতেই কিছু লোকদেখানো কাজ করতে চাইছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ