আইসিইউ ছাড়লেন ফরিদা পারভীন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৫:১১:৩৬
আইসিইউ ছাড়লেন ফরিদা পারভীন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন

দেশের খ্যাতিমান লোকসংগীতশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন এই গুণী শিল্পীকে অবশেষে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) রাতেই তাকে কেবিনে নেওয়া হয় বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

গত ৫ জুলাই গুরুতর শ্বাসকষ্ট, কিডনি জটিলতা ও রক্তে সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভীনকে। অবস্থার অবনতি হলে ৯ জুলাই চিকিৎসকরা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেন এবং সেদিনই তাকে স্থানান্তর করা হয় আইসিইউ-তে। এরপর থেকে তার শারীরিক অবস্থা গভীর পর্যবেক্ষণে রাখা হয়।

শিল্পীর ছেলে ও ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ইমাম জাফর নূমানী জানিয়েছেন, বর্তমানে তার মা আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। তিনি বলেন, ‘রবিবার রাতে মাকে কেবিনে নেওয়া হয়েছে। ডাক্তাররা বলেছেন, বিশ্রামের প্রয়োজন এবং ভিজিটর কম হলে মা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সবাই দোয়া করবেন যেন মা দ্রুত পুরোপুরি সুস্থ হন।’

অন্যদিকে ফরিদা পারভীনের স্বামী, খ্যাতিমান বাঁশিবাদক গাজী আবদুল হাকিমও আশাবাদ জানিয়ে বলেন, ‘গতকাল দুপুরে ওর সঙ্গে কথা হয়েছে। ধীরে ধীরে হলেও উন্নতি হচ্ছে। কথা বলছে, তবে খুব আস্তে আস্তে।’ চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শ্বাসকষ্ট ছাড়াও তার মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ এবং রক্তে সংক্রমণ ধরা পড়েছে। কিডনি অকার্যকর হয়ে যাওয়ায় তাকে নিয়মিত ডায়ালাইসিসের মধ্যে রাখতে হচ্ছে।

লোকসংগীতের জগতে ‘সম্রাজ্ঞী’ খ্যাত ফরিদা পারভীন দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের সংগীতে রেখেছেন অবিস্মরণীয় অবদান। তিনি লালনসংগীতসহ বিভিন্ন আঞ্চলিক লোকসংগীতকে জনপ্রিয়তার উচ্চ শিখরে নিয়ে গেছেন। তার এই অবদানের জন্য ১৯৮৭ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। এছাড়াও ১৯৯৩ সালে চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

সংস্কৃতি অঙ্গনের অনেকেই বলছেন, ফরিদা পারভীনের অসুস্থতা পুরো সংগীতাঙ্গনকেই উদ্বিগ্ন করেছে। তবে তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি চিকিৎসকদের পাশাপাশি শ্রোতাদেরও কিছুটা স্বস্তি দিচ্ছে। সংগীত অনুরাগীরা আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে আবারও শ্রোতাদের ভালোবাসা নিয়ে ফিরবেন এই গুণী শিল্পী।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ