তারেক রহমান নিয়ে কটূক্তি করলে ছাড় নয়: হুঁশিয়ারি জয়নুল আবদিনের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৪:৪৪:১৮
তারেক রহমান নিয়ে কটূক্তি করলে ছাড় নয়: হুঁশিয়ারি জয়নুল আবদিনের

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক হুঁশিয়ার করে বলেছেন, তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের কটূক্তি সহ্য করা হবে না। তিনি পরিষ্কার ভাষায় বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বা তার সন্তানকে নিয়ে কেউ কিছু বললে তা বরদাশত করা হবে না। গত ১৬ বছর ধরে যেসব নেতাকর্মী জীবন বাজি রেখে, রক্তচক্ষু উপেক্ষা করে, কঠিন বাস্তবতা মোকাবিলা করে তারেক রহমানের নির্দেশনায় দল টিকিয়ে রেখেছেন, তাদের নেতা সম্পর্কে অসম্মানজনক মন্তব্য সহ্য করা বিএনপির পক্ষে সম্ভব নয়।

সোমবার রাজধানীতে ওলামা দলের আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা। তিনি বলেন, “আমরা একটি রাজনৈতিক সংকটে আছি। এই সংকটে বিএনপির নেতৃত্ব জনগণের জন্য যে ধরনের ত্যাগ স্বীকার করেছে, সেটি ইতিহাসে বিরল। তারেক রহমানের বিরুদ্ধে যেকোনো কটূক্তি মানে সেই সংগ্রামের প্রতি অপমান। তার নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে বিএনপি।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রসঙ্গে তিনি বলেন, “ফখরুল সাহেব সততার প্রতীক, রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তার মতো একজন ক্লিন ইমেজের নেতাকে নিয়ে কেউ কুৎসা রটালে তা নিছক ষড়যন্ত্রের অংশ বলেই বিবেচিত হবে। যারা এটা করছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে জনগণের চোখে হেয় করা।” তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান আজ বিদেশে নির্বাসিত। কিন্তু সেখান থেকেও তিনি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যিনি ১/১১-তে ষড়যন্ত্রের শিকার হয়ে দেশে ফিরতে পারেননি, তাকেও আজ অপমান করা হচ্ছে।”

জয়নুল আবদিন ফারুক সমসাময়িক রাজনীতিতে কিছু অস্বাভাবিক ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, “যখন লন্ডনে দলের উচ্চপর্যায়ের বৈঠক চলছে, এবং নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তুতি চলছে, তখনই রাজধানীর মিটফোর্ড এলাকায় হত্যাকাণ্ড ঘটে। এটি নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়। কারা এ হত্যার পেছনে রয়েছে তা সরকারকে খুঁজে বের করতেই হবে। এই ঘটনার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা হচ্ছে।”

তিনি বর্তমান নির্বাচন কমিশন নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, “একজন বলে কমিশন পরিবর্তন না হলে নির্বাচন হবে না, আরেকজন বলে শাপলা না দিলে ধানের শীষও বাদ দিতে হবে। এই ধরনের বক্তব্য দেশের জন্য অশনি সংকেত। শহীদ জিয়ার প্রতীক ধানের শীষ নিয়ে কোনো আপস হবে না।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, তারা এক সময় বাংলাদেশের স্বাধীনতাকেই অস্বীকার করেছিল। আজ তাদের মুখেই বিএনপির বিরুদ্ধে কথাবার্তা শুনতে হচ্ছে, এটা দুঃখজনক। বিএনপি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং রাজপথে থেকেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ