মিটফোর্ডে ব্যবসায়ী খুন: দুই ভাই পাঁচ দিনের রিমান্ডে

২০২৫ জুলাই ১৪ ১৬:৪৬:৪১
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: দুই ভাই পাঁচ দিনের রিমান্ডে

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে পাথর মেরে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া দুই ভাই সজীব ব্যাপারী ও মো. রাজিব ব্যাপারীর প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ আদেশ দেন। আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেকের জন্য পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে শুনানিকালে আসামিদের পক্ষ থেকে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

জানা গেছে, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে নৃশংসভাবে আক্রমণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা পাথরসহ ধারালো অস্ত্র ব্যবহার করে তাকে গুরুতর জখম করে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় সোহাগের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়— একটি হত্যা মামলা এবং অপরটি অস্ত্র আইনে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে, ঘটনার পেছনে পারিবারিক বিরোধ বা পুরোনো শত্রুতার জের থাকতে পারে। তবে সঠিক কারণ উদঘাটনে এখনো তদন্ত চলছে। এরই অংশ হিসেবে সন্দেহভাজন দুই ভাইকে গ্রেফতার করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হলো।

এ হত্যাকাণ্ড ঘিরে এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। সোহাগ দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করতেন এবং তার সঙ্গে তেমন কোনো বিরোধ ছিল না বলে দাবি করেছেন পরিচিতজনেরা।

এখন পুলিশের তদন্তে উঠে আসা তথ্যই এই আলোচিত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচনে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ