সাফ নারী চ্যাম্পিয়নশিপ: দ্বিতীয় ম্যাচেই জয়গাঁথা বাংলাদেশের

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ২১:২৭:৫২
সাফ নারী চ্যাম্পিয়নশিপ: দ্বিতীয় ম্যাচেই জয়গাঁথা বাংলাদেশের

কঠিন এক ম্যাচে উত্তেজনা, নাটকীয়তা ও জয়—সবকিছুই ছুঁয়ে গেল বাংলাদেশের নারী ফুটবল দলকে। সাফ অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয় গোলে নেপালকে ৩-২ ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ।

ম্যাচের ৭৬তম মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে এরপর হঠাৎ করেই ছন্দপতন ঘটে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুটি গোল খেয়ে জয় থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে লাল-সবুজের দল। তখনই অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে তৃষ্ণা রানীর গোলে স্বস্তির জয় পায় স্বাগতিকরা।

ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। দুই ওপেনিং খেলোয়াড় বদলে আনা হয় এই ম্যাচে—দলে ফেরেন বর্ণা খাতুন ও শান্তি মার্ডি। শুরুতেই আক্রমণের জোরে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে ১৩ মিনিটে সাগরিকার পাস থেকে গোল করেন সিনহা জাহান শিখা। এটি ছিল তার টুর্নামেন্টের দ্বিতীয় গোল। এরপর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আগের ম্যাচে হ্যাটট্রিক করা মোসাম্মৎ সাগরিকা।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচ নেয় নতুন মোড়। ৫৬ মিনিটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরানকে। এতে উভয় দল ১০ জন করে খেলতে বাধ্য হয়। এরপর ম্যাচের ৭৫ মিনিটে নেপাল পেনাল্টি পায় এবং আনিশা রায় তা থেকে গোল করে ব্যবধান কমান। ৮৬ মিনিটে মীনা দিউবার গোলে সমতায় ফেরে নেপাল। তখন মনে হচ্ছিল, নিশ্চিত জয় হয়তো হাতছাড়া হবে বাংলাদেশের।

কিন্তু ভাগ্য যে সাহসীদের পক্ষ নেয়, তা আরও একবার প্রমাণ করল লাল-সবুজের মেয়েরা। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ডান দিক দিয়ে আক্রমণে উঠে বল বাড়ান মুনকি, আর তা নিয়ন্ত্রণে নিয়ে তৃষ্ণা রানী ঠান্ডা মাথায় জালে বল পাঠান। তার সেই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য এবং জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপে এবার চারটি দল অংশ নিচ্ছে—বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। রাউন্ড-রবিন ভিত্তিক লিগে প্রতিটি দল দুবার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। স্বাগতিক বাংলাদেশ শক্তিমত্তা ও আগের পারফরম্যান্স বিবেচনায় এবার ফেভারিট ধরা হচ্ছে। গতবার সাফ অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় ভারতকে সঙ্গে নিয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার নিজেদের মাটিতে সেই শিরোপা এককভাবে জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে পিটার বাটলারের শিষ্যরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ