দ্বিতীয় টি–টোয়েন্টিতে ভাঙল ওপেনিং জুটি, চাপে টাইগার শিবির

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ২০:০১:২২
 দ্বিতীয় টি–টোয়েন্টিতে ভাঙল ওপেনিং জুটি, চাপে টাইগার শিবির

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সিরিজে টিকে থাকতে হলে জয় ছাড়া আর কিছু ভাবার সুযোগ নেই টাইগারদের। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চাপে পড়ে গেছে সফরকারী বাংলাদেশ দল। দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে ব্যাটিংয়ের গোড়াতেই ধাক্কা খায় তারা।

প্রথম ওভারের শেষ বলে নুয়ান থুসারার বাউন্সার মোকাবেলায় ব্যর্থ হয়ে বোল্ড হয়ে ফেরেন পারভেজ হোসেন ইমন। তিনি কোনো রান করতে পারেননি, খেলেছেন মাত্র তিনটি বল। এরপর দ্বিতীয় ওভারে আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও ফিরে যান সাজঘরে। মাত্র ৮ বলে ৫ রান করে বিনুরা ফার্নান্দোর বলে কুশল পেরেরার হাতে ক্যাচ দেন তিনি। মাত্র ৭ রানে ২ উইকেট হারিয়ে পড়ে বাংলাদেশ বড় রকমের চাপে।

এরপর ব্যাটিংয়ে স্থিরতা আনতে চেষ্টা করছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। একপ্রান্ত আগলে রেখে দ্রুত রান তুলতে না পারলেও উইকেট না হারানোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন এই জুটি। তাদের ইনিংস কতটা এগিয়ে যেতে পারে, সেটাই নির্ধারণ করে দেবে বাংলাদেশের ম্যাচ ভাগ্য।

ম্যাচের শুরুতেই টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা টস জিতে স্বাগতিক দলের বোলারদের কাজে লাগিয়ে শুরুতেই চাপে ফেলে দেন বাংলাদেশকে। প্রথম টি–টোয়েন্টিতেও টস হেরেছিল টাইগাররা, সেই ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয় তারা।

বাংলাদেশ একাদশে এদিন আনা হয় তিনটি পরিবর্তন। দল থেকে বাদ পড়েন তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোহাম্মদ নাঈম। তাদের পরিবর্তে একাদশে জায়গা পান জাকের আলি অনিক, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সাজানো এই দল নিয়ে সিরিজে সমতা ফেরানোর প্রত্যাশা ছিল ভক্তদের।

বাংলাদেশ একাদশে রয়েছেন অধিনায়ক লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

অন্যদিকে শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচের জয়ী একাদশে কোনো পরিবর্তন আনেনি। পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহিশ থিকসানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা ও বিনুরা ফার্নান্দো নিয়ে আগের মতই মাঠে নেমেছে লঙ্কানরা।

প্রথম ম্যাচের হার ভুলে গিয়ে এই ম্যাচে জয় তুলে নিতে মরিয়া বাংলাদেশ। কিন্তু শুরুতেই এমন ব্যাটিং বিপর্যয় দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে কিনা, সেটিই এখন দেখার বিষয়। দ্বিতীয় টি–টোয়েন্টিতে ভাঙল ওপেনিং জুটি, চাপে টাইগার শিবির

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ