বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি: টিকিটের দাম শুরু মাত্র ৩০০ টাকা!

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৮:৩৪:৪৯
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি: টিকিটের দাম শুরু মাত্র ৩০০ টাকা!

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ঘিরে দর্শকদের মধ্যে বাড়ছে উৎসাহ। এমন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে টিকিটের মূল্য তালিকা এবং বিক্রির পদ্ধতি। এবার ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে হলে দর্শকদের খরচ হবে ৩০০ টাকা, যা সর্বনিম্ন মূল্য। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে খেলা দেখতে হলে দিতে হবে ৪০০ টাকা।

ক্লাব হাউসে জায়গা নিতে খরচ হবে ৮০০ টাকা এবং ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা। সর্বোচ্চ দামের টিকিটটি থাকছে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা। করপোরেট বক্স বা ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে ৩৫০০ টাকা।

দর্শকদের সুবিধার্থে বিসিবি এবার সম্পূর্ণ অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।‘গোবিসিবিটিকিট.কম.বিডি’ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে অথবা একই নামের অ্যাপ ব্যবহার করে টিকিট সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে যেসব টিকিট অনলাইনে বিক্রি হবে না, সেগুলো ম্যাচের দিন সকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনের দুটি বুথে সরাসরি পাওয়া যাবে।

এছাড়া বিশেষ এক উদ্যোগে, ১০০ জন জুলাই আন্দোলনে আহত ব্যক্তি বিনামূল্যে টিকিট পাবেন। টিকিট বিক্রির পুরো প্রক্রিয়ার দায়িত্বে আছে মধুমতি ব্যাংক, যারা বিসিবির সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ। এই চুক্তির আওতায় ব্যাংকটি বিসিবিকে তিন কোটি টাকা দেবে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক মাহবুব আনাম।

দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত এই সিরিজের সম্প্রচার নিশ্চিত করা হয়েছে। দর্শকরা নাগরিক টিভি ও টি-স্পোর্টসে সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন।

সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২০ জুলাই। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়, ভেন্যু হিসেবে থাকছে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ