ঢালিউড-মুভি রিভিউ

উৎসব: ঈদের পর্দায় অনবদ্য এক উদযাপন

মেরাজ আহমেদ
মেরাজ আহমেদ
শিক্ষার্থী, ইনডিপেন্ডেট ইউনিভার্সিটি, বাংলাদেশ
বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ১৫:০৪:১৪
উৎসব: ঈদের পর্দায় অনবদ্য এক উদযাপন

২০২৫ সালের কুরবানির ঈদে ‘উৎসব’ চলচ্চিত্রটি যেন সত্যিকারের এক উৎসব নিয়েই হাজির হয়েছে দর্শকদের সামনে। স্বল্প সময়ের ঘোষণা এবং তারকাবহুল কাস্টিং দিয়েই আলোচনা শুরু করলেও মুক্তির পরপরই এই সিনেমা দর্শকপ্রিয়তা ও সমালোচকদের প্রশংসা—দুয়েরই শীর্ষে পৌঁছে গেছে। ঈদের ছুটি শেষে কর্মজীবনে ফেরা মানুষের মাঝেও সিনেমাটির জোয়ার অব্যাহত—প্রতিদিনই ‘হাউসফুল’ যাচ্ছে শো।

দীর্ঘদিন পর বহুলপ্রিয় অভিনেতা জাহিদ হাসান বড় পর্দায় ফিরে এলেন এই সিনেমার মাধ্যমে। তাঁর অভিনীত ‘খাইষ্টা জাহাঙ্গীর’ চরিত্রটি ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। দর্শক চরিত্রটির কর্মকাণ্ডে যেমন হেসেছেন, তেমনি কষ্টেও কেঁদেছেন। নিঃসন্দেহে এটি তাঁর ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় সংযোজন।

এই তারকাবহুল চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, তারিক আনাম খান, আফসানা মিমি, ইফতেখার ডিনার এবং সুনেরাহ বিনতে কামাল। নতুন মুখ হিসেবে জুটি বেঁধে আসেন সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশি দম্পতির সন্তান সৌম্য তাঁর অভিষেকেই প্রমাণ করেছেন নিজের অভিনয়প্রতিভা। বিপরীতে সাদিয়া আয়মানের সৌন্দর্য ও সাবলীল অভিনয় পর্দায় এনেছে প্রশান্তি। তাদের পারস্পরিক খুনসুটি, হাসি-কান্না দর্শকদের মনে গেঁথে গেছে।

চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও অপি করিম ব্যতিক্রমী ও মজার চরিত্রে ছিলেন সাবলীল এবং গল্পের গতি নির্ধারণে ছিলেন মূল চালক। পর্দায় জাহিদ হাসান ও আফসানা মিমিকে দেখে দর্শকেরা যেন ফিরে গিয়েছিলেন সেই “নক্ষত্রের রাত” নাটকের স্মৃতিতে। তেমনি জাহিদ হাসান ও সুনেরাহ-র দৃশ্যগুলোও ছিলো আবেগতাড়িত।

পরিচালক তানিম নূর তাঁর নির্মাণে কোনো কসুর রাখেননি। চার্লস ডিকেন্স-এর কালজয়ী “A Christmas Carol” অবলম্বনে নির্মিত ‘উৎসব’ যেন হয়ে উঠেছে একখানা দেশি অনুভূতির আধার। আয়মান আসিফ স্বাধীন ও সামিউল ভূঁইয়া-র চিত্রনাট্য মজবুত ভিত্তি তৈরি করেছে। ঈদের অন্য অ্যাকশন-থ্রিলারগুলোর মাঝে ‘উৎসব’ ছিলো ভিন্ন স্বাদের রিফ্রেশিং অভিজ্ঞতা—একসাথে হাসির উৎস, হৃদয়ের ছোঁয়া এবং নস্টালজিয়া।

চলচ্চিত্রটির দৃশ্যপট জীবন্ত করে তুলেছেন দশ বছর পর সিনেমায় ফেরা জনপ্রিয় সিনেমাটোগ্রাফার রাশেদ জামান। তার ক্যামেরায় ৯০ দশকের বাংলাদেশের পরিবেশ, আলো-ছায়ার খেলা আর সংলাপের আবেগ উঠে এসেছে নিখুঁতভাবে। সিনেমাটিতে ব্যবহৃত ব্যান্ড গান—“লেভেল ফাইভ” ও “আর্টসেল”-এর দুটি গান নতুন করে দর্শকের মন জিতে নিয়েছে।

সবমিলিয়ে ‘উৎসব’ এক আনন্দময় গল্প, এক মনখারাপের আখ্যান, আবার এক নতুন শুরুর পথচলা। এর কেন্দ্রে ছিলেন জাহিদ হাসান, আর চারপাশে তাঁকে ঘিরে থাকা প্রতিভাবান শিল্পীদের মিলিত অভিনয় এই সিনেমাকে পরিণত করেছে এক অনন্য অভিজ্ঞতায়।

মুক্তির মাত্র দশ দিনের মাথায় সিনেমাটি কেবল মাল্টিপ্লেক্স থেকেই এক কোটি টাকার টিকিট বিক্রি করে ফেলেছে—যা স্পষ্টতই বাণিজ্যিক সফলতার ইঙ্গিত। প্রযোজনায় ছিল ডপ প্রোডাকশন এবং পরিবেশনায় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

রেটিং: ★★★★☆ (৯/১০)


শুটিংয়ে সালমান খানকে কষে চড়!

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৫ ১১:২৪:৪৯
শুটিংয়ে সালমান খানকে কষে চড়!
বলিউড সুপারস্টার সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান—যিনি দুনিয়াজুড়ে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগীর পাশাপাশি সহকর্মীদের কাছ থেকেও সমীহ পান। বলিউডে অনেকের কাছে তিনি বন্ধুর মতো নির্ভরযোগ্য, আবার শত্রুতার ক্ষেত্রে আপসহীন হিসেবেও পরিচিত। কিন্তু এই জনপ্রিয় অভিনেতার গায়ে হাত তুলেছিলেন এক সহ-অভিনেতা, তাও আবার জোরে চড় মেরে। ঘটনাটি সম্প্রতি নিজেই জানিয়েছেন ‘তাণ্ডব’ ও ‘ক্রিমিনাল জাস্টিস’ খ্যাত অভিনেতা জিশান আয়ুব।

এক সাক্ষাৎকারে জিশান জানান, সালমান খানকে চড় মারার পর তিনি চরম দুশ্চিন্তায় পড়ে যান। ভেবেছিলেন, হয়তো এই ঘটনার পর তার অভিনয় ক্যারিয়ার আর এগোবে না। তবে ঘটনাটি ছিল সম্পূর্ণ চিত্রনাট্যের প্রয়োজনে। কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবির একটি দৃশ্যে তাকে সালমান খানের চরিত্রকে থামিয়ে সজোরে চড় মারতে হয়, যার পর সালমানের চরিত্রটি একটি ছোট্ট সেতু থেকে নিচে পড়ে যায়।

জিশান বলেন, “এটি ছিল আমার সালমান স্যারের সঙ্গে প্রথম দেখা। আর সেই প্রথম সাক্ষাৎেই এমন দৃশ্য অভিনয় করতে হলো। শুটিংয়ের আগে থেকেই আমি ভয়ে কাঁপছিলাম। মনে হচ্ছিল, তিনি যদি রেগে যান তবে আমার ক্যারিয়ার সেখানেই শেষ হয়ে যাবে। তাই দূর থেকে আস্তে করে মারছিলাম, কিন্তু তখন দৃশ্যটি খুবই কৃত্রিম লাগছিল।”

তিনি আরও জানান, সালমান খান নিজেই তাকে থামিয়ে বলেন “আবার কাছ থেকে মারো।” কিন্তু ততক্ষণে তার বুক কাঁপছে ভয় ও শঙ্কায়। শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে কষে এক চড় মারেন জিশান, এবং মনে মনে ভাবেন এটাই হয়তো জীবনের শেষ অভিনয়।

কিন্তু শুটিং শেষে তিনি বুঝতে পারেন, সালমান খান অত্যন্ত পেশাদার। দৃশ্যটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর সালমান নিজেই তার প্রশংসা করেন। এই প্রশংসাই জিশান আয়ুবের মনে স্বস্তি এনে দেয় এবং তাকে বুঝিয়ে দেয় যে পেশাদারিত্বে সালমান খান কতটা উদার ও সহযোগিতাপূর্ণ।

-অনন্যা


৪০০ কোটি টাকার বাজেট, ৬ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি ‘ওয়ার ২’

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ১২:২৬:৩৮
৪০০ কোটি টাকার বাজেট, ৬ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি ‘ওয়ার ২’
ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’ মুক্তি পেয়েছে আজ। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবিতে অ্যাকশন, ভিএফএক্স এবং বলিউড ও দক্ষিণের সুপারস্টারদের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে। হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের মতো দুই তারকাকে একসঙ্গে দেখার সুযোগ পেয়ে দর্শকরা মুগ্ধ। এই ছবির মাধ্যমে পরিচালক অয়ন মুখোপাধ্যায় যেন এক জাদুকরি অ্যাকশন-অ্যাডভেঞ্চার উপহার দিয়েছেন।

'ওয়ার ২' সিনেমার গল্পে দেখা যাবে দেশপ্রেমিক মেজর কবির (হৃতিক) এবং বিক্রম (এনটিআর) ভিন্ন আদর্শের কারণে মুখোমুখি হয়। এই লড়াই ইউরোপের গলি থেকে মধ্যপ্রাচ্যের মরুভূমি পর্যন্ত বিস্তৃত। সম্প্রতি প্রকাশিত ‘জনাব-এ-আলি’ গানের ঝলকে দেখা গেছে, ড্যান্স ফ্লোরেও তারা একে অপরের সঙ্গে সমান তালে পাল্লা দিয়েছেন। মাত্র ৩৫ সেকেন্ডের এই ঝলক দেখে ভক্তরা বলছেন, “এবার একেবারে শেয়ানে শেয়ানে টক্কর।”

এই সিনেমার শুটিংয়ে অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। স্পেনে একটি গাড়ি ধাওয়ার দৃশ্যে হৃতিকের গাড়ি নিয়ন্ত্রণ হারালেও তিনি স্টান্ট শেষ করে থেমেছিলেন। অন্যদিকে আবুধাবিতে এনটিআরকে ঠান্ডা পানিতে দুই ঘণ্টা কাটাতে হয়েছিল। ছবিতে কিয়ারা আদভানিকে একজন সাহসী কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে।

প্রায় ৪০০ কোটি টাকার বাজেটে নির্মিত এই সিনেমাটি ভারতজুড়ে সাড়ে ৬ হাজার প্রেক্ষাগৃহে হিন্দি, তেলেগু এবং তামিল ভাষায় মুক্তি পেয়েছে। ছবির শেষে রয়েছে দুটি চমক, যা যশরাজ স্পাই ইউনিভার্সের পরবর্তী অধ্যায়ের রহস্য উন্মোচন করবে।


রেকর্ড গড়া বিচ্ছেদ: হৃতিক-সুজানের ডিভোর্সে ৫২৭ কোটি টাকা!

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১৭:৫৪:২১
রেকর্ড গড়া বিচ্ছেদ: হৃতিক-সুজানের ডিভোর্সে ৫২৭ কোটি টাকা!
সুজান খান ও হৃতিক রোশন। ছবিঃ এক্স থেকে

বলিউডের তারকাদের বিচ্ছেদ মানেই আলোচনা। কিন্তু সেই বিচ্ছেদ যদি হয় বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও সুজান খানের, তাহলে তো কথাই নেই। তাদের ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি ছিল বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল। এই বিচ্ছেদে সুজানের প্রাপ্ত অর্থের পরিমাণ এখনো রেকর্ড হয়ে আছে।

হৃতিক রোশন (নির্মাতা রাকেশ রোশনের ছেলে) এবং সুজান খান (অভিনেতা সঞ্জয় খানের মেয়ে) ছিলেন শৈশবের বন্ধু। ‘কাহো না পেয়ার হ্যায়’ (২০০০) ছবি দিয়ে হৃতিক যখন বলিউডে পা রাখেন, তখনই সুজানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। চার বছর প্রেমের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলে রয়েছে - হৃহান (জন্ম ২০০৬) এবং হৃদান (জন্ম ২০০৯)।

২০১০ সালে ‘কাইটস’ ছবির শুটিং চলাকালে তাদের সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন ওঠে। এরপর ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও তারা বন্ধু হিসেবেই রয়েছেন এবং দুই ছেলের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। প্রায়শই তাদের সন্তানদের সঙ্গে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায়।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান প্রায় ৩৮০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২৭ কোটি টাকা) পেয়েছিলেন। এটিই বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবে রেকর্ড গড়ে। যদিও এই বিপুল পরিমাণ অর্থ নগদ, সম্পত্তি বা অন্য কোনো সম্পদের মাধ্যমে দেওয়া হয়েছিল, তা এখনো প্রকাশ করা হয়নি।

বর্তমানে হৃতিক রোশন অভিনেত্রী সাবা আজাদ-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন, অন্যদিকে সুজান খান সম্পর্ক করছেন আর্সলান গোনির সঙ্গে। হৃতিককে শিগগিরই দেখা যাবে তার নতুন ছবি ‘ওয়ার ২’-তে, যা ১৪ আগস্ট মুক্তি পাবে।

তথ্যসূত্র: ডিএনএ


প্রথমবার একসঙ্গে পর্দায় মিথিলা ও মেয়ে আইরা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১৬:১৭:২৩
প্রথমবার একসঙ্গে পর্দায় মিথিলা ও মেয়ে আইরা
জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলা এবং তাঁর মেয়ে আইরা

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলা এবং তাঁর মেয়ে আইরা সম্প্রতি প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একটি বিজ্ঞাপনচিত্রে। এটি আইরার অভিনয়জীবনের প্রথম কাজ, আর সেই অভিষেকেই সহশিল্পী হিসেবে ছিলেন তাঁর মা। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা পিপলু আর খান এবং এটি একটি প্রসাধনী পণ্যের জন্য তৈরি।

বিজ্ঞাপনটিতে আইরার যুক্ত হওয়ার প্রেক্ষাপট তুলে ধরে মিথিলা জানান, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রথমে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তারা একটি মা ও টিনএজ মেয়েকে কেন্দ্র করে একটি গল্পভিত্তিক বিজ্ঞাপনচিত্র নির্মাণের প্রস্তাব দেন। মিথিলা বলেন, "আমরা মা-মেয়ে দু’জনই অনেকটা বন্ধুর মতো, তাই তাদের কনসেপ্ট আমাদের বাস্তব জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মিলে যায়। সেই বিষয়টি বিবেচনা করেই রাজি হয়েছিলাম।"

তিনি আরও যোগ করেন, যদিও এটি একটি বিজ্ঞাপনচিত্র, তবুও এখানে অভিনয়ের প্রয়োজন ছিল। সেই অর্থে এটি আইরার প্রথম অভিনয়। মিথিলার ভাষায়, "গল্পটা শোনার পরই আইরা আগ্রহ প্রকাশ করেছিল। পরবর্তীতে অডিশন নেওয়া হয় এবং সেখানে সে বেশ ভালো পারফর্ম করে। তবে শুটিংয়ের শুরুর দিকে সে কিছুটা নার্ভাস ছিল, যা নির্মাতা পিপলু আর খান দক্ষতার সঙ্গে সামলে দেন।"

মিথিলা জানান, শুটিংটি গত জুলাই মাসের শেষ সপ্তাহে সম্পন্ন হয়। মা-মেয়ের জন্য দিনটি অন্যসব দিনের মতোই শুরু হয়েছিল, তবে আইরার জন্য এটি ছিল সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। পূর্বে ক্যামেরার সামনে কাজ না করায় সকাল থেকে রাত পর্যন্ত শুটিং করা তার জন্য বেশ কষ্টকর ছিল। মিথিলা বলেন, "এটি তার প্রথমবারের মতো দীর্ঘ সময়ের শুটিং। ক্লান্তি আসলেও আইরা দৃঢ়তার সঙ্গে কাজ শেষ করেছে, যা আমাকে গর্বিত করেছে।"

-শরিফুল


দেব-শুভশ্রীর  ‘ধূমকেতু’ গড়ল মুক্তির আগে রেকর্ড

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১০:১১:১৫
দেব-শুভশ্রীর  ‘ধূমকেতু’ গড়ল মুক্তির আগে রেকর্ড
ছবিঃ সংগৃহীত

প্রায় ১০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টালিউডে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ধূমকেতু। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাওয়া এ ছবিটি ইতোমধ্যেই বক্স অফিসে মুক্তির আগেই সাড়া ফেলে দিয়েছে। শুরু হয়ে গেছে অগ্রিম টিকিট বিক্রি, আর তাতেই ভেঙে যাচ্ছে একের পর এক রেকর্ড। কলকাতায় ধূমকেতু টিকিটের চাহিদায় ওয়ার ২ এবং কুলির মতো আলোচিত ছবিকেও পিছনে ফেলেছে।

হল মালিকরা দর্শকদের আগ্রহ মেটাতে অতিরিক্ত শো টাইম যুক্ত করতে বাধ্য হচ্ছেন। এমনকি টালিউডে নজিরবিহীনভাবে সকাল ৭টার শোও চালু হয়েছে, যা প্রথম দিনেই হাউজফুল হয়ে গেছে। বিশেষ করে কলকাতার সাউথ সিটি মলের আইনক্সে এই সকালবেলার শো হাউজফুল হয়ে বাংলা সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে।

দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি দীর্ঘদিন পর ধূমকেতু-র মাধ্যমে ফিরছে বড় পর্দায়। একসময় তারা বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন, তবে বিচ্ছেদের পর আর কোনো প্রজেক্টে একসঙ্গে কাজ করেননি। ধূমকেতু ছবিটি সেই বিচ্ছেদের সময়েই ফ্লোরে গেলেও নানা জটিলতায় আটকে যায় মুক্তি। ফলে প্রায় এক দশক ধরে দর্শকরা এ জুটিকে একসঙ্গে পর্দায় দেখতে পাননি।

এবার মুক্তির আগে ছবিটির প্রতি উন্মাদনা আরও বেড়ে যায় ধূমকেতু-র ট্রেলার লঞ্চ ইভেন্টে। সেখানে প্রায় ১০ বছর পর দেব ও শুভশ্রী একই মঞ্চে হাজির হন, একসঙ্গে নাচেন এবং আড্ডা দেন, যা ‘দেশু’ ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এর প্রভাব সরাসরি দেখা যাচ্ছে অগ্রিম টিকিট বিক্রিতে—মুক্তির আগেই ছবিটি ‘হিট’ ঘোষণার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

নির্মাতা ও অভিনেতা দেব তার অফিসিয়াল পেজে ১২ আগস্ট এই হাউজফুলের সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন এবং জানান, ভারতজুড়ে ধূমকেতু মুক্তি পাবে ২২ আগস্ট। ফলে কেবল কলকাতা নয়, সারা ভারতেই ছবিটি নিয়ে প্রত্যাশা তুঙ্গে।

-অনন্যা


আগামীকাল জানাজার ঘোষণা দিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ২১:২০:৪৭
আগামীকাল জানাজার ঘোষণা দিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি বেশি পরিচিত হিরো আলম নামে, আগামীকাল বুধবার নিজ বাসায় জানাজার আয়োজনের কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন।

কয়েক মাস ধরে তার স্ত্রী রিয়া মনিকে কেন্দ্র করে নানা ঘটনা ও আলোচনা চলছিল। সম্প্রতি হিরো আলম এক নতুন অভিযোগ এনেছেন যে, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে সময় কাটাচ্ছেন।

তার প্রথম পোস্টে হিরো আলম লিখেছেন, “আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল—আমি এটা মেনে নিতে পারলাম না। আমি রিয়াল (সত্যি) ছিলাম। রিয়া মনিকে কত ভালোবাসি সেটা বুঝিয়ে দিতে আজকে নিজেকে শেষ করে দেখাবো। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।”

পরবর্তী পোস্টে তিনি জানান, “আমার তিন বাচ্চা এতিম হলে তার দায় রিয়া মনির। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। বারবার মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিলো।”

হিরো আলমের এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। তার ভক্তরা তাকে সমর্থন জানাচ্ছেন এবং তার জন্য দোয়া করছেন।

/আশিক


আইপিএলে দল কেনার ব্যাপারে মুখ খুললেন সালমান খান

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ২০:৩২:১৮
আইপিএলে দল কেনার ব্যাপারে মুখ খুললেন সালমান খান
ছবি: সংগৃহীত

ভারতের আইপিএল নিয়ে সালমানের রসিকতা: ‘বুড়ো হয়ে গেছি, আর দল কেনার বয়স নেই’

ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতেই দেশ-বিদেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহের ঢেউ চলছে। বলিউডের শীর্ষ তারকাদের মধ্যে শাহরুখ খান, জুহি চাওলা ও প্রীতি জিন্তা ইতোমধ্যেই আইপিএল দলের মালিক হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, আইপিএল দলে কি কখনো মালিক হবেন বলিউড সুপারস্টার সালমান খান?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হলে সালমান খান মজাদার জবাব দেন। তিনি বলেন, “আইপিএল টিম কেনার মতো বয়স আর নেই, আমি তো বুড়ো হয়ে গেছি।” সালমান আরও জানান, ২০০৮ সালে তার কাছে আইপিএল দল কেনার প্রস্তাব আসলেও তিনি সেটি নেননি। ভাইজানের ভাষায়, “আমার কোনো অনুশোচনা নেই, আমি মজাতেই রয়েছি।”

সালমানের এই রসিক মন্তব্য ইতোমধ্যেই তার ভক্তদের মধ্যে হাস্যরস ছড়িয়েছে এবং ক্রিকেট-ফ্যানদের মনে উচ্ছ্বাসের সঞ্চার করেছে। তবে তিনি নিজে আইপিএল দলে বিনিয়োগের কোনো পরিকল্পনা না রাখলেও এই প্রশ্ন নিয়ে তার কথাগুলো সকলের মনোরঞ্জনের এক সুন্দর উপাদান হয়ে উঠেছে।

/আশিক


ব্যক্তিগত আক্রমণ নিয়ে মুখ খুললেন দেব, রাজ-রুক্মিণীর কাছে ক্ষমা চাইলেন

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৯:৩৪:৪৫
ব্যক্তিগত আক্রমণ নিয়ে মুখ খুললেন দেব, রাজ-রুক্মিণীর কাছে ক্ষমা চাইলেন
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক দশক পর আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। ‘ধূমকেতু’ চলচ্চিত্রের মাধ্যমে তাদের এই প্রত্যাবর্তনের খবর প্রকাশ পাওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বেড়ে গেছে। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আগের রসায়ন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে উচ্ছ্বাসের পাশাপাশি নেটমাধ্যমে দেবের বর্তমান সঙ্গী রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও মিম ছড়িয়ে পড়ে। এ বিষয়ে নীরবতা ভেঙে সরাসরি প্রতিক্রিয়া জানালেন দেব।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “এটা দুঃখজনক যে কিছু মানুষ ভালো উদ্যোগকেও ইতিবাচকভাবে নিতে পারে না। রাজ ও রুক্মিণী বিষয়টি অত্যন্ত ধৈর্যের সঙ্গে সামলেছেন। পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, “রাজ ও শুভশ্রীর পরিবারের সমর্থন না থাকলে এই কাজ সম্ভব হতো না। একজন প্রযোজক হিসেবে আমি রাজ, শুভশ্রী ও রুক্মিণীর কাছে ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষমা চাইছি।”

দেবের ভাষ্যে, দর্শকদের চাহিদা মেনে তিনি ও শুভশ্রী আবারও জুটি বাঁধছেন, যা কেবল নস্টালজিয়া ফিরিয়ে আনতে। কিন্তু কিছু মানুষ ব্যক্তিগত বিষয়ে আক্রমণ করছেন, যা তিনি একেবারেই সমর্থন করেন না। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, “এই ছবিতে সবার অবদান রয়েছে, বিশেষ করে রুক্মিণীর। আমি তাকে নিয়ে গর্বিত।”

/আশিক


সম্মতি ছাড়া ৫ মিনিট ধরে চুমু, শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন রেখা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৬:৫৯:৫৯
সম্মতি ছাড়া ৫ মিনিট ধরে চুমু, শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন রেখা
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রেখা তার প্রথম সিনেমার শুটিং সেটেই অপ্রত্যাশিত ও মানসিকভাবে কষ্টদায়ক এক ঘটনার শিকার হন। ১৯৬৯ সালে ‘অঞ্জনা সফর’ নামে তার প্রথম ছবির শুটিং চলাকালীন সহশিল্পী বিশ্বজিৎ অনুমতি ছাড়া তাকে প্রায় পাঁচ মিনিট ধরে জোর করে চুম্বন করেন। তখন রেখার বয়স মাত্র ১৫ বছর, আর বিশ্বজিতের বয়স ছিল ৩২ বছর।

ঘটনাটি ক্যামেরার সামনে সংঘটিত হলেও শুটিং সেটের কেউই ওই সময় তাকে রক্ষার জন্য এগিয়ে আসেননি, বরং সবাই নীরব থেকে ঘটনাটি দেখেছেন। পর্দার আড়ালে এই নিরাপত্তাহীনতার অভিজ্ঞতায় রেখা মানসিকভাবে ভেঙে পড়েন এবং শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়ার ঘটনা ঘটে।

এরপর ছবিটির নাম পরিবর্তন করে ‘দো শিকারি’ করা হয়। রেখার জীবনী ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’-তে এই কষ্টকর অভিজ্ঞতার বর্ণনা পাওয়া যায়, যা বলিউডের শুরু থেকেই তার ক্যারিয়ারে অন্ধকার ছাপ ফেলে।

/আশিক

পাঠকের মতামত:

১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার

১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন... বিস্তারিত