ঢালিউড-মুভি রিভিউ
উৎসব: ঈদের পর্দায় অনবদ্য এক উদযাপন

মেরাজ আহমেদ
শিক্ষার্থী, ইনডিপেন্ডেট ইউনিভার্সিটি, বাংলাদেশ

২০২৫ সালের কুরবানির ঈদে ‘উৎসব’ চলচ্চিত্রটি যেন সত্যিকারের এক উৎসব নিয়েই হাজির হয়েছে দর্শকদের সামনে। স্বল্প সময়ের ঘোষণা এবং তারকাবহুল কাস্টিং দিয়েই আলোচনা শুরু করলেও মুক্তির পরপরই এই সিনেমা দর্শকপ্রিয়তা ও সমালোচকদের প্রশংসা—দুয়েরই শীর্ষে পৌঁছে গেছে। ঈদের ছুটি শেষে কর্মজীবনে ফেরা মানুষের মাঝেও সিনেমাটির জোয়ার অব্যাহত—প্রতিদিনই ‘হাউসফুল’ যাচ্ছে শো।
দীর্ঘদিন পর বহুলপ্রিয় অভিনেতা জাহিদ হাসান বড় পর্দায় ফিরে এলেন এই সিনেমার মাধ্যমে। তাঁর অভিনীত ‘খাইষ্টা জাহাঙ্গীর’ চরিত্রটি ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। দর্শক চরিত্রটির কর্মকাণ্ডে যেমন হেসেছেন, তেমনি কষ্টেও কেঁদেছেন। নিঃসন্দেহে এটি তাঁর ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় সংযোজন।
এই তারকাবহুল চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, তারিক আনাম খান, আফসানা মিমি, ইফতেখার ডিনার এবং সুনেরাহ বিনতে কামাল। নতুন মুখ হিসেবে জুটি বেঁধে আসেন সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশি দম্পতির সন্তান সৌম্য তাঁর অভিষেকেই প্রমাণ করেছেন নিজের অভিনয়প্রতিভা। বিপরীতে সাদিয়া আয়মানের সৌন্দর্য ও সাবলীল অভিনয় পর্দায় এনেছে প্রশান্তি। তাদের পারস্পরিক খুনসুটি, হাসি-কান্না দর্শকদের মনে গেঁথে গেছে।
চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও অপি করিম ব্যতিক্রমী ও মজার চরিত্রে ছিলেন সাবলীল এবং গল্পের গতি নির্ধারণে ছিলেন মূল চালক। পর্দায় জাহিদ হাসান ও আফসানা মিমিকে দেখে দর্শকেরা যেন ফিরে গিয়েছিলেন সেই “নক্ষত্রের রাত” নাটকের স্মৃতিতে। তেমনি জাহিদ হাসান ও সুনেরাহ-র দৃশ্যগুলোও ছিলো আবেগতাড়িত।
পরিচালক তানিম নূর তাঁর নির্মাণে কোনো কসুর রাখেননি। চার্লস ডিকেন্স-এর কালজয়ী “A Christmas Carol” অবলম্বনে নির্মিত ‘উৎসব’ যেন হয়ে উঠেছে একখানা দেশি অনুভূতির আধার। আয়মান আসিফ স্বাধীন ও সামিউল ভূঁইয়া-র চিত্রনাট্য মজবুত ভিত্তি তৈরি করেছে। ঈদের অন্য অ্যাকশন-থ্রিলারগুলোর মাঝে ‘উৎসব’ ছিলো ভিন্ন স্বাদের রিফ্রেশিং অভিজ্ঞতা—একসাথে হাসির উৎস, হৃদয়ের ছোঁয়া এবং নস্টালজিয়া।
চলচ্চিত্রটির দৃশ্যপট জীবন্ত করে তুলেছেন দশ বছর পর সিনেমায় ফেরা জনপ্রিয় সিনেমাটোগ্রাফার রাশেদ জামান। তার ক্যামেরায় ৯০ দশকের বাংলাদেশের পরিবেশ, আলো-ছায়ার খেলা আর সংলাপের আবেগ উঠে এসেছে নিখুঁতভাবে। সিনেমাটিতে ব্যবহৃত ব্যান্ড গান—“লেভেল ফাইভ” ও “আর্টসেল”-এর দুটি গান নতুন করে দর্শকের মন জিতে নিয়েছে।
সবমিলিয়ে ‘উৎসব’ এক আনন্দময় গল্প, এক মনখারাপের আখ্যান, আবার এক নতুন শুরুর পথচলা। এর কেন্দ্রে ছিলেন জাহিদ হাসান, আর চারপাশে তাঁকে ঘিরে থাকা প্রতিভাবান শিল্পীদের মিলিত অভিনয় এই সিনেমাকে পরিণত করেছে এক অনন্য অভিজ্ঞতায়।
মুক্তির মাত্র দশ দিনের মাথায় সিনেমাটি কেবল মাল্টিপ্লেক্স থেকেই এক কোটি টাকার টিকিট বিক্রি করে ফেলেছে—যা স্পষ্টতই বাণিজ্যিক সফলতার ইঙ্গিত। প্রযোজনায় ছিল ডপ প্রোডাকশন এবং পরিবেশনায় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
রেটিং: ★★★★☆ (৯/১০)
বিজয় সমাবেশে পদদলন: শোকে মুষড়ে পড়েছেন অভিনেতা, ছেড়ে দিলেন খাওয়াদাওয়া
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সমাবেশে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে। স্বজন হারানোর চিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এ ঘটনায় শোকে মুষড়ে পড়ে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন থালাপতি বিজয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় অনুষ্ঠিত এই জনসমাবেশে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। নিহতদের মধ্যে ১০ জন শিশু এবং ১৭ জন নারী রয়েছেন। কর্মকর্তাদের বরাতে জানা যায়, এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ জন।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ভয়াবহ ঘটনায় থালাপতি বিজয় এতটাই মুষড়ে পড়েছেন যে, তিনি আর কিছুই খাচ্ছেন না।
মামলা, হুমকি ও তদন্ত
জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় ভারতীয় পুলিশ টিভিকের দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ এনে মামলা করেছে। সূত্র জানায়, টিভিকে এখন সিবিআই অথবা আদালতের তত্ত্বাবধানে স্বাধীন তদন্ত চাইছে। আজ (সোমবার) আদালতে শুনানি হবে, এরপর বিজয়ের সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর দেখা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ইস্ট কোস্ট রোড (ইসিআর)-সংলগ্ন নীলঙ্কারাইয়ে বিজয়ের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এরপর সোমবার সেখানে নিরাপত্তা জোরদার করেছে চেন্নাই পুলিশ। হুমকি পেয়ে নিরাপত্তাকর্মীরা দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলেন এবং ডগস্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল ব্যাপক তল্লাশি চালায়।
ক্ষতিপূরণ ও প্রতিক্রিয়া
বিজয় দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহত প্রায় ১০০ জনের প্রত্যেককে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ৫১ বছর বয়সী এই অভিনেতা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে লিখেছেন, “আমার হৃদয় ভেঙে গেছে। এই অসহনীয় যন্ত্রণার কথা ভাষায় বর্ণনা করা যায় না। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।
বলিউডের শক্তিশালী কণ্ঠস্বর: নারী অধিকার ও পরিবেশ রক্ষায় সোচ্চার তারকারা
বলিউড মানেই কেবল ঝলমলে গ্ল্যামার, লালগালিচা আর ব্লকবাস্টার সিনেমা নয়—আজকের বলিউড তারকাদের অনেকেই প্রমাণ করছেন যে জনপ্রিয়তা সমাজে পরিবর্তন আনার শক্তিশালী হাতিয়ার হতে পারে। বিশেষ করে নারীরা তাঁদের তারকাখ্যাতিকে ব্যবহার করছেন সামাজিক সচেতনতা বাড়াতে, ইতিবাচক আলোচনা তৈরি করতে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে। নারী অধিকার, মানসিক স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা থেকে শুরু করে দারিদ্র্য ও শিক্ষার মতো বিষয়েও তাঁরা সক্রিয় ভূমিকা রাখছেন। এখানে দেখা যাক সেই বলিউড অভিনেত্রীদের, যারা সমাজে বাস্তব প্রভাব ফেলছেন এবং প্রমাণ করছেন—গ্ল্যামারের বাইরেও প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে ইতিবাচক প্রভাব সৃষ্টিতে।
প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে প্রতিষ্ঠা পাওয়া গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া বহুদিন ধরেই শিশু অধিকার, শিক্ষার প্রসার ও নারী সমতার পক্ষে সোচ্চার। ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে তিনি আন্তর্জাতিক পরিসরে শিশুদের অধিকার রক্ষায় কাজ করছেন। তাঁর নির্ভীক অবস্থান ও বৈশ্বিক প্রচারণা তরুণ প্রজন্মকে সামাজিক কাজে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করছে।
হারনাজ কৌর সান্ধু
মিস ইউনিভার্স খেতাব জয়ী হারনাজ কৌর সান্ধু সম্প্রতি বাঘি ৪ ছবিতে বলিউডে অভিষেক করলেও ইতোমধ্যেই নারীর ক্ষমতায়ন, মাসিক স্বাস্থ্য সচেতনতা এবং দেহ-ইতিবাচকতা বিষয়ে সরব হয়েছেন। তাঁর সরলতা, আত্মবিশ্বাস এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব তরুণদের আত্মসম্মান ও আত্মবিশ্বাস গড়ে তুলতে অনুপ্রাণিত করছে।
আলিয়া ভাট
জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনেও পিছিয়ে নেই। তাঁর উদ্যোগ Coexist প্রাণী কল্যাণ ও পরিবেশ সচেতনতার পক্ষে কাজ করছে। তরুণদের কাছে তিনি টেকসই জীবনধারাকে ট্রেন্ডি ও সহজলভ্য করে তুলছেন।
সুশমিতা সেন
সমাজের প্রচলিত ধারা ভেঙে অনেক আগে থেকেই নারীর স্বাধীনতা ও দত্তক গ্রহণের অধিকারের পক্ষে সোচ্চার সুশমিতা সেন। একক মা হিসেবে ও অনুপ্রেরণাদায়ী কণ্ঠস্বর হিসেবে তিনি তরুণদের সাহসিকতার সাথে নিজের জীবন বেছে নেওয়ার শক্তি যোগাচ্ছেন।
অনুষ্কা শর্মা
অভিনেত্রী ও প্রযোজক অনুষ্কা শর্মা প্রাণী অধিকার ও পরিবেশবান্ধব জীবনযাপনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। প্রাণী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন প্রচারাভিযানে অংশ নেওয়ার পাশাপাশি তিনি পরিবেশবান্ধব ফ্যাশন ও জীবনযাপনকে জনপ্রিয় করতে কাজ করছেন। তাঁর উদ্যোগ দেখিয়েছে, তারকার প্রভাব সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
-শারমিন সুলতানা
গোপনে সাত পাকে বাঁধা পড়ছেন সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো
হলিউড সুপারস্টার সেলেনা গোমেজ এবং গায়ক বেনি ব্লাঙ্কো আজ (২৭ সেপ্টেম্বর) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোতে তাদের বিয়ের জমকালো প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে আয়োজিত এই তারকা যুগলের বিশেষ দিনে উপস্থিত থাকবেন প্রায় ১৭০ জন অতিথি, যার মধ্যে রয়েছেন একাধিক এ-লিস্ট তারকা।
জমকালো আয়োজন ও কঠোর গোপনীয়তা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিয়ের ভেন্যু ঘিরে সাজানো হয়েছে সাদা লাক্সারি টেন্ট, যার চারপাশে রয়েছে তালগাছ ও আউটডোর লাউঞ্জ। থাকবে ককটেল কর্নার এবং বিভিন্ন ধরনের বিশেষ খাবারের আয়োজন। পুরো বিয়ের পরিকল্পনা করছেন হলিউডের জনপ্রিয় ওয়েডিং প্ল্যানার মিন্ডি ওয়েইস।
অতিথিদের জন্য মন্টেসিটোর বিখ্যাত ‘এল এনকান্টো’ হোটেল বুক করা হয়েছে, যেখানে এক রাতের জন্য একটি কক্ষের ভাড়া প্রায় ৩,৫০০ ডলার।
বিয়ের ভেন্যুর নাম রাখা হয়েছে গোপন। অতিথিদের সঠিক লোকেশন জানানো হয়নি, বরং হোটেল থেকে শাটল বাসে তাদের অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, “এটি হবে সম্পূর্ণ ব্যক্তিগত কিন্তু অত্যন্ত গ্ল্যামারাস একটি আয়োজন। বিয়ের প্রতিটি পর্যায়েই সিকিউরিটি ও গোপনীয়তা নিশ্চিত করা হয়েছে।”
অতিথি তালিকায় যারা
এন্টারটেইনমেন্ট টুনাইট-এর এক প্রতিবেদন অনুযায়ী, সেলেনার সবচেয়ে কাছের বন্ধু টেলর সুইফট, মিডিয়া পারসোনালিটি প্যারিস হিলটন, ‘Only Murders in the Building’ সিরিজের সহ-অভিনেতা মার্টিন শর্ট এবং অ্যাশলি পার্ক বিয়েতে উপস্থিত থাকছেন। এছাড়া সেলেনার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু এবং হলিউডের আরও বেশ কিছু তারকা মুখও অতিথি তালিকায় রয়েছেন।
বিয়ের একদিন আগে, ২৬ সেপ্টেম্বর, সেলেনা ও বেনি ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে রিহার্সাল ডিনার সম্পন্ন করেছেন।
অস্কারে বাংলাদেশ থেকে যাচ্ছে লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’
৯৮তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে যাচ্ছে চলচ্চিত্র পরিচালক লিসা গাজীর ছবি ‘বাড়ির নাম শাহানা’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এই ছবিটিকে চূড়ান্ত করেছে।
আজ (শনিবার) সকালে ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
বাছাই প্রক্রিয়া ও অন্যান্য ছবি
সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য এই মাসের শুরুতে ছবি আহ্বান করেছিল বাংলাদেশের অস্কার কমিটি। নির্ধারিত সময় ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। জমা পড়া অন্য সিনেমাগুলো হলো—‘সাবা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। এর মধ্যে গত ১৯ সেপ্টেম্বর মুক্তি পায় ‘বাড়ির নাম শাহানা’।
২৪ ও ২৫ সেপ্টেম্বর জমা পড়া চলচ্চিত্রগুলোর স্ক্রিনিংয়ে অস্কার কমিটির সদস্যরা যাচাই-বাছাই ও পর্যালোচনা করেন।
বাড়ির নাম শাহানা’র পরিচিতি
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’য় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী-সহ আরও অনেকে।
আগে তথ্যচিত্র নির্মাণ করলেও লিসা গাজীর এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি নিজের গল্প থেকে আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন।
গান ছাড়লেন তাহসান, ফাটল কি মিথিলা-সৃজিতের সংসারেও?
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান এবং অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রে। দীর্ঘ এগারো বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০১৭ সালে তারা আলাদা হন। মিথিলা পরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন এবং সেখানেই আবাস গড়েন। অন্যদিকে, তাহসান চলতি বছরের শুরুতে আমেরিকা প্রবাসী রূপসজ্জাকর রোজাকে বিয়ে করেন।
তাহসানের গান ছাড়ার কারণ
অভিনয় ছাড়ার পর চলতি সপ্তাহে তাহসান ঘোষণা করেছেন, অস্ট্রেলিয়ায় তার কনসার্টটিই হবে শেষ কনসার্ট। অর্থাৎ গানকেও তিনি এবার বিদায় জানাচ্ছেন। এই আকস্মিক সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ‘মেয়ের বড় হওয়া’। তাহসানের এই সিদ্ধান্ত নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখন দৃশ্যপটে হাজির হন মিথিলা।
মিথিলার হঠাৎ মন্তব্য ও গুঞ্জন
মিথিলা সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেছেন, সাবেক স্বামী তাহসানের দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্তকেও তিনি স্বাগত জানিয়েছিলেন। এত দিন পর মিথিলার এমন মন্তব্যের পর গুঞ্জন শুরু হয়েছে যে, সৃজিতের সঙ্গে তার সংসারে বাটন ধরেছে। এই গুঞ্জন আরও জোরদার হয়েছে কারণ, মিথিলা তাদের মেয়েকে কলকাতা থেকে ঢাকায় এনে একটি স্কুলে ভর্তি করিয়েছেন। এর ফলে অনেকেই মনে করছেন, তিনি হয়তো কলকাতা ছাড়ছেন এবং সৃজিতও তার জীবন থেকে অতীত হতে চলেছেন। কেউ কেউ মনে করছেন, পুরোনো স্মৃতি হাতড়ে মিথিলা নিজের মনকে সান্ত্বনা দিতে চাইছেন এবং তাহসানের প্রতিই তার টান বাড়ছে।
এদিকে, সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মিথিলা। ডক্টর উপাধি সঙ্গে নিয়ে তিনি আজ রাত ৯টায় মাছরাঙা টিভিতে পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৯ম পর্বে অতিথি হিসেবে হাজির হবেন। নারী ও শিশু অধিকার বিষয়ে বরাবরই সক্রিয় মিথিলা বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালে কাজ করছেন।
‘৭১ এ হারাইছি, আজকেও হারাবো’: চমক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের প্রত্যাশা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ম্যাচ নিয়ে তিনি সরব হয়েছেন। আজ এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে টাইগাররা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
নিজের ফেসবুক পোস্টে চমক লিখেছেন, “৭১ এ হারাইছি, আজকেও হারাবো।” এরপর তিনি উল্লেখ করে দেন, বাংলাদেশ বনাম পাকিস্তান। অর্থাৎ আজকের ম্যাচ নিয়েই তিনি এমন ভবিষ্যৎবাণী করলেন।
অনুরাগীদের প্রতিক্রিয়া
চমকের পোস্টে অসংখ্য অনুরাগী মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “আজ জিতবে ইনশাআল্লাহ।” কারো মন্তব্য, “বাঁচা-মরার লড়াইয়ে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায়। পাকিস্তানকে আজকে হারাতেই হবে। পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলব।” কেউ আবার পাল্টা খোঁচা দিয়ে লিখেছেন, “বাংলাদেশ আর পাকিস্তান এখন একই, আলাদা কিছু নেই।”
ম্যাচের সমীকরণ
আজ এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি দুই দলের জন্যই একটি অলিখিত ফাইনাল। আজ জিতলেই বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করবে। অন্যদিকে, পাকিস্তান জিতলে তারাই যাবে ফাইনালে। প্রথম দল হিসেবে ইতোমধ্যেই ভারত পৌঁছে গেছে ফাইনালে।
ভিকি-ক্যাটরিনার সুখবর: সালমানের নামে ভাইরাল হলো ভুয়া পোস্ট
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রথম সন্তানের আগমনের সুখবর ঘোষণার পর থেকেই তাদের ভক্তদের মধ্যে আনন্দের বন্যা বইছে। এই আনন্দের মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট, যেখানে দাবি করা হচ্ছে যে বলিউড সুপারস্টার সালমান খান নাকি এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ভিকি-ক্যাটরিনার খবর ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, সালমানের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে তাদের ছবি শেয়ার করে অভিনন্দন জানানো হয়েছে। এই পোস্টটি দেখে নেটিজেনদের মধ্যে নানা রসিকতা ও আলোচনার ঝড় ওঠে। কেউ কেউ লিখেছেন, “ভাই পোস্ট করে মুছে ফেলেছেন।” আবার কেউ মন্তব্য করেছেন, “ভাইজান ভিকির জায়গায় থাকলে ভালো হতো।”
অনেক নেটিজেন সালমানের অ্যাকাউন্ট চেক করে দেখেছেন, কিন্তু পোস্টটির কোনো অস্তিত্ব নেই। তবুও এই ঘটনা ঘিরে বলিউডপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বড়সড় কৌতূহল এবং সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল চলছে।
ফ্যাশনপ্রেমীদের আলোচনায় দিশা পাটানির নতুন লুক
বলিউড অভিনেত্রী দিশা পাটানি আবারও ইন্টারনেটে ঝড় তুলেছেন। সাদা লেসের আকর্ষণীয় পোশাকে তাঁর সাম্প্রতিক ফটোশুট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করা একগুচ্ছ ছবিতে দিশা ধরা দিয়েছেন একেবারে ভিন্ন ও মোহনীয় রূপে।
ছবিগুলোতে দিশাকে দেখা গেছে সাদা লেসের ফিগার-হাগিং পোশাকে, যা তাঁর ফিটনেস ও টোনড ফিগারকে আরও উজ্জ্বল করে তুলেছে। পোশাকটির সঙ্গে মানানসই নিউড হিল জুতো তাঁর লুককে করেছে সম্পূর্ণ। হালকা, উজ্জ্বল মেকআপ, লাল ঠোঁট এবং খোলা চুলের সাইড ব্যাং তাঁর সাজে এনেছে পরিশীলিত আবেদন।
দিশার এই ফটোশুট যেন সপ্তাহান্তের শুরুতে ভক্তদের জন্য বিশেষ উপহার। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট হওয়ার পর থেকেই নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেত্রীকে। ভক্তরা মন্তব্য করছেন, দিশা যেন ফ্যাশন ও গ্ল্যামারের মানদণ্ডকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
বলিউডের অন্যতম ফ্যাশন আইকন হিসেবে দিশা পাটানি নিয়মিতই নিজের স্টাইল ও সাহসী ফটোশুট দিয়ে আলোচনায় থাকেন। এই ফটোশুটও তার ব্যতিক্রম নয়—তিনি আবারও প্রমাণ করলেন কেন তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় ও স্টাইলিশ তারকা।
-শারমিন সুলতানা
লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন অ্যাকশন-থ্রিলার, মুক্তি পাচ্ছে একই দিনে বাংলাদেশেও
‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও আবারও ফিরছেন নতুন ছবি নিয়ে। এক মহাকাব্যিক অ্যাকশন-থ্রিলার সিনেমায় তাকে দেখা যাবে, যা মুক্তির আগেই দর্শক ও সমালোচকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। লিওনার্দো ডিক্যাপ্রিও ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টেয়ানা টেলর ও চেজ ইনফিনিটি।
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ নামের এই সিনেমাটি ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশের সিনেমাপ্রেমীরা স্টার সিনেপ্লেক্সে ছবিটি উপভোগ করতে পারবেন।
সিনেমাটি পরিচালনা করেছেন পল টমাস অ্যান্ডারসন। তিনি ৯০ দশকের টমাস পিঞ্চনের উপন্যাস ‘ভিনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে ২০ বছর ধরে এই প্রজেক্টে কাজ করেছেন। লিওনার্দো ডিক্যাপ্রিও বলেছেন, “এই সিনেমা আমাদের সমাজের বিভাজন এবং চরমপন্থার প্রভাবকে তুলে ধরে। যদিও রাজনৈতিক বার্তা সরাসরি নেই, তবে বিনোদনের মধ্যে তা পরোক্ষভাবে ফুটে উঠেছে।”
সমালোচকরাও সিনেমার মিশ্র ধাঁচ, রাজনৈতিক ব্যঙ্গ, অ্যাকশন ও কমেডির প্রশংসা করেছেন।
সিনেমাটির গল্পে সাবেক বিপ্লবীদের একটি দলের মেয়েকে উদ্ধারের জন্য ১৬ বছর পর কিছু যোদ্ধা আবার একত্রিত হয়। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য ডিক্যাপ্রিও ২০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক পেয়েছেন। ১৭৫ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত এই সিনেমাকে পরিচালক অ্যান্ডারসনের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প বলা হচ্ছে।
পাঠকের মতামত:
- ২২ বছর জামায়াত বিএনপির ছায়াতলে থেকেছে: ব্যারিস্টার খোকন
- এশিয়া কাপ শেষে গৌতম গম্ভীর: বাংলাদেশের শক্তি-দুর্বলতা নিয়ে স্পষ্ট মতামত
- ঘুম ভাঙলেই অসহ্য মাথা ব্যথা? হতে পারে ৫টি গুরুতর কারণ
- পাকিস্তানে টিটিপি’র হয়ে যুদ্ধে নিহত বাংলাদেশি তরুণ, জানতেন না পরিবারও
- সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরের খোঁজ নিলেন তারেক রহমান
- জুলাই আন্দোলন দমনে পুলিশ সারাদেশে ৩ লাখের বেশি গুলি ছুড়েছিল
- ফাঁস হলো ট্রাম্পের শান্তি পরিকল্পনা: চুক্তি হলে হামাস নেতাদের নিরাপদ প্রস্থান!
- ভারত শুধু বড় দাদা না হয়ে বন্ধু হোক: মির্জা ফখরুল
- চট্টগ্রামে যানজট নিরসনে মনোরেল প্রকল্প, ফিল্ড সার্ভে শুরু
- ‘দুর্নীতিবাজ’ হারুনের বিরুদ্ধে রাজশাহীতে ঠিকাদারদের মানববন্ধন
- আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, রাজনীতিতে জড়াইনি
- ৪৮তম বিশেষ বিসিএস-এর ২১ চিকিৎসকের মনোনয়ন স্থগিত
- রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য এডিবি’র ৮৬.৭ মিলিয়ন ডলার সহায়তা
- খুঁজে খুঁজে জামায়াত-শিবির মতাদর্শের কর্মকর্তাদের প্রশাসনে বসানো হয়েছে: রিজভী
- সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টার ধসে শ্রমিকের মৃত্যু
- ২০৫০ সালের চাহিদা পূরণে খুলনাকে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি
- ভুয়া ধর্ষণ’ মন্তব্য করে বিপাকে এনসিপি নেতা হান্নান মাসউদ
- রেকর্ড ভাঙা দামে বিশ্ববাজারে স্বর্ণ
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন আমিনুল বুলবুল ও নাজমুল ফাহিম
- সাবেক আইনমন্ত্রীর পিএস-এর ১১৪ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
- টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে আরও ৫ পণ্য
- সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক
- ডিএসইতে সোমবারের লেনদেনের সারসংক্ষেপ
- ডিএসইতে সোমবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে সোমবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- বিজয় সমাবেশে পদদলন: শোকে মুষড়ে পড়েছেন অভিনেতা, ছেড়ে দিলেন খাওয়াদাওয়া
- স্থায়ী বসবাসের নিয়মে কঠোরতা আনছে যুক্তরাজ্য, থাকতে হবে কঠোর শর্ত
- বিশ্বের কাছে আবেদন জানানো ছেড়ে দিয়েছি: গাজাবাসীি
- সাকিবের পোস্টের পর ইলিয়াস হোসাইনের পরামর্শ: ‘সম্পত্তি ক্রোক করেন’
- এগুলো কীসের লক্ষণ?: খাগড়াছড়ির ঘটনায় জামায়াত আমিরের উদ্বেগ
- ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে রাশিয়ার জাহাজ চট্টগ্রামে
- নেতানিয়াহুর টার্গেট এবার ইরাক
- সাবেক দুই এমপিসহ ১৩ জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার
- খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাজ্য সহায়তা দেবে: ব্রিটিশ হাইকমিশনার
- বলিউডের শক্তিশালী কণ্ঠস্বর: নারী অধিকার ও পরিবেশ রক্ষায় সোচ্চার তারকারা
- কারাগার থেকে হাসপাতালে, পরদিনই মৃত্যু—শেষ হলো নুরুল মজিদ হুমায়ুনের অধ্যায়
- ইউরোপের পরিবেশ সংকট: অগ্রগতি সত্ত্বেও সতর্কবার্তা ইইএ’র
- মার্কিন মাটিতে সহিংসতার মহামারী: ট্রাম্পের তীব্র নিন্দা
- ফাইনালের পর মাঠে নাটক: ট্রফি প্রদান অনুষ্ঠান বাতিল, দর্শকদের স্লোগানে গর্জে উঠল স্টেডিয়াম
- চীন-উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা বাড়ছে, যুক্তরাষ্ট্রের নতুন কৌশলগত চিন্তা
- খাগড়াছড়ি-গুইমারায় সহিংসতা: সেনাবাহিনীর বিস্তারিত বিবৃতি প্রকাশ
- ভারত আমাদের পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়: হান্নান মাসউদ
- বিয়ে করতে গিয়ে বিপত্তি: ‘প্রথম স্ত্রীর’ হাতে আটক ছাত্রলীগ নেতা
- হুন্ডি প্রতিরোধে সুফল: রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত
- অমর একুশে বইমেলা স্থগিত ঘোষণা
- খাগড়াছড়িতে ১৪৪ ধারার মধ্যে সংঘর্ষ, রামসু বাজারে আগুন
- আমার স্ত্রী ঠিক করেন কখন হামলা হবে : নেতানিয়াহু
- থালাপতি বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় পুলিশের মামলা
- চট্টগ্রাম বন্দরে নিলামের দেড় কোটি টাকার কাপড় উধাও
- ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ‘আমাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা হয়নি’: ডা. তাসনিম জারা
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে: ড. খন্দকার মোশাররফ হোসেন
- খাগড়াছড়ি-গুইমারায় সহিংসতা: সেনাবাহিনীর বিস্তারিত বিবৃতি প্রকাশ
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কমে যায় কেন? সমাধান জেনে নিন
- গাজায় ‘গণহত্যা’ ঠেকাতে ইসরায়েলের বিরুদ্ধে স্পেনের ‘বড় পদক্ষেপ’
- ডিএসইতে রবিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ফার্মগেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মী
- অমানবিক! পাকিস্তানে নিজেদের গ্রামেই বিমানবাহিনীর হামলা
- সঞ্চয়পত্রকে ‘লেনদেনযোগ্য’ করার পথে সরকার? আসছে নতুন বাজার
- অঘোষিত সেমিফাইনাল: টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
- ওয়াজে রাশমিকাকে টেনে বিপাকে মুফতি আমির হামজা
- আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন চান মির্জা ফখরুল