ঈর্ষা থেকে শুরু মানব ইতিহাসের প্রথম হত্যা—এক কঠিন শিক্ষা

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৫:২২:৩১
 ঈর্ষা থেকে শুরু মানব ইতিহাসের প্রথম হত্যা—এক কঠিন শিক্ষা

পৃথিবীর ইতিহাসে প্রথম রক্তপাত ঘটে আদম (আ.)-এর সন্তানদের মধ্যে। হাবিল ও কাবিলের কাহিনি শুধুমাত্র দুই ভাইয়ের দ্বন্দ্ব নয়, এটি মানবজাতির ইতিহাসে সহিংসতার সূচনা। আল্লাহর নামে কোরবানি দেয়ার পর এক ভাইয়ের কোরবানি গ্রহণযোগ্য হলেও অন্যটিরটা গ্রহণ না হওয়ায় শুরু হয় ঈর্ষা, যা পরিণত হয় নৃশংস হত্যাকাণ্ডে। হাবিলের কোরবানি কবুল হওয়ায় ক্ষুব্ধ হয়ে কাবিল তাকে হত্যা করে, যার ফলে পৃথিবীর বুকে প্রথমবারের মতো মানুষ হত্যার নজির সৃষ্টি হয়।

ইসলাম এই ঘটনাকে চরম শিক্ষনীয় হিসেবে তুলে ধরে। হাবিল তার ভাইয়ের হুমকির জবাবে জানিয়েছিলেন, তিনি প্রতিশোধ নেবেন না, কারণ তিনি আল্লাহকে ভয় করেন। কিন্তু ঈর্ষা ও হিংসায় অন্ধ হয়ে কাবিল সেই সীমা অতিক্রম করে। ইসলামিক বর্ণনায় বলা হয়েছে, ঘুমন্ত অবস্থায় হাবিলকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে কাবিল। এই নিষ্ঠুর হত্যাকাণ্ড মানবজাতির ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

এই ঘটনা কেবল অতীতের একটি ইতিহাস নয়, বরং এর প্রতিফলন আমরা আজও দেখতে পাই সমসাময়িক সমাজে। অন্যায়ভাবে হত্যা আজও বন্ধ হয়নি, বরং তা আরও বিস্তৃত হয়েছে। অথচ ইসলামে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা সমগ্র মানবজাতিকে হত্যার সমান। আল্লাহ তা’আলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, “যে ব্যক্তি কাউকে হত্যা করা বা দাঙ্গা সৃষ্টি করা ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করে, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করল। আর যে একজনের প্রাণ বাঁচায়, সে যেন গোটা মানবজাতিকে বাঁচাল।” (সূরা মায়িদা: ৩২)

শুধু কোরআনেই নয়, হাদিসেও নিরপরাধ মানুষ হত্যা সম্পর্কে কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, একজন মুসলমানের জীবন এতটাই মূল্যবান যে, পৃথিবী ধ্বংস হওয়াও আল্লাহর কাছে একজন নিরপরাধ মুমিনের হত্যার চেয়ে সহজতর। (তিরমিজি: ১৩৯৫)

তবে শুধু এই দুনিয়ায় নয়, পরকালেও এর পরিণতি ভয়াবহ। ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার জন্য রয়েছে জাহান্নামে স্থায়ী শাস্তি, আল্লাহর ক্রোধ, অভিশাপ এবং চিরস্থায়ী ভয়ংকর আজাব। (সূরা নিসা: ৯৩)

মানুষ হত্যা শুধু শারীরিক ক্ষয়ক্ষতির বিষয় নয়, এটি একটি জাতির বিবেক, নৈতিকতা এবং মানবিকতাকেও আঘাত করে। সুতরাং, আমাদের প্রত্যেকের উচিত সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, এবং অন্যায় হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মহান আল্লাহ যেন আমাদের এই ভয়ংকর পথ থেকে ফিরিয়ে নিয়ে মানবতার পথে পরিচালিত করেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ