জাহাজশিল্পে বড় সুযোগ: সিঙ্গাপুরকে বিনিয়োগে ডাক দিল বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১৮:১৮:১৪
জাহাজশিল্পে বড় সুযোগ: সিঙ্গাপুরকে বিনিয়োগে ডাক দিল বাংলাদেশ

বাংলাদেশের জাহাজশিল্প ও বন্দর অবকাঠামোর বিকাশে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৫ জুলাই) সিঙ্গাপুরে দেশটির ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী জেফ্রি সিওর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে তিনি বাংলাদেশের সম্ভাবনাময় মেরিটাইম খাতের উন্নয়নে সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের জাহাজশিল্প এখন বিনিয়োগের জন্য একটি আদর্শ ও সহায়ক ক্ষেত্র। বর্তমানে এই খাতে বিনিয়োগের পরিবেশ অত্যন্ত স্বচ্ছ ও উন্মুক্ত, যা বিদেশি অংশীদারদের জন্য আকর্ষণীয় করে তুলেছে। তিনি জানান, বন্দর অবকাঠামো নির্মাণ ও ব্যবস্থাপনায় সিঙ্গাপুরের রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিঙ্গাপুর বাংলাদেশে বিভিন্ন বন্দরের উন্নয়ন প্রকল্পে যুক্ত হতে পারে।

বৈঠকে উপদেষ্টা উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণের অংশ হিসেবে বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পে বিশ্বব্যাংক ৬৫ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে। এই টার্মিনাল নির্মিত হলে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য আরও প্রতিযোগিতামূলক হবে এবং আমদানি-রপ্তানির খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন অক্টোবর মাসের মধ্যে বে-টার্মিনালের কনটেইনার টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের পিএসএ গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে।

এ ছাড়া উপদেষ্টা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর অথবা দেশের অন্য কোনো সম্ভাবনাময় এলাকায় আন্তর্জাতিক মানের একটি শিপইয়ার্ড বা ডকইয়ার্ড নির্মাণে সিঙ্গাপুর সরকারের সহায়তা কামনা করেন। তিনি বলেন, এর মাধ্যমে শুধু দেশের জাহাজশিল্পই নয়, বরং আঞ্চলিক বাণিজ্য ব্যবস্থাও আরও দৃঢ় হবে।

বাংলাদেশের মেরিন একাডেমিগুলো থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ মেরিনারদের জন্য সিঙ্গাপুরে কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান উপদেষ্টা। পাশাপাশি বাংলাদেশি নাবিকদের জন্য ট্রানজিট ভিসা সহজীকরণের অনুরোধ করেন তিনি। সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী জানান, বাংলাদেশি নাবিকদের জন্য দ্রুত ট্রানজিট বা ওয়ার্কিং ভিসা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দেশটি ২০২৬-২৭ মেয়াদের জন্য আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের ক্যাটাগরি ‘সি’-এর সদস্য পদে নির্বাচন করবে। এ প্রেক্ষিতে সিঙ্গাপুরসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের সমর্থন চেয়েছে বাংলাদেশ। বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ