১৪৪টি দল নিবন্ধনের আবেদন করেও প্রাথমিক বাছাইয়ে ব্যর্থ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১৫:৩৩:১৬
১৪৪টি দল নিবন্ধনের আবেদন করেও প্রাথমিক বাছাইয়ে ব্যর্থ

বাংলাদেশে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে আবেদন করা ১৪৪টি দলের একটিও প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ মঙ্গলবার (১৫ জুলাই) এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সব দলকেই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ঘাটতি পূরণের সুযোগ দেওয়া হচ্ছে। এ জন্য প্রাথমিকভাবে ৬২টি দলকে চিঠি পাঠানো হচ্ছে। পরে বাকি দলগুলোকেও একই ধরনের চিঠি পাঠানো হবে। চিঠিতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে দলগুলোকে তাদের আবেদনে থাকা ত্রুটি-বিচ্যুতি সংশোধন করার সুযোগ দেওয়া হচ্ছে।

চিঠিতে বিস্তারিতভাবে বলা থাকবে—কোন কোন কাগজপত্র অসম্পূর্ণ, কোথায় তথ্য ঘাটতি রয়েছে এবং দলটির আবেদন কেন গ্রহণযোগ্যতার মানদণ্ড পূরণ করেনি। এই সময়ের মধ্যে দলগুলো প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে ব্যর্থ হলে, তাদের আবেদন বাতিল হয়ে যেতে পারে বলেও জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

এর আগে গত ২০ এপ্রিল নির্বাচন কমিশন একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করেছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পরও বিভিন্ন দলের অনুরোধে আরও সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে ১৪৪টি দল মিলে মোট ১৪৭টি আবেদন জমা দেয়।

বিশ্লেষকরা মনে করছেন, একসঙ্গে এত সংখ্যক রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন করাও দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন এক প্রবণতা। তবে এত বিপুল সংখ্যক দল একটি সাধারণ মানদণ্ডেও উত্তীর্ণ হতে না পারা নির্বাচনী শৃঙ্খলার বিষয়েও প্রশ্ন তুলছে।

নিবন্ধনপ্রক্রিয়ায় একটি রাজনৈতিক দলকে অবশ্যই নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে—জেলা পর্যায়ে কার্যকর কমিটি থাকা, নির্দিষ্ট সংখ্যক ভোটার সদস্য থাকা, নির্বাচনী ইশতেহার ও গঠনতন্ত্র ইসির নির্ধারিত কাঠামোতে দাখিল করা, গণতন্ত্র ও সংবিধানের প্রতি আনুগত্য প্রমাণ ইত্যাদি।

নিবন্ধন পাওয়া মানেই একটি দল জাতীয় নির্বাচনে প্রতীক বরাদ্দসহ একাধিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। ফলে অনেকেই নিবন্ধনের জন্য মরিয়া হলেও প্রয়োজনীয় কাঠামোগত প্রস্তুতি ছাড়াই আবেদন করায় তারা বাদ পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ