ট্রাম্পের ৫০ দিনের আল্টিমেটাম রাশিয়াকে

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১১:০৪:২৫
ট্রাম্পের ৫০ দিনের আল্টিমেটাম রাশিয়াকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক জোরালো বার্তায় রাশিয়াকে জানিয়ে দিয়েছেন, ইউক্রেন যুদ্ধ ৫০ দিনের মধ্যে শেষ না হলে মস্কোর ওপর নতুন ও আরও কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হবে। একইসঙ্গে তিনি ইউক্রেনের জন্য বড় আকারের নতুন অস্ত্র সহায়তা ঘোষণা করেছেন।

হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, “আমরা রাশিয়ার আচরণে খুবই অখুশি। যুদ্ধ না থামালে তাদের ওপর শতভাগ হারে শুল্ক বসানো হবে।” তিনি আরও জানান, এসব হবে সেকেন্ডারি ট্যারিফ, অর্থাৎ রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপরও চাপ সৃষ্টি করে মস্কোকে বিচ্ছিন্ন করা হবে।

এ বৈঠকে ট্রাম্প ও রুটে ইউক্রেনের জন্য একটি বড় অস্ত্র চুক্তিও ঘোষণা করেন। চুক্তি অনুযায়ী, ন্যাটো সরাসরি যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম—including Patriot মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা—ক্রয় করবে এবং দ্রুত তা ইউক্রেনে পাঠাবে।

ট্রাম্প বলেন, “বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র থেকে কিনে তা সরাসরি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেওয়া হবে।” রুটে জানান, ইউক্রেন ‘ব্যাপকসংখ্যক অস্ত্র’ পাবে এ চুক্তির আওতায়।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর শুরুতেই ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে চেয়ে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া হামলা আরও বাড়ানোয় ট্রাম্পের ধৈর্য ফুরিয়ে এসেছে।

সোমবার ট্রাম্প বলেন, “আমি বলছি না পুতিন একজন খুনি, কিন্তু তিনি খুবই কঠিন মানুষ।”

রাশিয়া সম্প্রতি ইউক্রেনে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, শুধু জুন মাসেই ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।

এমন পটভূমিতে রুটের সঙ্গে বৈঠকের আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইউক্রেনকে জরুরি ভিত্তিতে Patriot এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানো হবে। প্রথমে কিছু অস্ত্র সরবরাহ স্থগিত রাখার কথা বললেও ট্রাম্প প্রশাসন এ অবস্থান থেকে সরে এসেছে।

এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলোগ সোমবার কিয়েভ সফর করেন এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ‘ফলপ্রসূ’ বৈঠক করেন। বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, ইউরোপের সঙ্গে মিলিত অস্ত্র উৎপাদন ও ক্রয় ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

জেলেনস্কি বৈঠকের পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যুক্তরাষ্ট্রের সদিচ্ছা ও ইতিবাচক পদক্ষেপ আমাদের দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।”

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন এক সেনা, যার ছদ্মনাম ‘গ্রিজলি’, বলেন, “যদিও দেরি হয়েছে, তবে দেশকে সুরক্ষা দেওয়ার জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ। অন্তত এখন আমাদের পরিবার কিছুটা নিরাপদ থাকবে।”

এদিকে সোমবার রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলের দুটি গ্রাম দখল করেছে। একইদিনে পূর্বাঞ্চলীয় খারকিভ ও সুমি এলাকায় তাদের হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

কিয়েভে meanwhile, প্রেসিডেন্ট জেলেনস্কি একটি বড় রাজনৈতিক পরিবর্তনের প্রস্তাব দেন। তিনি দেশটির বর্তমান অর্থমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন। স্ভিরিদেঙ্কো বলেন, “এখন আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় চলছে।”

-আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ