বাংলাদেশি প্রেমিকাকে ভারতে আনতে চেষ্টা, গ্রেপ্তার করল বিএসএফ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৫:০৩:১৭
বাংলাদেশি প্রেমিকাকে ভারতে আনতে চেষ্টা, গ্রেপ্তার করল বিএসএফ

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরু শহরে কাজের সময় পরিচয় হওয়া প্রেমিক দত্ত যাদব ও বাংলাদেশি প্রেমিকার একটি অননুমোদিত অনুপ্রবেশের ঘটনা ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কামথানা এলাকায় ধরা পড়েছে। দুই প্রেমিক প্রেমিকার বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভারতে আসার চেষ্টা করছিলেন, যা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে ব্যর্থ হয়।

প্রেমিকার নাম পরিচয় অনুসারে বগুড়ার বাসিন্দা এবং একসময় মুম্বাইয়ের বিউটি পার্লারে কর্মরত ছিলেন। পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কাজ করার সময় তার পরিচয় হয় কর্ণাটকের বিদারী জেলার দত্ত যাদবের সঙ্গে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে দত্ত যাদব বাংলাদেশি প্রেমিকাকে ভারতে নিয়ে আসার জন্য উদ্যোগ নেন এবং অবৈধ পথে ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করানোর চেষ্টা করেন।

ত্রিপুরার সিপাহীজলা থেকে বিএসএফ ওই যুগলকে আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করে। পরবর্তীতে স্থানীয় আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। মামলাটি ভারতীয় পাসপোর্ট আইন, ১৪ ফরেনারস অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার আওতায় দায়ের করা হয়েছে।

ত্রিপুরা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করানোর জন্য দালাল বা তৃতীয় পক্ষের অংশগ্রহণ আছে কি না, তা অনুসন্ধান করছে। পাশাপাশি এই ঘটনা মানব পাচারের সাথে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

এই ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচারের সমস্যার একটি তাজা উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। কর্ণাটক থেকে ত্রিপুরার দূরবর্তী অঞ্চলে অবৈধ পন্থায় অনুপ্রবেশের এই প্রচেষ্টা প্রমাণ করে যে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক ও মানবিক বিষয়গুলো নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে।

বিভিন্ন আইনশৃঙ্খলা সংস্থার সহযোগিতায় এই ধরনের ঘটনা তদন্ত ও দমন করায় গুরুত্ব দেওয়া হচ্ছে যেন সীমান্তবর্তী এলাকায় অপরাধ ও অবৈধ কার্যক্রম নির্মূল করা যায় এবং নিরাপদ ও নিয়ন্ত্রিত মানবসৃষ্ট পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ