বিশ্বব্যাংকের উষ্ণ বার্তা: ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে আছি’ — জোহানেস জাট

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১০:৩১:২০
বিশ্বব্যাংকের উষ্ণ বার্তা: ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে আছি’ — জোহানেস জাট

বিশ্বব্যাংকের নবনিযুক্ত দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অর্থনৈতিক খাতে গৃহীত সংস্কারমূলক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন।

সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন জাট ও বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের নবনিযুক্ত ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে। আলোচনায় জাট বাংলাদেশের প্রতি তার বিশেষ ভালোবাসার কথা তুলে ধরেন এবং ২০১৩-২০১৫ মেয়াদে ঢাকায় তার দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা স্মরণ করেন।

তিনি বলেন, “আপনি এবং আপনার দুর্দান্ত দল খুব ভালো কাজ করছেন। আপনারা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময় মোকাবিলা করছেন। আমরা আপনাদের পাশে আছি এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে আমরা একাত্ম।”

গত বছর জুলাইয়ের ছাত্র-আন্দোলনে নিহত তরুণদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাট বলেন, “এটা ছিল বাংলাদেশের সঙ্গে সংযুক্ত সকলের জন্য অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত।”

অধ্যাপক ইউনূস বিশ্বব্যাংকের সহযোগিতা ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা দায়িত্ব গ্রহণের সময়টা ছিল যেন ভূমিকম্প-পরবর্তী ধ্বংসস্তূপের মতো। কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা পাশে দাঁড়িয়েছেন— এটা আমাদের সাহস ও আত্মবিশ্বাস জুগিয়েছে।”

তিনি উল্লেখ করেন, “গত জুলাইয়ে বাংলাদেশের তরুণেরা যা করেছে, তা ইতিহাসে লেখা থাকবে। বিশেষ করে আমাদের কিশোরী ও নারীদের ভূমিকা ছিল অনন্য। আজ আমরা 'জুলাই নারী দিবস' পালন করছি। তাদের ত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া যাবে না। আমাদের ভবিষ্যৎ তরুণদের ওপর নির্ভর করছে।”

বাংলাদেশকে কেবল একটি ভৌগোলিক সীমারেখা হিসেবে না দেখে একটি বৃহৎ সম্ভাবনার অর্থনীতির প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে মূল্যায়নের আহ্বান জানান ইউনূস। বলেন, “বাংলাদেশের অগ্রগতি মানেই দক্ষিণ এশিয়ার সমৃদ্ধি। আমরা বিচ্ছিন্নভাবে এগোতে পারি না। আঞ্চলিক বাণিজ্য, পরিবহন ও সমুদ্রসম্পদকে ঘিরে আমাদের বিশাল সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, “বিশ্বের বহু দেশে জনশক্তির ঘাটতি। আমরা তাদের আহ্বান জানাচ্ছি— এখানে শিল্পকারখানা স্থাপন করুন, আমরা প্রয়োজনীয় সহায়তা দেব। বাংলাদেশ হতে পারে বিশ্বের পরবর্তী উৎপাদন কেন্দ্র।”

নারীর ক্ষমতায়নে অধ্যাপক ইউনূসের ভূমিকার প্রশংসা করে জোহানেস জাট বলেন, “বাংলাদেশে মেয়েদের জন্য যে শিক্ষাবৃত্তি কর্মসূচি চালু হয়েছিল, তা বিশ্বের অনেক দেশ অনুসরণ করেছে। ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে থাকব এবং তরুণ প্রজন্মের জন্য সুযোগ তৈরিতে সহযোগিতা করব।”

জাট জানান, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন করেছে এবং আগামী তিন বছরেও একই ধারা বজায় থাকবে।

সাক্ষাতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, নতুন ব্যবস্থাপনায় কনটেইনার পরিচালনার সক্ষমতা বেড়েছে এবং ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে, বিশেষত ইনট্রা-কম্পানি ঋণ এবং ইক্যুইটি বিনিয়োগের ক্ষেত্রে।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ