বিশ্বব্যাংকের উষ্ণ বার্তা: ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে আছি’ — জোহানেস জাট

বিশ্বব্যাংকের নবনিযুক্ত দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অর্থনৈতিক খাতে গৃহীত সংস্কারমূলক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন।
সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন জাট ও বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের নবনিযুক্ত ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে। আলোচনায় জাট বাংলাদেশের প্রতি তার বিশেষ ভালোবাসার কথা তুলে ধরেন এবং ২০১৩-২০১৫ মেয়াদে ঢাকায় তার দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা স্মরণ করেন।
তিনি বলেন, “আপনি এবং আপনার দুর্দান্ত দল খুব ভালো কাজ করছেন। আপনারা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময় মোকাবিলা করছেন। আমরা আপনাদের পাশে আছি এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে আমরা একাত্ম।”
গত বছর জুলাইয়ের ছাত্র-আন্দোলনে নিহত তরুণদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাট বলেন, “এটা ছিল বাংলাদেশের সঙ্গে সংযুক্ত সকলের জন্য অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত।”
অধ্যাপক ইউনূস বিশ্বব্যাংকের সহযোগিতা ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা দায়িত্ব গ্রহণের সময়টা ছিল যেন ভূমিকম্প-পরবর্তী ধ্বংসস্তূপের মতো। কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা পাশে দাঁড়িয়েছেন— এটা আমাদের সাহস ও আত্মবিশ্বাস জুগিয়েছে।”
তিনি উল্লেখ করেন, “গত জুলাইয়ে বাংলাদেশের তরুণেরা যা করেছে, তা ইতিহাসে লেখা থাকবে। বিশেষ করে আমাদের কিশোরী ও নারীদের ভূমিকা ছিল অনন্য। আজ আমরা 'জুলাই নারী দিবস' পালন করছি। তাদের ত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া যাবে না। আমাদের ভবিষ্যৎ তরুণদের ওপর নির্ভর করছে।”
বাংলাদেশকে কেবল একটি ভৌগোলিক সীমারেখা হিসেবে না দেখে একটি বৃহৎ সম্ভাবনার অর্থনীতির প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে মূল্যায়নের আহ্বান জানান ইউনূস। বলেন, “বাংলাদেশের অগ্রগতি মানেই দক্ষিণ এশিয়ার সমৃদ্ধি। আমরা বিচ্ছিন্নভাবে এগোতে পারি না। আঞ্চলিক বাণিজ্য, পরিবহন ও সমুদ্রসম্পদকে ঘিরে আমাদের বিশাল সম্ভাবনা রয়েছে।”
তিনি আরও বলেন, “বিশ্বের বহু দেশে জনশক্তির ঘাটতি। আমরা তাদের আহ্বান জানাচ্ছি— এখানে শিল্পকারখানা স্থাপন করুন, আমরা প্রয়োজনীয় সহায়তা দেব। বাংলাদেশ হতে পারে বিশ্বের পরবর্তী উৎপাদন কেন্দ্র।”
নারীর ক্ষমতায়নে অধ্যাপক ইউনূসের ভূমিকার প্রশংসা করে জোহানেস জাট বলেন, “বাংলাদেশে মেয়েদের জন্য যে শিক্ষাবৃত্তি কর্মসূচি চালু হয়েছিল, তা বিশ্বের অনেক দেশ অনুসরণ করেছে। ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে থাকব এবং তরুণ প্রজন্মের জন্য সুযোগ তৈরিতে সহযোগিতা করব।”
জাট জানান, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন করেছে এবং আগামী তিন বছরেও একই ধারা বজায় থাকবে।
সাক্ষাতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, নতুন ব্যবস্থাপনায় কনটেইনার পরিচালনার সক্ষমতা বেড়েছে এবং ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে, বিশেষত ইনট্রা-কম্পানি ঋণ এবং ইক্যুইটি বিনিয়োগের ক্ষেত্রে।
-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক
বিচার প্রক্রিয়ায় নতুন দিগন্ত: এক ক্লিকে জামিননামা যাবে জেলখানায়
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) থেকে জামিননামা (বেলবন্ড) গ্রহণপ্রক্রিয়া অনলাইনে পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে। এই নতুন ব্যবস্থার ফলে ‘এক ক্লিকে’ আদালতের রায় সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
হয়রানি ও দীর্ঘসূত্রিতা কমবে
আইন উপদেষ্টা বলেন, বর্তমানে একজন লোককে জামিনের পর ছাড়া পাওয়া পর্যন্ত ১২টি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এই ধাপে ধাপে হয়রানি এবং টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।
ড. আসিফ নজরুল বলেন:
“আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে।”
এই ব্যবস্থার মাধ্যমে জামিন প্রক্রিয়া দ্রুত হবে এবং হয়রানি কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস বক্তব্য দেন।
খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ফোরামে ড. ইউনূসের ৬ প্রস্তাব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জনগণের ক্ষমতায়নের পথে এগিয়ে যাবে। সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষুধার জন্য অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করে তিনি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন।
ছয় দফা প্রস্তাব
প্রধান অতিথি হিসেবে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ড. ইউনূস প্রথমেই জুলাই শহীদদের স্মরণ করে বলেন, তরুণদের আকাঙ্ক্ষার দেশ গড়তে সব প্রতিষ্ঠান পুনর্গঠন করা হচ্ছে। বিশ্ব খাদ্য ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের জন্য তার ছয় দফা প্রস্তাবগুলো হলো:
১. যুদ্ধ বন্ধ করা: যুদ্ধ বন্ধ করুন, সংলাপ শুরু করুন এবং সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করুন। এর মাধ্যমে ক্ষুধা ও সংঘাতের দুষ্টচক্র ভাঙতে হবে।
২. এসডিজি ও জলবায়ু: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অর্থায়নের অঙ্গীকার পূরণ করতে হবে, জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৩. আঞ্চলিক খাদ্য ব্যাংক: আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন করে খাদ্য সরবরাহ চেইন স্থিতিশীল রাখতে হবে।
৪. তরুণ উদ্যোক্তা: তরুণ কৃষি উদ্যোক্তা ও স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়ন, অবকাঠামো ও বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে সহায়তা দিতে হবে।
৫. বাণিজ্যনীতি: বাণিজ্যনীতিকে খাদ্য নিরাপত্তার সহায়ক হতে হবে, বাধা নয়।
৬. প্রযুক্তি ও উদ্ভাবন: প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করতে হবে, বিশেষ করে গ্লোবাল সাউথের তরুণ কৃষক ও উদ্যোক্তাদের জন্য।
তিনি কাঙ্ক্ষিত বিশ্ব গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সামাজিক ব্যবসায় জোর দেন।
দ্বিপাক্ষিক বৈঠক
রোমে আজকের কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা (বিকাল ৩:২০ মিনিট), রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি (বিকাল ৪:৩০ মিনিট) এবং জিবুতির প্রধানমন্ত্রীর (বিকাল ৫:১৫ মিনিট) সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এফএও মহাপরিচালক ড. কু দোংইউও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
১৭ কোটি ৩০ লাখ মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার : ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আয়তনে ইতালির অর্ধেক, কিন্তু ১৭ কোটি ৩০ লাখ মানুষের খাদ্যের জোগান দিচ্ছে। এর পাশাপাশি দেশটি আরও ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কৃষিখাতে বাংলাদেশের অর্জন
ড. ইউনূস বাংলাদেশের কৃষিখাতের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন:
খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ: তিনি বলেন, “আমাদের প্রধান খাদ্যশস্য ধান। ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি আমরা।”
শীর্ষ উৎপাদক: বাংলাদেশ বিশ্বের শীর্ষ ধান, শাকসবজি ও মিঠাপানির মাছ উৎপাদনকারী দেশগুলোর একটি।
ফসল চাষের ঘনত্ব: দেশের কৃষকরা ফসল চাষের ঘনত্ব ২১৪ শতাংশে উন্নীত করেছেন।
প্রযুক্তি ও ভর্তুকি: তিনি জানান, সরকার কৃষি প্রযুক্তিতে ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়েছে এবং ১৩৩টি জলবায়ু-সহনশীল ধানের জাত উদ্ভাবন করেছে।
খাদ্য নিরাপত্তা ও আন্তর্জাতিক স্বীকৃতি
প্রধান উপদেষ্টা বলেন, এসব উদ্যোগের ফলে বাংলাদেশে শিশুদের খর্বতা কমেছে, খাদ্যতালিকা বৈচিত্র্যময় হয়েছে এবং কৃষি আরও সবুজ হয়েছে।
তিনি আরও বলেন, তিনি আনন্দিত যে, ২০১৬ সালে গঠিত ‘নোবেল পিস লরিয়েটস অ্যালায়েন্স ফর ফুড সিকিউরিটি অ্যান্ড পিস’—যার তিনি একজন সদস্য—তা এখন ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও)-এর একটি মাইলফলক হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এটি আরও নতুন মাইলফলক সৃষ্টি করবে।
পর্যটন খাতে নতুন দিগন্ত: কক্সবাজার বিমানবন্দর পেল আন্তর্জাতিক মর্যাদা
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখার যুগ্ম সচিব আহমেদ জামিলের সই করা এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়।
আইন ও কার্যকারিতা
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য সিভিল অ্যাভিয়েশন রুল, ১৯৮৪-এর রুল ১৬-এর সাব রুল (১)-এ’ প্রদত্ত ক্ষমতাবলে কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উন্নয়ন কাজ
রানওয়ে: বিমানবন্দরের রানওয়ে ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুটে উন্নীত করা হয়েছে।
টার্মিনাল: এটি আন্তর্জাতিক মানে উন্নীত করতে ২০২১ সালে কাজ শুরু করে বেবিচক। এই প্রকল্পের আওতায় নতুন টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ চলছে, যা শেষ হবে আগামী ডিসেম্বরে। রানওয়ের কাজ শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরে।
অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি বার্তা: কী করতে হবে ৩০ অক্টোবরের মধ্যে?
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি জরুরি বার্তায় জানিয়েছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত থাকলে, সেগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে হবে।
সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বার্তা দেওয়া হয়।
বিটিআরসি বলেছে:
“নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিমকার্ড রেখে অতিরিক্ত সিমকার্ডগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করুন।”
বিটিআরসি সতর্ক করেছে, যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
নিবন্ধনের তথ্য জানবেন যেভাবে
গ্রাহকদের জন্য নিজেদের নামে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই করার সহজ পদ্ধতিও জানিয়েছে বিটিআরসি। ব্যবহারকারীরা ১৬০০১# নম্বরে এনআইডির শেষ ৪টি ডিজিট পাঠিয়ে তাদের নামে নিবন্ধিত সিমের সংখ্যা সম্পর্কে তথ্য জানতে পারবেন।
সেনানিবাসের ভবন সাময়িক কারাগার: প্রজ্ঞাপন জারি
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে আজ সোমবার (১৩ অক্টোবর) এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনের বিস্তারিত
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এবং The Prisons Act, 1894 এর ধারা ৩(বি) অনুসারে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।
আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে কোন উদ্দেশ্যে ভবনটি সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
অর্থ সাশ্রয়ে বিশেষ পদক্ষেপ: জুলাই সনদ ও নির্বাচন একই দিনে করার প্রস্তুতি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছালেও ভোটের সময় নিয়ে তাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ মতামত অনুযায়ী গণভোটের সময় নির্ধারণের ক্ষমতা সরকারের ওপর ছেড়ে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এমন প্রেক্ষাপটে আর্থিক সাশ্রয় এবং প্রস্তুতির কথা বিবেচনা করে অন্তর্বর্তী সরকার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিচ্ছে। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষরের পর এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত পরিষ্কার করা হবে। সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র এমন আভাস দিয়েছে।
ঐকমত্য হলেও দ্বন্দ্বের সমাধান হয়নি
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোট আয়োজন অপরিহার্য বলে মনে করা হচ্ছে। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের পক্ষে থাকলেও, জামায়াত ও এনসিপি নির্বাচনের আগেই এই ভোট আয়োজনের ব্যাপারে অনড়। গত বুধবার দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ সম্মিলিত বৈঠকেও এ বিষয়ে সুরাহা হয়নি।
কমিশনের সিদ্ধান্ত: ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, দলগুলোর বিভক্তির মধ্যেই সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদের সমর্থন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ নির্বাচনের দিনই আলাদা ব্যালটে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন করা যেতে পারে।
জামায়াতের অনড় অবস্থান: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, তারা মনে করেন জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না।
সরকার ও ইসির অবস্থান
সরকারি সূত্র জানায়, একই দিনে গণভোট করার ব্যাপারে এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) থেকে অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত পেয়েছে সরকার।
ব্যয় সাশ্রয়: নির্বাচন কমিশনও বাড়তি ঝামেলা ও অর্থের অপচয়ের বিষয়টি মাথায় রেখে একই দিনে গণভোটের ব্যাপারে আগ্রহী। ইসি কর্মকর্তারা বলছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজন করলে আগের প্রায় আড়াই হাজার কোটি টাকার বাজেট বরাদ্দের সঙ্গে সামান্য যোগ করলেই হবে, যা আলাদা নির্বাচনের তুলনায় অনেক সাশ্রয়ী।
ইসি’র মত: নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, “দুই নির্বাচন একত্রে করলে অনেক টাকা বেঁচে যায়। ফেব্রুয়ারিতে দুই নির্বাচন একসঙ্গে করা সম্ভব। সেটাই ভালো হবে।”
বিশেষজ্ঞের মত: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে রাজনৈতিক দলগুলোও সরকারের সিদ্ধান্ত মেনে নেবে বলে তিনি বিশ্বাস করেন।
‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা
বিশ্ব খাদ্য ফোরামের আলোচনাসভায় রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (IFAD) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস প্রস্তাব দিয়েছেন একটি ‘সামাজিক ব্যবসা তহবিল’ (Social Business Fund) গঠনের। এই তহবিলের লক্ষ্য হবে বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, ক্ষুদ্র কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে কর্মরতদের আর্থসামাজিক সক্ষমতা বাড়ানো এবং কৃষি উদ্ভাবনে উৎসাহ দেওয়া।
অধ্যাপক ইউনুস বলেন, “আমি আপনাদের আহ্বান জানাচ্ছি একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের জন্য। এমন একটি তহবিল দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখবে এবং তরুণ, নারী, কৃষক ও মৎস্য উদ্যোক্তাদের ক্ষমতায়নে সহায়ক হবে।”
বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের কৃষিখাতে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা, গভীর সমুদ্র মৎস্য আহরণ শিল্পের উন্নয়ন, আম ও কাঁঠালের রপ্তানি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা গড়ে তোলা, এবং মহিষের দুধ থেকে মোজারেলা চিজ উৎপাদনে সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা ইউনুস বাংলাদেশে আইএফএডের প্রেসিডেন্টকে সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, প্রযুক্তি ও সামাজিক ব্যবসায় সম্ভাব্য সহযোগিতা খতিয়ে দেখার জন্য একটি বিশেষ দল পাঠানোর অনুরোধ করেন। জবাবে আলভারো লারিও বাংলাদেশের কৃষিখাতে বেসরকারি খাতের সঙ্গে যৌথ উদ্যোগ ও সামাজিক ব্যবসা প্রসারে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে বাংলাদেশে আইএফএডের অর্থায়নে সাতটিরও বেশি কৃষি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
অধ্যাপক ইউনুস বলেন, “বাংলাদেশ এখন ফল প্রক্রিয়াজাতকরণ, ঠান্ডা সংরক্ষণাগার ও আধুনিক কৃষি প্রযুক্তিতে বিনিয়োগের জন্য প্রস্তুত। আমরা ইতোমধ্যেই আম রপ্তানি শুরু করেছি, তবে পরিমাণ এখনো সীমিত। চীন বাংলাদেশ থেকে ব্যাপক হারে আম ও কাঁঠাল আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে।”
বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, যিনি বাংলাদেশের নারী দুগ্ধচাষিদের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, দেশের অনেক নারী উদ্যোক্তা এখন মহিষের দুধ থেকে মোজারেলা চিজ উৎপাদন করছেন এবং এই উদ্যোগকে শিল্প পর্যায়ে উন্নীত করতে আইএফএডের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশের গভীর সমুদ্র মৎস্য আহরণ শিল্পের প্রসঙ্গে অধ্যাপক ইউনুস বলেন, “আমাদের মৎস্যজীবীরা এখনো প্রধানত অগভীর সমুদ্রে কাজ করেন। বিনিয়োগ ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে আমরা গভীর সমুদ্রে প্রবেশ করতে পারিনি। আইএফএড এই খাতে অর্থায়ন ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে বড় ভূমিকা রাখতে পারে।”
উল্লেখ্য, ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর থেকে আইএফএড এখন পর্যন্ত ৩৭টি প্রকল্পে অংশ নিয়েছে, যার মোট মূল্য ৪.২৬ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ১.১৩ বিলিয়ন ডলার সরাসরি আইএফএডের অর্থায়নে। বর্তমানে ৪১২ মিলিয়ন ডলারের ছয়টি প্রকল্প চলমান রয়েছে এবং আরও একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায়।
রোম সময় অনুযায়ী রোববার বিকেল ৫টার দিকে অধ্যাপক ইউনুস বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে রোমে পৌঁছান। খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত এই ফোরামে তিনি মূল বক্তৃতা প্রদান করবেন এবং বিশ্বের বিভিন্ন উচ্চপর্যায়ের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং আইএফএডের সহযোগী সহ-সভাপতি ডোনাল ব্রাউন।
-নাজমুল হাসান
জুলাই বিপ্লবের চেতনা: ওসমানী উদ্যানে নির্মিত স্মৃতিস্তম্ভের বাজেট নিয়ে বিতর্ক
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এবং জুলাইয়ের চেতনাকে সমুজ্জ্বল রাখতে ঢাকার ওসমানী উদ্যানে নির্মিত হবে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। রোববার (১২ অক্টোবর) স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ৪৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ বাস্তবায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
স্মৃতিস্তম্ভের নকশা ও নির্মাণ
স্মৃতিস্তম্ভটি একটি বৃত্তাকার বেদির ওপর নির্মিত হবে। স্তম্ভটির দুই পাশে চারটি করে ৮টি আয়তাকার পারসিভড কলাম এবং মাঝখানে একটি স্বতন্ত্র বৃত্তাকার কলাম থাকবে, যার উচ্চতা হবে ৯০ ফুট। ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, পাইলিং কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই নির্মাণ কাজ শেষ হবে।
বাজেট বিতর্ক ও সমালোচনার জবাব
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কোনো কাজ করতে গেলেই একটি মহল বাজেট নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, “এসব প্রশ্ন জনগণের টাকার প্রতি দায়বদ্ধতা নয়, বরং মূলত রাজনৈতিক অপচেষ্টা।” তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিবাদের সময় এসব প্রশ্ন ছিল না। ফ্যাসিবাদের আমলে ভাস্কর্য হতো, এর থেকেও ছোট অবকাঠামো ৩০০ থেকে ৪০০ কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে।”
তিনি বলেন, “বিগত আমলের শুধু পরামর্শক ফি দিয়েই এখন প্রায় পুরো প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে।” তিনি বলেন, সব অপচেষ্টা মোকাবিলা করেই জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।
ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, যখন এই স্মৃতি সংরক্ষণের কেউ উদ্যোগ গ্রহণ করেনি, তখন স্থানীয় সরকার উপদেষ্টার উদ্যোগ ও নির্দেশনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই গৌরবময় কাজটি হাতে নিয়েছে।
পাঠকের মতামত:
- ইতালি তাহলে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে? গাজা শান্তি সম্মেলনের নতুন বার্তা
- মিরপুরের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬, নিখোঁজদের খোঁজে স্বজনদের ভিড়
- মানুষের বুদ্ধিমত্তা ছাড়িয়ে যাবে এআই, ‘সিঙ্গুলারিটি’ কি তবে সন্নিকটে?
- শাপলা প্রতীক না পেলে আদায় করে নেব: এনসিপি নেতার হুঁশিয়ারি
- তাওয়া গরম করছি: রাজপথে নেমে সরকারকে হুঁশিয়ারি জামায়াত নেতার
- খ্যাতি পেয়ে মা-বাবা ও স্ত্রীকে অস্বীকারের অভিযোগ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে
- জায়ান-শমিতকে নিয়েই একাদশ, বেঞ্চে বসলেন দলের অন্যতম তারকা
- ব্যর্থতাই সাফল্যের পথ: যে ৭টি কৌশলে হারকে পরিণত করবেন জয়ে
- শ্রমঘাটতি পূরণে মালয়েশিয়ার নতুন ঘোষণা, বিদেশি কর্মী নিয়োগে বিশেষ সুবিধা
- মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের আগুনে নিহত ৯
- গ্রিন টির চেয়েও বেশি অ্যান্টি-অক্সিডেন্ট: ত্বকের তারুণ্য ধরে রাখে যে ৩ চা
- আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে: মির্জা ফখরুল
- বিচার প্রক্রিয়ায় নতুন দিগন্ত: এক ক্লিকে জামিননামা যাবে জেলখানায়
- মঙ্গলবার ১৪ অক্টোবর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ১৪ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ দরপতনশীল কোম্পানির তালিকা প্রকাশ
- ১৪ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- রাশিফল: ১৪ অক্টোবর দিনটি আপনার জন্য কেমন যাবে?
- লাল তারার বিস্ফোরণ: মহাবিশ্বের গোপন নাট্যমঞ্চে মানুষের উপস্থিতি
- প্রস্রাব ঘোলাটে: কখন বুঝবেন এটি যৌনরোগ বা ইউটিআই?
- আজ বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, টিভিতে নয় ২৫ টাকায় দেখুন অনলাইনে
- হজ যাত্রীদের জন্য ৪ টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব
- ইসলামী বক্তা আবু ত্বহা আদনানের বিরুদ্ধে স্ত্রীর নতুন বিস্ফোরক অভিযোগ
- মেলোনিকে ধূমপান ছাড়ার পরামর্শ তুর্কি প্রেসিডেন্টের
- এনসিপিকে সময় বেঁধে দিল ইসি: শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে হবে
- ‘আমরা ছিলাম কসাইখানায়’: ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনিদের ভয়াবহ অভিজ্ঞতা
- একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি
- ইসরায়েলি কারাগার থেকে ৩৭০০ বন্দির মুক্তি, ফিলিস্তিনে আনন্দ
- এমপিওভুক্ত শিক্ষকদের আজ সচিবালয় অভিমুখে লংমার্চ
- শিক্ষক সমাজে ক্ষোভ: ঢাকা কলেজের ঘটনায় আজ সারা দেশে অবস্থান কর্মসূচি
- ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার: নামাজের সময়সূচি
- সকালের শুরুতে কেন বাদাম খাবেন? জেনে নিন ৫টি স্বাস্থ্যকর কারণ
- দেনমোহর পরিশোধ না করলে স্ত্রীর সঙ্গে থাকা জায়েজ? জেনে নিন শরীয়তের বিধান
- ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড
- ফ্যাসিস্টের দোসর সালাহউদ্দিন পেলেন দেশ ছাড়ার অনুমতি
- খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ফোরামে ড. ইউনূসের ৬ প্রস্তাব
- হিটলার কেন ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিলেন? নেপথ্যের কারণ কী?
- প্রস্রাবে ফেনা কেন হয়? কখন বুঝবেন এটি কিডনি রোগের সংকেত?
- ১৭ কোটি ৩০ লাখ মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার : ড. ইউনূস
- পূর্বের আটলান্টিস: চীনের সেই ডুবো শহর যেখানে সময় থেমে আছে!
- রক্তস্বল্পতা দূর করা থেকে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি—বিট রুটের ১০ উপকারিতা
- পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সংঘর্ষ
- ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনা: এবার সব সরকারি কলেজে নতুন কর্মসূচি ঘোষণা
- পর্যটন খাতে নতুন দিগন্ত: কক্সবাজার বিমানবন্দর পেল আন্তর্জাতিক মর্যাদা
- হাতে-পায়ে চামড়া উঠছে? এটি শুধু শীত নয়, ৫ ভিটামিনের ঘাটতির লক্ষণ
- মৃত্যু যখন সুন্দরের প্রতীক: ভালো মৃত্যুর ১৫টি আলামত
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৬ অক্টোবর, জানুন ফলাফল জানার উপায়
- ফোন স্লো হয়ে গেলে কী করবেন? স্টোরেজ খালি করার ১০ সহজ কৌশল
- অর্থনীতিতে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
- হংকং ম্যাচের আগে ভোগান্তি বাংলাদেশের: বাফুফের ‘অদূরদর্শিতায়’ বাড়তি চাপ
- অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি বার্তা: কী করতে হবে ৩০ অক্টোবরের মধ্যে?
- ওয়েস্টফালিয়ার শান্তিচুক্তি ১৬৪৮: যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে আধুনিক রাষ্ট্রব্যবস্থার উত্থান
- মাইগ্রেন বোঝার সহজ পথ: কোন লক্ষণে চিনবেন, কীসে বাড়ে, কীভাবে সামলাবেন
- বিনিয়োগকারীদের আস্থায় ভর করে চাঙ্গা রাজধানীর শেয়ারবাজার
- বিশ্বজুড়ে কোরিয়ান ড্রামার ঝড়: যে ১০টি সিরিজ আপনাকে মুগ্ধ করবেই
- হিটলার কেন ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিলেন? নেপথ্যের কারণ কী?
- ১৩ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- স্বাস্থ্যকর রান্না: ৫টি কৌশলে খাবারে তেলের ব্যবহার কমাবেন যেভাবে
- স্বনির্ভরতা অর্জনেই জোর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
- রাতে ঘুম আসে না? শোয়ার ঘরে যে সামান্য বদল আনলে মিলবে শান্তি
- মধু খাঁটি না ভেজাল? আগুন দেওয়া বা পানিতে মেশানো নয়, যা বলছেন গবেষকরা
- কন্যা হত্যা ও গোত্রীয় সংঘাতের যুগে এক বিশ্বস্ত শিশুর বেড়ে ওঠা
- হোয়াটসঅ্যাপে আর লাগবে না নম্বর,ইউজার নেম দিয়েই করা যাবে যোগাযোগ
- গুমের বিচার শুরু: শেখ হাসিনা ও সাবেক শীর্ষ সেনা–পুলিশ কর্মকর্তারা আসামির তালিকায়
- সমুদ্রের মাঝে সভ্যতা: ইতিহাস, ঐতিহ্য, জলবায়ু ও কূটনীতির মিলনে মালদ্বীপের টিকে থাকার গল্প
- হাটহাজারীতে হেফাজতের অবরোধ: চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ