সোহাগ হত্যাকাণ্ডের অন্যতম ঘাতক নান্নু গ্রেফতার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ০৯:৫৬:০৯
সোহাগ হত্যাকাণ্ডের অন্যতম ঘাতক নান্নু গ্রেফতার

রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঞ্চল্যকর ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত একটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে র‌্যাব-১০ এর সঙ্গে সহযোগিতা করে র‌্যাব-১১-এর একটি ইউনিট।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “র‌্যাব-১০ এই অভিযানটি নেতৃত্ব দিয়েছে। আমরা অভিযানটি সফল করতে সহায়তা করেছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য র‌্যাব-১০ থেকে জানানো হবে।”

প্রাথমিক তদন্তে জানা গেছে, নান্নু ছিলেন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী চার মূল ব্যক্তির একজন। অভিযোগ রয়েছে, তিনি ইট ও সিমেন্টের ব্লক দিয়ে সোহাগের মাথায় আঘাত করে নিশ্চিত মৃত্যু ঘটান।

গত বুধবার (১০ জুলাই) বিকেলে পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় দিনদুপুরে প্রকাশ্য রাস্তায় সোহাগকে কুপিয়ে ও নির্মমভাবে মাথায় সিমেন্টের ব্লক দিয়ে থেঁতলে হত্যা করে একদল সন্ত্রাসী। এ ঘটনা মূহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য।

পরদিন, নিহত সোহাগের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সরাসরি জড়িত সন্দেহে ১৯ জনের নাম উল্লেখ করা হয়। মামলার এজাহারে জানানো হয়, দীর্ঘদিন ধরে এলাকায় একটি চাঁদাবাজ সিন্ডিকেট সক্রিয় ছিল এবং সোহাগকে চাঁদা দিতে অস্বীকার করার জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। স্থানীয়রা ও সোহাগের পরিবারও একই অভিযোগ তুলেছেন।

এই হত্যাকাণ্ড ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও শোক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক সংগঠনগুলো দ্রুত বিচার এবং হত্যার পেছনের নেপথ্যের শক্তিগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। র‌্যাব ইতোমধ্যে অন্যান্য আসামিদেরও চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান জোরদার করেছে।

র‌্যাব-১০ শিগগিরই ঘটনার বিস্তারিত, হত্যার মোটিভ, এবং গ্রেফতারকৃত নান্নুর স্বীকারোক্তিসহ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য প্রকাশ করবে বলে জানা গেছে।

এই হত্যাকাণ্ড রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সন্ত্রাস দমন নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে, প্রকাশ্যে এমন ভয়ঙ্কর কায়দায় একজন ব্যবসায়ীকে হত্যার ঘটনা নগরবাসীকে হতবাক ও আতঙ্কিত করেছে। ঘটনাটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি বৃহত্তর অপরাধচক্রের উপস্থিতির ইঙ্গিতও দিচ্ছে।

সোহাগ হত্যার মতো নৃশংস ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন অপরাধ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ