শাহরুখ‑জাহ্নবীর সেই ‘গুড ইভনিং’ মঞ্চ মুহূর্ত ফের ভাইরাল

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১১:২৯:৫৬
শাহরুখ‑জাহ্নবীর সেই ‘গুড ইভনিং’ মঞ্চ মুহূর্ত ফের ভাইরাল

২০০৩ সালের এক পুরস্কার অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছোট্ট জাহ্নবী কাপুর তার বাবা বনি কাপুর ও অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে মঞ্চে উঠেছিলেন সেরা অভিনেতার পুরস্কার দিতে। ছোট্ট দুটি বেণি করা জাহ্নবী মাইক্রোফোনে সুন্দর করে বলেছিল, "গুড ইভনিং।" এরপর ঘোষণা করা হয়, ‘দেবদাস’ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন শাহরুখ খান। স্টেজে আসার পর শাহরুখ স্নেহ করে ছোট্ট জাহ্নবীর গালে একটি চুমু দেন। সেই মুহূর্তে এক ফ্রেমে ধরা পড়ে শাহরুখ, জাহ্নবী, বনি কাপুর ও প্রীতি জিনতা—সবাই হাসিমুখে দাঁড়িয়ে।

আজ থেকে ২২ বছর পর, সেই ছোট্ট জাহ্নবী এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সামনে তার বেশ কিছু বড় ছবি মুক্তির অপেক্ষায়। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে তিনি অভিনয় করছেন ‘পরম সুন্দরী’ ছবিতে, যা মুক্তি পাবে আগস্ট ২০২৫-এ। এছাড়া ‘সানি সংস্‌কারী কি তুলসি কুমারী’ নামের রোমান্টিক-কমেডি ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে তাকে, ছবিটি আসবে সেপ্টেম্বরে। শোনা যাচ্ছে, জাহ্নবী আত্লি ও আল্লু অর্জুনের বড় একটি প্রজেক্টেও যুক্ত হয়েছেন, যেখানে আরও থাকবেন রশ্মিকা, দীপিকা পাডুকোন ও ম্রুণাল ঠাকুর।

অন্যদিকে শাহরুখ খানও এখন তার পরবর্তী বড় ছবি ‘কিং’-এর প্রস্তুতিতে ব্যস্ত, যেখানে প্রথমবার তিনি মেয়েকে নিয়ে কাজ করছেন। এই ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁর মেয়ে সুহানা খান ও দীপিকা পাডুকোন। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।

একদিকে বলিউডের কিং খান ও তার কন্যা, আরেকদিকে প্রয়াত শ্রীদেবীর মেয়ে জাহ্নবী—এই দুই বলিউড প্রজন্মের পথচলা যেন সেই ২০০৩ সালের মঞ্চেই একসঙ্গে শুরু হয়েছিল। এখন, বহু বছর পর, সেই পুরোনো স্মৃতি আবার সামনে এসে সবাইকে ছুঁয়ে যাচ্ছে, মনে করিয়ে দিচ্ছে তারকাদের শুরুর সেই স্নিগ্ধ মুহূর্তগুলো।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ