বলিউড

যোগিতার সঙ্গে রোমান্স, আর্চনার রসিকতা—নতুন ইউটিউব তারকা আর্যমান

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১১:৪৬:৪৪
যোগিতার সঙ্গে রোমান্স, আর্চনার রসিকতা—নতুন ইউটিউব তারকা আর্যমান

বলিউড অভিনেত্রী ও কমেডি আইকন আর্চনা পুরণ সিংহের বড় ছেলে আর্যমান সেঠি সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল চালু করেছেন, আর শুরুতেই তিনি বাজিমাত করেছেন এক হৃদয়ছোঁয়া ব্লগ দিয়ে। হায়দরাবাদে শ্যুটিংয়ে ব্যস্ত প্রেমিকা যোগিতা বিহানিকে চমকে দিতে গিয়ে শুরু তাঁর এই নতুন যাত্রা।

যোগিতা বিহানি, যিনি ‘দ্য কেরালা স্টোরি’ এবং টেলিভিশন ধারাবাহিক ‘দিল হি তো হ্যায়’-এর মাধ্যমে পরিচিত, সেই মুহূর্তে একেবারেই অজান্তে ছিলেন। হোটেলের লবিতে হঠাৎই ফুলের তোড়া হাতে হাজির আর্যমান। তাঁর মুখে বিস্ময়ের হাসি, চারপাশের মানুষ যেন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। পরে দুজনে একসঙ্গে গল্পে মেতে ওঠেন, সিনেমা দেখেন, কেনাকাটা করেন এবং দিন শেষ করেন এক রোমান্টিক ডিনার ডেটে।

তবে শুধু প্রেম নয়, ব্লগে মিলেছে পারিবারিক মজার কাহিনিও। দর্শকদের নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের মাধ আইল্যান্ডে তাদের বিশাল বাংলোয়। সেখানে মা আর্চনা পুরণ সিংহ জানালেন, কীভাবে তিনি পারমিত সেঠিকে রাজি করিয়ে সেই বাংলো কিনেছিলেন। হাসতে হাসতে বলেন, “সেই সময় খুব সস্তায় পেয়েছিলাম। আমি বলেছিলাম, যদি বাংলো কিনতেই হয় তাহলে অন্তত ছয়-সাতটা বড় ঘর তো লাগবেই। পারমিত বলেছিল, তুমি যদি একটা নাও ঠিক আছে, কিন্তু যদি দুটো কিনতে চাও তবে আমি ডিভোর্স দেব! আমি বলেছিলাম, দাও বা না দাও, আমি বাংলো কিনবই! পরে দেখল আমি সত্যি সিরিয়াস, তখন রাজি হয়ে গেল।”

ব্লগের পরবর্তী পর্বে দেখা যায়, পুরো পরিবার ছুটি কাটাতে গেছেন দুবাইয়ে। সেখানে তারা ৬২ তলার এক বিলাসবহুল হোটেলে ছিলেন, ঘুরেছেন দুবাই মলে। কিন্তু আনন্দের ছুটির মাঝেই ধরা পড়ে এক বড় ধরণের ‘হলিডে স্ক্যাম’। ঠিক কী ঘটেছিল, সেটাই আরও বাড়তি উত্তেজনা যোগ করে ব্লগে।

বর্তমানে আর্চনা পুরণ সিংহ রয়েছেন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-তে নিয়মিত মুখ হিসেবে। আর তার ছেলে আর্যমানের ইউটিউব যাত্রা যেন বলিউড পরিবারকে আরও কাছে নিয়ে আসছে ভক্তদের কাছে—প্রেম, রসিকতা আর বাস্তব গল্পের এক অপূর্ব মিশ্রণে।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ