‘জান্নাতই আসল সফলতা’—এসএসসি ফল নিয়ে ভিন্ন বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১৪:৫৪:৩৮
‘জান্নাতই আসল সফলতা’—এসএসসি ফল নিয়ে ভিন্ন বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

এসএসসি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে দেশের সমাজে যে অতিরিক্ত উচ্ছ্বাস ও উন্মাদনার সৃষ্টি হয়, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সোমবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বক্তব্যে তিনি এ বিষয়ে সমাজের বিভিন্ন স্তরের চিন্তাভাবনার তীব্র সমালোচনা করেন এবং বলেন, এই প্রবণতা শুধু অস্বাস্থ্যকর নয়, বরং বিপজ্জনক।

শায়খ আহমাদুল্লাহ বলেন, “পরীক্ষায় ভালো ফল নিঃসন্দেহে আনন্দের বিষয়। কিন্তু সেই আনন্দের প্রকাশ নির্দিষ্ট সীমার মধ্যে থাকা উচিত। আজকাল দেখা যায়, কেউ জিপিএ-৫ পেলেই এলাকায় মিষ্টি বিতরণ শুরু হয়, ব্যানার টানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে চলে উত্তেজনামূলক প্রচার। অথচ, কেউ বিপদের মুখে সত কথা বললে, ঘুষের প্রস্তাব ফিরিয়ে দিলে, অন্যায়ের প্রতিবাদ করলে তার জন্য কোনোদিন বাবা-মা মিষ্টি বিতরণ করেছে—এমন উদাহরণ বাংলাদেশে কেউ দেখেনি।”

তিনি আরও বলেন, “এসএসসি বা এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে মিডিয়ার যেভাবে তুমুল কভারেজ ও প্রচারণা চলে, তা বিশ্বের আর কোথাও দেখা যায় না। এই অতি উৎসাহের কারণে যারা কাঙ্ক্ষিত ফল পায় না, তারা নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করে। অনেক সময় হতাশা এতটাই গভীর হয় যে, তা আত্মহত্যার দিকেও ঠেলে দেয়। এই দায় শুধু মিডিয়ার নয়, সন্তানদের প্রতিযোগিতার বাজারে ঠেলে দেওয়া মা-বাবারও রয়েছে।”

আহমাদুল্লাহ লেখেন, “আমাদের সমাজে এখন সততা নয়, বরং পরীক্ষায় পাস করাই যেন জীবনের চূড়ান্ত লক্ষ্য। এর ফলে অনেক বাবা-মা নিজেরাই সন্তানকে নকল করতে উৎসাহিত করেন। আর যদি নকল করতে না পারে, তবে সেই সন্তান বকা খায়, অপমানের শিকার হয়। এমন অদ্ভুত মনোবিকার সমাজে বাড়ছে, যা ভয়াবহ পরিণতি ডেকে আনছে।”

তিনি মন্তব্য করেন, “জিপিএ-৫ পাওয়া সাময়িক সাফল্য। কিন্তু একজন মুমিনের জীবনের মূল লক্ষ্য হলো চূড়ান্ত সফলতা—জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ। পবিত্র কোরআনেও এটিকেই বলা হয়েছে প্রকৃত সাফল্য। একজন বুদ্ধিমান মানুষ সাময়িক অর্জনের মোহে আটকে না থেকে পরকালের জন্য প্রস্তুতি নেয়। কিন্তু আজকের সমাজ ভোগবাদে এতটাই ডুবে গেছে যে, চূড়ান্ত গন্তব্য ভুলে গিয়ে এখন সবাই প্রতিযোগিতার পেছনে ছুটছে।”

শায়খ আহমাদুল্লাহ বলেন, “জীবন তো দীর্ঘ পথের নাম। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও অনেকে জীবনে ব্যর্থ হয়েছেন, আবার অনেকে জিপিএ-৫ না পেয়েও অসামান্য সাফল্য অর্জন করেছেন। তাই এই সাময়িক অর্জনকে নিয়ে উন্মত্ত আচরণ করা কখনোই শোভনীয় নয়।”

তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে। অনেক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী এই চিন্তার সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করছেন—সমাজে শিক্ষার প্রকৃত মূল্যবোধ ফিরিয়ে আনতে হলে এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ