তারেক রহমানকে নিয়ে স্লোগানে ‘জঙ্গি বাংলাদেশ’ গঠনের ষড়যন্ত্র দেখছেন রনি

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ১১:৫৪:৪৮
তারেক রহমানকে নিয়ে স্লোগানে ‘জঙ্গি বাংলাদেশ’ গঠনের ষড়যন্ত্র দেখছেন রনি

তারেক রহমানকে নিয়ে রাজনৈতিক বিরোধের মধ্যে সম্প্রতি যেসব অশালীন ও অশ্রাব্য স্লোগান দেওয়া হচ্ছে, তা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিশ্লেষক গোলাম মাওলা রনি। শনিবার (১২ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি এই বিষয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি লিখেছেন, ‘টিনের চালে কাউয়া তারেক রহমান..., ১২৩৪ তারেক রহমানের পু... মার, চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে, চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইয়ের জীবন দে—এমন ভাষায় যারা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের রাজপথে স্লোগান দিচ্ছেন, তাদের নেতারা যদি ছাত্রদল বা যুবদলের কাছ থেকে পাল্টা স্লোগান পান, তাহলে রাজনীতি শুধু মুখের কথায় সীমাবদ্ধ থাকবে না।’ তার ভাষায়, তখন অতীতের রাজনৈতিক সহিংসতার মতোই অস্ত্রের ঝনঝনানি শুরু হতে পারে, যা বাংলাদেশকে আরও বড় সংকটের দিকে ঠেলে দিতে পারে।

গোলাম মাওলা রনি সতর্ক করে বলেন, 'যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে অতীতের মতো খুর, চাপাতি, রামদা, রগকাটা কিংবা কাঁটা বন্দুকের দিন ফিরে আসতে বেশি সময় লাগবে না। এমন পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে খুশি হবে তারা, যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিত্রিত করে আন্তর্জাতিক অঙ্গনে অপপ্রচার চালাতে চায় এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে।'

তার এই মন্তব্য রাজনীতির ভাষা ও আচরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক স্লোগান ও উত্তপ্ত পরিবেশ নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতার অভাব এখন শুধুই মতভেদ নয়, বরং সহিংস উত্তেজনার জন্ম দিতে পারে বলেই আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। গোলাম মাওলা রনির মতো অভিজ্ঞ রাজনীতিকের এমন বক্তব্য দেশজুড়ে নতুন করে রাজনৈতিক চর্চা ও আলাপ-আলোচনার ভিত্তি তৈরি করেছে।

গোলাম মাওলা রনির হুঁশিয়ারি

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ