পরিচ্ছন্নতাকর্মীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন ইশরাক হোসেন

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১১:৩৬:১৩
পরিচ্ছন্নতাকর্মীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন ইশরাক হোসেন

দুই দিনের গণঅভুত্থানের মধ্যেও কিছু দুর্নীতিবাজের লুটপাট ও অবাধ কর্মকাণ্ডে দেশের সাধারণ মানুষ উদ্বিগ্ন এবং হতাশার মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এসব কথা জানান।

ইশরাক হোসেন বলেন, “ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের পাশে সবসময় ছিলাম এবং থাকব। তারা কঠোর পরিশ্রম করে আমাদের জীবনকে সহজতর করে চলেছে, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান।” তিনি আরো বলেন, “যারা পরিচ্ছন্নতাকর্মীদের অবজ্ঞা করে ‘মেথর’ বলে অপমান করে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতাকর্মীরা তাদের পরিশ্রমের মাধ্যমে সৎভাবে জীবিকা নির্বাহ করে।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই দিন ধরে দেশের গণঅভুত্থান চললেও কেউ কেউ লুটপাট চালিয়ে সাধারণ মানুষের অধিকার লুণ্ঠন করছে, যার ফলে দেশের অবস্থা অত্যন্ত অস্থির ও বেহুশতার মধ্যে পড়েছে।”

ইশরাক হোসেন তার পোস্টে নিজে একটি এআই প্রযুক্তি দ্বারা তৈরি করা ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি ময়লা ও ছেঁড়া টি-শার্টে ঝাড়ু হাতে এবং কাঁধে একটি বস্তা ধারণ করে আছেন, যা প্লাস্টিক বোতল ও আবর্জনায় ভরপুর।

পোস্টের কমেন্ট সেকশনে নেটিজেনরা ছবিটি নিয়ে প্রশংসা ও সমালোচনা করেছেন। রায়হান গাজী লিখেছেন, “ভালোবাসা আরও বেড়ে গেলো।” অন্যদিকে, এইচ লাভলো নামের একজন মন্তব্য করেন, “বাস্তবেই এরকম একটি ছবি চাই, এডিটিং নয়।”

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ