“দেশ নিয়ে এতটা ভাবেন আর কেউ?”—আসিফ মাহমুদের পক্ষে হান্নান মাসউদ

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ২২:১০:৫০
“দেশ নিয়ে এতটা ভাবেন আর কেউ?”—আসিফ মাহমুদের পক্ষে হান্নান মাসউদ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে ‘ভিলেন’ বানানোর একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, “হলফ করে বলতে পারি, এ দেশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবেন না।”

বুধবার (২ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

হান্নান মাসউদ লিখেছেন, “এবার আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। ওনাকে ভিলেন বানাতে উঠেপড়ে লেগেছে একটা মহল। কিন্তু জাস্ট বলে রাখলাম, সফল হবেন না।”

তিনি আরও লেখেন, “যখন তিনি আত্মগোপনে ছিলেন, তখনও বারবার আঘাত খেয়েও অধিকার আদায়ের সংগ্রাম থেকে এক মুহূর্তের জন্য পিছু হটেননি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ছিলেন সাহসী।”

পোস্টে তিনি সরকার ও সমালোচকদের উদ্দেশে বলেন, “এখন শুধু দেখছি, আপনারা কীভাবে নিজেদের ভণ্ডামিতে নিমজ্জিত করছেন। শুধু জুলাইয়ের নেতাদের হেয় করলেই যেন সব অভ্যুত্থানের দায় অন্যদের ঘাড়ে চাপানো সহজ হয়। লীগেরাও পোস্ট দিচ্ছে, দাদারাও দিচ্ছে, আবার নির্যাতিতরাও দিচ্ছে!”

তিনি কটাক্ষ করে বলেন, “মনে হচ্ছে, আসিফ মাহমুদ সবচেয়ে ভয়ংকর মন্ত্রণালয় চালান! অথচ বাস্তবে তিনি সরকারের হয়ে কেবল কাজই করেছেন। আজ ক্ষমতা থেকে নামলেই হয়তো বুঝবেন, কীভাবে মিথ্যাচারে শামিল হয়েছেন।”

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ