ফেসবুক প্রেম, গুগল ট্রান্সলেটর আর ভালোবাসায় খুলনায় চীনা জামাই

খুলনা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৬:২৯:৪৬
ফেসবুক প্রেম, গুগল ট্রান্সলেটর আর ভালোবাসায় খুলনায় চীনা জামাই

ফেসবুকভিত্তিক পরিচয়ের সূত্র ধরে খুলনার দাকোপে এসে বাংলাদেশি তরুণী পিংকি সরকারের সঙ্গে ঘর বাঁধলেন চীনের সিচুয়ান প্রদেশের যুবক ঝাং বুথাও। বর্তমানে দম্পতির বাস খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার আসাভুয়া খ্রিস্টান পল্লীতে। বিয়ের পর তাদের দেখার জন্য প্রতিদিন ভিড় জমাচ্ছেন আশপাশের গ্রামের মানুষ।

ঝাং বুথাও পেশায় ছিলেন একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, আর পিংকি সরকার এসএসসি পাশ করে বাড়িতেই ছিলেন। ভাষাগত অজানা থাকলেও তাদের বন্ধন গড়ে ওঠে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে। দিনকে দিন বাড়তে থাকা আলাপে তৈরি হয় প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ককে পরিণতিতে নিতে গত জুনের শেষ দিকে বাংলাদেশে আসেন ঝাং বুথাও। এরপর গত ২৯ জুন গোপালগঞ্জে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে রেজিস্ট্রি হয় এবং খ্রিস্টান ধর্মীয় রীতি অনুযায়ী বরণ করে নেওয়া হয়।

বর্তমানে পিংকির বাবার বাড়িতেই অবস্থান করছেন নবদম্পতি। জানা গেছে, শুরুতে খাবার ও ভাষা নিয়ে কিছুটা জটিলতা থাকলেও এখন বাংলাদেশি পরিবেশের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন ঝাং বুথাও। তিনি স্থানীয়ভাবে ছোট ব্যবসা শুরু করার পরিকল্পনাও করছেন।

পিংকি বলেন, ‘ঝাং-এর পরিবারের সদস্যরাও আমাদের বিয়েতে খুশি। সে আমাকে চীনেও নিতে পারে, তবে আগে এখানে সংসার গুছিয়ে নিতে চায়।’

মোবাইল অ্যাপের মাধ্যমে কথা বলায় ঝাং বলেন, ‘পিংকি ও তার পরিবার খুব ভালো। বাংলাদেশের মানুষও আন্তরিক। আমি এখানেই ব্যবসা করতে চাই।’

পিংকির বাবা স্বপন সরকার বলেন, ‘প্রথমে জামাইয়ের কথা বুঝতে পারতাম না। এখন মোবাইল অ্যাপে কথা বলি। ও খুব ভদ্র, ভালো ব্যবহার করে।’

এমন আন্তঃসাংস্কৃতিক প্রেমের গল্পে মুগ্ধ স্থানীয়রাও। প্রতিদিনই অনেকেই তাদের দেখার জন্য আসছেন।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ