দিল্লি-বেইজিং মুখোমুখি: কী বার্তা বহন করছে জয়শঙ্করের সফর?

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১২:৪০:২৫
দিল্লি-বেইজিং মুখোমুখি: কী বার্তা বহন করছে জয়শঙ্করের সফর?

প্রায় পাঁচ বছর পর আবারও ভারত ও চীনের মধ্যে শীর্ষপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ দৃশ্যমান হলো। মঙ্গলবার (১৫ জুলাই) চীনের রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম কোনো উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো দুদেশের মধ্যে, যা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জয়শঙ্কর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে চীন সফরে গিয়েছেন। সেখানেই মঙ্গলবার সকালে এসসিও-ভুক্ত অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যৌথভাবে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জয়শঙ্কর জানান, তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন প্রেসিডেন্ট জিনপিংয়ের কাছে। একইসঙ্গে তিনি ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির কথাও তুলে ধরেছেন এবং বলেছেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনাই সম্পর্কের ভিত্তি গড়ে তুলছে।

উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষে ভারতের ২০ জন সেনা নিহত হন। এ ঘটনার পর থেকেই দুই দেশের সম্পর্ক গভীর সংকটে পড়ে। সীমান্ত উত্তেজনা, সামরিক তৎপরতা ও কূটনৈতিক স্তরে উত্তেজনাপূর্ণ বিবৃতির মধ্যেই দুই দেশের সম্পর্ক বহুদিন ধরে কার্যত জমাটবাঁধা অবস্থায় ছিল।

এই প্রেক্ষাপটে জয়শঙ্করের সফর এবং শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎকে অনেকে দুই দেশের মধ্যে ‘বরফ গলার প্রক্রিয়া’র সূচনা হিসেবেই দেখছেন। যদিও এটি মূলত এসসিওর আনুষ্ঠানিক বৈঠকের অংশ, তবুও দীর্ঘদিন পর এমন উচ্চপর্যায়ের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের পথে একটি কূটনৈতিক সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভারত-চীন সম্পর্ক এখন এক ‘সংবেদনশীল ভারসাম্য’-র মধ্যে রয়েছে। সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব বিস্তার, অর্থনৈতিক প্রতিযোগিতা ও ভূরাজনৈতিক সমীকরণ—সবকিছুই এই সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। তবে শীর্ষ নেতৃত্বের সরাসরি যোগাযোগ এমন এক ইতিবাচক ইঙ্গিত, যা ভবিষ্যতের দ্বিপাক্ষিক অগ্রগতির দ্বার খুলে দিতে পারে।

-রাফসান, নিজস্ব পতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ