মিচেল স্টার্কের বিধ্বংসী স্পেল, ২৭ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১১:১৯:০৯
মিচেল স্টার্কের বিধ্বংসী স্পেল, ২৭ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

সাবিনা পার্কে সোমবার অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ২৭ রানে অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এই লজ্জাজনক ব্যাটিং বিপর্যয়ে ক্যারিবীয়রা ম্যাচ হারে ১৭৬ রানে, আর অস্ট্রেলিয়া সিরিজ জিতে নেয় ৩-০ ব্যবধানে।

এই ম্যাচের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া আবারও ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি নিজেদের করে রাখল। এর আগে বার্বাডোজ ও গ্রেনাডায় জিতে সিরিজে ২-০ এগিয়ে ছিল তারা।

স্টার্কের হাত ধরেই এল ঐতিহাসিক দিন। তিনি ১০০তম টেস্ট ম্যাচে মাত্র ১৫টি বলেই তুলে নেন পাঁচ উইকেট—টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বলে নেয়া পাঁচ উইকেটের রেকর্ড এটি। ম্যাচে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৬ রান খরচে ৯ উইকেট। এর মধ্যেই তিনি স্পর্শ করেন ৪০০ টেস্ট উইকেটের মাইলফলক।

দ্বিতীয় ইনিংসে স্টারক ইনিংসের প্রথম বলেই জন ক্যাম্পবেলকে আউট করে শুরু করেন ধ্বংসযজ্ঞ। এরপর টানা দুই বলে কেভলন অ্যান্ডারসন ও ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন। তৃতীয় ওভারের প্রথম বলেই তিনি এলবিডব্লিউ করেন মিকাইল লুইসকে—এটাই ছিল তাঁর ৪০০তম টেস্ট উইকেট।

এই সময় স্কোরবোর্ডে ওয়েস্ট ইন্ডিজের রান মাত্র ৫, উইকেট ৪টি। শাই হোপ কিছুটা প্রতিরোধ গড়লেও স্টারকের সামনে তিনিও টিকতে পারেননি।

এমন সময় জশ হ্যাজলউড অধিনায়ক রয়স্টন চেজকে ক্যাচ আউট করলে ক্যারিবীয়দের স্কোর দাঁড়ায় ১১ রানে ৬ উইকেট।

এরপর দ্বিতীয় সেশনের শুরুতেই স্কট বোল্যান্ড তিন বলে তিন উইকেট তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে বিরল হ্যাটট্রিকের কীর্তি গড়েন। এই সাফল্যে তিনি জানান, “শেষ বলটা করার সময় আমি বেশ নার্ভাস ছিলাম, শুধু ভালো লাইন-লেংথে বল করার চেষ্টা করেছি।”

অস্ট্রেলিয়া এদিন নিজের দ্বিতীয় ইনিংসে ১২১ রান করে অলআউট হয়, যা গত ৩০ বছরে ক্যারিবীয়দের বিপক্ষে তাদের সর্বনিম্ন ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ ২৭ রানে ৫ উইকেট এবং শামার জোসেফ ৩৪ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস গুঁড়িয়ে দেন। তবে সেটি তাদের লজ্জাজনক হার এড়াতে পারেনি।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক চেজ ম্যাচ শেষে বলেন, “আমাদের বোলাররা সিরিজজুড়ে ভালো করেছে, কিন্তু ব্যাটিংই আমাদের ডুবিয়েছে। সামনে যদি টিকে থাকতে চাই, তাহলে ব্যাটিংয়ে অনেক উন্নতি করতে হবে।”

অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারে ম্যাচে খেলেননি, কারণ দ্বিতীয় দিনে আলজারি জোসেফের বাউন্সারে হেলমেটে আঘাত পান তিনি। তাঁর জায়গায় কিপিং করেন জশ ইংলিস।

-নাজমুল হাসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ