রনির হুঁশিয়ারি—পুরো শক্তি নিয়ে প্রস্তুত আওয়ামী লীগ

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৯:৪৮:৩৪
রনির হুঁশিয়ারি—পুরো শক্তি নিয়ে প্রস্তুত আওয়ামী লীগ

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে এক আলোচিত মন্তব্যে বলেছেন, ‘জুলাই-আগস্ট বিপ্লব’ ইতিহাসের এক অনন্য অধ্যায়, যা কোনো দলীয় প্রভাব নয় বরং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত হয়।

তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতার পর কখনো এমন গণজোয়ার দেখা যায়নি। কোনো রাজনৈতিক দল কিংবা বিশেষ গোষ্ঠীর নেতৃত্ব ছাড়াই মানুষ রাজপথে নেমে এসে মাত্র একদিনেই ১৫ বছরের একটি শাসন ব্যবস্থা পাল্টে দেয়।” তিনি একে ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কার অভ্যুত্থানের চেয়েও ব্যতিক্রম বলে উল্লেখ করেন।

তবে রনি অভিযোগ করেন, আওয়ামী লীগ এই বিপ্লব ভণ্ডুল করার ষড়যন্ত্রে নেমেছে এবং তারা নতুনভাবে সংগঠিত হয়ে মাঠে ফিরেছে। “তাদের অনেক নেতা, যারা এতদিন আত্মগোপনে ছিলেন, এখন বিদেশ থেকে ফিরে আবার রাজনৈতিক মাঠ দখলের চেষ্টা করছেন,”—বলেন তিনি।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “বর্তমানে এমন কিছু অপরাধ বাড়ছে, যা আগে কল্পনাও করা যেত না। বিপ্লব পরবর্তী শূন্যতা কাজে লাগিয়ে এক শ্রেণির দুর্বৃত্ত মাথাচাড়া দিয়ে উঠেছে।”

রনি দাবি করেন, আওয়ামী লীগ আবার বলছে, “শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ”—এই বার্তা দিয়ে তারা নতুন করে জনমত গঠন করতে চাইছে। তিনি মনে করেন, এই পাল্টা আক্রমণের ভাষা সামাল দেওয়া বিএনপির জন্যও কঠিন হয়ে পড়ছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ