তিস্তা পুনর্জীবনে চীন-বাংলাদেশের ঐক্যমতের দিকেই এগোচ্ছে প্রকল্প

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১৪:২৩:৪৫
তিস্তা পুনর্জীবনে চীন-বাংলাদেশের ঐক্যমতের দিকেই এগোচ্ছে প্রকল্প

তিস্তা নদী পুনর্জীবিত করতে গৃহীত মহাপরিকল্পনার মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, চলতি বছরের মধ্যেই চূড়ান্ত করা হবে বহুল আলোচিত এই প্রকল্প।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা মাত্র কয়েক মাসে প্রকল্প বাস্তবায়নের মাঠপর্যায়ের কাজ অনেকদূর এগিয়ে নিয়েছি। ১৭ জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে মূল পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। এরপর সেই সুপারিশ সরকারে পাঠানো হবে এবং ইআরডি (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) তা চূড়ান্ত করে চীনা কর্তৃপক্ষের কাছে পাঠাবে।”

তিনি আরও বলেন, “তিস্তা মহাপরিকল্পনা শুধুমাত্র একটি জাতীয় প্রকল্প নয়, এটি বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। তাই বাস্তবায়নের ক্ষেত্রে দুই দেশের সম্মতির প্রয়োজন হবে। বিস্তারিত পর্যালোচনা শেষে দুই দেশ সম্মত হলে প্রকল্পের বাস্তবায়ন কাজ পুরোদমে শুরু হবে।”

বিমানবন্দর থেকে সড়কপথে রওনা দিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে যান। এই সফরে তার সঙ্গে ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, সৈয়দা রিজওয়ানা হাসান দেশের একজন সুপরিচিত পরিবেশ আইনজীবী ও পরিবেশ আন্দোলনের সক্রিয় কণ্ঠস্বর। ২০২২ সালেও তিনি খড়খড়িয়া নদী রক্ষার কাজ পরিদর্শন এবং স্থানীয় জনগণকে নদী সুরক্ষার বিষয়ে সচেতন করতে সৈয়দপুর হয়ে ডোমার সফর করেছিলেন। ওই সফরে স্থানীয়দের সঙ্গে নদী পাড়ে অনুষ্ঠিত একটি সম্মেলনে অংশ নিয়ে নদী সংরক্ষণের প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী তিস্তা দীর্ঘদিন ধরে নাব্যতা সংকট, ভাঙন ও পানির প্রবাহ হ্রাসের মতো সমস্যায় জর্জরিত। এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু নদীর পাড় রক্ষা নয়, বরং কৃষি, পরিবেশ এবং স্থানীয় অর্থনীতিতে দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ