তথ্যপ্রযুক্তি

ইউটিউবে পুরোনো ভিডিও দিয়ে আয় নয়: চালু হলো নতুন নিয়ম

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১৫:০৮:৩০
ইউটিউবে পুরোনো ভিডিও দিয়ে আয় নয়: চালু হলো নতুন নিয়ম

ইউটিউব কনটেন্ট নির্মাতাদের জন্য বড় একটি পরিবর্তন নিয়ে এসেছে গুগলের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। ১৫ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউবাররা আর তাদের পুরোনো ভিডিও নতুন করে আপলোড করে সেই ভিডিও থেকে আয় করতে পারবেন না। অর্থাৎ একবার প্রকাশিত ভিডিও দ্বিতীয়বার চ্যানেলে আপলোড করা হলে তা আর আয়যোগ্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

দর্শকপ্রিয়তা এবং মিলিয়ন মিলিয়ন ভিউয়ের মাধ্যমে বহু ইউটিউবার প্রতি মাসে লক্ষাধিক টাকা উপার্জন করে থাকেন। তবে এর মধ্যে কিছু নির্মাতা পুরোনো ভিডিও বারবার আপলোড করে বা অন্যের তৈরি ভিডিও নিজেদের চ্যানেলে ব্যবহার করে অনৈতিকভাবে অর্থ উপার্জনের পথ তৈরি করেছেন। সম্প্রতি এই প্রবণতা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় ইউটিউব নতুন এই কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, "ইউটিউব পার্টনার প্রোগ্রাম" সবসময় মৌলিক কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করে এসেছে। কিন্তু অনেকেই এই নীতিমালা লঙ্ঘন করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভিডিও, কিংবা অন্য ইউটিউবারদের ভিডিও নিজের চ্যানেলে আপলোড করে আয়ের পথ খুঁজছিলেন। এতে আসল নির্মাতারা যেমন ন্যায্য আয়ের বাইরে থেকে যান, তেমনি ইউটিউব প্ল্যাটফর্মের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হয়।

নতুন নিয়ম অনুযায়ী, আজ (১৫ জুলাই) থেকে ইউটিউবে আপলোড হওয়া প্রতিটি ভিডিও যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যাবে। কনটেন্টটির আসল উৎস, মৌলিকতা ও পূর্বপ্রকাশনার তথ্য বিশ্লেষণ করে এরপরই সেই ভিডিও থেকে আয়ের অনুমতি দেওয়া হবে। এর ফলে যারা সৎভাবে কাজ করছেন, তাদের কাজের স্বীকৃতি ও সুরক্ষা আরও নিশ্চিত হবে বলে মনে করছে ইউটিউব কর্তৃপক্ষ।

নিয়মটি কার্যকর করার অন্যতম লক্ষ্য হলো কনটেন্ট নির্মাণের মৌলিকতা নিশ্চিত করা এবং যারা প্ল্যাটফর্মকে অপব্যবহার করছেন, তাদের নিরুৎসাহিত করা। ইউটিউব জানায়, তারা ভবিষ্যতেও প্ল্যাটফর্মকে আরও নিরাপদ ও গ্রহণযোগ্য রাখতে নিয়মিত নীতিমালার হালনাগাদ চালিয়ে যাবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ