জটিল রোগ নির্ণয়ে চিকিৎসকদের চেয়ে বেশি নির্ভুল মাইক্রোসফটের এআই

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১১:০৪:০৭
জটিল রোগ নির্ণয়ে চিকিৎসকদের চেয়ে বেশি নির্ভুল মাইক্রোসফটের এআই

জটিল রোগ নির্ণয়ে চিকিৎসকদের চেয়ে প্রায় চারগুণ বেশি সঠিক ফলাফল দিয়েছে মাইক্রোসফটের তৈরি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ‘এমএআই-ডিএক্সও’। প্রতিষ্ঠানটির মতে, এই টুল চিকিৎসাবিজ্ঞানে নতুন এক যুগের সূচনা করেছে।

মাইক্রোসফটের স্বাস্থ্যবিষয়ক এআই ইউনিটের নেতৃত্বে থাকা মুস্তাফা সুলিমানের তত্ত্বাবধানে তৈরি এ টুলটি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত ৩০৪টি জটিল কেসস্টাডি বিশ্লেষণ করে প্রায় ৮৫.৫% নির্ভুলতায় রোগ নির্ণয় করেছে। তুলনায় অভিজ্ঞ চিকিৎসকদের নির্ভুলতার হার ছিল মাত্র ২০%।

‘এমএআই-ডিএক্সও’ কাজ করে একটি ভার্চ্যুয়াল মেডিকেল বোর্ডের মতো, যেখানে পাঁচটি পৃথক এআই এজেন্ট একে অপরের সঙ্গে যুক্তি বিনিময় করে সিদ্ধান্ত নেয়। এতে ‘চেইন অব ডিবেট’ নামে একটি পদ্ধতি প্রয়োগ করা হয়, যা বিভিন্ন পর্যায়ে বিশ্লেষণ করে রোগ নির্ধারণের পথ নির্ধারণ করে।

মাইক্রোসফট জানিয়েছে, এই টুল তৈরি করতে ওপেনএআই, মেটা, গুগল, অ্যানথ্রোপিক, এক্সএআই এবং ডিপসিকের তৈরি বিভিন্ন লার্জ ল্যাংগুয়েজ মডেল (LLM) ব্যবহার করা হয়েছে। এআই এজেন্টরা একে অপরের সিদ্ধান্ত যাচাই করে এবং যৌক্তিক বিতর্কের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছায়, ফলে নির্ভুলতার হার বেড়েছে।

তবে প্রতিষ্ঠানটি এটিকে এখনো পরীক্ষামূলক পর্যায়ে বলেছে। বাস্তবে ব্যবহার শুরুর আগে প্রয়োজন হবে আরও গবেষণা, ডেটা ট্রেনিং এবং আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন। এজন্য মাইক্রোসফট বিশ্বজুড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে।

তবে গুরুত্বপূর্ণভাবে মাইক্রোসফট জানিয়েছে, এআই চিকিৎসকদের বিকল্প নয়, বরং সহকারী হিসেবে কার্যকর সমর্থন দিয়ে রোগ নির্ণয়ের সময় ও খরচ কমিয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ