চীনে প্রথমবার হিউম্যানয়েড রোবট পিএইচডিতে ভর্তি

চীন প্রযুক্তি ক্ষেত্রে আবারো নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রথমবারের মতো দেশটির একটি হিউম্যানয়েড রোবট ‘সুয়ে বা-০১’ ভর্তি হয়েছে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে পিএইচডি প্রোগ্রামে। এই খবর জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিএমজি।
চার বছর মেয়াদী এই ডক্টরাল প্রোগ্রামে রোবটটিকে দেওয়া হবে নাট্যশিল্প, রোবোটিক সিস্টেম, অভিনয়ের অঙ্গভঙ্গি, মানবিক আবেগ ও কগনিটিভ মডেলিংসহ নানা বিষয় সম্পর্কে মৌলিক ও সাংগঠনিক শিক্ষা। ক্লাসরুমে অংশ নেওয়ার পাশাপাশি রোবটটি নাটকের বিভিন্ন তত্ত্ব শেখার পাশাপাশি গবেষণায়ও যুক্ত থাকবে। পরে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারফর্মিং আর্টস সংযুক্ত গবেষণাগারে কাজ করবে।
সুয়ে বা-০১ রোবটটিকে সাংহাই থিয়েটার একাডেমিতে নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে ভর্তি করা হয়েছে। এর আনুষ্ঠানিক ভর্তি সম্পন্ন হয় ২০২৫ সালের ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে, যা সাংহাইয়ে অনুষ্ঠিত হয়।
রোবটটির নির্মাতা লি লিংতু ও তার দল। লি লিংতু সাংহাই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক এবং ‘ড্রয়েডঅ্যাপ’ নামের কোম্পানির প্রতিষ্ঠাতা। রোবটটির নকশা করেছেন সাংহাই থিয়েটার একাডেমির অধ্যাপক ইয়াং ছিংছিং। রোবটটিকে ‘দেহযুক্ত বুদ্ধিমান কৃত্রিম সত্তা’ হিসেবে পরিচিত করা হয়।
ডেভেলপার লি লিংতু বলেন, তাদের লক্ষ্য এমন একটি পারফর্মার তৈরি করা, যা মানুষের আবেগ বুঝতে পারবে এবং দর্শকদের কাছে আবেগপূর্ণ শিল্প উপস্থাপন করতে সক্ষম হবে। তিনি আরও উল্লেখ করেন, মানব অভিনেতারা একাধিক শো-এর পর ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু এই রোবট ক্লান্ত হবে না এবং দীর্ঘমেয়াদি সঙ্গী হিসেবে কাজ করবে।
রোবটটির উন্নয়ন কাজ শুরু হয় ২০২১ সালে। ওই সময়ে দুটি প্রতিষ্ঠান আর্টস ও রোবোটিক্স প্রযুক্তি নিয়ে যৌথ কৌশলগত সহযোগিতায় একটি মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি চালু করে।
/আশিক
মানবদেহে নতুন অঙ্গের খোঁজ পেল বিজ্ঞানীরা: ক্যানসার চিকিৎসায় আশার আলো
মানুষের শরীরে নতুন একটি অঙ্গের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানী প্রস্টেট ক্যানসার নিয়ে গবেষণা করতে গিয়ে মানুষের গলার ভেতর লুকিয়ে থাকা এই লালা গ্রন্থিটি আবিষ্কার করেছেন। এই নতুন অঙ্গটির নাম দেওয়া হয়েছে টিউবারিয়াল স্যালিভারি গ্রন্থি (Tubarial Salivary Glands)।
আবিষ্কারের বিস্তারিত
গবেষকদের মতে, এই গ্রন্থিগুলো মানুষের ন্যাসোফ্যারিংস অঞ্চলে অবস্থিত, যা নাকের পিছনের অংশ এবং গলার উপরের অংশকে ঘিরে থাকে। মানবদেহের এই অংশটি দীর্ঘকাল ধরে পর্যবেক্ষণ করা হলেও, এই বিশেষ লালা গ্রন্থিগুলো আগে কখনও শনাক্ত করা যায়নি।
নেদারল্যান্ডস ক্যান্সার ইনস্টিটিউটের বিজ্ঞানীরা অন্তত ১০০ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে এই গ্রন্থিগুলোর উপস্থিতি নিশ্চিত করেছেন। তারা মনে করছেন, এই আবিষ্কার কেবল মানবদেহের শারীরবৃত্তীয় জ্ঞানের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং চিকিৎসা বিজ্ঞানের জন্যও এটি একটি বড় অগ্রগতি।
ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনা
এই আবিষ্কার ক্যানসারের চিকিৎসায়, বিশেষ করে রেডিয়েশন থেরাপি-র ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। সাধারণত, মাথা ও গলার ক্যানসারে রেডিয়েশন থেরাপি ব্যবহার করা হয়। এ সময় রোগীদের যাতে কথা বলতে বা খাবার চিবোতে সমস্যা না হয়, সে জন্য প্রধান লালাগ্রন্থিগুলোকে বাঁচিয়ে চিকিৎসা করা হয়। কিন্তু এতদিন বিজ্ঞানীরা এই নতুন আবিষ্কৃত আণুবীক্ষণিক লালা গ্রন্থিগুলোর বিষয়ে অবগত ছিলেন না। ফলে এগুলো রেডিয়েশনের কবল থেকে বাঁচত না, যার কারণে রোগীদের মুখে ও গলায় শুষ্কতা এবং অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিত।
গবেষণার প্রধান বিজ্ঞানীরা আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে এই নতুন গ্রন্থিগুলোর অবস্থান সম্পর্কে সচেতন থাকলে রেডিয়েশনের সময় রোগীদের পার্শ্বপ্রতিক্রিয়া কমানো সম্ভব হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। এই আবিষ্কার মানবদেহের গঠন ও কার্যকারিতা সম্পর্কে আমাদের বোঝাপড়াকে আরও সমৃদ্ধ করেছে। বিজ্ঞানীরা এখন এই গ্রন্থিগুলোর কার্যকারিতা নিয়ে আরও বিস্তারিত গবেষণা চালাচ্ছেন।
চীনের চমকপ্রদ আবিষ্কার: চাঁদের পৃষ্ঠে তৈরি হবে ইট, নির্মাণ হবে সড়ক ও অবকাঠামো
চীনা গবেষকরা এমন এক যন্ত্র উদ্ভাবন করেছেন, যা চাঁদের মাটি গলিয়ে ইট বানাতে পারবে। আনহুই প্রদেশের হফেই শহরে চলমান ২০২৫ ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং কনভেনশনে একটি মহাকাশ প্রযুক্তি গবেষণাগার এই চমকপ্রদ আবিষ্কার নিয়ে এসেছে।
সূর্যালোক ব্যবহার করে ইট তৈরি
যন্ত্রটি চাঁদের পৃষ্ঠে পড়া সূর্যের তাপকে বিশেষভাবে ১ হাজার ৩০০ ডিগ্রি সেলসিয়াসে পরিণত করে চাঁদের ঝুরঝুরে মাটি গলিয়ে দিতে পারবে। সেটাকেই পরে রূপ দেওয়া হবে ইটে। এভাবে তৈরি ইট দিয়ে চাঁদে তৈরি হবে সড়ক ও অবকাঠামো, যা ভবিষ্যৎ চন্দ্র গবেষণা স্টেশন নির্মাণের কাজ সম্ভব করবে।
হফেইয়ের ডিপ স্পেস এক্সপ্লোরেশন ল্যাবরেটরি জানিয়েছে, এ যন্ত্রে প্যারাবলিক রিফ্লেক্টর ও ফাইবার-অপটিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা সূর্যালোকের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে তিন হাজার গুণ বাড়াতে পারে। চাঁদের বিভিন্ন ধরনের মাটির সঙ্গে যন্ত্রটির কার্যকারিতা যাচাই করতে গবেষকরা একাধিক সিমুলেটেড লুনার সয়েল তৈরি করে সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছেন।
চীনের আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন পরিকল্পনা
ইতোমধ্যে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন নির্মাণ পরিকল্পনা নিয়েছে চীন। এর প্রথম ধাপের কাজ শেষ হবে ২০৩৫ সালের মধ্যে—চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে। ২০৪০-এর দশকে হবে এর বাকি অংশ।
ওই সম্মেলনে আরও দেখানো হয়েছে, রকেটের জন্য পুনঃব্যবহারযোগ্য হিট শিল্ড, চিপ তৈরির কম্পিউটেশনাল লিথোগ্রাফি প্ল্যাটফর্ম, নন-ইনভেসিভ ব্রেন-কম্পিউটার ইন্টারফেস সিস্টেম এবং বুদ্ধিমান রোবট প্রযুক্তির সর্বজনীন প্ল্যাটফর্ম।
সূত্র : সিএমজি
আপনার ফোন কি হ্যাক হয়েছে? ক্যামেরা-মাইক্রোফোন থেকে নজরদারির লক্ষণ ও সুরক্ষার উপায়
ইন্টারনেট যুক্ত যেকোনো ডিভাইসের মতো স্মার্টফোনও হ্যাকের শিকার হতে পারে। হ্যাকাররা আপনার ফোনে অনুপ্রবেশ করলে ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করে গোপনে নজরদারি চালাতে পারে। কীভাবে তারা অনুপ্রবেশ করে এবং কী লক্ষণ দেখলে সতর্ক হওয়া উচিত, তা নিচে সংকলন করা হলো।
হ্যাকাররা যেভাবে ক্যামেরা বা মাইক্রোফোন নিয়ন্ত্রণ নেয়
হ্যাকাররা বিভিন্ন উপায়ে আপনার স্মার্টফোনে প্রবেশ করে ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ন্ত্রণ করতে পারে:
ম্যালওয়্যার/স্পাইওয়্যার: ফিশিং ইমেল, জাল অ্যাপ বা ক্ষতিকারক ওয়েবসাইট থেকে ইনস্টল হওয়া সফটওয়্যার ফোনে গোপনে চলতে পারে।
অনিরাপদ অ্যাপস: অপ্রয়োজনীয় পারমিশন (অনুমতি) চাওয়া কোনো অ্যাপ হ্যাকারের কাজে লাগতে পারে।
ফিশিং স্ক্যাম: মিথ্যা লিংকে ক্লিক করালে স্পাইওয়্যার আপনার ফোনে ঢুকে যেতে পারে।
নেটওয়ার্ক আক্রমণ: নিরাপত্তাহীন পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করলে ডেটা চুরি হওয়ার ঝুঁকি থাকে।
সরাসরি অ্যাকসেস: কেউ আপনার ফোন সরাসরি হাতে নিয়ে সহজে স্পাইওয়্যার ইনস্টল করে দিতে পারে।
হ্যাক হওয়ার সম্ভাব্য লক্ষণ
মাইক্রোফোন সম্পর্কিত লক্ষণ:
কলের পেছনে অস্বাভাবিক যান্ত্রিক শব্দ শোনা।
ব্যাটারি দ্রুত খালি হওয়া।
ফোন ব্যবহার না করলেও ঠান্ডা/অস্বাভাবিক গরম হওয়া।
মাইক্রোফোন ইঙ্গিতক (ইন্ডিকেটর) লাইট আকস্মিক জ্বলা।
ডেটা খরচ অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়া।
ক্যামেরা সম্পর্কিত লক্ষণ:
ক্যামেরা ইন্ডিকেটর লাইট আকস্মিক জ্বলা।
গ্যালারিতে অজানা ছবি বা ভিডিও পাওয়া।
ক্যামেরা অ্যাপ ধীর বা ক্র্যাশ করা।
কোনো অ্যাপ আকস্মিকভাবে ক্যামেরা অ্যাক্সেস চাইছে।
কীভাবে নিরাপদ থাকবেন—প্রয়োজনীয় পদক্ষেপ
স্মার্টফোনকে হ্যাকিং থেকে সুরক্ষিত রাখতে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি:
অ্যাপ পারমিশন চেক: নিয়মিত অ্যাপ পারমিশন চেক করুন; প্রয়োজন ছাড়া ক্যামেরা/মাইক্রোফোন ব্যবহারের অনুমতি সরিয়ে দিন।
শক্ত পাসওয়ার্ড ও বায়োমেট্রিক: শক্ত পাসওয়ার্ড ও বায়োমেট্রিক (ফেস আইডি/ফিঙ্গারপ্রিন্ট) ব্যবহার করুন।
অফিসিয়াল স্টোর: কেবলমাত্র অফিসিয়াল স্টোর (গুগল প্লে/অ্যাপ স্টোর) থেকে বিশ্বস্ত অ্যাপ ডাউনলোড করুন।
সিকিউরিটি অ্যাপ: বিশ্বস্ত সিকিউরিটি অ্যাপ ইন্সটল করুন ও স্ক্যান চালান।
ক্যামেরা কভার: ক্যামেরা ব্যবহার না হলে স্টিকার বা কভার লাগিয়ে রাখুন।
২-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA): ২-ফ্যাক্টর অথেনটিকেশন সক্রিয় করুন।
নিয়মিত সফটওয়্যার আপডেট: নিয়মিত সফটওয়্যার আপডেট রাখুন।
ফিশিং সতর্কতা: সন্দেহজনক লিংক/মেসেজ এড়িয়ে চলুন।
ভিপিএন ব্যবহার: পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করলে ভিপিএন ব্যবহার করুন।
অ্যান্টিট্রাস্ট চাপে আবারও আদালতে গুগল
বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল আবারও মার্কিন আদালতে নতুন পরীক্ষার মুখে। সোমবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) এক বিচারকের কাছে গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসা (Ad Tech Business) ভেঙে দেওয়ার নির্দেশ দিতে আবেদন করেছে। এটি চলতি বছরে গুগলের বিরুদ্ধে দ্বিতীয় বড় অ্যান্টিট্রাস্ট চ্যালেঞ্জ। এর আগে চলতি মাসের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ার এক বিচারক গুগলের সাম্রাজ্য ভাগ করার আরেকটি সরকারি দাবিকে খারিজ করে দেন।
নতুন মামলাটি গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবস্থাকে কেন্দ্র করে। এটি এমন এক "স্ট্যাক" বা টুলসেট যার মাধ্যমে ওয়েবসাইট মালিকরা বিজ্ঞাপন বিক্রি করে এবং বিজ্ঞাপনদাতারা সেগুলো কিনে। চলতি বছরের শুরুর দিকে ফেডারেল বিচারক লিওনি ব্রিঙ্কেমা রায় দিয়েছিলেন যে গুগল এই বাজারে বেআইনিভাবে একচেটিয়া দখল বজায় রেখেছে। এখন আদালত ঠিক করবে, গুগলকে কী ধরনের শাস্তি বা কাঠামোগত পরিবর্তন মেনে নিতে হবে তাদের একচেটিয়া অবস্থান ভাঙতে।
সরকারি আইনজীবীরা আদালতে বলবেন, গুগলকে বিজ্ঞাপন প্রকাশক (Ad Publisher) এবং এক্সচেঞ্জ পরিচালনার ব্যবসা থেকে আলাদা করতে হবে। পাশাপাশি, গুগলকে অন্তত ১০ বছর বিজ্ঞাপন এক্সচেঞ্জ পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দিতে হবে। তবে গুগল বলছে, এই দাবিগুলো আদালতের পূর্ববর্তী রায়ের সীমা ছাড়িয়ে গেছে, প্রযুক্তিগতভাবে জটিল এবং ছোট ব্যবসার জন্য ক্ষতিকর হতে পারে।
গুগলের ভাইস প্রেসিডেন্ট (রেগুলেটরি অ্যাফেয়ার্স) লি-অ্যান মুলহল্যান্ড বলেন, “শুরু থেকেই আমরা বলছি যে ডিওজে ডিজিটাল বিজ্ঞাপন কিভাবে কাজ করে তা ভুলভাবে ব্যাখ্যা করছে এবং উপেক্ষা করছে যে এই বাজারে এখন অনেক প্রতিযোগী এবং নতুন খেলোয়াড় এসেছে।”
এদিকে ইউরোপীয় কমিশন সম্প্রতি গুগলকে ২.৯৫ বিলিয়ন ইউরো (৩.৪৭ বিলিয়ন ডলার) জরিমানা করেছে বিজ্ঞাপন বাজারে একচেটিয়া দখলের অভিযোগে। তবে ব্রাসেলস গুগলের কিছু আচরণগত পরিবর্তনের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ বিভাজনের পথে না হাঁটায় সমালোচনা হয়েছে।
এই মামলার "রেমেডি ফেজ" বা প্রতিকারমূলক ধাপ চলবে প্রায় এক সপ্তাহ। এরপর কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত যুক্তিতর্ক শুনবে আদালত।
এটি এমন এক সময়ে শুরু হচ্ছে যখন আরেকটি মামলায় যুক্তরাষ্ট্র সরকার গুগলের ক্রোম ব্রাউজার বিক্রির দাবি জানিয়েছিল, কিন্তু আদালত সেটি খারিজ করে দেয়—যা গুগলের জন্য বড় জয় হিসেবে দেখা হয়। ঐ মামলায় গুগলকে তার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তথ্য ভাগ করে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও ব্যবসা বিভাজনের প্রয়োজন হয়নি।
গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ার মূল্য ওই রায়ের পর ২০ শতাংশের বেশি বেড়ে গেছে। বিচারক ব্রিঙ্কেমা জানিয়েছেন, তিনি সার্চ-সংক্রান্ত মামলার ফলাফল খতিয়ে দেখেই এই মামলায় নিজের সিদ্ধান্ত নেবেন।
এগুলো যুক্তরাষ্ট্রে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকারের চলমান ব্যাপক অ্যান্টিট্রাস্ট অভিযানের অংশ। বর্তমানে যুক্তরাষ্ট্রে গুগলসহ শীর্ষ পাঁচ প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে একাধিক অ্যান্টিট্রাস্ট মামলা চলছে।
-এস এম শাহিদ
আইফোন ১৭ এখন বাংলাদেশে: কিনতে গেলে যে ঝুঁকিগুলো জেনে রাখা জরুরি
আইফোন ১৭ সিরিজের বাংলাদেশে আগমন: ‘সবচেয়ে বড় অগ্রগতি’ ও গ্রে মার্কেট ঝুঁকিঅ্যাপল ২০০৭ সালে প্রথম আইফোন উন্মোচন করার পর থেকে নানা পরিবর্তন এনেছে। তবে এবার আইফোন ১৭ সিরিজকে ‘সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে দাবি করেছেন অ্যাপল প্রধান টিম কুক। নতুন ডিজাইনের পাশাপাশি ক্যামেরার মান ও পারফরম্যান্সের গতি বাড়িয়ে আইফোন ১৭ সিরিজ এখন বাংলাদেশের জনপ্রিয় স্মার্টফোন বাজারগুলোতে পাওয়া যাচ্ছে। দাম তুলনামূলক বেশি হলেও ক্রেতাদের আগ্রহ স্পষ্টভাবে চোখে পড়ছে।
আইফোন ১৭-এর দাম ও বাজার পরিস্থিতি
বর্তমানে আইফোন ১৭ (২৫৬ জিবি) বিক্রি হচ্ছে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকার মধ্যে। আইফোন ১৭ প্রো মডেলের দাম রয়েছে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে। আর সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম পেরিয়ে গেছে ২ লাখ টাকা।
তবে জানা যায়, আগামী কয়েক সপ্তাহে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নামতে পারে।
গ্রে মার্কেট থেকে আইফোন কেনার ঝুঁকি
নতুন আইফোন ১৭ কেনার আগে কিছু বিষয় বিবেচনা করতে হবে, বিশেষ করে গ্রে মার্কেট থেকে কেনার সময়। গ্রে মার্কেট থেকে আইফোন কেনার ক্ষেত্রে যেসব ঝুঁকি দেখা দিতে পারে:
অফিসিয়াল ওয়ারেন্টির অভাব: বিদেশ থেকে কেনা আইফোনে বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টি নাও থাকতে পারে। সেক্ষেত্রে ফোন নষ্ট হলে অ্যাপলের অনুমোদিত সার্ভিস সেন্টারে মেরামতের সুযোগ পাওয়া যায় না।
ভুয়া বা রিফার্বিশড হওয়ার ঝুঁকি: অনেক সময় আসল মডেলের সঙ্গে নকল বা পুনর্নির্মিত (রিফার্বিশড) সেট মিশে যেতে পারে।
সফটওয়্যার আপডেটের সীমাবদ্ধতা: কিছু মডেলে ভবিষ্যতে সফটওয়্যার বা নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। ৫জি / এলটিই / ৪জি ব্যান্ডগুলো ভালোভাবে কাজ করছে কি না দেখতে হবে। কিছু বিদেশি ইউনিটে স্থানীয় ব্যান্ড সাপোর্ট নাও থাকতে পারে।
অতিরিক্ত খরচ: অফিসিয়াল রিটেইলার/অথরাইজড ডিলার হলে প্রাইস একটু বেশি হতে পারে। এছাড়া অফিসিয়াল সাপোর্ট না থাকায় রিপেয়ারিং বা পার্টস পরিবর্তনে বাড়তি খরচ বহন করতে হয়।
সীমিত বিক্রয়োত্তর সেবা: ট্রাবলশুটিং বা টেক সাপোর্টের ক্ষেত্রে ভোক্তাদের সম্পূর্ণভাবে রিসেলারদের ওপর নির্ভর করতে হয়।
বিশ্ববাজার ও বাংলাদেশের সম্ভাবনা
বিশ্ববাজারে আইফোন ১৭ সিরিজ ইতোমধ্যেই দারুণ সাড়া জাগিয়েছে, বিশেষ করে চীন, মধ্যপ্রাচ্য ও ভারতীয় বাজারে। এর মধ্যে প্রো ম্যাক্স মডেল বিক্রির শীর্ষে রয়েছে। বাংলাদেশে এখনো অফিসিয়াল লঞ্চ না হলেও আইফোন ১৭-এর আগমন প্রমাণ করে দিয়েছে, অ্যাপলের জন্য এ দেশ একটি সম্ভাবনাময় বাজার। গ্রে মার্কেটে ক্রেতাদের উচ্ছ্বাসই পরিষ্কার করে দিচ্ছে—এখানে ব্র্যান্ডটির প্রভাব যথেষ্ট শক্তিশালী।
সূত্র : জুমবাংলা
বিজ্ঞানীরা খুঁজে পেলেন পৃথিবীর নতুন প্রতিবেশী!
পৃথিবীর কাছাকাছি আরও একটি নতুন মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। প্রায় ছয় দশক ধরে অদৃশ্য থাকার পর সম্প্রতি এটি বিজ্ঞানীদের নজরে এসেছে। বিজ্ঞানীরা এই নতুন আবিষ্কারকে ‘কোয়াসি-মুন’ বা ‘ছায়া-চাঁদ’ বলে অভিহিত করছেন।
২০২৫পিএন৭: একটি নতুন কোয়াসি-মুন
নতুন আবিষ্কৃত এই মহাজাগতিক পাথরখণ্ডের নাম দেওয়া হয়েছে ২০২৫পিএন৭। এর ব্যাস প্রায় ৬২ ফুট। এটি যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে, তখন দূরত্ব থাকে প্রায় ৪৫ লক্ষ কিলোমিটার। আর সবচেয়ে দূরে গেলে এর দূরত্ব দাঁড়ায় প্রায় ৫ কোটি ৯৫ লক্ষ কিলোমিটার। ২০২৫পিএন৭ চাঁদের মতো সরাসরি পৃথিবীকে প্রদক্ষিণ করে না, বরং পৃথিবীর কক্ষপথ অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করে। এ কারণেই এটিকে কোয়াসি-মুন বা ‘ছায়া-চাঁদ’ বলা হয়। নতুন এই আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবীর জানা কোয়াসি-মুনের সংখ্যা সাত-এ পৌঁছাল।
কীভাবে এটি আবিষ্কৃত হলো?
স্পেনের মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্লোস দে লা ফুয়েন্তে মারকস জানান, ২০২৫পিএন৭ আকারে খুবই ছোট ও অনুজ্জ্বল হওয়ায় এত দিন এটি চোখে পড়েনি। গত ৩০ আগস্ট প্রথমবার এর অস্তিত্বের কথা প্রকাশ করা হয় এবং ২ সেপ্টেম্বর আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জার্নালে এ বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। বিজ্ঞানীরা ধারণা করছেন, এই কোয়াসি-মুনটি আরও অন্তত ৬০ বছর পৃথিবীর কাছাকাছি অবস্থান করবে। তবে এর দ্বারা পৃথিবীর কোনো ক্ষতির আশঙ্কা নেই।
বিজ্ঞানীদের একাংশ মনে করেন, কোয়াসি-মুনগুলো আসলে চাঁদেরই অতীতের ভগ্নাংশ। তাদের ধারণা, বহু বছর আগে চাঁদ থেকে ছোট ছোট অংশ ছিটকে বেরিয়ে সূর্যের চারপাশে ঘুরতে শুরু করে। ২০২৫পিএন৭-এর ক্ষেত্রেও একই তত্ত্ব প্রযোজ্য হতে পারে।
“গেমিং আসক্তি থেকে সাইবার অপরাধ: কিশোরদের নতুন বিপদ”
বাংলাদেশে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের বিস্ফোরণ শিশু-কিশোরদের সামনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। শিক্ষা, বিনোদন, যোগাযোগ—সবকিছু এখন হাতের মুঠোয়। কিন্তু এই ডিজিটাল জগত সবসময় নিরাপদ নয়। অনলাইন গেম, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের প্রতি বাড়তি আসক্তি শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলছে। আরও উদ্বেগজনক হলো, অনেকেই এখন সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে।
বিশেষজ্ঞদের মতে, ৮ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের বড় অংশ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কাটায় অনলাইন গেমে—বিশেষত রোবলক্স, মাইনক্রাফ্ট, ফোর্টনাইট, কোগামা, ফ্রি ফায়ার, পাবজি ও কল অব ডিউটি-এর মতো গেমে। এর বেশিরভাগই খেলে স্মার্টফোনে। গেমের ভেতরেই তারা অনেক সময় অশ্লীল কনটেন্ট, সাইবারবুলিং এমনকি অপরাধী চক্রের ফাঁদে জড়িয়ে পড়ছে।
আন্তর্জাতিক গবেষণা বলছে, ২০২৪ সালে গড়ে দৈনিক ৮ কোটি ৫০ লাখ মানুষ রোবলক্স খেলেছে, যার ৪০ শতাংশই ১৩ বছরের নিচের শিশু। বাংলাদেশেও এসব প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ছে। ফলে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন মনোবিজ্ঞানীরা।
ঢাকার শিশু মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. মাহবুবুর রহমান বলেন, “একবার কোনো শিশু অনলাইন গেমে আসক্ত হয়ে পড়লে তাকে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায়। এতে তাদের ঘুম, পড়াশোনা, সামাজিক যোগাযোগ এবং মানসিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।”
গবেষণা অনুযায়ী, বিশ্বব্যাপী ৮ থেকে ১৮ বছর বয়সী গেমারের প্রায় ৮.৫ শতাংশ গেমিং ডিসঅর্ডারে ভুগছে। বাংলাদেশেও সাম্প্রতিক বছরগুলোতে শিশুদের মধ্যে ঘুমের সমস্যা, হঠাৎ রাগের বিস্ফোরণ, সামাজিক বিচ্ছিন্নতা, এমনকি আত্মহত্যার প্রবণতা বাড়ছে—যার একটি বড় কারণ স্মার্টফোন ও অনলাইন গেমের আসক্তি।
চট্টগ্রামের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাকিব (ছদ্মনাম) রাতভর রোবলক্স খেলত। একদিন গেমের ভেতরেই তাকে এক গ্রুপে নেওয়া হয় যেখানে অশ্লীল দৃশ্য দেখানো হয়। পরে হুমকি দেওয়া হয় এসব দৃশ্য ফাঁস করে দেওয়া হবে। ভয়ে সে পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলে। পরিবার না জেনেই অনেক কিশোর-কিশোরী এমন মানসিক চাপে পড়ছে।
এটি একক কোনো ঘটনা নয়। গেমিং আসক্তি থেকে শুরু করে ফেসবুক গ্রুপে অপরিচিতদের সঙ্গে যোগাযোগ, তারপর ফিশিং, হ্যাকিং বা স্ক্যাম—এই বিপজ্জনক ধারা বহু কিশোরের জীবনে নিত্য বাস্তবতায় পরিণত হচ্ছে। অপরাধী চক্রগুলো গেমিং কমিউনিটির মাধ্যমে শিশুদের পর্নোগ্রাফি, জুয়া, অনলাইন বাজি এমনকি সাইবার অপরাধের প্রশিক্ষণ দিচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দেশে সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার ট্রাইব্যুনাল রয়েছে। কিন্তু নাবালকরা জড়িত হলে পরিস্থিতি জটিল হয়। আইন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের শিশু-কিশোরদের শুধু শাস্তি নয়, পুনর্বাসন ও কাউন্সেলিং-ও জরুরি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক ও টেলিযোগাযোগ) ফায়েজ আহমেদ তায়েব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “পাবজি সহ অনেক গেম সাইট বন্ধের আলোচনা ছিল। আমরা বলেছি, যদি ১৮ বছরের নিচের কাউকে প্রবেশ করতে না দেয়ার নিশ্চয়তা তারা না দিতে পারে, তবে খোলার প্রশ্নই আসে না। এটা গুগল বা অ্যাপলের প্যারেন্টাল কন্ট্রোল ছাড়া নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাবা-মা সচেতন না হলে আইন দিয়ে একে ঠেকানো সম্ভব নয়।”
বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার মূল সমাধান পরিবার থেকেই শুরু করতে হবে। শিশুদের জন্য প্রযুক্তি ব্যবহারে সঠিক সীমারেখা টানা, প্যারেন্টাল কন্ট্রোল চালু করা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করা এখন জরুরি।
স্মার্টফোনের পাসওয়ার্ড ভুলে গেছেন? ঘরে বসেই সমাধান করার উপায়
বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন রয়েছে। ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে অনেকেই পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ব্যবহার করেন। কিন্তু অনেক সময় এই পাসওয়ার্ড ভুলে গেলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তখন দোকানে না গিয়েও ঘরে বসে কয়েকটি সহজ উপায়ে ফোনটি আনলক করা সম্ভব।
পদ্ধতি ১: রিকভারি মোড ব্যবহার করে ফ্যাক্টরি রিসেট
এই পদ্ধতিতে ফোনের সকল ডেটা মুছে যাবে, তবে ফোনটি আনলক হবে।
প্রথমে আপনার স্মার্টফোনটি সম্পূর্ণ বন্ধ করুন।
কয়েক সেকেন্ড পর ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম আপ/ডাউন বাটন একসাথে চেপে ধরে রাখুন।
যখন ফোনটি রিকভারি মোডে যাবে, তখন 'Factory Reset' অপশনটি বেছে নিন এবং 'Wipe Cache' নির্বাচন করুন।
কয়েক মিনিট অপেক্ষা করার পর ফোনটি পুনরায় চালু হবে এবং নতুন করে সেটআপ করতে হবে।
পদ্ধতি ২: গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে আনলক
এই পদ্ধতিটি কাজ করার জন্য আপনার ফোনে ইন্টারনেট সংযোগ সক্রিয় থাকতে হবে।
পাসওয়ার্ড বা প্যাটার্ন বারবার ভুল দিলে আপনার স্ক্রিনে 'Forgot Pattern/Password' অপশন আসবে।
এই অপশনে ট্যাপ করে আপনার ফোনে ব্যবহৃত গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
সফলভাবে লগইন হলে ফোনটি আনলক হয়ে যাবে এবং আপনি একটি নতুন পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করতে পারবেন।
এছাড়া, আপনি 'Google Device Manager' ব্যবহার করেও অনলাইনে আপনার ফোনটি আনলক করতে পারবেন। তাই পাসওয়ার্ড বা প্যাটার্ন ভুলে গেলে আতঙ্কিত না হয়ে এই সহজ উপায়গুলো চেষ্টা করতে পারেন।
চাঁদ কি হারিয়ে যাবে? মহাকাশ গবেষণায় নতুন তথ্য
পৃথিবী থেকে চাঁদ প্রতি বছর ৩.৮ সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে। এটি একটি ধীর প্রক্রিয়া যা কোটি কোটি বছর ধরে চলছে। এই দূরত্ব স্থির নয়, ফলে এর ভবিষ্যৎ প্রভাব নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন। সম্প্রতি, এই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কেন দূরে সরছে চাঁদ?
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্টিফেন ডিকারবির মতে, জোয়ার-ভাটার শক্তি এবং কৌণিক ভরবেগের কারণে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। সূর্য ও চাঁদের মহাকর্ষীয় টানের ফলে পৃথিবীতে জোয়ার-ভাটার সৃষ্টি হয়। এই জোয়ারের স্ফীতি পৃথিবীর ঘূর্ণনের কারণে চাঁদের আকর্ষণ থেকে কিছুটা এগিয়ে থাকে। এই স্ফীতি চাঁদকে সামনের দিকে ঠেলে দেয়, যা চাঁদকে অতিরিক্ত শক্তি যোগায় এবং তার কক্ষপথকে সামান্য প্রসারিত করে।
একই সময়ে, চাঁদও পাল্টা টানে পৃথিবীর ঘূর্ণন গতিকে ধীর করে দেয়। এর ফলে পৃথিবীর দিনের দৈর্ঘ্য প্রতি শতাব্দীতে প্রায় ২.৩ মিলিসেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। এই পুরো প্রক্রিয়াটি পদার্থবিজ্ঞানের কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়। এই নীতি অনুসারে, যখন পৃথিবীর ঘূর্ণনগতির কৌণিক ভরবেগ কমে যায়, তখন চাঁদের কক্ষপথের কৌণিক ভরবেগ বেড়ে যায়, যার ফলে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যায়।
চাঁদের দূরত্ব পরিমাপের পদ্ধতি
বিজ্ঞানীরা মহাকাশযান ও নভোচারীদের দ্বারা স্থাপন করা বিশেষ আয়নার মাধ্যমে চাঁদের দূরত্ব পরিমাপ করেন। ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মিশনে এই প্রতিফলকগুলো স্থাপন করা হয়েছিল। পৃথিবী থেকে লেজার রশ্মি পাঠানো হয়, যা এই প্রতিফলকগুলোতে আঘাত করে ফিরে আসে। এই লেজার রশ্মির যাতায়াতের সময় পরিমাপ করে বিজ্ঞানীরা চাঁদের সঠিক দূরত্ব নির্ধারণ করেন। এই পদ্ধতি ব্যবহার করেই জানা গেছে, চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।
ভবিষ্যতের প্রভাব
বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ যে গতিতে দূরে সরছে, তাতে নিকট ভবিষ্যতে কোনো বিপদের আশঙ্কা নেই। তবে কোটি কোটি বছর পর এর ফলে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে এবং জোয়ার-ভাটার তীব্রতা কমে যাবে। চাঁদ দূরে সরে গেলে পৃথিবীর জলবায়ু ও প্রাণ ধারণের পরিবেশ পরিবর্তিত হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। তবে এই প্রক্রিয়াটি শুধুমাত্র চাঁদ ও পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নয়, মহাবিশ্বের অন্যান্য গ্রহ এবং তাদের উপগ্রহের মধ্যেও এমন প্রবণতা দেখা যায়।
সূত্র: এনডিটিভি
পাঠকের মতামত:
- গাজীপুরে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
- ‘ভারতের আধিপত্যে আর রাজনীতি চলবে না’: সারজিস আলম
- আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অডিও ক্লিপ শোনানো হলো, ‘মারণাস্ত্র ব্যবহার করো’
- হ্যাকারের কবলে এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ, টাকা চেয়ে বার্তা
- ব্যাংককে বিশাল সিঙ্কহোলে তলিয়ে গেল ৩ গাড়ি
- কুড়িগ্রামে বউ-শাশুড়ি মেলা: পারিবারিক সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ
- বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে থেকে ককটেল উদ্ধার
- ডিএসইতে সূচক ও লেনদেন বৃদ্ধি, শেষ মুহূর্তে চাঙ্গা ছিল বাজার
- অনলাইনে ভিডিও দেখে রকেট বানালেন চীনা তরুণ
- আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখল: সাতক্ষীরার কালিগঞ্জে উত্তেজনা
- মালয়েশিয়ায় প্রবাসীদের ভোট নিয়ে নতুন আলোচনা, বিএনপিতে বিভাজন
- ‘টাইগার কউন?’: বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আফ্রিদির কটাক্ষ
- লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন অ্যাকশন-থ্রিলার, মুক্তি পাচ্ছে একই দিনে বাংলাদেশেও
- টঙ্গীর কেমিক্যাল গোডাউনে আগুন: মারা গেলেন আরেক ফায়ার ফাইটার
- বিসিবি নির্বাচন: আদালতের সিদ্ধান্তে বিলম্ব, নানা বিতর্কে উত্তপ্ত বোর্ড
- ফার্মগেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মী
- সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা কোন দলের? জরিপের ফল কী বলছে?
- ডিএসইতে বুধবারের শেয়ারবাজার লেনদেনের সারসংক্ষেপ
- ডিএসইতে বুধবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ‘স্পাইডার-ম্যান’-এর সেটে দুর্ঘটনা, হাসপাতালে টম হল্যান্ড
- নিউইয়র্কে ‘মির্জা ফখরুলকে লাঞ্ছিত করা হয়নি’: রুহুল কবির রিজভী
- ‘ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে’: ড. ইউনূস
- মোস্তাফিজের রেকর্ডের সামনে: ভারতের কোচ কেন এত প্রশংসা করলেন?
- ৮০ শতাংশ ব্যবহারকারী বঞ্চিত, জেনে নিন ফেসবুক মনিটাইজেশন পাওয়ার উপায়
- বিআরটিএ ও এনবিআরের নতুন পরিকল্পনা: নিবন্ধনহীন গাড়ি চিহ্নিত করে কর আদায়
- সাইফের এক ইনিংসই কি ভারতের হিসাব পাল্টে দেবে?
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্বেগ: আইএইএ’র প্রতিবেদন কী বলছে?
- গাজামুখী ফ্লোটিলায় ড্রোন হামলার অভিযোগ, আতঙ্কে মানবাধিকারকর্মীরা
- ট্রাম্পের কারণে রাস্তায় আটকে গেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ
- সাও পাওলো গভর্নর থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী? আলোচনায় তার্সিসিও
- ইসলামের সেবায় আজীবন নিবেদিত গ্র্যান্ড মুফতি, গভীর শ্রদ্ধা প্রধান উপদেষ্টার
- “উদ্ভাবন হতে হবে অন্তর্ভুক্তিমূলক”— বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা
- দেয়ারওয়ার্ল্ডের স্বীকৃতি: বৈশ্বিক উন্নয়নে ইউনূসের অবদানের প্রশংসা
- সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ান লণ্ডভণ্ড
- জামায়াতের প্রার্থী বাছাই শেষ, ভোটের ময়দানে নতুন চমক?
- ফাইনালের পথে এগোতে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
- আখতার হোসেনকে ডিম নিক্ষেপ: গ্রেপ্তার যুবলীগ নেতা মিজানুর জামিন পেলেন
- সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: দক্ষিণ এশিয়া ও উপসাগরের ভূরাজনীতিতে নতুন অক্ষ
- কোথায় হচ্ছে আগামী প্রধানমন্ত্রীর বাসভবন? সিদ্ধান্ত চূড়ান্ত!
- তারেক রহমানের নির্দেশে: পূজামণ্ডপ পাহারা দেবে বিএনপি নেতাকর্মীরা
- ডাকসু নির্বাচন: প্রশাসনের গড়িমসির অভিযোগ আনলেন তিন ভিপি প্রার্থী
- ঐক্য ধরে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ: বিএনপি নেতার ‘খিচুড়ি কূটনীতি’
- গাজায় ‘গণহত্যা’ ঠেকাতে ইসরায়েলের বিরুদ্ধে স্পেনের ‘বড় পদক্ষেপ’
- নিউইয়র্কের জাতিসংঘের মঞ্চে ড. ইউনূস: বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত
- গাজা যুদ্ধ ও ফিলিস্তিন প্রসঙ্গ: জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
- নিউইয়র্কের লাঞ্ছনা: সফরসঙ্গীদের ঘটনায় সরকারের ‘বিশেষ বার্তা’
- বিসিবি নির্বাচনে চমক: খসড়া ভোটার তালিকা ঘিরে চলছে নানা জল্পনা!
- ‘এই সময়’-এর সংবাদে ভুল? মির্জা ফখরুলের নতুন বক্তব্যে দানা বাঁধছে কৌতূহল
- ‘দ্য রেড জুলাই’র প্রতিবাদ: যুক্তরাষ্ট্রে লাঞ্ছনার জবাবে টিএসসিতে এক বিশেষ কর্মসূচি
- রেনেসাঁর দর্শন ও দিশা: গ্রিক-রোমান জ্ঞান, মুসলিম দার্শনিকদের ভূমিকা ও আধুনিকতার উন্মেষ
- ডিএসইতে রবিবারের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- গ্রেফতার বিএনপি নেতা হাজতে সিগারেট–ফোনে ব্যস্ত, ফাঁস হলো ছবি
- আফগানিস্তানে নারী লেখকদের বই নিষিদ্ধ করল তালেবান
- আদালত চত্বরে ব্যারিস্টার সুমনের বারবার উচ্চারণ: ‘ভালো থাকুক বাংলাদেশ’
- ডিএসইতে সোমবারের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- বলিউডের গ্ল্যামার থেকে ব্যক্তিগত সংগ্রামের গল্প: জিনাত আমানের জীবন ও ভালোবাসা
- “অপরাধী যে বাহিনীরই হোক, বিচারের আওতায় আনতে হবে”
- ১৭ সেপ্টেম্বর লেনদেনে উত্থান যে ১০ টি শেয়ারে
- ট্রাম্পের তালিকায় ভারত–পাকিস্তান ‘মাদক পাচারকারী’ রাষ্ট্র
- চরিত্র বদলের খেলায় শুভশ্রী গাঙ্গুলি
- প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে ওলামা-মাশায়েখদের বিক্ষোভ
- ১৮ সেপ্টেম্বর শেয়ারবাজারে ১০টি শেয়ারে বড় দরপতন
- মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ