চীনে প্রথমবার হিউম্যানয়েড রোবট পিএইচডিতে ভর্তি

চীন প্রযুক্তি ক্ষেত্রে আবারো নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রথমবারের মতো দেশটির একটি হিউম্যানয়েড রোবট ‘সুয়ে বা-০১’ ভর্তি হয়েছে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে পিএইচডি প্রোগ্রামে। এই খবর জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিএমজি।
চার বছর মেয়াদী এই ডক্টরাল প্রোগ্রামে রোবটটিকে দেওয়া হবে নাট্যশিল্প, রোবোটিক সিস্টেম, অভিনয়ের অঙ্গভঙ্গি, মানবিক আবেগ ও কগনিটিভ মডেলিংসহ নানা বিষয় সম্পর্কে মৌলিক ও সাংগঠনিক শিক্ষা। ক্লাসরুমে অংশ নেওয়ার পাশাপাশি রোবটটি নাটকের বিভিন্ন তত্ত্ব শেখার পাশাপাশি গবেষণায়ও যুক্ত থাকবে। পরে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারফর্মিং আর্টস সংযুক্ত গবেষণাগারে কাজ করবে।
সুয়ে বা-০১ রোবটটিকে সাংহাই থিয়েটার একাডেমিতে নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে ভর্তি করা হয়েছে। এর আনুষ্ঠানিক ভর্তি সম্পন্ন হয় ২০২৫ সালের ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে, যা সাংহাইয়ে অনুষ্ঠিত হয়।
রোবটটির নির্মাতা লি লিংতু ও তার দল। লি লিংতু সাংহাই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক এবং ‘ড্রয়েডঅ্যাপ’ নামের কোম্পানির প্রতিষ্ঠাতা। রোবটটির নকশা করেছেন সাংহাই থিয়েটার একাডেমির অধ্যাপক ইয়াং ছিংছিং। রোবটটিকে ‘দেহযুক্ত বুদ্ধিমান কৃত্রিম সত্তা’ হিসেবে পরিচিত করা হয়।
ডেভেলপার লি লিংতু বলেন, তাদের লক্ষ্য এমন একটি পারফর্মার তৈরি করা, যা মানুষের আবেগ বুঝতে পারবে এবং দর্শকদের কাছে আবেগপূর্ণ শিল্প উপস্থাপন করতে সক্ষম হবে। তিনি আরও উল্লেখ করেন, মানব অভিনেতারা একাধিক শো-এর পর ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু এই রোবট ক্লান্ত হবে না এবং দীর্ঘমেয়াদি সঙ্গী হিসেবে কাজ করবে।
রোবটটির উন্নয়ন কাজ শুরু হয় ২০২১ সালে। ওই সময়ে দুটি প্রতিষ্ঠান আর্টস ও রোবোটিক্স প্রযুক্তি নিয়ে যৌথ কৌশলগত সহযোগিতায় একটি মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি চালু করে।
/আশিক
১৩ বিলিয়ন আলোকবর্ষ দূরের আদি নক্ষত্র এবং মহাবিশ্বের শৈশব দেখছে নাসা
মহাবিশ্বের সৃষ্টির সূচনাপর্ব কেমন ছিল তা নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। সেই কৌতূহল নিরসনে এবার এক অভাবনীয় মাইলফলক স্পর্শ করেছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করেছেন যে তাঁরা মহাবিশ্বের একদম শুরুর দিকের বা প্রথম প্রজন্মের নক্ষত্রগুলোর প্রমাণ পেয়েছেন যারা ‘পপুলেশন থ্রি’ বা ‘পপ থ্রি’ নামে পরিচিত। পৃথিবী থেকে প্রায় ১৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত ‘এলএপিওয়ান-বি’ নামক একটি গ্যালাক্সিতে এই আদি নক্ষত্রগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। সম্প্রতি দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসে এই সংক্রান্ত একটি চাঞ্চল্যকর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানী এলি বিসবালের নেতৃত্বে একদল গবেষক জেমস ওয়েব টেলিস্কোপের শক্তিশালী ইনফ্রারেড স্পেকট্রাম বিশ্লেষণ করে এই প্রাচীন নক্ষত্রগুলোর সন্ধান পেয়েছেন। এই নক্ষত্রগুলো অত্যন্ত উত্তপ্ত এবং এগুলো থেকে তীব্র অতিবেগুনি রশ্মি নির্গত হচ্ছে যা ভরের দিক থেকে আমাদের সূর্যের চেয়ে প্রায় ১০০ গুণ বড় হতে পারে। গবেষণায় দেখা গেছে যে ‘এলএপিওয়ান-বি’ গ্যালাক্সিটি আদি নক্ষত্র গঠনের জন্য প্রয়োজনীয় তাত্ত্বিক শর্তগুলো পূরণ করে। বিশেষ করে এই পরিবেশে হাইড্রোজেন ও হিলিয়াম ছাড়া অন্য কোনো ধাতব পদার্থের উপস্থিতি প্রায় নেই বললেই চলে যা আদি মহাবিশ্বের একটি প্রধান বৈশিষ্ট্য।
এলি বিসবাল এই আবিষ্কারকে বিজ্ঞানের ইতিহাসের এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান যে মহাকর্ষীয় লেন্সিং প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত ১০০ গুণ বিবর্ধন এবং জেমস ওয়েব টেলিস্কোপের অসামান্য সংবেদনশীলতা না থাকলে এই আদিম নক্ষত্রগুলোকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ছিল। প্রচলিত তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের শুরুতে হাইড্রোজেন ও হিলিয়াম যখন ডার্ক ম্যাটারের সাথে মিলিত হয়েছিল তখনই এই বিশালাকার নক্ষত্রগুলোর জন্ম হয়। ধারণা করা হয় যে এই নক্ষত্রগুলো আমাদের সূর্যের চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি ভারী এবং কয়েকশ কোটি গুণ বেশি উজ্জ্বল হতে পারে।
বিজ্ঞানীদের মতে এই প্রথম প্রজন্মের নক্ষত্রগুলোই সম্ভবত পরবর্তী বিশাল গ্যালাক্সিগুলোর মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। বর্তমানে গবেষকরা পপুলেশন থ্রি থেকে পরবর্তী প্রজন্মের নক্ষত্র বা পপুলেশন টু-তে পরিবর্তনের প্রক্রিয়াটি আরও গভীরভাবে বোঝার চেষ্টা করছেন। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এই আবিষ্কার কেবল শুরু মাত্র এবং সামনের দিনগুলোতে মহাকর্ষীয় লেন্সিং পদ্ধতি ব্যবহার করে মহাবিশ্বের প্রথম দিকের আরও অনেক রহস্যময় জগত ও নক্ষত্ররাজির সন্ধান পাওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
ভারতের 'বাহুবলী' রকেটের কাঁধে চড়ে মহাকাশ জয়
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তাদের সবচেয়ে ভারী এবং শক্তিশালী রকেট এলভিএম৩-এম৬ (LVM3-M6) ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যোগাযোগ উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে। ৬ হাজার ১০০ কেজি ওজনের এই 'ব্লুবার্ড ব্লক-২' উপগ্রহটি ভারতের মাটি থেকে উৎক্ষেপিত এখন পর্যন্ত সবচেয়ে ভারী পেলোড। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সকাল ৮টা ৫৫ মিনিটে রকেটটি পাড়ি দেয় এবং উৎক্ষেপণের ১৫ মিনিটের মধ্যেই উপগ্রহটিকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করে। ভারতের এই সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাকাশ খাতে একটি "গুরুত্বপূর্ণ অগ্রগতি" এবং "গর্বের মাইলফলক" হিসেবে অভিহিত করেছেন।
মার্কিন সংস্থা এএসটি স্পেস মোবাইলের তৈরি এই উপগ্রহটি সরাসরি স্মার্টফোনে ৪জি এবং ৫জি ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সক্ষম। এর বিশেষত্ব হলো, কোনো মোবাইল টাওয়ার ছাড়াই এটি সরাসরি ফোনে নেটওয়ার্ক প্রদান করবে। ইসরোর এই মিশনটি বাণিজ্যিক মহাকাশ বাজারে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতাকে আবারও বিশ্ব দরবারে প্রমাণ করল। প্রধানমন্ত্রী মোদি বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বলেন যে, এই সাফল্য গগনযানের মতো ভবিষ্যৎ মহাকাশ অভিযানের ভিতকে আরও শক্তিশালী করেছে। এই উৎক্ষেপণের মাধ্যমে ইসরো তার পূর্ববর্তী ৪ হাজার ৪১০ কেজির উপগ্রহ উৎক্ষেপণের রেকর্ডটিও ভেঙে ফেলেছে।
মহাকাশ বিশেষজ্ঞরা বলছেন যে, এলভিএম৩ রকেটের এই নির্ভরযোগ্যতা ভারতকে বৈশ্বিক বাণিজ্যিক উৎক্ষেপণ বাজারে বড় অংশীদার হতে সাহায্য করবে। যেখানে মার্কিন এবং ইউরোপীয় সংস্থাগুলোর উৎক্ষেপণ খরচ অনেক বেশি, সেখানে ইসরো অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ভারী উপগ্রহ মহাকাশে পাঠিয়ে বিশ্বজুড়ে নজর কেড়েছে। এটি ছিল এলভিএম৩ রকেটের ষষ্ঠ সফল অপারেশনাল ফ্লাইট। এই রকেটটি এর আগে চন্দ্রযান-৩ এবং ওয়ানওয়েবের মতো গুরুত্বপূর্ণ মিশনগুলোতেও সফলতার পরিচয় দিয়েছিল। ভারতের এই ক্রমবর্ধমান মহাকাশ শক্তি ২০৪০ সালের মধ্যে চাঁদে ভারতীয় নভোচারী পাঠানোর লক্ষ্যকেও আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
হীরার বৃষ্টি এবং হিলিয়ামের মেঘে ঢাকা রহস্যময় এক নতুন গ্রহ
সৌরজগতের বাইরে অসীম মহাকাশে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার পিএসআর জে২৩২২-২৬৫০বি নামক একটি গ্রহ যা সাধারণ গ্রহের চিরাচরিত গোল আকৃতিকে চ্যালেঞ্জ জানিয়েছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে যে এই গ্রহটি মূলত লেবু বা আমেরিকান ফুটবলের মতো লম্বাটে ও ডিম্বাকার। মহাকাশ গবেষকদের মতে এটি এখন পর্যন্ত দেখা সবচেয়ে অস্বাভাবিক বহিঃগ্রহগুলোর মধ্যে একটি। গ্রহটি একটি মৃত নক্ষত্র বা পালসারকে কেন্দ্র করে ঘুরছে যা ক্রমাগত শক্তিশালী বিকিরণ ছুড়ে দিয়ে তার চারপাশের পরিবেশকে চরম প্রতিকূল করে তোলে। বিজ্ঞানের ভাষায় এই ধরণের ব্যবস্থাকে 'ব্ল্যাক উইডো পালসার সিস্টেম' বলা হয়।
এই গ্রহের বায়ুমণ্ডল আরও বড় বিস্ময় হয়ে ধরা দিয়েছে বিজ্ঞানীদের কাছে। এখানে পানি বা মিথেনের মতো পরিচিত উপাদানের কোনো অস্তিত্ব নেই। পরিবর্তে এই গ্রহের বায়ুমণ্ডল গঠিত হয়েছে হিলিয়াম এবং বিশুদ্ধ কার্বন দিয়ে। বিজ্ঞানীদের ধারণা এই ঘনীভূত কার্বন কণা জমে সেখানে কালচে মেঘের সৃষ্টি হয় যেখান থেকে গ্রহের বুকে হীরার মতো ক্ষুদ্র কণা ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে। এমন বিশুদ্ধ কার্বনভিত্তিক বায়ুমণ্ডল এর আগে মহাবিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যায়নি যা এই আবিষ্কারকে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এক অনন্য মর্যাদা দিয়েছে।
গ্রহটি তার কেন্দ্রীয় পালসার নক্ষত্র থেকে মাত্র ১৬ লাখ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে যা মহাজাগতিক হিসেবে অত্যন্ত কাছাকাছি। এই তীব্র সান্নিধ্যের কারণেই গ্রহটি মাত্র ৮ ঘণ্টায় একবার তার কক্ষপথ ঘুরে আসে অর্থাৎ সেখানে একদিনের চেয়েও কম সময়ে এক বছর পূর্ণ হয়। পালসারের প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তির চাপে গ্রহটির আকৃতি চ্যাপ্টা এবং লম্বাটে হয়ে গেছে। গ্রহটি 'টাইডালি লকড' অবস্থায় থাকায় এর একটি পাশ সবসময় নক্ষত্রের দিকে মুখ করে থাকে যেখানে তাপমাত্রা প্রায় ৩ হাজার ৭০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছায়। অন্য পাশটি তুলনামূলক শীতল হলেও সেখানে তাপমাত্রা ১ হাজার ২০০ ডিগ্রি ফারেনহাইটের নিচে নামে না।
গবেষকরা বলছেন যে কীভাবে একটি গ্রহ এমন চরম পরিবেশে টিকে আছে এবং এর বিশুদ্ধ কার্বনভিত্তিক বায়ুমণ্ডল কীভাবে তৈরি হলো তা এখনো বড় রহস্য। এই আবিষ্কার মহাজাগতিক রসায়ন এবং গ্রহের গঠন সম্পর্কে প্রচলিত অনেক ধারণাকে বদলে দিতে পারে। নক্ষত্রের চরম বিকিরণ সত্ত্বেও কীভাবে একটি গ্রহ হীরা ঝরা বায়ুমণ্ডল ধরে রাখতে পারে তা নিয়ে আরও গভীর গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই ধরণের রহস্যময় গ্রহের সন্ধান ভবিষ্যতে মহাবিশ্বের আরও অনেক অজানা দুয়ার খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
হ্যাকারদের নতুন ফাঁদ: যে নম্বর থেকে কল এলেই আপনি বিপদে পড়বেন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘২৫০ কোটি জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে’ সংক্রান্ত খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব বলে নিশ্চিত করেছে গুগল কর্তৃপক্ষ। প্রযুক্তি জায়ান্টটি এক বিবৃতিতে জানিয়েছে যে জিমেইল বা গুগল ক্লাউডের কোনো সার্ভার হ্যাক হয়নি এবং ব্যবহারকারীদের তথ্য সম্পূর্ণ অক্ষত রয়েছে। তবে তারা একটি গুরুতর বিষয়ে সতর্ক করেছে যে যদিও বড় কোনো ডেটা ব্রিচ ঘটেনি কিন্তু ব্যক্তিগত পর্যায়ে হ্যাকাররা জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্যবস্তু করার হার আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে অননুমোদিত লগইন প্রচেষ্টা এবং ফোন কলের মাধ্যমে প্রতারণার হার সবচেয়ে বেশি।
হ্যাকাররা এখন অত্যন্ত আধুনিক ও সূক্ষ্ম পদ্ধতিতে জিমেইল ব্যবহারকারীদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। বিশেষ করে গুগলের অফিশিয়াল সাপোর্ট নম্বর ‘+১ ৬৫০-২৫৩-০০০০’ স্পুফিং বা নকল করে ফোন কল আসার ঘটনা বাড়ছে। এই প্রক্রিয়ায় কলদাতার ক্যালিফোর্নিয়ান উচ্চারণে সাবলীল ইংরেজিতে নিজেকে গুগলের কর্মী পরিচয় দিয়ে দাবি করে যে ব্যবহারকারীর অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম ধরা পড়েছে। এরপর নিরাপত্তার দোহাই দিয়ে ধাপে ধাপে পাসওয়ার্ড পরিবর্তন বা বিশেষ লিঙ্কে ক্লিক করতে প্রলুব্ধ করা হয়। গুগল স্পষ্টভাবে জানিয়েছে যে তারা কখনোই কোনো ব্যবহারকারীকে ফোন করে পাসওয়ার্ড রিসেট করতে বা অ্যাকাউন্টের সমস্যা সমাধান করতে বলে না।
সাইবার নিরাপত্তা সংস্থা প্রোটনের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে যে এই ধরণের ফোন কল মূলত ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ আক্রমণের একটি অংশ। হ্যাকাররা এমনভাবে কথা বলে যেন ব্যবহারকারী আতঙ্কিত হয়ে দ্রুত সিদ্ধান্ত নেন এবং অজান্তেই নিজের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে তুলে দেন। রেডিটসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভুক্তভোগীরা জানিয়েছেন যে প্রতারকদের কথার ধরন এতটাই বিশ্বাসযোগ্য যে অনেক কারিগরি জ্ঞানসম্পন্ন মানুষও বিভ্রান্ত হয়ে পড়ছেন। বিশেষ করে যারা সরাসরি গুগল অ্যাপের নোটিফিকেশন বা সিকিউরিটি অ্যালার্টে অভ্যস্ত তাদের জন্য এই ধরণের ফোন কল একটি নতুন ধরণের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় সাইবার বিশেষজ্ঞরা বেশ কিছু জরুরি পরামর্শ দিয়েছেন। প্রথমত কোনো অপরিচিত কল বা বার্তার অনুরোধে পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে না। অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাই করতে সরাসরি ‘সিকিউরিটি’ সেকশনে গিয়ে ‘রিভিউ সিকিউরিটি অ্যাক্টিভিটি’ চেক করতে হবে। দ্বিতীয়ত সাধারণ এসএমএস-ভিত্তিক টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) এখন আর যথেষ্ট নিরাপদ নয়। এর পরিবর্তে গুগল অথেন্টিকেটর অ্যাপ বা হার্ডওয়্যার সিকিউরিটি কি ব্যবহার করা অনেক বেশি নিরাপদ। সম্ভব হলে ‘পাসকি’ (Passkey) সক্রিয় করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা যা হ্যাকারদের পক্ষে অ্যাকাউন্ট দখল করা প্রায় অসম্ভব করে তোলে। শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড ব্যবহার এবং নিয়মিত সিকিউরিটি চেকআপ জিমেইল অ্যাকাউন্টকে নিরাপদ রাখার অন্যতম প্রধান হাতিয়ার।
সূত্র : ফোর্বস ও সংবাদ প্রতিদিন
তরঙ্গের প্রকারভেদ ও বৈজ্ঞানিক আচরণে সহজ ব্যাখ্যা
পদার্থবিজ্ঞানে তরঙ্গ (Wave) বলতে বোঝায় এমন একটি সুশৃঙ্খল প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো অস্থিরতা বা কম্পন এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। আমাদের দৈনন্দিন জীবনে পানির ওপর ভেসে চলা ঢেউ সবচেয়ে পরিচিত উদাহরণ হলেও শব্দ, আলো এমনকি অণু ও উপ-অণুর আচরণেও তরঙ্গের বৈশিষ্ট্য দেখা যায়। জ্যোতির্বিদ্যার শুরু হয়েছিল দৃশ্যমান আলোর মাধ্যমে, পরে ধীরে ধীরে তড়িৎচৌম্বকীয় বর্ণালির সব অংশেই তরঙ্গের ব্যবহার বিস্তৃত হয়েছে।
সহজ ভাষায়, একটি তরঙ্গে নির্দিষ্ট সময় পরপর কম্পন ঘটে, যার একটি নির্দিষ্ট কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য থাকে। শব্দের মতো যান্ত্রিক তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হলেও আলো বা তড়িৎচৌম্বকীয় তরঙ্গ শূন্যস্থানেও চলতে পারে। তরঙ্গের বিস্তার অনেকটাই নির্ভর করে যে মাধ্যমে তা চলাচল করছে তার ভৌত বৈশিষ্ট্যের ওপর।
তরঙ্গের প্রকারভেদ ও গঠনগত বৈশিষ্ট্য
তরঙ্গ মূলত দুই ধরনের হয় অনুদৈর্ঘ্য (Longitudinal) এবং অনুপ্রস্থ (Transverse)। পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ, যেখানে পৃষ্ঠ উপরে-নিচে ওঠানামা করে। অপরদিকে শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য প্রকৃতির, যেখানে মাধ্যমের কণাগুলো পর্যায়ক্রমে সংকোচন ও প্রসারণের মধ্য দিয়ে যায়।
অনুপ্রস্থ তরঙ্গের সর্বোচ্চ বিন্দুকে বলা হয় শিখর (Crest) এবং সর্বনিম্ন বিন্দুকে খাত (Trough)। আর অনুদৈর্ঘ্য তরঙ্গে সংকোচন ও প্রসারণ এই শিখর ও খাতের সমতুল্য। এক শিখর থেকে পরবর্তী শিখরের দূরত্বই হলো তরঙ্গদৈর্ঘ্য, আর তরঙ্গের উচ্চতাকে বলা হয় প্রশস্ততা (Amplitude)। নির্দিষ্ট সময়ে কতটি কম্পন ঘটে, সেটিই কম্পাঙ্ক (Frequency)। তরঙ্গের বেগ নির্ণয় করা যায় তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্কের গুণফল দিয়ে।
তরঙ্গের বিস্তার ও শক্তি
তরঙ্গ অত্যন্ত ক্ষুদ্র কম্পনের মাধ্যমেও বহু দূর পর্যন্ত শক্তি বহন করতে পারে। উদাহরণ হিসেবে বজ্রপাতের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়, যদিও বাতাসে সেই কম্পন খুব সামান্য। অর্থাৎ, তরঙ্গের শক্তি অনেক দূর ছড়িয়ে পড়লেও মাধ্যমের কণাগুলোর প্রকৃত স্থানান্তর খুবই সীমিত থাকে।
তরঙ্গের আচরণ: প্রতিফলন, প্রতিসরণ ও ব্যতিচার
তরঙ্গ চলার পথে নানা ধরনের আচরণ প্রদর্শন করে। প্রতিফলনে (Reflection) তরঙ্গ কোনো বাধায় আঘাত পেয়ে ফিরে আসে এবং আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। প্রতিসরণে (Refraction) তরঙ্গ ভিন্ন মাধ্যমে প্রবেশ করলে তার গতি পরিবর্তিত হয় এবং সে কারণে দিকও বাঁক নেয়। শব্দ ও আলোর ক্ষেত্রে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ব্যতিচার (Diffraction) ঘটে যখন তরঙ্গ কোনো ক্ষুদ্র বাধা বা ছোট ছিদ্র অতিক্রম করে চারদিকে ছড়িয়ে পড়ে। এই কারণে শব্দ দেয়ালের আড়ালেও শোনা যায় এবং আলো সরু ফাঁক দিয়ে প্রবেশ করেও বিস্তৃত হতে পারে।
তরঙ্গের হস্তক্ষেপ ও ডপলার প্রভাব
যখন দুটি বা ততোধিক তরঙ্গ একত্রিত হয়, তখন তারা একে অপরকে শক্তিশালী বা দুর্বল করতে পারে একে বলা হয় হস্তক্ষেপ (Interference)। একই দশায় থাকা তরঙ্গ একত্রে মিলিত হলে শক্তি বাড়ে, আর বিপরীত দশায় মিলিত হলে একে অপরকে বাতিল করে দিতে পারে।
তরঙ্গ উৎস বা পর্যবেক্ষক চলমান হলে তরঙ্গের কম্পাঙ্ক পরিবর্তিত হয়, যা পরিচিত ডপলার প্রভাব (Doppler Effect) নামে। দৈনন্দিন জীবনে চলন্ত গাড়ির হর্নের শব্দ কাছাকাছি আসলে তীক্ষ্ণ শোনায় এবং দূরে গেলে ভারী শোনায় এটি ডপলার প্রভাবের সহজ উদাহরণ। জ্যোতির্বিজ্ঞানে এই প্রভাবের মাধ্যমেই মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
স্থির তরঙ্গ ও অনুনাদ
যখন তরঙ্গ কোনো সীমাবদ্ধ স্থানে চলাচল করে এবং প্রতিফলন ও হস্তক্ষেপের ফলে নির্দিষ্ট বিন্যাস তৈরি হয়, তখন স্থির তরঙ্গ (Standing Wave) গঠিত হয়। এতে কিছু বিন্দুতে কোনো কম্পন থাকে না, যেগুলোকে বলা হয় নোড (Node)। আর যেখানে কম্পন সর্বাধিক, সেগুলোকে বলা হয় অ্যান্টিনোড (Antinode)। স্থির তরঙ্গের এই বৈশিষ্ট্য বাদ্যযন্ত্র, শব্দ প্রকৌশল এবং আধুনিক প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সূত্র: ব্রিটানিকা
গ্র্যাভিটেশনাল ওয়েভ: মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা
মানবসভ্যতা মহাবিশ্ব সম্পর্কে যা কিছু জানে, তার প্রায় সবই এসেছে তড়িৎচৌম্বক বিকিরণ বা আলোর মাধ্যমে। দৃশ্যমান আলো দিয়ে শুরু হওয়া জ্যোতির্বিদ্যা ধীরে ধীরে গামা রশ্মি থেকে শুরু করে রেডিও তরঙ্গ পর্যন্ত পুরো তড়িৎচৌম্বক বর্ণালিকে কাজে লাগিয়েছে। এই বিস্তৃত পর্যবেক্ষণের ফলে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বিস্ময়কর সব মহাজাগতিক রহস্য। তবে এখন সেই আলোকনির্ভর পর্যবেক্ষণের বাইরে গিয়ে জন্ম নিয়েছে এক বিপ্লবী ধারা গ্র্যাভিটেশনাল ওয়েভ জ্যোতির্বিদ্যা, যেখানে দেখা হয় আলো নয়, বরং স্থান-কাল বা স্পেসটাইমের কম্পন।
এই নতুন ধারার সঙ্গে এসেছে সম্পূর্ণ নতুন ধরনের পর্যবেক্ষণাগার লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি (LIGO)। এটি আলো নয়, বরং মহাবিশ্বের গভীরতম স্তরে সংঘটিত মহাকর্ষীয় আলোড়ন শনাক্ত করে।
গ্র্যাভিটেশনাল ওয়েভ কীভাবে সৃষ্টি হয়
আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী, মহাকর্ষ কোনো অদৃশ্য শক্তি নয় যা দূর থেকে টানে। বরং এটি হলো স্থান-কাল বেঁকে যাওয়ার ফল। যখন কোনো অত্যন্ত ভারী বস্তু দ্রুতগতিতে নড়াচড়া করে বা ত্বরণপ্রাপ্ত হয়, তখন আশপাশের স্থান-কাল বিকৃত হয় এবং সেই বিকৃতি আলোর গতিতে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়া বিকৃতিই হলো গ্র্যাভিটেশনাল ওয়েভ স্থান-কালের মধ্যে সৃষ্ট তরঙ্গ।
কোন বস্তু থেকে আসে এই তরঙ্গ
গ্র্যাভিটেশনাল ওয়েভ তৈরি করতে হলে প্রয়োজন হয় অসাধারণ ভারী বস্তুর। এর প্রথম বাস্তব প্রমাণ পাওয়া যায় একটি বাইনারি পালসার পর্যবেক্ষণের মাধ্যমে, যেখানে দুটি নিউট্রন তারকা একে অপরকে কেন্দ্র করে ঘুরছিল। প্রতিটি তারকার ভর সূর্যের প্রায় সমান হলেও তাদের কক্ষপথ ধীরে ধীরে সংকুচিত হচ্ছিল। এই শক্তি ক্ষয় হচ্ছিল ঠিক সেই পরিমাণে, যা তত্ত্ব অনুযায়ী গ্র্যাভিটেশনাল ওয়েভ হিসেবে নির্গত হওয়ার কথা। এর মাধ্যমে প্রথমবারের মতো এই তরঙ্গের অস্তিত্ব নিশ্চিত হয়।
কেন এটি শনাক্ত করা এত কঠিন
গ্র্যাভিটেশনাল ওয়েভ যখন কোনো অঞ্চল দিয়ে যায়, তখন এটি দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব অতি সামান্য পরিবর্তন করে। এই পরিবর্তনের মাত্রা এত ক্ষুদ্র যে LIGO-কে মাপতে হয় প্রায় ১০⁻¹⁹ মিটার দূরত্ব যা একটি প্রোটনের ব্যাসার্ধের তুলনায় প্রায় দশ হাজার গুণ ছোট। এমন সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করা আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি।
LIGO কীভাবে এই অসম্ভব কাজটি করে
LIGO মূলত একটি বিশাল লেজার ইন্টারফেরোমিটার। এতে দুটি দীর্ঘ ভ্যাকুয়াম পাইপ রয়েছে, প্রতিটির দৈর্ঘ্য প্রায় ৪ কিলোমিটার, যা L-আকৃতিতে বসানো। একটি লেজার রশ্মি দুটি ভাগে বিভক্ত হয়ে এই দুই পথে যায়, প্রতিফলিত হয়ে ফিরে এসে আবার একত্রিত হয়। সাধারণ অবস্থায় দুটি রশ্মি একে অপরকে বাতিল করে দেয়। কিন্তু যদি কোনো গ্র্যাভিটেশনাল ওয়েভ অতিক্রম করে, তাহলে এক বাহু সামান্য বড় হয় এবং অন্যটি ছোট ফলে আলো আর পুরোপুরি বাতিল হয় না। এই সূক্ষ্ম পার্থক্যই সংকেত হিসেবে ধরা পড়ে।
এই সংবেদনশীলতা বাড়াতে লেজার রশ্মিকে একবার নয়, প্রায় ৪০০ বার প্রতিফলিত করা হয়, ফলে কার্যকর দূরত্ব দাঁড়ায় প্রায় ১,৬০০ কিলোমিটার।
অতিসংবেদনশীল যন্ত্র, অতিরিক্ত সতর্কতা
LIGO এতটাই সংবেদনশীল যে আশপাশের গাড়ির গতি পর্যন্ত নিয়ন্ত্রণ করতে হয়। এখানকার গতি সীমা ঘণ্টায় মাত্র ১৬ কিলোমিটার। এমনকি ভূমিকম্পের ক্ষুদ্র কম্পন বা পৃথিবীর মহাকর্ষক্ষেত্রের সামান্য পরিবর্তনও যন্ত্রে প্রভাব ফেলতে পারে। তাই LIGO-এর আয়নাগুলো ৪০ কেজি ওজনের এবং বিশেষ সিলিকা ফাইবারে ঝুলিয়ে রাখা হয়।
ভুল সংকেত এড়াতে যুক্তরাষ্ট্রে দুটি পৃথক LIGO কেন্দ্র স্থাপন করা হয়েছে একটি লুইজিয়ানার লিভিংস্টনে এবং অন্যটি ওয়াশিংটনের হ্যানফোর্ডে। প্রকৃত গ্র্যাভিটেশনাল ওয়েভ হলে উভয় কেন্দ্রেই একসঙ্গে সংকেত ধরা পড়ে।
মহাবিশ্ব দেখার এক নতুন জানালা
গ্র্যাভিটেশনাল ওয়েভ জ্যোতির্বিদ্যা আমাদের এমন সব ঘটনা দেখার সুযোগ দিচ্ছে, যা আলো দিয়ে কখনোই ধরা পড়ত না। যেমন দূরবর্তী গ্যালাক্সিতে লক্ষ লক্ষ সূর্যের ভরের ব্ল্যাকহোলের সংঘর্ষ, বা সামান্য বিকৃত আকৃতির নিউট্রন তারকার অভ্যন্তরীণ গঠন। ইতিহাস বলছে, প্রতিবার মানুষ মহাবিশ্ব দেখার নতুন পদ্ধতি পেয়েছে, তখনই এসেছে অপ্রত্যাশিত আবিষ্কার। এই নতুন জ্যোতির্বিদ্যাও সম্ভবত এমন সব রহস্য উন্মোচন করবে, যা আমরা এখনো কল্পনাও করিনি।
সূত্র: ব্রিটানিকা
হঠাৎ কেন বন্ধ হয়ে যায় ফেসবুক অ্যাকাউন্ট? জানুন সমাধান
হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার ঘটনা এখন আর বিরল নয়। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই লগইন করতে গিয়ে অনেক ব্যবহারকারী দেখতে পান—তাদের আইডি সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ব্যক্তিগত যোগাযোগ, ছবি, স্মৃতি, ব্যবসায়িক পেজ বা গুরুত্বপূর্ণ তথ্য হারানোর শঙ্কা তৈরি হয়। তবে বাস্তবতা হলো, অধিকাংশ ক্ষেত্রেই ফেসবুক নির্দিষ্ট কিছু নিয়ম ভাঙার কারণেই অ্যাকাউন্ট বন্ধ করে থাকে।
ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ বন্ধ হওয়ার প্রধান কারণ
ফেসবুকের নিজস্ব Community Standards এবং Account Integrity Policy রয়েছে। এগুলোর কোনোটি লঙ্ঘিত হলে ব্যবস্থা নেওয়া হয়।
১. ভুয়া নাম বা অন্যের পরিচয়ে অ্যাকাউন্ট চালানো
ফেসবুক চায় ব্যবহারকারীরা বাস্তব নাম ও পরিচয় ব্যবহার করুক। সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তি বা অন্য কারো নাম-ছবি ব্যবহার করলে অভিযোগের ভিত্তিতে অ্যাকাউন্ট দ্রুত বন্ধ হয়ে যেতে পারে।
২. বিভ্রান্তিকর বা অবাস্তব নাম ব্যবহার
অদ্ভুত শব্দ, উপাধি, প্রতীক বা অতিরিক্ত চিহ্নযুক্ত নাম ব্যবহার করলে ফেসবুক তা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে।
৩. বারবার কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ
ঘৃণামূলক বক্তব্য, সহিংস কনটেন্ট, উসকানিমূলক পোস্ট, ভুয়া তথ্য ছড়ানো বা আত্মহানিসংক্রান্ত বিষয় পোস্ট করলে প্রথমে সতর্কতা, পরে নিষেধাজ্ঞা এবং শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ডিজেবল হতে পারে।
৪. আপত্তিকর মন্তব্য ও অনলাইন হেনস্থা
নিয়মিত গালাগালি, ব্যক্তিগত আক্রমণ বা সাইবার বুলিংয়ের অভিযোগ পেলে ফেসবুক কঠোর ব্যবস্থা নেয়।
৫. বয়স সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন
১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ফেসবুক ব্যবহারের অনুমতি নেই। বয়স ভুয়া প্রমাণিত হলে রিভিউ ছাড়াই আইডি বন্ধ করা হয়।
৬. অ্যাকাউন্ট হ্যাক হওয়া
অ্যাকাউন্ট হ্যাক হলে অপরিচিত কেউ নিয়ম ভেঙে পোস্ট বা স্প্যাম কার্যক্রম চালাতে পারে। এতে ব্যবহারকারীর অজান্তেই আইডি ডিজেবল হয়ে যেতে পারে।
৭. সন্দেহজনক লিংক বা থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার
অপরিচিত অ্যাপ বা লিংকে ক্লিক করে অনুমতি দিলে অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়ে।
ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হলে কী করবেন
অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে আতঙ্কিত না হয়ে কিছু ধাপে এগোলে পুনরুদ্ধারের সুযোগ থাকে।
প্রথমত, ফেসবুকের Appeal বা Review Request অপশন ব্যবহার করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করুন।
দ্বিতীয়ত, পরিচয় যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট আপলোড করতে হতে পারে।
তৃতীয়ত, যদি হ্যাকের কারণে আইডি বন্ধ হয়, তাহলে Hacked Account Recovery ফর্ম পূরণ করুন।
চতুর্থত, একাধিক আবেদন না করে ধৈর্য ধরে অপেক্ষা করুন। অতিরিক্ত আবেদন অনেক সময় ক্ষতিকর হয়।
ভবিষ্যতে ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়
- ফেসবুক নিরাপদ রাখতে কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি।
- আসল নাম ও সঠিক তথ্য ব্যবহার করুন
- টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন
- সন্দেহজনক লিংক ও অ্যাপ এড়িয়ে চলুন
- নিয়মিত Community Standards অনুসরণ করুন
- উত্তেজনাপূর্ণ বা আক্রমণাত্মক মন্তব্য থেকে বিরত থাকুন
কেন সচেতনতা জরুরি
ফেসবুক এখন শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয়; এটি ব্যবসা, সংবাদ, আন্দোলন ও ব্যক্তিগত পরিচয়ের বড় একটি প্ল্যাটফর্ম। একটি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া মানে অনেকের জন্য পেশাগত ও সামাজিক ক্ষতি। তাই নিয়ম মেনে, সচেতনভাবে ব্যবহার করাই একমাত্র নিরাপদ পথ।
সতর্ক থাকলে ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হওয়া অনেকাংশেই এড়ানো সম্ভব।
ভাষার দেয়াল ভাঙল গুগল: হেডফোনে সরাসরি শোনা যাবে ৭০ ভাষা
প্রযুক্তি বিশ্বে ভাষাগত যোগাযোগের দূরত্ব ঘুচিয়ে দিতে গুগল ট্রান্সলেটে একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে গুগল। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন এই আপডেটের মাধ্যমে এখন যেকোনো সাধারণ হেডফোনই হয়ে উঠবে রিয়েল টাইম বা তাৎক্ষণিক অনুবাদের একটি শক্তিশালী মাধ্যম। ব্যবহারকারীরা এখন সরাসরি তাদের ব্যবহৃত হেডফোনের মাধ্যমেই লাইভ অডিও অনুবাদ শুনতে পারবেন যা আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার বেটা সংস্করণে চালু হওয়া এই বিশেষ ফিচারটি ব্যবহারের জন্য আপাতত একটি উপযোগী অ্যান্ড্রয়েড ফোন এবং গুগল ট্রান্সলেট অ্যাপের প্রয়োজন হবে। এই প্রযুক্তির আওতায় ৭০টিরও বেশি ভাষায় নির্বিঘ্নে অডিও অনুবাদ পাওয়া সম্ভব। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ‘জেমিনি’ ব্যবহার করে অনুবাদের মানকে আরও সূক্ষ্ম ও উন্নত করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন ভাষার বাগধারা, প্রবাদ প্রবচন, স্থানীয় অভিব্যক্তি ও স্ল্যাংয়ের মতো জটিল বাক্যাংশগুলো সঠিকভাবে অনুবাদ করতে জেমিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গুগলের সার্চ ভার্টিক্যালস বিভাগের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট রোজ ইয়াও জানিয়েছেন যে আগে এই বিশেষ লাইভ অনুবাদ সুবিধা কেবল পিক্সেল বাডস ব্যবহারকারীদের জন্য সীমিত থাকলেও এখন এটি সাধারণ হেডফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তিনি আরও জানান যে বিদেশের মাটিতে ভাষণ বা বক্তৃতা শোনা অথবা ভিন্ন ভাষার টেলিভিশন অনুষ্ঠান ও অনলাইন কনটেন্ট দেখার সময় কেবল হেডফোন লাগিয়ে অ্যাপের লাইভ ট্রান্সলেট অপশনে ট্যাপ করলেই পছন্দের ভাষায় রিয়েল টাইম অনুবাদ শোনা যাবে। এটি পর্যটক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বর্তমানে প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ভারতে এই বেটা সংস্করণটি চালু করা হয়েছে। তবে গুগল আশ্বস্ত করেছে যে ২০২৬ সালের মধ্যে আইওএস বা আইফোন ব্যবহারকারীদের জন্য এবং বিশ্বের আরও অনেক দেশে এই সুবিধা সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের ভাষা শেখার অগ্রগতি পর্যবেক্ষণের জন্য ‘স্ট্রিক ট্র্যাকিং’ ও উন্নত ফিডব্যাক ব্যবস্থাও যুক্ত করা হচ্ছে যা গুগল ট্রান্সলেট অ্যাপকে কেবল একটি অনুবাদ টুল নয় বরং একটি পূর্ণাঙ্গ ভাষা শেখার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলবে।
২০৩৫ সালে চাঁদে ফুটবল ম্যাচ? বিজ্ঞানীদের অবিশ্বাস্য দাবি
শুনতে কল্পবিজ্ঞানের গল্পের মতো মনে হলেও বিজ্ঞানীদের দাবি অনুযায়ী আগামী ২০৩৫ সালের মধ্যেই চাঁদের পৃষ্ঠে মানুষের প্রথম ফুটবল ম্যাচ আয়োজন করা সম্ভব হতে পারে। ইন্সটিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা আইইটির গবেষকরা মহাকাশে ফুটবলের এই রোমাঞ্চকর ভবিষ্যতের কথা জানিয়েছেন। তবে পৃথিবীর জনপ্রিয় এই খেলাটি যখন চাঁদের ধূসর পৃষ্ঠে পৌঁছাবে তখন এর রূপ ধরনে আসবে আমূল পরিবর্তন। পৃথিবীর চিরচেনা সবুজ মাঠের বদলে চাঁদের প্রতিকূল পরিবেশে ফুটবল খেলাটি হবে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতার।
চাঁদের ফুটবল ম্যাচের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সেখানকার মহাকর্ষ বল যা পৃথিবীর তুলনায় মাত্র ছয় ভাগের এক ভাগ। এখানে বায়ুমণ্ডল বা বাতাসের কোনো বাধা না থাকায় বলের আচরণ হবে অদ্ভুত। একজন খেলোয়াড় স্বাভাবিক শক্তিতে লাথি দিলেই বল পৃথিবীর চেয়ে অন্তত ছয় গুণ বেশি দূরত্ব অতিক্রম করবে। এই সমস্যা সমাধানে বিজ্ঞানীরা মাঠের আকার আট গুণ ছোট করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া শারীরিক সক্ষমতা ও ক্লান্তি বিবেচনায় ৯০ মিনিটের দীর্ঘ লড়াইয়ের বদলে খেলাটি হবে চারটি কোয়ার্টারে। খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে এটি হবে সম্পূর্ণ স্পর্শহীন বা ‘নো কন্টাক্ট’ একটি খেলা এবং গোল পোস্টের সীমানা নির্ধারণে চারপাশ থেকে নেট ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে।
ফুটবল খেলায় ব্যবহৃত সরঞ্জামেও আসবে আমূল পরিবর্তন। চাঁদে বাতাসের চাপ না থাকায় সাধারণ বায়ুপূর্ণ বল সেখানে কাজ করবে না। তার বদলে বিজ্ঞানীরা বিশেষ ধরনের ফোম দিয়ে তৈরি দেড় গুণ বড় আকারের বল ব্যবহারের পরামর্শ দিয়েছেন। চাঁদের তীব্র সূর্যরশ্মি ও গ্লেয়ার এড়ানোর জন্য বলের রং হবে সাদা-কালো যাতে মহাকাশচারীরা তা স্পষ্ট দেখতে পান। আর ফুটবল ভক্তদের জন্য মজার খবর হলো চাঁদের মাঠে সম্ভবত জটিল ‘অফসাইড’ নিয়মটি থাকছে না।
খেলোয়াড়দের পোশাক বা জার্সিতেও থাকবে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। সাধারণ জার্সি পরে চাঁদে খেলা অসম্ভব হওয়ায় খেলোয়াড়দের পরতে হবে নমনীয় অথচ বায়ুরোধী বিশেষ প্রেসার স্যুট। এই স্যুটের ভেতরে অত্যাধুনিক হিটিং এবং কুলিং সিস্টেম থাকবে যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এবং ঘাম শুষে নেবে। প্রতিটি হেলমেটের ভেতরে থাকবে বিশেষ যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে সতীর্থ ও রেফারির সঙ্গে কথা বলা যাবে। আইইটির ফিউচারিস্ট ব্রায়ান ডেভিড জনসন মনে করেন আসন্ন চন্দ্র মিশনের পর চাঁদে মানুষের বসতি স্থাপন সময়ের ব্যাপার মাত্র আর তখনই মানুষের বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই মহাকাশ ফুটবল।
সূত্র: বিবিসি
পাঠকের মতামত:
- পুলিশি চক্রান্তে অস্ত্র মামলায় ফাঁসলেন নিরীহ অটোচালক জাফর
- গুলশানের বাসায় তারেক রহমান ,শুরু হলো নতুন অধ্যায়
- ১৩ বিলিয়ন আলোকবর্ষ দূরের আদি নক্ষত্র এবং মহাবিশ্বের শৈশব দেখছে নাসা
- হিট অব দ্য মোমেন্টে দল ছাড়ার ঘোষণা সুজনের
- মাত্র ১০ মিনিটেই স্মৃতিশক্তি দ্বিগুণ করার ৫টি বৈজ্ঞানিক কৌশল
- অঙ্কুরেই বিনষ্ট হতে পারে এনসিপি: রিফাত রশিদের ৫টি কড়া যুক্তি
- ক্যালেন্ডারের প্রথম পাতাতেই শুরু হচ্ছে বাণিজ্য মেলার মহোৎসব
- রাজনৈতিক মাঠে তারেক রহমানের ভূমিকা পর্যবেক্ষণ করবে জামায়াত
- মহানবীর ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়ব: তারেক রহমান
- ওসমান হাদি হত্যাকাণ্ডে তিন আসামি আদালতে সব সত্য ফাঁস করলেন
- পদত্যাগের গুঞ্জন ও স্বতন্ত্র প্রার্থী হওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- তারেক রহমানের ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের চূড়ান্ত বিজয়: নাহিদ ইসলাম
- আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং যার থেকে ইচ্ছা কেড়ে নেন: তারেক রহমান
- প্রবাসী ভোটারদের জন্য সুখবর!
- গুচ্ছ পদ্ধতিতে ভর্তি: শিক্ষার্থীদের জন্য সুখবর
- ৪৬তম বিসিএস ভাইভার সূচি প্রকাশ
- যাত্রাপথে নিরাপদ থাকার সুন্নাহ দোয়া
- ফেসবুকে যে বার্তা দিলেন তারেক রহমান
- তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ
- ঢাকায় অবতরণ, প্রথম যোগাযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে
- শেয়ারবাজারের সাপ্তাহিক পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- নিকোটিন পাউচ ও ই-সিগারেটের দিন শেষ আসছে নতুন আইন
- কাল মাঠে নামার কথা ছিল চট্টগ্রামের, আজই উধাও ফ্র্যাঞ্চাইজি মালিক
- আরবের মরুভূমি কাঁপিয়ে বাংলার সবুজ গালিচায় তাসকিন ও মোস্তাফিজ
- তিল ধারণের জায়গা নেই, ৩০০ ফিট জুড়ে উৎসবের মহোৎসব
- তারেক রহমানের প্রত্যাবর্তনে সারজিসের ফেসবুক পোস্টে নতুন বার্তা
- ঢাকার মাটিতে তারেক রহমান
- বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে আজ অবিস্মরণীয় দিন: সালাহউদ্দিন আহমেদ
- এক নজরে আজকের খেলা: ২৫ ডিসেম্বর ২০২৫
- শীতে বাড়ে কর্নিয়ার আলসার: চোখের যত্নে করণীয়
- তারেক রহমানের প্রত্যাবর্তনে বিমানবন্দরে শীর্ষ নেতাদের ভিড়
- দেশের মাটিতে তারেক রহমান
- নাইজেরিয়ায় রক্তাক্ত মাগরিব: নামাজের সিজদায় থাকা অবস্থায় বিস্ফোরণ
- যিশু খ্রিষ্টের মানবমুক্তির বার্তা সবার অনুপ্রেরণা: উপদেষ্টা ড. ইউনূস
- আজ ২৫ ডিসেম্বর ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
- আজ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার কামড় দেখল ঢাকাবাসী
- জামায়াতের সঙ্গী হচ্ছে জাতীয় নাগরিক পার্টি
- ছয় স্তরের অভেদ্য নিরাপত্তায় তারেক রহমান
- তারেক রহমানের প্রত্যাবর্তনে যানজট এড়াতে যেসব রাস্তা পরিহার করবেন
- পাকস্থলীর ধ্বংস করছে আপনার এই ৩টি সাধারণ অভ্যাস
- কম ঘুমে শরীরে বাসা বাঁধছে যেসব মারাত্মক রোগ
- মাত্র ৭ দিনে চুল পড়া কমানোর জাদুকরী ঘরোয়া পদ্ধতি
- সরকারি পদ ছেড়ে ভোটের ময়দানে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
- ভারতের 'বাহুবলী' রকেটের কাঁধে চড়ে মহাকাশ জয়
- রিকশায় চড়ে মনোনয়নপত্র কিনলেন আলোচিত বক্তা আমির হামজা
- হাদি হত্যার রহস্য উন্মোচন: যুবলীগ কর্মী হিমনের বড় স্বীকারোক্তি
- ভারত এবং আওয়ামী লীগ দেশ অস্থিতিশীল করছে: নাসীরুদ্দীন
- আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরকারের কড়া বার্তা
- হাদিকে সেলাই করা ব্যাঙের সাথে তুলনা করলেন বিএনপি নেত্রী মনি
- বৈপ্লবিক বিয়ে: বরের সাজে হাদি হত্যার বিচার চাইলেন ফরহাদ
- স্বর্ণের বাজারে আগুন: আজ থেকে কার্যকর হচ্ছে নতুন আকাশছোঁয়া দাম
- রেকর্ড দামে স্বর্ণ: আজ থেকে কার্যকর হচ্ছে বাজুসের নতুন মূল্য
- নারী-সঙ্গীর হাতে পুরুষের যৌনাঙ্গ ছিন্নকরণ: বাংলাদেশে অবহেলিত এক সহিংসতার সংকট
- আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- হাদির প্রথম জানাজা কোথায় ও কখন? জানাল ইনকিলাব মঞ্চ
- বাংলা দখল করতে এলে দিল্লি কেড়ে নেব: মমতা
- সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে শরিফ ওসমান হাদি
- স্বর্ণের বাজারে আগুন: আজ ইতিহাসের দামী সোনা কিনবেন ক্রেতারা
- হাদির মৃত্যু ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া
- ছুটির দিনেও উত্তপ্ত ঢাকা: আজ কোথায় কী কর্মসূচি?
- যখন দেশে ফিরছে শরিফ ওসমান হাদির মরদেহ
- হাদির জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা
- প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে মির্জা ফখরুল
- হাদির মৃত্যুতে শায়খ আহমাদুল্লাহ ও আজহারীর আবেগঘন বার্তা








