দেশের স্বর্ণের বাজার স্থিতিশীল, জানুন ভরি প্রতি দাম

বাংলাদেশের বাজারে স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। বুধবার (২০ আগস্ট) সর্বশেষ ঘোষিত মূল্যেই বেচাকেনা হচ্ছে এই মূল্যবান ধাতু। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারিত রয়েছে।
এর আগে জুলাই মাসে দু’দফায় স্বর্ণের দাম বেড়ে গেলেও পরবর্তীতে সামান্য হ্রাস পায়। ২৪ জুলাই বাজুস এক ঘোষণায় জানায়, স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছে। সেই সমন্বয়ের পর থেকে বাজারে কার্যকর আছে নতুন দাম।
বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি মূল্য ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা হলেও, ২১ ক্যারেটের এক ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকায়। অন্যদিকে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায়।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের নির্ধারিত মূল্যের সঙ্গে অবশ্যই সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠনটির নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।
এর আগে ২৩ জুলাই বাজুস স্বর্ণের দাম সমন্বয় করে। সেই সময় ২২ ক্যারেটের এক ভরির দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা করা হয়। একই সঙ্গে ২১ ক্যারেটের ভরিপ্রতি মূল্য দাঁড়ায় ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেটের দাম হয় ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ নির্ধারিত হয় ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকায়। এই দাম কার্যকর হয়েছিল ২৪ জুলাই থেকে।
শুধু স্বর্ণ নয়, দেশের বাজারে রুপার দামও বর্তমানে অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।
-রফিক
বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন কৌশল: বাণিজ্য মেলার নাম পরিবর্তন
বিদেশি ক্রেতা ও দর্শনার্থীর আকর্ষণ কমে যাওয়ায় এবং আন্তর্জাতিক অঙ্গনে মেলার ব্র্যান্ড ইমেজ দুর্বল হয়ে পড়ায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-এর নাম পরিবর্তন করে ‘ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)’ করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার (১৮ আগস্ট) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের ১৪৮তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। রাজধানীর কারওয়ান বাজারে ইপিবির কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যবস্থাপনায় বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ মেলা ক্যালেন্ডার এবং ২০২৬-২০২৭ অর্থবছরের আংশিক মেলা ক্যালেন্ডার অনুমোদন করা হয়।
দেশের বাইরে মেলায় অংশগ্রহণ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমাদের প্রত্যেকটি মেলা সম্পর্কে একটি বিশ্লেষণ থাকা দরকার। যেখানে আমাদের দেশের পণ্যের বাজার সম্প্রসারণ প্রয়োজন, সেখানেই কার্যকরভাবে অংশগ্রহণ করতে হবে। শুধু অংশগ্রহণ নয়, বরং দেশের উন্নতি ও ব্যবসা বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে।’
রপ্তানিমুখী শিল্প ও উৎপাদকদের জন্য বৈশ্বিক বাজার সম্প্রসারণ এবং সরকারের বাজার বহুমুখীকরণের কৌশলকে সামনে রেখে রপ্তানি উন্নয়ন ব্যুরো একটি স্বতন্ত্র আন্তর্জাতিক সোর্সিং ফেয়ার আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রস্তাবের প্রেক্ষিতে সভায় আগামী নভেম্বর মাসে ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’ নামে একটি মেলা আয়োজনের অনুমোদন দেওয়া হয়।
সোর্সিং মেলার গুরুত্ব তুলে ধরে বাণিজ্য সচিব বলেন, ‘এ ধরনের মেলা আয়োজন করা না হলে আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় পণ্যের পরিচিতি বাড়বে না এবং আমাদের সক্ষমতাও তৈরি হবে না।’ তিনি বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর মাধ্যমে এই সোর্সিং মেলার প্রচার বাড়ানোর উপর জোর দেন।
সভার সিদ্ধান্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করা হয় যে, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত এই মেলার প্রধান লক্ষ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করে স্থানীয় বাজারকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা, যা সাম্প্রতিক বছরগুলোতে কমে এসেছে।
/আশিক
দেশের বাজারে স্বর্ণের নতুন চিত্র
দেশের বাজারে সোমবারও (১৮ আগস্ট) পূর্বনির্ধারিত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, সর্বশেষ সমন্বিত মূল্য অনুযায়ী আজকের বাজারে ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। সর্বশেষ ২৪ জুলাই রাতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই দাম কার্যকর হয় এবং এখনও একই দামে বাজারে লেনদেন চলছে।
বাজুসের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়। অন্যদিকে ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিপ্রতি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।
বাজুস আরও জানায়, স্বর্ণের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস কর্তৃক নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলে জানানো হয়েছে।
এর আগে ২৩ জুলাই বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিপ্রতি ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ২৪ জুলাই থেকে। সেই সময় ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তবে এবার স্বর্ণের দাম সামান্য কমানো হলেও রূপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেটের রূপা ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ভরিপ্রতি ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং মাত্র ১৬ বার কমেছে। তুলনায় ২০২৪ সালে স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।
বাংলাদেশি টাকায় আজকের আন্তর্জাতিক মুদ্রার রেট
১৮ আগস্ট ২০২৫: আজ সোমবার বাংলাদেশ ব্যাংক ও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করেছে। প্রতিদিনের মতো এদিনও আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাবে বিভিন্ন মুদ্রার দামে পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিশেষ করে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড এবং ইউরোর মতো বৈশ্বিক অর্থনীতিতে প্রভাবশালী মুদ্রার দামে উল্লেখযোগ্য তারতম্য দেখা দিয়েছে। অর্থনীতিবিদদের মতে, এ ধরনের ওঠানামা শুধু বৈদেশিক বাণিজ্যেই নয়, বরং প্রবাসীদের রেমিট্যান্স ও দেশের সামগ্রিক অর্থনীতিতেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে।
মধ্যপ্রাচ্যের মুদ্রা: রিয়াল, দিরহাম ও দিনারে পতন
সৌদি রিয়াল (SAR) সামান্য কমে দাঁড়িয়েছে ৩২ টাকা ৩৭ পয়সায়, যা আগের দিনের তুলনায় ৪ পয়সা কম। প্রবাসী আয়ের বড় অংশ সৌদি আরব থেকে আসে বলে এ হার রেমিট্যান্স প্রাপকদের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। একইভাবে দুবাই দিরহাম (AED)ও ৩ পয়সা কমে ৩৩ টাকা ৬ পয়সায় নেমে এসেছে। কাতারি রিয়াল (QAR)ও কমেছে ৩ পয়সা। তবে ওমানি রিয়াল (OMR) ও বাহরাইন দিনার (BHD)-এর পতন তুলনামূলকভাবে বেশি, উভয়ের দামই একদিনে ২৫ পয়সা হ্রাস পেয়েছে। বিপরীতে, কুয়েতি দিনার (KWD) অপরিবর্তিত থেকে ৩৯৭ টাকা ৫২ পয়সায় স্থিতিশীল রয়েছে।
এশীয় মুদ্রা: রিংগিত ও রেন্ডের পতন, রুপি সামান্য বেড়েছে
এশিয়ার বাজারে মালয়েশিয়ান রিংগিত (MYR) ৯ পয়সা কমে দাঁড়িয়েছে ২৮ টাকা ৭৬ পয়সায়। চাইনিজ রেন্মিন্বি (RMB)ও ২ পয়সা কমে হয়েছে ১৬ টাকা ৯১ পয়সা। মালদ্বীপ রুপিয়া (MVR) সামান্য কমে দাঁড়িয়েছে ৭ টাকা ৮৫ পয়সায়। দক্ষিণ আফ্রিকান রেন্ড (ZAR)-এ সবচেয়ে বড় পতন লক্ষ্য করা গেছে, যা একদিনেই ১৯ পয়সা কমে দাঁড়িয়েছে ৬ টাকা ৭৩ পয়সায়। তবে ভারতীয় রুপি (INR) সামান্য বেড়ে হয়েছে ১ টাকা ৩৯ পয়সা, যা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক লেনদেনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দক্ষিণ কোরিয়ান ওয়ন (KRW), জাপানি ইয়েন (JPY) এবং ইরাকি দিনার (IQD)-এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি।
ইউরোপ ও আমেরিকার মুদ্রা: ডলার ও পাউন্ড কমেছে, ইউরো বেড়েছে
মার্কিন ডলার (USD) সামান্য কমেছে। গতকাল যেখানে এক ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৫৫ পয়সা, আজ তা নেমে এসেছে ১২১ টাকা ৪২ পয়সায়। যদিও পতন সীমিত, তবে আমদানি ব্যয়ের ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে। ইউরো (EUR) বেড়ে দাঁড়িয়েছে ১৪১ টাকা ৫০ পয়সায়, যা আগের দিনের তুলনায় ৫ পয়সা বেশি। অন্যদিকে ব্রিটিশ পাউন্ডে (GBP) উল্লেখযোগ্য পতন হয়েছে। একদিনেই ২ টাকা ২০ পয়সা কমে বর্তমানে এর মান দাঁড়িয়েছে ১৬২ টাকা ২৭ পয়সায়। আর কানাডিয়ান ডলার (CAD) ৭ পয়সা কমে হয়েছে ৮৭ টাকা ৯১ পয়সা।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার বেড়েছে
অস্ট্রেলিয়ান ডলার (AUD) ১৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ টাকা ৪ পয়সায়। সিঙ্গাপুর ডলার (SGD)ও বেড়েছে ৭ পয়সা, আর ব্রুনাই ডলার (BND) বেড়েছে ৫ পয়সা। এসব পরিবর্তন এ অঞ্চলের আমদানি-রপ্তানি বাণিজ্যে ভূমিকা রাখতে পারে।
তুরস্ক ও লিবিয়ার মুদ্রা:
তুরস্ক লিরা (TRY) বেড়ে হয়েছে ৩ টাকা ২ পয়সা, যা আগের দিনের তুলনায় ৪ পয়সা বেশি। লিবিয়ান দিনার (LYD)ও বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৪৮ পয়সায়। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা এই পরিবর্তনের কারণ বলে বিশ্লেষকরা মনে করছেন।
রেকর্ড ভাঙছে রেমিট্যান্স: আগস্টে কি নতুন মাইলফলক?
আগস্ট মাসের প্রথম ১৭ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এসেছে ১৬১ কোটি ৯০ হাজার ডলার। রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই ১৬১ কোটি ৯০ হাজার ডলারের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার, বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে একটির (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ১৫ কোটি ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স। ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩০.৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছিল, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি ছিল।
৪ বছরে টাকার বড় দরপতন, ইউরো ও ডলারের বিপরীতে কতটা কমল?
গত চার বছরে প্রধান বিদেশি মুদ্রার বিপরীতে টাকার দরপতন হয়েছে উল্লেখযোগ্য হারে। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত মার্কিন ডলারের দর বেড়েছে ২৮ দশমিক ৬৫ শতাংশ। এই সময়ে ইউরোর দাম ৩৪ দশমিক ৭০ শতাংশ, পাউন্ডের ৩০ দশমিক ৬৮ শতাংশ এবং মালয়েশিয়ান রিঙ্গিতের দর ৩৬ দশমিক ১০ শতাংশ বেড়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈদেশিক মুদ্রাবাজারে এই অস্থিরতা তীব্র হয়েছে। সরবরাহ বিঘ্ন ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে টাকার মান দ্রুত কমতে থাকে। বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক একসময় ডলারের দর বেঁধে দেয়, যা মুক্তবাজার অর্থনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা।
অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন, সংকটকালে কিছু নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে, তবে দাম সরাসরি বেঁধে দেওয়া বাজারের স্বাভাবিকতাকে ব্যাহত করে এবং সংকট বাড়ায়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর দাবি করেন, বাজার শিথিল করার পরও অনেকে আশঙ্কা করেছিল ডলারের দর ১৬০-১৭০ টাকা ছাড়াবে, কিন্তু তা হয়নি। এতে মুদ্রাবাজার স্থিতিশীল রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ডলারের দাম অতিরিক্ত বেড়ে যাওয়া বা কমে যাওয়া—দুটোই অর্থনীতির জন্য ক্ষতিকর। এ কারণে বাংলাদেশ ব্যাংক প্রয়োজন অনুযায়ী হস্তক্ষেপ করছে।
বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রা
বিশ্ব অর্থনীতিতে মুদ্রার শক্তি সাধারণত পরিমাপ করা হয় মার্কিন ডলারের বিপরীতে বিনিময় হার দিয়ে। অর্থাৎ, একটি মুদ্রার একক দিয়ে কত মার্কিন ডলার ক্রয় করা যায়, সেটিই মূলত সেই মুদ্রার শক্তিমত্তার সূচক। সাম্প্রতিক এক প্রতিবেদনে আন্তর্জাতিক খ্যাতনামা মার্কিন সাময়িকী ফোর্বস বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় লক্ষণীয়ভাবে প্রথম চারটি স্থানই দখল করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুদ্রা, যা অঞ্চলের অর্থনৈতিক সক্ষমতার এক সুস্পষ্ট প্রমাণ।
১. কুয়েতি দিনার — বিশ্বের শীর্ষ মুদ্রা
তালিকার শীর্ষে রয়েছে কুয়েতি দিনার (KWD), যা বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে স্বীকৃত। এক কুয়েতি দিনারের বিপরীতে পাওয়া যায় প্রায় ৩.২৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯৭ টাকার সমান। কুয়েতের এই অর্থনৈতিক ক্ষমতার মূল উৎস হলো তেল রপ্তানি থেকে অর্জিত বিপুল রাজস্ব, যা দেশটিকে বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।
২. বাহরাইনি দিনার — দ্বিতীয় স্থানে
দ্বিতীয় স্থানে রয়েছে বাহরাইনি দিনার (BHD), যার এক ইউনিটের মূল্য ২.৬৫ মার্কিন ডলার বা প্রায় ৩২২ টাকা। যদিও বাহরাইনও একটি তেলসমৃদ্ধ দেশ, তবে এর অর্থনীতি বহুমুখী খাতের ওপর নির্ভরশীল, যেমন ফাইন্যান্স, বাণিজ্য এবং পর্যটন। এই বৈচিত্র্য মুদ্রাটিকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩. ওমানি রিয়াল — তৃতীয় শক্তিশালী মুদ্রা
ওমানি রিয়াল (OMR) বর্তমানে ২.৬০ মার্কিন ডলার বা প্রায় ৩১৬ টাকার সমমূল্যের, যা একে বিশ্বের তৃতীয় শক্তিশালী মুদ্রা হিসেবে স্থান দিয়েছে। তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির পাশাপাশি কৌশলগত ভৌগোলিক অবস্থান ও স্থিতিশীল নীতিমালা ওমানের মুদ্রার মান ধরে রাখতে সহায়তা করে।
৪. জর্ডানি দিনার — মধ্যপ্রাচ্যের চতুর্থ প্রতিনিধি
তালিকার চতুর্থ স্থানে রয়েছে জর্ডানি দিনার (JOD), যার এক ইউনিটের মূল্য ১.৪১ মার্কিন ডলার বা প্রায় ১৭১ টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো, জর্ডান তেল ও গ্যাসের উপর তুলনামূলকভাবে কম নির্ভরশীল, বরং এটি সেবা খাত, পর্যটন এবং বৈদেশিক সহায়তার ওপর বেশি নির্ভর করে।
৫ থেকে ১০ নম্বর — পশ্চিমা মুদ্রার আধিপত্য
পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্যের ব্রিটিশ পাউন্ড (GBP), যার এক ইউনিটের মান ১.৩৩ মার্কিন ডলার। ষষ্ঠ স্থানে রয়েছে জিব্রাল্টার পাউন্ড, যা ব্রিটিশ পাউন্ডের সঙ্গে সমমান। সপ্তম স্থানে রয়েছে সুইস ফ্রাঁ (CHF) ১.২১ ডলার মূল্যে, যা স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা ও শক্তিশালী অর্থনীতির জন্য পরিচিত। অষ্টম স্থানে রয়েছে কেম্যান ডলার (KYD), যার মান ১.২০ মার্কিন ডলার। নবম স্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের যৌথ মুদ্রা ইউরো (EUR), যা ১.১৩ মার্কিন ডলারের সমান।
দশম স্থানে রয়েছে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত মুদ্রা মার্কিন ডলার (USD) নিজেই। যদিও আন্তর্জাতিক লেনদেন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং বৈশ্বিক বাণিজ্যে ডলারের ব্যবহার সর্বাধিক, তবুও বিনিময় হার বিচার করলে এটি বিশ্বের শক্তিশালী মুদ্রার তালিকায় শেষ স্থানে রয়েছে।
দেশে রেমিট্যান্সের জোয়ার: আগস্টে প্রথম ১২ দিনে আয় বাড়ল ৩৪ শতাংশ
চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনেই দেশে ১০৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে, যা স্থানীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৮৫৮ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের একই সময়ের (আগস্ট ২০২৪) তুলনায় এই রেমিট্যান্স আসার পরিমাণ প্রায় ৩৪ শতাংশ বেশি। বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন খান জানান, গত বছরের আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। সে তুলনায় এ বছর প্রায় ৩৩ কোটি ৩০ লাখ ডলার বা ৪ হাজার ৬৩ কোটি টাকা বেশি এসেছে।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত অর্থবছর (২০২৪-২৫) জুড়ে প্রবাসী আয় এসেছিল মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
এই সময়ের মধ্যে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। এর মধ্যে রয়েছে—রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। এছাড়া বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক এবং বিদেশি ব্যাংকের মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
নির্বাচনে কালো টাকার লাগাম টানতে চায় অর্থ মন্ত্রণালয়, কিন্তু বাধা রাজনীতিবিদরা: ড. সালেহউদ্দিন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে এবং এই নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। তবে এটি নির্ভর করবে রাজনীতিবিদদের সদিচ্ছার ওপর। বুধবার (১৩ আগস্ট) জাতীয় পেনশন কর্তৃপক্ষের 'ইউ পেনশন অ্যাপ' উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না। আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে।
সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে তিনি বলেন, স্কিমটি চালু হলেও এখনও চাকরিজীবী, শিক্ষকসহ সব পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন না। কেন এই অনীহা, সেটি খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, যদি স্কিমে কোনো ভুল বা ত্রুটি থাকে, তবে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে, সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে মানুষের মধ্যে আরও প্রচারের উদ্যোগ বাড়াতে হবে।
জানুন আজকের সোনার বাজারদর
বাংলাদেশের বাজারে আজ বুধবার স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সর্বশেষ সমন্বয়কৃত দামেই মূল্যবান ধাতুটি বিক্রি হচ্ছে। বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারিত আছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।
বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায়। বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
এর আগে গত ২৪ জুলাই বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা, ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা। নতুন দাম কার্যকর হয়েছিল ওই দিনের মধ্যেই।
এদিকে, স্বর্ণের দাম কিছুটা কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত ৪৫ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে। তুলনামূলকভাবে, ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।
-শরিফুল
পাঠকের মতামত:
- দেশের স্বর্ণের বাজার স্থিতিশীল, জানুন ভরি প্রতি দাম
- জানা গেল আসন্ন রমজানের সম্ভাব্য তারিখ
- ফেসবুক পোস্টে রনির বিরুদ্ধে জুলকারনাইন সায়েরের ক্ষোভ
- আওয়ামী লীগের দাতা থেকে দুর্নীতির খেলোয়াড়: কনস্টেবল খালেক
- আল-আকসায় তৃতীয় মন্দির নির্মাণের ঘোষণা ইসরায়েলের
- দেশের যে সাত অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, সঙ্গে বৃষ্টি-বজ্রবৃষ্টি
- বায়তুল মোকাররমে সমাবেশে চরমোনাই পীরের হুঁশিয়ারি
- অন্তর্বর্তী সরকারের কাছে নতুন দাবি জামায়াতের
- মীর হেলালের বক্তব্যে তারেক রহমানের বার্তা
- হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- ইসরায়েলের হামলার কঠোর জবাব:গাজা সীমান্তে মিসরের নজিরবিহীন সেনা মোতায়েন
- বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা উন্মুক্ত করল মালয়েশিয়া
- ২০২৬ সালের রমজান: তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা
- জামায়াতের সংস্কার চাওয়া হাস্যকর: বললেন হাবিব উন নবী খান সোহেল
- আগামী কয়েকদিনের মধ্যে অদ্ভুত এক ঘটনা ঘটতে যাচ্ছে: মেজর (অব.) হাফিজ
- ‘সন্ত্রাস ও চাঁদাবাজির জন্য অস্ত্র তৈরি’: পাবনার চাতরা বিলে কারখানার সন্ধান
- জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন: তারেক রহমান
- ভারত মহাসাগরে চীনের নতুন চাল: পাকিস্তানকে উন্নত সাবমেরিন সরবরাহ
- ব্যাটারির আয়ু বাঁচাতে এই বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: অডিওতে ফাঁস বিএনপি নেতার কাণ্ড
- প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনের নাদিন আইয়ুব
- বিজিবির অভিযানে জব্দ ২ লাখ ঘনফুট কালোপাথর, পাচারের চেষ্টা ব্যর্থ
- মাইলস্টোনের নিহত শিক্ষকরা চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা
- ওরা আমাদের সন্তানের বয়সী,বড় হলে লজ্জিত হবে: কটূক্তির জবাবে সেনাপ্রধান
- বিসিবির দুর্নীতি দমনে নতুন পরামর্শক অ্যালেক্স মার্শাল, দায়িত্ব নিয়েই হুঙ্কার
- পারমাণবিক কর্মসূচি বাড়াবে উত্তর কোরিয়া, হুমকি কিমের
- পিআর পদ্ধতি নয়, চাই দ্রুত নির্বাচন’: মির্জা ফখরুল
- জাল টাকার শিকার রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাসের ভালোবাসার পরশ
- জুলাইয়ের হত্যা মামলায় আসামির জামিন,আইন মন্ত্রণালয়ের দায় নেই: আসিফ নজরুল
- গুলিবর্ষণের নির্দেশদাতা: সাভারের সাবেক ইউএনও এখন রাজাপুরের ইউএনও
- কানাডার মন্ট্রিয়েলে ফোবানা সম্মেলনে মঞ্চ মাতাবেন জায়েদ খান
- ড. ইউনূসের সরকারের কাছে এটা আশা করি না: মব জাস্টিস নিয়ে রিজভীর ক্ষোভ
- ট্রাম্পের কারণে প্রতিজ্ঞা ভাঙলেন জেলেনস্কি, সামরিক পোশাক ছেড়ে পরলেন স্যুট
- দুদকের জালে এনবিআরের ১৭ কর্মকর্তা: চাওয়া হলো সম্পদ বিবরণী
- প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট: শিবিরের প্যানেলের ক্ষোভ
- এনসিপি’র শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, জিএস প্রার্থী মাহিন সরকারের বহিষ্কার
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- ১৯ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার
- ১৯ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল
- পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন প্রদানের রেকর্ড ডেট ঘোষণা
- ডিএসই ঘোষণা: ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে লেনদেন বিরতি
- স্বামী-স্ত্রীর প্রকাশ্য মারামারির ভাইরাল ভিডিও নিয়ে জানা গেল চাঞ্চল্যকর ঘটনা
- লিভার ডিটক্স পণ্য আসলেই কতটা কার্যকর? চিকিৎসক ও বিশেষজ্ঞদের সতর্কবার্তা
- এক ফ্যান-দুটি বাতির ব্যবহার, বিদ্যুৎ বিল ১ লাখ ৬৭ হাজার টাকা!
- স্বামীর পরকীয়ার প্রতিবাদে স্ত্রীর কান ছিঁড়ে দিল স্বামী
- শূন্যপদ আর অনিয়মে জর্জরিত শিক্ষা খাত, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী
- এনা পরিবহন কেলেঙ্কারি ও ভিডিও কাণ্ডে বিতর্কে বিএফআইইউ প্রধান
- শেকলবন্দি বাপ্পীর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
- তারেক রহমান–বাবর খালাস রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
- শেখ মুজিব: দেবতা, ভিলেন নাকি রাজনৈতিক ট্রাজেডির নায়ক?
- ১৪ আগস্ট ব্লক মার্কেটে বড় চুক্তি
- ৮১ বছরে বেগম খালেদা জিয়া: গণতন্ত্রের আপোষহীন কণ্ঠস্বর ও রাজনৈতিক উত্তরাধিকার
- দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ গড়ল মুক্তির আগে রেকর্ড
- চূড়ান্ত বিপ্লবের পথে: চিন্তার পুনর্গঠন ও আত্মার জাগরণ
- ১৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার
- ১৪ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার
- আজকের শেয়ারদামে এগিয়ে ১০টি কোম্পানির তালিকা বিশ্লেষণ
- জানে আলম অপুর ভাইরাল ভিডিও নিয়ে রহস্য, কেন ইশরাকের বিরুদ্ধে অভিযোগ?
- শিক্ষকদের আলটিমেটাম: জাতীয়করণের দাবিতে আন্দোলনে নতুন মোড়
- আজানের পর দরুদ ও বিশেষ দোয়া: হাদিসে ক্ষমা ও সুপারিশের সুসংবাদ
- "যারা এখনও হলে সিট পাননি, তারা যেন তার সঙ্গে যোগাযোগ করেন"
- ৪০০ কোটি টাকার বাজেট, ৬ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি ‘ওয়ার ২’
- বিচার-সংস্কার ছাড়া নির্বাচন পুরোনো সংকট ডেকে আনবে: ইউনূস