‘ক্রাশের’ স্বামীকে হত্যা করতে গুগলের সাহায্য নিয়ে বোমা বানালেন প্রেমিক!

ভারতের ছত্তিশগড়ে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক প্রেমিক তার 'ক্রাশের' স্বামীকে হত্যা করার জন্য একটি মিউজিক সিস্টেমের মধ্যে বিস্ফোরক বোমা ভরে পার্সেল হিসেবে পাঠান।
পুলিশের তদন্তে জানা গেছে, ঘটনার পেছনে রয়েছে খয়রাগড় গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি বিনয় বর্মা। তিনি গুগল সার্চের মাধ্যমে মিউজিক সিস্টেমে বোমা সেট করেছিলেন। তার পরিকল্পনা ছিল আফসার খানের জীবন শেষ করে নিজের পছন্দের নারীকে আপন করে নেওয়া।
ঘটনার দিন আফসার খান নামে ওই ব্যক্তির কাছে একটি বড় পার্সেল আসে। পার্সেলের পোস্ট অফিসের লোগো দেখে তার সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে মিউজিক সিস্টেমটি খুলে দেখে স্পিকারের ভেতরে প্রায় ২ কেজি বিস্ফোরক রয়েছে, যা বিদ্যুতের সংযোগ মাত্রই বিস্ফোরিত হতে পারত।
পুলিশ এই ষড়যন্ত্রে যুক্ত আরও ছয়জনকে আটক করেছে এবং এর মাধ্যমে একটি অবৈধ বিস্ফোরক পাচার চক্রের তথ্যও উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, তদন্তকারীরা এখনো যাচাই করছেন এর পেছনে আরও বড় কোনো চক্র আছে কি না।
গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সৌদি আরব
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তাবিষয়ক সংস্থা আইপিসি। এর মধ্যেই ইসরায়েলি বাহিনী সেখানে বড় ধরনের হামলা শুরু করেছে। এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সৌদি আরব।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গাজায় ইচ্ছাকৃতভাবে খাদ্যাভাব তৈরির নিন্দা এবং দুর্ভিক্ষের মধ্যে নতুন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব একটি বিবৃতি দিয়েছে। শুক্রবার (২২ আগস্ট) এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজা উপত্যকায় আইপিসি’র প্রতিবেদন এবং দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পর সৌদি আরব গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা অসহায় বেসামরিক নাগরিকদের উপর সংঘটিত গণহত্যার অপরাধের নিন্দা জানায় সৌদি। তারা মনে করে, গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় ইসরায়েলি দখলদারদের দ্বারা বারবার সংঘটিত অপরাধের জন্য প্রতিরোধ ও জবাবদিহিতা ব্যবস্থার অনুপস্থিতির সরাসরি ফলাফল। দুর্ভিক্ষ বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা-অপরাধ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত।
আইপিসি জানিয়েছে, গাজা গভর্নরেটের মানুষ খাদ্যের অভাবে ভুগছেন। সংস্থাটি খাদ্য সংকটের মানদণ্ডে গাজার শহরকে ‘পঞ্চম ধাপে’ উন্নীত করেছে, যা খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ। এর অর্থ গাজা শহর ও আশপাশের এলাকার মানুষ এখন অনাহারে এবং চরম দারিদ্র্যে ভুগছেন।
আইপিসি সতর্ক করেছে, সেপ্টেম্বরের শেষের দিকে দেইর এল-বালাহ এবং খান ইউনিস শহরেও দুর্ভিক্ষ শুরু হতে পারে। সেক্ষেত্রে গাজাজুড়ে প্রায় ৫ লাখের বেশি মানুষ সরাসরি দুর্ভিক্ষের কবলে পড়বেন।
/আশিক
গাজায় ইসরাইলের হামলা বৃদ্ধি, গত একদিনে আরও ৭১ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা বাড়িয়েছে ইসরাইল। গত একদিনে আরও অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত এবং ২৫১ জন আহত হয়েছেন। এদের মধ্যে গাজা সিটিতেই ৩৭ জন নিহত হয়েছেন, যেখানে ইসরাইল ভয়াবহ হামলার পরিকল্পনা করছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
আল-জাজিরার একটি ভিডিওতে দেখা যায়, শেখ রাদওয়ানের একটি স্কুল ভবনের ওপর একটি ইসরাইলি কোয়াডকপ্টার উড়ছে। ওই স্কুলে অনেক ফিলিস্তিনি তাদের অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিল। এরপর কোয়াডকপ্টারটি একটি বিস্ফোরক ফেললে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহারে ও অপুষ্টিতে নতুন করে দুজন মারা গেছেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে। এর ফলে দুর্ভিক্ষ-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭৩ হয়েছে, যার মধ্যে ১১২ জন শিশু।
মন্ত্রণালয় আরও জানায়, ১৮ মার্চ থেকে ইসরাইল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে তাদের সামরিক অভিযান পুনরায় শুরু করার পর থেকে ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৫ হাজার ৩২৪ জন আহত হয়েছেন।
এদিকে, ইসরাইলি বাহিনী মানবিক সহায়তা নিতে আসা বেসামরিক নাগরিকদের ওপরও হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় এমন হামলায় ২৪ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছেন।
/আশিক
বিএসএফের হাতে বিজিবি সদস্য আটক
ভারত দাবি করেছে যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্যকে তাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আটক করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সেপাহিজলা জেলায়। আটক হওয়া বিজিবি সদস্যের নাম মোহাম্মদ মিরাজ ইসলাম, যিনি ব্রাহ্মণবাড়িয়ার মাদলা এলাকায় দায়িত্ব পালনরত বিজিবি-র ৬০তম ব্যাটালিয়নের কর্মকর্তা।
প্রাপ্ত তথ্যে জানা যায়, মিরাজ অপর এক বিজিবি সদস্যকে সঙ্গে নিয়ে সীমান্তের ১৩৬-১৩৭ নম্বর গেট অতিক্রম করে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা একটি চা-বাগানে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা ঘটনাটি টের পেয়ে দ্রুত সেখানে পৌঁছায়। এ সময় বিএসএফ মিরাজকে আটক করে, যদিও তার সঙ্গে থাকা আরেক সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ফিরে যেতে সক্ষম হন।
বিএসএফ সূত্র জানিয়েছে, আটককৃত মিরাজ অস্ত্রসজ্জিত ছিলেন এবং বর্তমানে তাকে ত্রিপুরার কামঠানা বিএসএফ ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কার্যকলাপ এবং উদ্দেশ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
ঘটনার পর থেকে উভয় দেশের সীমান্ত কমান্ডারদের মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। ইতোমধ্যেই টেলিফোনে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে এবং আশা করা হচ্ছে, আজ শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে এ পরিস্থিতি কূটনৈতিকভাবে মীমাংসা হতে পারে।
-রাফসান
গাজা শহর দখলের চূড়ান্ত নির্দেশ নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা শহর দখল অভিযানের জন্য চূড়ান্ত অনুমোদনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। দীর্ঘ প্রায় দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর তিনি সেনাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, গাজার কেন্দ্রে প্রবেশ ও নিয়ন্ত্রণের জন্য পূর্ণমাত্রার অভিযান চালানো হবে। নেতানিয়াহু একই সঙ্গে জানিয়েছেন, ইসরায়েলের হাতে বন্দি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে এবং চলমান যুদ্ধের অবসান ঘটাতে হামাসের সঙ্গে পুনরায় আলোচনা শুরু হবে, তবে সেই আলোচনার প্রতিটি ধাপ নির্ধারিত হবে ইসরায়েলের শর্ত অনুযায়ী।
বৃহস্পতিবার গাজার সীমান্ত এলাকায় মোতায়েন সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেন যে গাজার কেন্দ্রস্থল দখলের পরিকল্পনা বাতিল হয়নি, বরং তা আগের মতোই বহাল রয়েছে। তিনি স্বীকার করেন, এই সামরিক অভিযান কার্যকর হলে গাজার প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন ও বাস্তুচ্যুত হতে পারে। শুধু তাই নয়, অসংখ্য ফিলিস্তিনি পরিবার তাদের শতাব্দী প্রাচীন বসতবাড়ি হারানোর ঝুঁকির মুখে পড়বে।
নেতানিয়াহু তাঁর ভাষণে বলেন, “আমরা এখন এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। এই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, কূটনৈতিক দিক থেকেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি নির্দেশ দিয়েছি যাতে বন্দি জিম্মিদের মুক্তির বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় এবং যুদ্ধের সমাপ্তি ঘটানোর প্রক্রিয়া শুরু হয়, তবে সবকিছুই ইসরায়েলের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের আলোকে হবে।”
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, নেতানিয়াহুর এই চূড়ান্ত অনুমোদনের ঘোষণার পর গাজা শহরে যে কোনো মুহূর্তে ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১০ দিনে ইসরায়েলি সেনারা গাজা সিটির আশপাশে তাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ট্যাঙ্ক ও সাঁজোয়া যান অগ্রসর হওয়ার ফলে গাজার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ফিলিস্তিনি আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে গৃহত্যাগ করেছে।
-রাফসান
‘বাংলায় কথা বলার’ কারণে বাংলাদেশি আখ্যা দিয়ে মারধর, শিকার ভারতীয় নাগরিক!
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ‘বাংলায় কথা বলার’ কারণে বাংলাদেশি আখ্যা দিয়ে দুই যুবককে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, কলকাতার সেলদাহ ব্রিজ এলাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে হেনস্তা করেন এক স্থানীয় দোকানদার। মোবাইল আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে গিয়ে দরদাম করার একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
অভিযোগ রয়েছে, দোকানদার তাদের ‘বাংলাদেশি’ বলে কটূক্তি করেন এবং হিন্দিতে কথা বলতে বলেন। এরপরই তিনি দুই শিক্ষার্থীকে মারধর করেন এবং ছুরি দিয়ে আঘাত করারও চেষ্টা করেন।
এর আগে ভারতের বিভিন্ন রাজ্যে—হরিয়ানা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ওড়িশা ও দিল্লির বিভিন্ন এলাকায়ও বাংলাভাষী নাগরিকদের বাংলাদেশি বলে হেনস্তার অভিযোগ উঠেছে। এমনকি দিল্লি পুলিশের এক সদস্য বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলেও মন্তব্য করেছিলেন।
এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। সাধারণ মানুষ বলছেন, নিজেদের মাতৃভাষায় কথা বলাটাই আজ অপরাধ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: ইত্তেফাক, নিউজডে
দুর্নীতির ফাঁদে ইমরান: সুপ্রিম কোর্টে জামিন পেলেন, তবুও মুক্তি মিলছে না
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে আটটি মামলায় জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে দুর্নীতি মামলায় চৌদ্দ বছরের সাজাপ্রাপ্ত থাকায় তিনি এখনই কারামুক্ত হতে পারছেন না।
বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। এর আগে লাহোর হাইকোর্ট জামিন আবেদন খারিজ করে দিলে ইমরান খান সুপ্রিম কোর্টে আবেদন করেন।
শুনানি চলাকালীন বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি বলেন, ৯ মে-এর ঘটনাবলীর নির্দেশ ইমরান খানই দিয়েছিলেন এবং এই আটটি মামলা সন্ত্রাসবিরোধী আদালতে বিচারাধীন। তবে রাষ্ট্রপক্ষ আদালতের কাছে সন্তোষজনক কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারায় শেষ পর্যন্ত ইমরান খান জামিন পান।
ইমরান খানের আইনজীবী সালমান সফদার যুক্তি উপস্থাপন করে বলেন, এই আটটি মামলার মধ্যে পাঁচটিতে তার মক্কেলের নাম নেই।
প্রসঙ্গত, ইমরান খানের বিরুদ্ধে তোশাখানার দুটি মামলা রয়েছে। তার আইনজীবীরা ১৯০ মিলিয়ন পাউন্ড মামলার রায়কে ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন।
/আশিক
ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা
ইউক্রেনে গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে রাশিয়া। দেশটির সামরিক বাহিনী এই হামলায় ব্যবহার করেছে ৫৭৪টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র। আক্রমণে পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে একজন নিহত হয়েছেন এবং দক্ষিণ-পশ্চিমের ট্রান্সকারপাথিয়া অঞ্চলে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি নিউজ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমন ভয়াবহ হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামাতে নতুন কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছেন। এ প্রসঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা বলেছেন, এই ধ্বংসাত্মক হামলাগুলোই প্রমাণ করছে কেন যুদ্ধ বন্ধের জন্য দ্রুত উদ্যোগ নেওয়া এখন জরুরি।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে সেটা হবে কোনো নিরপেক্ষ ইউরোপীয় দেশে—যেমন সুইজারল্যান্ড বা অস্ট্রিয়ায়। তিনি ইস্তানবুলকেও সম্ভাব্য ভেন্যু হিসেবে রেখেছেন, তবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকের ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্পের মধ্যস্থতার কারণে এমন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জেলেনস্কি স্বীকার করেন।
ট্রাম্প সম্প্রতি আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করার পর সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। এতে যুদ্ধবিরতি সম্ভাবনা নিয়ে আশার সঞ্চার হয়।
ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাশিয়া সর্বমোট ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে ৫৭৭টি তারা প্রতিহত করতে সক্ষম হয়। জুলাই মাসের পর এটিই সবচেয়ে বড় আক্রমণ হিসেবে চিহ্নিত হয়েছে। সাধারণত রুশ হামলা পূর্বাঞ্চলে সীমাবদ্ধ থাকে, কিন্তু এবার তা পশ্চিমাঞ্চলেও বিস্তৃত হয়েছে।
২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেনের ডনবাস অঞ্চলের বড় একটি অংশ দখল করেছে। বর্তমানে দেশটি প্রায় এক-পঞ্চমাংশ ইউক্রেনীয় ভূখণ্ডের নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়াও অন্তর্ভুক্ত।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই হামলায় হাইপারসনিক, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইউক্রেনীয় বিমানবাহিনী বলেছে, বেশিরভাগ আক্রমণ রাশিয়ার পশ্চিমাঞ্চল এবং কৃষ্ণসাগর উপকূল থেকে চালানো হয়েছে, এছাড়া একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে দখলকৃত ক্রিমিয়া থেকেও।
লভিভ অঞ্চলে এক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি ২০টির বেশি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে একাধিক আবাসিক বাড়ি ও একটি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে ট্রান্সকারপাথিয়ার মুকাচেভো শহরে অবস্থিত মার্কিন ইলেকট্রনিকস কোম্পানির একটি কারখানায় হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ওই কারখানায় কফি মেশিনসহ বিভিন্ন গৃহস্থালী পণ্য উৎপাদন হতো।
জেলেনস্কি সাংবাদিকদের বলেন, রাশিয়া এখনো যুদ্ধ শেষ করার জন্য আন্তরিক আলোচনায় বসতে প্রস্তুত নয়। বিশেষ করে বুদাপেস্টকে আলোচনার ভেন্যু হিসেবে তিনি প্রত্যাখ্যান করেন, কারণ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। যদিও হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আলোচনার জন্য তাদের দেশ একটি নিরাপদ ও নিরপেক্ষ পরিবেশ দিতে প্রস্তুত।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও জানান, রাশিয়া দক্ষিণ ফ্রন্টে, বিশেষত জাপোরিঝঝিয়া অঞ্চলে সেনা সমাবেশ করছে। তার ভাষায়, “আমরা দেখতে পাচ্ছি তারা কুর্স্ক দিক থেকে সেনা সরিয়ে এনে জাপোরিঝঝিয়ায় পাঠাচ্ছে।”
অন্যদিকে ইউক্রেন দাবি করেছে, তাদের সেনারা পাল্টা হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এছাড়া দখলকৃত দোনেৎস্ক শহরে রুশ ড্রোনের গুদাম এবং অন্যান্য সামরিক স্থাপনায়ও আঘাত হানা হয়েছে।
-রফিক
মালয়েশিয়ায় অভিযানে ৯৪ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৃথক দুই অভিযানে মোট ৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত এবং পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।
তিনি জানান, সোমবার প্রথম অভিযান পরিচালিত হয় সেলাঙ্গরের কাজাং এলাকার বন্দর সুঙ্গাই লং-এর একটি বিনোদন পার্কে। দুই সপ্তাহের ধারাবাহিক নজরদারির পর দুপুর ১টা ৪০ মিনিটে অভিযানটি শুরু হয়। এ সময় মোট ১২৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যাদের মধ্যে ছিলেন ৫২ জন বিদেশি নাগরিক ও ৭১ জন স্থানীয়। যাচাই-বাছাই শেষে ৪৬ জনকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে আটক করা হয়।
প্রথম অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৩১ জন পুরুষ, মিয়ানমারের ৯ জন নারী, ইন্দোনেশিয়ার ২ জন পুরুষ, বাংলাদেশের ৩ জন পুরুষ এবং থাইল্যান্ডের একজন নারী। আটককৃত সবাইকে তদন্তের স্বার্থে বেরানং-এর মিলেনিয়াম ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।
এরপর মঙ্গলবার সকালে দ্বিতীয় অভিযান পরিচালিত হয় সেলাঙ্গরের বালাকং এলাকার একটি শিল্প কারখানা এবং পুচং-এর একটি সুপারমার্কেটে। সকাল ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়া এ অভিযানে ৬৪ জনকে প্রাথমিকভাবে যাচাই করা হয়। সেখান থেকে ৪৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এদের বয়স ১৮ থেকে ৪৯ বছরের মধ্যে এবং তারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, ভারত ও পাকিস্তানের নাগরিক।
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া জানান, অভিযানের সময় অনেক অবৈধ অভিবাসী পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, কর্মকর্তারা সতর্ক অবস্থানে থেকে তাদের আটক করতে সক্ষম হন। তিনি বলেন, শুধুমাত্র অভিবাসীদের বিরুদ্ধে নয়, বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগদাতাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(গ) ও ১৫(১)(গ) ধারা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(খ) ধারায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
দাতুক জাকারিয়া দৃঢ়ভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মালয়েশিয়া সরকার অবৈধভাবে অবস্থানকারী, ভিসা বা পাসের অপব্যবহারকারী এবং মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা অভিবাসীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে। একই সঙ্গে যেসব নিয়োগকর্তা অবৈধ অভিবাসীদের সহায়তা করছেন বা তাদের কর্মে নিযুক্ত করছেন, তারাও আইনের আওতায় আনা হবে।
-রফিক
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ও ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের মধ্যে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান তিনি।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, সংস্কৃতি ও জীবনাচরণের দিক থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের মধ্যে অনেক মিল রয়েছে, যা বাণিজ্য সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বাজারে পাকিস্তানের তৈরি টেক্সটাইল ও জুয়েলারি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তাসকীন আহমেদ দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ের মাধ্যমে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে সরাসরি বিমান ও কার্গো যোগাযোগ চালুর ওপর জোর দেন।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ওপর নির্ভরশীল। তাই রপ্তানি বহুমুখীকরণ জরুরি হয়ে পড়েছে। তিনি জানান, বর্তমানে ইউরোপ, কানাডা ও যুক্তরাষ্ট্রে পুনঃব্যবহারযোগ্য নতুন ডিজাইনের পোশাকের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে দুই দেশের উদ্যোক্তারা যদি যৌথভাবে কাজ করে, তবে আন্তর্জাতিক বাজারে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, পূর্ব আফ্রিকা ও মধ্য এশিয়ার উদীয়মান বাজারে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করলে রপ্তানির পরিধি বাড়ানো সম্ভব। এ ছাড়া পাকিস্তান সিমেন্ট, চিনি, পাদুকা ও চামড়াজাত শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যেখান থেকে বাংলাদেশ সহজেই পণ্য আমদানি করতে পারে। অপরদিকে, বাংলাদেশের ওষুধ শিল্প পাকিস্তানের বাজারে কার্যকর অবদান রাখতে সক্ষম।
কৃষি খাত প্রসঙ্গে জাম কামাল খান বলেন, নতুন প্রযুক্তি ও মূল্য সংযোজনের মাধ্যমে বৈশ্বিক বাজারে বাংলাদেশ ও পাকিস্তান উভয়ের রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি করা যেতে পারে। তিনি জানান, শিগগিরই বাংলাদেশে পাকিস্তানের একক প্রদর্শনী (সিঙ্গেল কান্ট্রি এক্সিবিশন) আয়োজন করা হবে। এর মাধ্যমে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং পারস্পরিক বাণিজ্যিক কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে।
সাক্ষাৎকালে বাংলাদেশের জন্য নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যরা এবং পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-শরিফুল
পাঠকের মতামত:
- ‘ক্রাশের’ স্বামীকে হত্যা করতে গুগলের সাহায্য নিয়ে বোমা বানালেন প্রেমিক!
- ‘সীমিত আয়ের মানুষ খাবেটা কী?’: ইলিশের পর পটোলের দামও আকাশছোঁয়া
- সামিট গ্রুপ: কালো টাকা সাদা করার আন্তর্জাতিক কৌশল
- গভীর সংকটে দেশের ব্যাংক খাত: মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ
- গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সৌদি আরব
- টিভিতে আজকের খেলা: এক নজরে ক্রিকেট ও ফুটবলের সূচি
- দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, অতি ভারি বর্ষণেরও সম্ভাবনা
- দেশের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি: চরমোনাই পীর
- গাজায় ইসরাইলের হামলা বৃদ্ধি, গত একদিনে আরও ৭১ ফিলিস্তিনি নিহত
- মেঘনার বুকে ভেসে উঠল নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের লাশ, স্তব্ধ পরিবার-সহকর্মীরা
- শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করল অন্তর্বর্তী সরকার
- আওয়ামী লীগ থেকে একসঙ্গে ৮ নেতার পদত্যাগ
- সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য সুখবর!
- ইছাপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে জয়ী মাহফুজ আলমের বাবা
- বিএসএফের হাতে বিজিবি সদস্য আটক
- বাউফলে এএসপির বাসায় চাঁদাবাজি, যুবলীগ নেতা গ্রেপ্তার
- রাজধানীর বাজারে সবজির আগুন, খালি হাতে ফিরছেন অনেকে
- জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলনের উদ্যোগে ইউনূস
- গাজা শহর দখলের চূড়ান্ত নির্দেশ নেতানিয়াহুর
- আগে গণপরিষদ নির্বাচন ও সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার হোসেন
- বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা: বাড়ল ৫০ মিলিয়ন ডলার
- আমার ছেলেকে ভালোবাসবেন: আরিয়ানের প্রথম কাজ নিয়ে শাহরুখ
- দলের টানা হারে অস্ট্রেলিয়া সফরে টাইগার যুবাদের স্বপ্নভঙ্গ
- ‘বাংলায় কথা বলার’ কারণে বাংলাদেশি আখ্যা দিয়ে মারধর, শিকার ভারতীয় নাগরিক!
- জামায়াতের দাবি না মানলে নির্বাচন হবে না’: হামিদুর রহমান আযাদ
- পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযুক্ত নয়: তারেক রহমান
- পাথর লুটে আমাদের কোনো কর্মীও জড়িত নয়, দুদককে ক্ষমা চাইতে হবে’: জামায়াত
- দুর্নীতির ফাঁদে ইমরান: সুপ্রিম কোর্টে জামিন পেলেন, তবুও মুক্তি মিলছে না
- একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
- আবারও খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট, পানিবন্দি ২০ হাজার
- ফেব্রুয়ারিতে নির্বাচন, এরপর কোনো পদে থাকব না: ড. মুহাম্মদ ইউনূস
- পাথর লুটে জড়িত ৫২ জনের নাম প্রকাশ:তালিকায় রাজনৈতিক দল ও প্রশাসনের নাম
- ক্ষুধার্ত দেশে উপদেষ্টাদের হাঁসের মাংস বিলাস কষ্ট দেয়: বিএনপি নেতা আলাল
- ডাকসু নির্বাচনে ভিপি পদে উমামার প্রতিদ্বন্দ্বিতা
- ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা
- বিগত সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা চুক্তির মাধ্যমে পেয়েছিল অবৈধ সুবিধা
- এবার ভিসা ছাড়াই যাবেন পাকিস্তানে
- মালয়েশিয়ায় অভিযানে ৯৪ অবৈধ অভিবাসী আটক
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান
- দুদক মামলায় খালাস বিএনপি নেতা সেলিম ভূঁইয়া
- ২১ আগস্ট পর্যন্ত শেয়ারবাজারে সাপ্তাহিক বাজার বিশ্লেষণ
- ২১ আগস্ট ২০২৫ আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ২১ আগস্ট শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ আগস্ট শেয়ারবাজারে শীর্ষ দশ গেইনার
- অর্ধেক ঋণই ঝুঁকিপূর্ণ: বাংলাদেশের ব্যাংক খাতের নতুন রিপোর্টে ভয়াবহ চিত্র
- শেয়ারবাজারে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের সর্বশেষ দর-বদলের চিত্র
- পিআর পদ্ধতি ভয়ংকর, ইসরায়েলের গাজা যুদ্ধ এর ফল: ড. বদিউল আলম মজুমদার
- মব হামলা ইতিহাসের ওপর আক্রমণ: আইনজীবী সারা হোসেন
- রহিমা ফুডসের শেয়ার মালিকানা বদল
- আধুনিক দাম্পত্যের জটিলতাকে মজাদার ভঙ্গিতে উপস্থাপন: ‘স্প্লিটসভিল’
- ইরাকে আলেমের চমক: কোরআনের আয়াতেই মুহূর্তে সুস্থ হচ্ছেন রোগীরা
- ফেসবুক পোস্টে রনির বিরুদ্ধে জুলকারনাইন সায়েরের ক্ষোভ
- একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ হলো,যেভাবে দেখবেন
- ১৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- বক্স অফিস রিপোর্ট: ‘কুলি’র বাজিমাত, পিছিয়ে ‘ওয়ার ২’, আর ‘ধূমকেতু’র রেকর্ড
- গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে (জিসিএ) এর বার্ষিক পিকনিক প্রাণের মিলনমেলা অনুষ্ঠিত
- আল্লাহ আমাকে পাকিস্তানের অভিভাবক বানিয়েছেন,প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা নেই: মুনির
- গুজবের পর্দা ফাঁস: তারকাদের টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে পোস্ট? জানা গেল আসল সত্য
- আলবার্ট আইনস্টাইনের শেষ মুহূর্ত: এক ছবিতে ধরা পড়ল এক যুগের অবসান
- আখেরি চাহার শোম্বা: সফর মাসের শেষ বুধবারের ইতিহাস ও তাৎপর্য
- দেশের স্বর্ণের বাজার স্থিতিশীল, জানুন ভরি প্রতি দাম
- শেয়ারবাজারে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের সর্বশেষ দর-বদলের চিত্র
- জিআইবি জানালো আইপিও অর্থ ব্যবহারে প্রতিবন্ধকতার কারণ
- রহিমা ফুডসের শেয়ার মালিকানা বদল
- খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন