ফেসবুক পোস্টে রনির বিরুদ্ধে জুলকারনাইন সায়েরের ক্ষোভ

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনিকে তীব্র সমালোচনা করে তাকে ‘পল্টিবাজ’ আখ্যায়িত করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন, যা দ্রুতই নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দেয়।
জুলকারনাইন সায়ের লিখেছেন, মৃত মা-বাবাকে নিয়ে নোংরা ও কুরুচিপূর্ণ মন্তব্য করা অত্যন্ত অমানবিক এবং সভ্য সমাজে অগ্রহণযোগ্য কাজ। তার নজরে আসে, গোলাম মাওলা রনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের মৃত মাকে নিয়ে অবমাননাকর একটি পোস্ট দিয়েছেন। শুধু তাই নয়, ওই পোস্টে রনি যে ছবি ব্যবহার করেছেন সেটি আসলে পাকিস্তানি অভিনেত্রী মারিয়াম ওয়াহিদের ছবি। এভাবে বিভ্রান্তি তৈরি করে মৃত ব্যক্তিকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করাকে তিনি একেবারেই নিন্দনীয় হিসেবে অভিহিত করেন।
তিনি রনির রাজনৈতিক অতীতের কথাও স্মরণ করিয়ে দেন। জুলকারনাইন সায়ের উল্লেখ করেন, রনি একসময় আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ২০১৩ সালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে মারধরের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তখনও তিনি একজন নির্বাচিত সংসদ সদস্যের পদে অধিষ্ঠিত ছিলেন। সাংবাদিক হিসেবে তিনি বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না, তবে রাজনৈতিক অঙ্গনে গোলাম মাওলা রনি বহুল পরিচিত একজন ‘পল্টিবাজ’ নামেই খ্যাত।
তার পোস্টে আরও বলা হয়, রাজনীতিতে থাকলে সমালোচনা হওয়াটা খুবই স্বাভাবিক। রাজনৈতিক ব্যক্তিত্বদের কার্যক্রম নিয়ে আলোচনা-সমালোচনা গণতান্ত্রিক চর্চার অংশ। কিন্তু সেই সমালোচনার জবাবে যদি কেউ মৃত মা-বাবাকে নিয়ে এত জঘন্য মন্তব্য করেন, তবে তা রাজনৈতিক নৈতিকতার চরম অবক্ষয়। তার ভাষায়, “আপনি যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত, আপনাকে নিয়ে সমালোচনা হবেই। কিন্তু সেই সমালোচনার প্রতিক্রিয়ায় মৃত ব্যক্তিকে টেনে এনে গালাগাল করা মানসিক দারিদ্র্যের পরিচায়ক। যদি সত্যিই এমন মনোভাব থাকে তবে রাজনীতি ছেড়ে নিষিদ্ধ পল্লীর তত্ত্বাবধায়ক ধাঁচের কোনো কাজ করা হয়তো আপনার জন্য বেশি উপযুক্ত।”
জুলকারনাইন সায়েরের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত জীবনের মৃত মা-বাবাকে টেনে আনা শুধু অনৈতিকই নয়, এটি একটি জঘন্য দৃষ্টান্ত। ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে অসংখ্য ব্যবহারকারী মন্তব্য করেন, রাজনীতিতে ভিন্নমত থাকাটা স্বাভাবিক, কিন্তু মৃত ব্যক্তিকে নিয়ে কটূক্তি করা কোনোভাবেই সভ্য সমাজের আচরণ হতে পারে না।
-রাফসান
প্রেমিকা নাকি ষড়যন্ত্র? আদনানের 'অন্ধকার জগৎ' নিয়ে স্ত্রীর পোস্টের পর নাটকীয় ইউ-টার্ন!
আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি তার স্ত্রী সাবিকুন্নাহার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন, যেখানে তিনি আদনানের বিরুদ্ধে কলেজ জীবনের পুরোনো প্রেমিকার সাথে পুনরায় সম্পর্ক স্থাপনের গুরুতর অভিযোগ তোলেন।
স্ত্রীর অভিযোগ অনুযায়ী, আদনান জেরিন জেবিন নামক একজন এয়ার হোস্টেসের সাথে নিয়মিত চ্যাট, ফোনালাপ এবং লং ড্রাইভে সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, পোস্টে আরও অভিযোগ করা হয় যে, আদনানের পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কোর্সের আড়ালে নারী-পুরুষের অবাধ মেলামেশার সুযোগ করে দেওয়া হয়, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
এই অভিযোগের ঝড় ওঠার পরপরই আবু ত্বহা আদনান এক পোস্টে জানান যে তার মোবাইল ফোন চুরি হয়ে গেছে এবং সবাইকে বিভ্রান্তিমূলক তথ্য থেকে সতর্ক থাকতে বলেন।
তবে ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন তার স্ত্রী পরবর্তী একটি পোস্টে আগের অভিযোগগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, কিছু হিংসুক ও বিরোধী লোক তাকে বিভ্রান্ত করেছিল এবং তার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি আদনানের প্রতি নিজের সমর্থনও ব্যক্ত করেন।
এই ধারাবাহিক নাটকীয়তা—প্রথমে গুরুতর অভিযোগ, এরপর মোবাইল চুরির দাবি এবং সবশেষে স্ত্রীর ক্ষমা প্রার্থনা—আদনানের অনুসারী এবং সমালোচকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও আলোচনার জন্ম দিয়েছে।
সাকিবের পোস্টের পর ইলিয়াস হোসাইনের পরামর্শ: ‘সম্পত্তি ক্রোক করেন’
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করে লিখেছেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।” এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। ব্যবহারকারীদের ধারণা, ক্রীড়া উপদেষ্টার ইঙ্গিতটা সাকিব আল হাসানের দিকে।
সাকিবের পোস্ট ও প্রতিক্রিয়া
ক্রীড়া উপদেষ্টার স্ট্যাটাসটি যে সাকিব আল হাসান বুঝতে পেরেছেন, তা স্পষ্ট হয়েছে তার পাল্টা স্ট্যাটাসে। বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে সাকিব তার ফেসবুকে লিখেছেন:
“যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”
এই বিতর্কের সূত্রপাত হয় রাত ৯টার দিকে সাকিবের আরেকটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি গত বছর গণঅভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ইংরেজি অক্ষরে ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন, আপা।’
প্রবাসী সাংবাদিকের মন্তব্য
সাকিবের এই পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন এই বিতর্কে যোগ দিয়ে মন্তব্য করেন, “সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোক করেন, দেখেন সব সোজা হয়ে গেছে।” ইলিয়াস হোসাইনের এই পোস্টে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাও নানা মন্তব্য করছেন।
‘আমাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা হয়নি’: ডা. তাসনিম জারা
জাতিসংঘে স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার সমালোচনা শুরু হলে এর ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, তিনি কোনো সরকারি প্রোগ্রামে যোগ দেননি এবং তাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা করা হয়নি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ব্যাখ্যা দেন।
ভুয়া খবর ও সত্য ঘটনা
ডা. তাসনিম জারা বলেন, “গতকাল স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছি এমন একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকে প্রশ্ন করছেন, সেখানে শুধু আমাকে কেন দেখা গেল, অন্য দলের রাজনীতিবিদরা নেই কেন।” তিনি বলেন, “অভিযোগ এসেছে, হয়তো আমাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা হচ্ছে। এটি পরিষ্কার করা জরুরি।”
তিনি বলেন, “সংশ্লিষ্ট মানুষের সঙ্গে পেশাগতভাবে পরিচিত হওয়ার জন্য প্রতি বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় নানা ধরনের সাইড ইভেন্ট হয়। আমি খুঁজছিলাম, আমার অবসর সময়গুলো কিভাবে সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগানো যায়।”
তিনি জানান, মেডট্রনিক ল্যাবস ও ব্র্যাক মিলে বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে একটি আলোচনার আয়োজন করেছিল। এটি সরকারি কোনো অনুষ্ঠান ছিল না। যেহেতু এটি একটি ‘ইনভাইট-অনলি’ অনুষ্ঠান, তাই তিনি তার পূর্বপরিচিতদের সঙ্গে যোগাযোগ করে আমন্ত্রণ চান এবং সেই আমন্ত্রণেই অনুষ্ঠানে যান। তিনি বলেন, “সরকার থেকে আমাকে সেখানে পাঠানো হয়নি। হয়তো এই জন্যই দেখবেন, সরকারের প্রতিনিধিরা এক পাশে বসেছেন, আমাকে অন্য পাশে বসার জায়গা দেওয়া হয়েছে।”
সরাসরি মন্তব্য নয়, আলোচনায় অংশগ্রহণ
ডা. তাসনিম জারা আরও বলেন, “কিছু গণমাধ্যমে বলা হয়েছে, আমি সেখানে প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে ব্লুপ্রিন্ট দিয়েছি। এটি সঠিক নয়।” তিনি বলেন, সেশনটির টাইটেল ছিল ‘ব্লুপ্রিন্ট,’ যেখানে অন্যরা ‘কি নোট’ দিয়েছেন এবং তিনি শুধু মেডিকেল ডিভাইস, প্রযুক্তি ও ইনোভেশন নিয়ে একটি মন্তব্য করেছেন। এটিই একমাত্র অনুষ্ঠান নয়, যেখানে তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ নিয়ে অংশ নিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা নিখোঁজ, দাবি হাসনাতের
উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন।” তিনি বলেন, এই ঘটনা একই সঙ্গে চরম উদ্বেগজনক এবং ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে।
সরকার ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন
হাসনাত আব্দুল্লাহ বলেন, “যেখানে রাষ্ট্র ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “একই সঙ্গে, এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত। এই নীরবতা নতুন করে রাজনীতিতে পুরনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে।”
৮০ শতাংশ ব্যবহারকারী বঞ্চিত, জেনে নিন ফেসবুক মনিটাইজেশন পাওয়ার উপায়
ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বা ‘সোনার হরিণ’ সুবিধা পেতে এখনও অনেক ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ফেসবুক ব্যবহারকারীদের মাত্র ২০ শতাংশ এই সুবিধা পেয়েছেন, বাকি ৮০ শতাংশই এখনও পাচ্ছেন না। এর প্রধান কারণ হলো স্প্যাম এবং সেন্সিটিভ কনটেন্ট। ফেসবুকের নতুন আপডেটের ফলে এসব কনটেন্ট ব্যবহারকারী অনেক আইডি মনিটাইজেশন থেকে বঞ্চিত হচ্ছে।
মনিটাইজেশন পেতে যেসব পদক্ষেপ নেওয়া জরুরি
১. স্প্যাম থেকে বিরত থাকুন: ফেসবুকের মনিটাইজেশন পেতে হলে কপি-পেস্ট কমেন্ট করা বা অযথা ফলোয়ার বাড়ানোর জন্য মন্তব্য করা বন্ধ করতে হবে। এই ধরনের আচরণ মনিটাইজেশন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে।
২. সেন্সিটিভ কনটেন্ট সরান: আপনার ফেসবুক পেজে যেসব ভিডিও বা পোস্টে সেন্সিটিভ, সেক্সুয়াল বা ভুল তথ্য আছে, তা দ্রুত সরিয়ে ফেলুন। এই ধরনের কনটেন্ট থাকলে মনিটাইজেশন পাওয়া সম্ভব নয়।
৩. একাধিক ভিডিও ভাইরাল হওয়ার প্রয়োজন নেই: একটি ভিডিও যদি যথেষ্ট অ্যাঙ্গেজমেন্ট এবং ভিউ পায়, তবে তা মনিটাইজেশন পেতে যথেষ্ট। ভিডিওর ধরন রিলস, লং ভিডিও, ছবি বা টেক্সট হতে পারে।
৪. ফেসবুকের গাইডলাইন মেনে চলুন: মনিটাইজেশনের জন্য ফেসবুকের গাইডলাইনগুলো ১০০ শতাংশ মেনে চলা বাধ্যতামূলক। ভিডিও এবং পোস্টে যা কিছু আপলোড করবেন, তা অবশ্যই গাইডলাইন অনুযায়ী হতে হবে।
৫. অ্যাঙ্গেজমেন্ট বাড়ান: ভিডিওতে ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলোয়ার বৃদ্ধির মাধ্যমে অ্যাঙ্গেজমেন্ট নিশ্চিত করতে হবে। বেশি অ্যাঙ্গেজমেন্ট থাকলে মনিটাইজেশন সহজ হয়।
৬. পরিকল্পিত কনটেন্ট তৈরি করুন: ভিডিও, ছবি, লেখা এবং স্টোরির মাধ্যমে নিয়মিত কনটেন্ট আপলোড করুন। পরিকল্পিত অ্যাঙ্গেজমেন্ট মনিটাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
একটি সফল ফেসবুক আইডি হলো সেটি, যেখানে কোনো স্প্যাম বা সেন্সিটিভ কনটেন্ট নেই এবং নিয়মিত ভালো অ্যাঙ্গেজমেন্ট আসে। এই ধাপগুলো অনুসরণ করলে ফেসবুক ব্যবহারকারীরা সহজেই কন্টেন্ট মনিটাইজেশন সুবিধা পেতে পারেন।
‘দাওয়াত পেলেও যেতাম না’: প্রধান উপদেষ্টার সফর নিয়ে রনির কড়া মন্তব্য
প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের যাওয়াটা বিতর্কিত বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তার দাবি, দাওয়াত পেলে এই সফরে তিনি যেতেন না। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন গোলাম মাওলা রনি।
‘রাষ্ট্রীয় প্রোগ্রামে রাজনীতির সম্পৃক্ততা ঠিক নয়’
উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে রনি বলেন, “বিষয়টি যদি সিরিয়াসলি বলি, তাহলে এটি বিতর্কিত। এই কাজটি উনাদের করা ঠিক হয়নি। কারণ জাতিসংঘের যে অধিবেশনটা এটা এবসলিউট রাষ্ট্রীয় প্রোগ্রাম। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই।”
এই সফরে দাওয়াত পেলে যেতেন না বলেও দাবি করেছেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, “আমাকে দাওয়াত দিলে আমি সেখানে যেতাম না। এখন অনেকে বলবেন তোমাকে তো দাওয়াতই দেয়নি। সেটা পরের ব্যাপার। বাস্টিং হলো যে আমি সেখানে যেতাম না।”
সফরসঙ্গী হওয়া রাজনৈতিক নেতারা
সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা।
এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি’র সদস্যসচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।
এটি দ্বিতীয় বিয়ে, আবদুল হান্নান মাসউদের আংটি বদল নিয়ে বিতর্ক
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে আংটি বদল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। দুজনের হাতে থাকা আংটির ছবি তারা নিজেরাই ফেসবুকে প্রকাশ করেছেন। তাদের এই পোস্টে অভিনন্দন জানিয়েছেন এনসিপি ও বাগছাসের একাধিক নেতা।
‘এটি তার দ্বিতীয় বিয়ে’
তবে আবদুল হান্নান মাসউদের এটি দ্বিতীয় বিয়ে বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তিনি তার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, মাসউদের প্রথম স্ত্রী নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন এবং তাদের মধ্যে বিচ্ছেদও হয়ে গিয়েছিল।
নির্ঝর তার পোস্টে লেখেন, “বন্ধু মাসউদ বিয়ে করেছে! এইডাও নিউজ! প্রথম বিয়ে করে ডিভোর্সও হইছিল, সেসব নিয়ে নিউজ তো করেননি!” নেটিজেনদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, “আপনাদের তথ্যের সীমা খুব সীমিত বলে নতুন করে জানলেন কেউ কেউ।” তিনি আরও লেখেন, “মাসউদ আগেরবারের মতো ভুল যেন না হয়! দ্বিতীয় বিয়ের অভিনন্দন!”
জনগণের আস্থা পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: রাশেদ খান
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং তাদের ওপর জনগণের অনাস্থা তৈরি হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
সরকারের প্রতি জনগণের অনাস্থা
রাশেদ খান বলেন, দেশের মানুষের মধ্যে একটি সংস্কারের আকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু সরকারের প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা কমে গেছে। গত এক বছরে এই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। তিনি উদাহরণ দিয়ে বলেন, “যেমন রাস্তায় বের হয়ে আপনি সঠিক সময়ে আসতে পারবেন না। প্রতিদিন কোনো না কোনো ইস্যুতে কোথাও না কোথাও আন্দোলন হচ্ছে, রাস্তা অবরোধ হচ্ছে।” তিনি আরও বলেন, “সারা দেশের অবস্থা নিয়ন্ত্রণহীন। এখন আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আসলেই কি সরকার আছে নাকি নেই।”
‘রাজনৈতিক কর্মীরা দেশ চালিয়েছে’
গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, গত বছরের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত তিন দিন দেশ খুব ভালোভাবে চলেছে। তিনি প্রশ্ন তোলেন, “সে সময় তো সরকার ছিল না, তাহলে কারা দেশ চালিয়েছে?” নিজেই এর উত্তর দিয়ে তিনি বলেন, “রাজনৈতিক কর্মীরা, রাজনীতিবিদরা দেশ চালিয়েছে।”
ডাকসু ভিপি সাদিক কায়েমকে নিয়ে জুলকারনাইন সায়েরের বার্তা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী শিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েমকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। একই সঙ্গে তিনি সাদিককে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে সাংবাদিক সায়ের তাঁর ফেসবুকে ইনফ্লুয়েন্সার সাদিকুর রহমান খানের একটি পুরনো পোস্ট শেয়ার করে সাদিক কায়েম সম্পর্কে নিজের অবস্থান প্রকাশ করেন।
নিজ পোস্টে তিনি লিখেছেন, “সাদিক তার নিজ যোগ্যতায় এতদূর এসেছে। আমি যখন তাকে ‘স্নেহের সাদিক’ বলে পরিচয় করিয়েছিলাম, তখন অনেকে কটু মন্তব্য করেছিলেন। কিন্তু আজ সাদিক প্রমাণ করেছে আমার কথাগুলো মোটেও অতিরঞ্জিত ছিল না। আমার সবার কাছে অনুরোধ, সাদিককে তার মতো থাকতে দিন। তোষামোদ বা অহেতুক স্তুতি কিংবা ব্যক্তিগত প্রয়োজনে তাকে ব্যবহার করবেন না। এতে তার আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে।”
শেয়ার করা পোস্টের ক্যাপশনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রদল–সমর্থিত আবিদুল ইসলাম খানকেও অভিনন্দন জানান। সায়ের লেখেন, “সাদিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ, তোমাকেও অনেক শুভেচ্ছা। তুমি নিজ যোগ্যতার পরিচয় দিয়েছো। তোমার বলিষ্ঠ কণ্ঠ ও নেতৃত্বের গুণ অটুট থাকুক—সেটাই কামনা করি। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোল।”
উল্লেখ্য, সায়েরের শেয়ার করা সেই পোস্টটি ছিল চলতি বছরের ২১ ফেব্রুয়ারির। তখনই তিনি প্রথমবারের মতো জুলাইয়ের গণঅভ্যুত্থানে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি হিসেবে সাদিক কায়েমের সক্রিয় ভূমিকার কথা প্রকাশ্যে আনেন। সেই সময় থেকেই সাদিককে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়।
-শরিফুল
পাঠকের মতামত:
- প্রেমিকা নাকি ষড়যন্ত্র? আদনানের 'অন্ধকার জগৎ' নিয়ে স্ত্রীর পোস্টের পর নাটকীয় ইউ-টার্ন!
- ১৯৭৪ সালের ১ টাকা এখনকার কত টাকার সমান?
- দাজ্জালের আগমন এবং ইহুদিদের তৃতীয় মন্দির প্রতিষ্ঠা: নেপথ্যে সেই ‘লাল গরু’র রহস্য
- প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে হত্যার হুমকি
- মোস্তফা সরয়ার ফারুকী: ‘আমি মুক্তি পাব এই কঠিন দায়িত্ব থেকে’
- ‘বোমাবর্ষণ বন্ধের’ ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের তীব্র হামলা
- আফ্রিকার হৃদয়ে পাথরের রাজ্য: জিম্বাবুয়ের প্রকৃতি, সংস্কৃতি ও আত্মার গল্প
- দেশের ১৭ অঞ্চলে রাত ১টা পর্যন্ত ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস
- চীন-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ড. ইউনূসের বার্তা
- পিরামিডের আসল রহস্য কি টেসলা জানতেন? এক হারানো প্রযুক্তির বিস্ময়কর কাহিনী
- ঘর পরিষ্কারে বেকিং সোডার ম্যাজিক! জেনে নিন ৩টি অসাধারণ ব্যবহার
- আওয়ামী লীগের কর্মকাণ্ডেই পিআরের বাতাস বইছে: সালাহউদ্দিন আহমদ
- ইসরায়েলের অবরোধ ভাঙতে একযোগে এগিয়ে যাচ্ছে ফ্রিডম ফ্লোটিলা
- বন্ধ নাক খুলতে নেজাল ড্রপ নয়, কাজে লাগান এই ৭ ঘরোয়া উপায়
- হাঙ্গেরি: ইউরোপের হৃদয়ে উচ্চশিক্ষার নতুন দুয়ার
- ইসলামী ব্যাংকের কর্মীদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
- সিঁড়ি ভাঙতে গেলেই বুক ধড়ফড়? কখন বুঝবেন এটি হৃদরোগের সংকেত?
- রমজান কবে? জ্যোতির্বিজ্ঞান সংস্থার পূর্বাভাসে মিলল সেই ইঙ্গিত
- শীতের আগে থেকেই যে ৫টি অভ্যাস পরিবর্তন করা জরুরি
- ঘৃতকুমারী বা অ্যালোভেরা: কাঁটাযুক্ত পাতার ভেতর লুকানো আরোগ্যের জেল
- ওমরাহ পালনে ১০টি নতুন নিয়ম: যা না মানলেই জরিমানা
- জাতিসংঘ মহাসচিবের উৎসাহ: হামাসের সেই ঘোষণায় কী আছে, যা শান্তি ফেরাতে পারে?
- পিআর আন্দোলনের দলগুলোর ২৪ সালের ভূমিকা কী ছিল?: সালাহউদ্দিন আহমদ
- পলিথিন নয়, সচিবালয়ে ঢুকতে হলে এবার লাগবে কাপড়ের ব্যাগ!
- ইসরায়েলের নাম টেনে ইরানে ৭ জনের মৃত্যুদণ্ড
- ইন্দোনেশিয়ায় স্কুল ধস: নিহতের সংখ্যা বেড়ে ১৪, নিখোঁজ আরও ৪৯
- আর্জেন্টিনায় তিন কিশোরী হত্যা: মূলহোতা পেরুতে আটক
- গাজা যুদ্ধের অবসানে আলোচনায় রাজি হামাস, ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ
- “গণতান্ত্রিক রূপান্তরে সারা বিশ্বের সমর্থন”—মির্জা ফখরুল
- “বিবেকের গর্জন”—গাজা ফ্লোটিলায় শহিদুল আলমকে প্রশংসা করলেন তারেক রহমান
- ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীদের অনশন
- সালাহউদ্দিন আহমদ: প্রার্থী বাছাইয়ের কাজ চলছে, শিগগিরই মাঠে নামবে একক প্রার্থী
- ভারত অস্বীকার করল খাগড়াছড়ি অস্থিরতায় জড়িত থাকার অভিযোগ
- শ্বাসরুদ্ধকর জয়: শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
- পৃথিবীর শেষ সীমান্ত: মহাসাগরের গহীনে অজানার খোঁজে
- বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আজ: টিভিতে কোথায়, অনলাইনে কীভাবে দেখবেন?
- মঙ্গলের কাছাকাছি ‘অদ্ভুত অতিথি’ ধূমকেতু: আজই পৃথিবী থেকে দেখার সেরা সুযোগ
- ল্যাপটপে পানি পড়লে কী করবেন? যে ৭টি কাজ ভুলেও করা উচিত নয়
- পেটে গ্যাস, কোষ্ঠকাঠিন্য? একটানা বসে থাকা নয়তো এর কারণ!
- নূহ (আ.)-এর প্রতি তার জাতির ৫টি অভিযোগের জবাব
- রাশিফল: ৩ অক্টোবর আপনার জীবনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা
- বিক্ষোভের মুখে পাকিস্তানশাসিত কাশ্মীর, বন্ধ মোবাইল ও ইন্টারনেট সেবা
- মিরপুরে মেট্রোরেলের পিলারের কাছে যাত্রীবাহী বাসে হামলা ও অগ্নিসংযোগ
- হাসিনাকে সমর্থন দেওয়ায় ভালো পরিবেশ নষ্ট হয়েছে : সাকিব প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা
- গাজাগামী শেষ ত্রাণবাহী নৌযানটিও ইসরায়েলের হাতে আটক
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুতির সার্বিক চিত্র ও টাইমলাইন
- মেথি কি সত্যিই ‘সুপারফুড’? বিজ্ঞান, উপকার, ঝুঁকি ও খাওয়ার সেরা সময়
- জেনে নিন ৩রা অক্টোবরের সেহরি, ইফতার ও নামাজের সময়
- কালো দাগকে অবহেলা নয়: জেনে নিন চোখের নিচের কালো দাগের স্বাস্থ্যঝুঁকি
- ম্যালেরিয়া: কারণ, লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও চিকিৎসা
- বার্লিন সম্মেলন ১৮৮৪–৮৫: আফ্রিকা বিভাজনের রাজনীতি, অর্থনীতি ও উত্তরাধিকার
- রসুনের গোপন শক্তি: এক কোয়া কি সত্যিই শরীরকে বদলে দিতে পারে?
- সর্ব রোগের ঔষধ কালিজিরা’র আদ্যপ্রান্ত: ঐতিহ্য, বিজ্ঞান, ব্যবহার ও সতর্কতা
- ম্যালেরিয়া: কারণ, লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও চিকিৎসা
- স্মার্টফোন থেকে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার ৩টি সহজ উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কমে যায় কেন? সমাধান জেনে নিন
- খাগড়াছড়ি-গুইমারায় সহিংসতা: সেনাবাহিনীর বিস্তারিত বিবৃতি প্রকাশ
- ডিএসইতে রবিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ডিএসইতে মঙ্গলবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- মেথি কি সত্যিই ‘সুপারফুড’? বিজ্ঞান, উপকার, ঝুঁকি ও খাওয়ার সেরা সময়
- শ্বাসরুদ্ধকর জয়: শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
- ডিএসইতে সোমবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ডিএসইতে রবিবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে সোমবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- বিয়ে করতে গিয়ে বিপত্তি: ‘প্রথম স্ত্রীর’ হাতে আটক ছাত্রলীগ নেতা