ফেসবুক পোস্টে রনির বিরুদ্ধে জুলকারনাইন সায়েরের ক্ষোভ

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২০ ০৮:৫৫:০৩
ফেসবুক পোস্টে রনির বিরুদ্ধে জুলকারনাইন সায়েরের ক্ষোভ
ছবিঃ সংগৃহীত

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনিকে তীব্র সমালোচনা করে তাকে ‘পল্টিবাজ’ আখ্যায়িত করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন, যা দ্রুতই নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

জুলকারনাইন সায়ের লিখেছেন, মৃত মা-বাবাকে নিয়ে নোংরা ও কুরুচিপূর্ণ মন্তব্য করা অত্যন্ত অমানবিক এবং সভ্য সমাজে অগ্রহণযোগ্য কাজ। তার নজরে আসে, গোলাম মাওলা রনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের মৃত মাকে নিয়ে অবমাননাকর একটি পোস্ট দিয়েছেন। শুধু তাই নয়, ওই পোস্টে রনি যে ছবি ব্যবহার করেছেন সেটি আসলে পাকিস্তানি অভিনেত্রী মারিয়াম ওয়াহিদের ছবি। এভাবে বিভ্রান্তি তৈরি করে মৃত ব্যক্তিকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করাকে তিনি একেবারেই নিন্দনীয় হিসেবে অভিহিত করেন।

তিনি রনির রাজনৈতিক অতীতের কথাও স্মরণ করিয়ে দেন। জুলকারনাইন সায়ের উল্লেখ করেন, রনি একসময় আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ২০১৩ সালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে মারধরের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তখনও তিনি একজন নির্বাচিত সংসদ সদস্যের পদে অধিষ্ঠিত ছিলেন। সাংবাদিক হিসেবে তিনি বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না, তবে রাজনৈতিক অঙ্গনে গোলাম মাওলা রনি বহুল পরিচিত একজন ‘পল্টিবাজ’ নামেই খ্যাত।

তার পোস্টে আরও বলা হয়, রাজনীতিতে থাকলে সমালোচনা হওয়াটা খুবই স্বাভাবিক। রাজনৈতিক ব্যক্তিত্বদের কার্যক্রম নিয়ে আলোচনা-সমালোচনা গণতান্ত্রিক চর্চার অংশ। কিন্তু সেই সমালোচনার জবাবে যদি কেউ মৃত মা-বাবাকে নিয়ে এত জঘন্য মন্তব্য করেন, তবে তা রাজনৈতিক নৈতিকতার চরম অবক্ষয়। তার ভাষায়, “আপনি যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত, আপনাকে নিয়ে সমালোচনা হবেই। কিন্তু সেই সমালোচনার প্রতিক্রিয়ায় মৃত ব্যক্তিকে টেনে এনে গালাগাল করা মানসিক দারিদ্র্যের পরিচায়ক। যদি সত্যিই এমন মনোভাব থাকে তবে রাজনীতি ছেড়ে নিষিদ্ধ পল্লীর তত্ত্বাবধায়ক ধাঁচের কোনো কাজ করা হয়তো আপনার জন্য বেশি উপযুক্ত।”

জুলকারনাইন সায়েরের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত জীবনের মৃত মা-বাবাকে টেনে আনা শুধু অনৈতিকই নয়, এটি একটি জঘন্য দৃষ্টান্ত। ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে অসংখ্য ব্যবহারকারী মন্তব্য করেন, রাজনীতিতে ভিন্নমত থাকাটা স্বাভাবিক, কিন্তু মৃত ব্যক্তিকে নিয়ে কটূক্তি করা কোনোভাবেই সভ্য সমাজের আচরণ হতে পারে না।

-রাফসান


‘মুজিব আমল ছিল স্বৈরতন্ত্রের অন্ধকার’: ইতিহাসের ভিন্ন চিত্র তুলে ধরলেন সায়ের

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ২১:২৭:৫০
‘মুজিব আমল ছিল স্বৈরতন্ত্রের অন্ধকার’: ইতিহাসের ভিন্ন চিত্র তুলে ধরলেন সায়ের
অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছবি : সংগৃহীত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের অভিযোগ করেছেন যে, ১৫ আগস্টের শ্রদ্ধা নিবেদনের আড়ালে একটি ভয়াবহ ষড়যন্ত্র হয়েছে। তিনি বলেন, এটি ছিল একটি ‘ওয়েল কো-অর্ডিনেটেড ক্যাম্পেইন’, যার উদ্দেশ্য ছিল জুলাই বিপ্লবের গণহত্যার বিষয়টি এড়িয়ে যাওয়া এবং আওয়ামী লীগের অপকর্ম আড়াল করা।

জুলকারনাইন সায়েরের মতে, ১৫ আগস্টের শ্রদ্ধা নিবেদনের বেশিরভাগ পোস্টই আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র, অর্থের বিনিময়ে কাজ করা বা বিজ্ঞাপন জগতের প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়ে করা হয়েছে। এই প্রচারণার মূল উদ্দেশ্য ছিল শেখ মুজিবকে এককভাবে মহিমান্বিত করা এবং আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের ‘অত্যাচার, হত্যাযজ্ঞ ও অপকর্ম’ থেকে জনগণের মনোযোগ সরিয়ে নেওয়া।

জুলকারনাইন সায়ের তার পোস্টে শেখ মুজিবের ১৯৭২-১৯৭৫ সালের শাসনকালের কঠোর সমালোচনা করে লেখেন, তার শাসন মুক্তিযুদ্ধের স্বপ্নকে ‘স্বৈরতন্ত্রের অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল’। তিনি রক্ষীবাহিনীর গঠন, প্রায় ৪০ হাজার মানুষকে হত্যা, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ১৫ লাখ মানুষের মৃত্যু এবং দুর্নীতির মতো বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭৫ সালের হত্যাকাণ্ড ছিল মুজিবের ব্যর্থতা ও দুঃশাসনের বিরুদ্ধে জমা হওয়া ক্ষোভের বিস্ফোরণ।

জুলকারনাইন সায়ের অভিযোগ করেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা একটি সুপরিকল্পিত প্রচারণার মাধ্যমে এই কাজটি করেছেন। তিনি বলেন, এই প্রচারণার অংশ হিসেবে এমন সেলিব্রেটিদের দিয়ে পোস্ট করানো হয়েছে যারা প্রকাশ্যে আওয়ামী লীগপন্থি নন, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। তিনি কয়েকটি নির্দিষ্ট নামও উল্লেখ করেন এবং অভিযোগ করেন যে, একটি নির্দিষ্ট ইউটিউবার ও সাংবাদিকের মাধ্যমে এই প্রচারণা পরিচালিত হয়েছে। তিনি সরকারকে এই ষড়যন্ত্রের গভীরে তদন্ত করার আহ্বান জানান।


ফেসবুকে বিনা খরচে রিচ বাড়াবেন যেভাবে: জেনে নিন ৫ সহজ কৌশল

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১৮:০৪:৪৬
ফেসবুকে বিনা খরচে রিচ বাড়াবেন যেভাবে: জেনে নিন ৫ সহজ কৌশল
প্রতীকী ছবি

ফেসবুকে এখন অনেক ব্যবহারকারী অভিযোগ করছেন যে তাদের পোস্ট আগের মতো মানুষের কাছে পৌঁছাচ্ছে না, অর্থাৎ ‘রিচ’ কমে যাচ্ছে। ফলে হতাশায় ভুগছেন কনটেন্ট নির্মাতা ও উদ্যোক্তারা। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক কৌশল জানা থাকলে কোনো খরচ ছাড়াই পোস্টের অর্গানিক রিচ বাড়ানো সম্ভব।

রিচ কমে যাওয়ার কারণ:

ব্যবহারকারীদের আগ্রহ কমে যাওয়া: ফেসবুক ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে এবং যদি কোনো নির্দিষ্ট ধরনের কনটেন্টে ব্যবহারকারী আগ্রহ না দেখায়, তবে সেই কনটেন্ট তাদের কাছে আর পৌঁছায় না।

সময়: পোস্ট করার সময়ের ওপরও রিচ নির্ভর করে। মধ্যরাতে বা যখন ব্যবহারকারী সক্রিয় কম থাকেন, তখন পোস্ট করলে স্বাভাবিকভাবেই রিচ কম হয়।

কনটেন্টের বৈচিত্র্যহীনতা: একই ধরনের পোস্ট বারবার করলে ব্যবহারকারীদের আগ্রহ কমে যায়।

ক্লিকবেইট ও স্প্যাম: ক্লিকবেইট বা স্প্যামধর্মী পোস্ট রিচ কমার একটি বড় কারণ। ফেসবুকের অ্যালগরিদম এসব সহজেই ধরে ফেলে।

বিনা খরচে রিচ বাড়ানোর ৫ কৌশল

১. মানবিক দিক রাখুন: শুধুমাত্র তথ্য না দিয়ে কনটেন্টে ব্যক্তিগত অভিজ্ঞতা, ছোট গল্প বা অনুপ্রেরণামূলক বিষয় তুলে ধরুন।

২. কনটেন্টে বৈচিত্র্য আনুন: নিয়মিত ছবি, ভিডিও, রিল ও ইনফোগ্রাফিক্স ব্যবহার করুন। প্রশ্ন করে ব্যবহারকারীদের সঙ্গে আলাপচারিতা বাড়ানোর চেষ্টা করুন।

৩. ক্লিকবেইট থেকে দূরে থাকুন: এমন কোনো কিছু পোস্ট করবেন না যা শুধু ক্লিক বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে।

৪. ডেটা বিশ্লেষণ করুন: নিয়মিত ফেসবুক ইনসাইট পর্যবেক্ষণ করে কোন সময়ে পোস্ট দিলে বেশি রিচ পাওয়া যায়, তা বোঝার চেষ্টা করুন।

৫. নিয়মিত সক্রিয় থাকুন: শুধু নিজের কনটেন্ট পোস্ট না করে অন্যদের পোস্টে কমেন্ট ও শেয়ার করে সক্রিয়তা বাড়ান।

সূত্র : এইসময়


ইরাকে আলেমের চমক: কোরআনের আয়াতেই মুহূর্তে সুস্থ হচ্ছেন রোগীরা

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ০৯:০৪:৪৯
ইরাকে আলেমের চমক: কোরআনের আয়াতেই মুহূর্তে সুস্থ হচ্ছেন রোগীরা
ছবি: সংগৃহীত

ইরাকের কুর্দিস্তানের একজন আলেম, ড. মালা আলি কুর্দিস্তানি, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাক ও শ্রবণপ্রতিবন্ধীসহ বিভিন্ন রোগীকে সুস্থ করছেন—এমন কিছু ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওগুলো দেখছেন এবং একে ‘কোরআনের অলৌকিক শক্তি’ হিসেবে আখ্যা দিয়ে নিজেদের বিশ্বাস ও প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

ভিডিও ক্লিপগুলোতে দেখা যায়, ড. কুর্দিস্তানি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে রোগীদের চিকিৎসা করছেন। একটি ভিডিওতে তিনি একজন বাকপ্রতিবন্ধী নারীর মুখে হাত রেখে কোরআনের আয়াত তেলাওয়াত করছেন এবং কিছুক্ষণ পরেই ওই নারী কথা বলার চেষ্টা করছেন। অন্য একটি দৃশ্যে, একজন শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তির কানের কাছে আয়াত পাঠ করার পর তিনি শব্দ শুনতে পাচ্ছেন বলে মনে হচ্ছে। একইভাবে অসুস্থ ব্যক্তির মাথায় হাত রেখে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাকে সুস্থ করে তোলার দৃশ্যও দেখা গেছে।

এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকেই ইন্টারনেট ব্যবহারকারী, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে ইসলামের আধ্যাত্মিক শক্তির বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। সামাজিক মাধ্যমে বহু মানুষ পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলের ৮২ নম্বর আয়াতটি শেয়ার করছেন, যেখানে বলা হয়েছে: "আমি কোরআনে এমন বস্তু নাজিল করেছি যা মুমিনদের জন্য নিরাময় ও রহমত।" তাদের মতে, ড. কুর্দিস্তানির এই কাজ সেই আয়াতেরই প্রতিফলন।

অনুসন্ধানে জানা গেছে, ড. মালা আলি কুর্দিস্তানি ইরাকের কুর্দিস্তান প্রদেশের এরবিল শহরের একজন সুপরিচিত আলেম। সেখানে তিনি "নবিব ক্লিনিক" নামে একটি চিকিৎসাকেন্দ্র পরিচালনা করেন। আধ্যাত্মিক চিকিৎসার জন্য তার খ্যাতি রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি অত্যন্ত জনপ্রিয়। তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৫৭ লাখের বেশি, যা তার ব্যাপক প্রভাবের প্রমাণ দেয়।

ড. কুর্দিস্তানির এই কার্যক্রম একদিকে যেমন বিশ্বজুড়ে অসংখ্য মানুষের বিশ্বাসকে দৃঢ় করছে, তেমনই আধ্যাত্মিক উপায়ে রোগ নিরাময়ের কার্যকারিতা এবং এর প্রমাণ নিয়ে বিজ্ঞান ও চিকিৎসা মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে কারণ যা-ই হোক, এই ভিডিওগুলো যে ইন্টারনেট দুনিয়ায় এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

/আশিক


সুষ্ঠু নির্বাচনও একতরফা হতে পারে: ব্যারিস্টার ফুয়াদ

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ১০:৫১:৩৫
সুষ্ঠু নির্বাচনও একতরফা হতে পারে: ব্যারিস্টার ফুয়াদ
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

নির্বাচনে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও তা পিছিয়ে যাবে বলে মনে করেন না এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, রাজনীতিতে নানা কৌশল থাকলেও তিনি আশা করেন, নির্বাচন শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই হবে। তবে তিনি সতর্ক করে বলেন, দলগুলোর মধ্যকার অভ্যন্তরীণ মতবিরোধের কারণে একটি সুষ্ঠু নির্বাচনও একতরফা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী খুঁজে বের করা। তার মতে, সুষ্ঠু নির্বাচন হলেও প্রার্থী সংকটের কারণে এটি একতরফা হতে পারে।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে গভীর মতবিরোধ রয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, বিএনপি চাইছে আগামী সংসদ দুই বছরের মধ্যে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে, কিন্তু অন্য দলগুলো এতে একমত নয়। বিশেষ করে জামায়াত ও এনসিপি পিআর (Proportional Representation) পদ্ধতি নিয়ে দৃঢ় অবস্থানে রয়েছে।

ফুয়াদ বলেন, জামায়াত এবং এনসিপি বিএনপির পরে দেশের দুটি সবচেয়ে বড় রাজনৈতিক দল। তারা যদি পিআর পদ্ধতির মতো ইস্যুতে নির্বাচন বর্জন করে, তাহলে নির্বাচন একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তিনি প্রশ্ন তোলেন, "অন্তর্বর্তীকালীন সরকার কি এই দায়টা নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা?" তিনি মনে করেন, এই টেনশনগুলো সমাধানযোগ্য এবং বিএনপিকে এখন রাষ্ট্রনায়কের মতো নেতৃত্ব দেখাতে হবে।


‘ভাই’ ডাকার জেরে এমন ঘটনা, দেখে অবাক নেটিজেনরা

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ২০:২১:০১
‘ভাই’ ডাকার জেরে এমন ঘটনা, দেখে অবাক নেটিজেনরা
ছবি: সংগৃহীত

রাখি উৎসবে ভাই-বোনের মজার ঝগড়া ভাইরাল, হাস্যরসের ছোঁয়া সামাজিক যোগাযোগমাধ্যমে

রাখি বন্ধন উপলক্ষে দেশের অনেক পরিবারের ঘরে ঘরে আনন্দের মাতম দেখা যায়। তবে অনেকেই এই উৎসবে মনখারাপের সঙ্গেও জড়িয়ে পড়েন, কারণ তাদের কোনো ভাই, দাদা কিংবা বোন নেই। মাঝে মাঝে রক্তের সম্পর্ক না থাকলেও মেয়েরা এমন কাউকে ভাই বলে রাখি পরিয়ে দেন, যা কখনো কখনো হাসির উৎসব হলেও অনেকের চোখে রাগ জন্মায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি স্কুটারে করে যাচ্ছিলেন এক তরুণী ও আরেক যুবক। পথ চলার সময় পাশের আরেক যুবকের সঙ্গে তাদের স্কুটারের সংঘর্ষের সুযোগ তৈরি হয়, কিন্তু তারা সময়মতো সতর্ক হয়ে দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়। এরপর ওই দুই যুবকের মধ্যে দোষ কার—এই নিয়ে কথাকাটাকাটি শুরু হয়।

হঠাৎ ওই পাশের যুবক বললো, “আমার কোনো বোন নেই, তাই তাকে টেনে আনবেন না।”

এ কথা শুনে তরুণী স্কুটার থেকে নেমে ওই যুবকের কাছে গিয়ে বলেন, “আপনার কোনো বোন নেই, তাই আমি আজ থেকে আপনার বোন হয়ে যাবো। আমি আপনাকে রাখি পরিয়ে দেব।”

যুবক প্রশ্ন করে, “সত্যিই? আপনি আমার বোন হবেন?”

এরপরই অপ্রত্যাশিতভাবে তিনি তরুণীর হাত ধরে চড়-থাপ্পড় শুরু করেন।তরুণীকে মারতে মারতেই যুবক বলেন, কেন পরপুরুষের সঙ্গে স্কুটার করে ঘুরে বেড়াচ্ছেন তিনি? মারতে মারতেই বলেন, এবার পরিবারকেও জানিয়ে দেবেন তার কীর্তি।

এমনকি স্কুটার থেকে ওই যুবককে টেনে নামিয়েও মারধর শুরু করেন ওই যুবক। মারতে মারতে বলেন, ‘তোমার সাহস তো কম নয়। আমার চোখের সামনে দিয়ে আমার বোনের সঙ্গেই ঘোরাঘুরি করছ! কেন ঘুরছিল বলো?’

অবশেষে আহত অবস্থায় তরুণী হাত জোড় করে ক্ষমা চান এবং বলেন, “আমি আর এমন করব না।”

ভিডিওটি মজার ছলে তৈরি হলেও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং নেটিজেনরা নানা রকম মন্তব্য করছেন।

ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুলভ মৌলিক নামে এক ব্যক্তি। হাজার হাজার লাইক ও কমেন্ট হয়েছে, যেখানে অনেকেই হাসিমুখে মন্তব্য করেছেন, আবার কেউ বলেছেন, “ভাই-বোনের মধ্যে এমন বন্ধুত্বই হওয়া উচিত।”

নেটিজেনদের মধ্যে ভিডিওটি মজার এবং প্রাঞ্জল বন্ধুত্বের এক চমৎকার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : আজকাল


নিউটনের মহাকর্ষ সূত্রের ভুল খুঁজে পেলেন বাংলাদেশের আফসার আলী

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১০ ১৭:০৯:৩৭
নিউটনের মহাকর্ষ সূত্রের ভুল খুঁজে পেলেন বাংলাদেশের আফসার আলী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পঞ্চগড়ের এক বিজ্ঞান গবেষক ও যন্ত্রবিদ আফসার আলী বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের মহাকর্ষ সূত্র ভুল দাবি করেছেন। নিউটনের গতির তিনটি সূত্রের মধ্যে তিনি প্রথমটিকে অসম্পূর্ণ, দ্বিতীয়টিকে সঠিক এবং তৃতীয়টিকে কাল্পনিক বলে অভিহিত করেছেন।

আফসার আলীর বাড়ি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামে। পেশায় তিনি যন্ত্রবিদ, দীর্ঘদিন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে কর্মরত ছিলেন। বর্তমানে নিজস্ব গবেষণায় নিয়োজিত। তিনি জানান, দীর্ঘদিন ধরে খরচবিহীন ইঞ্জিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেখানে তাপশক্তি বা জ্বালানী ছাড়া ইঞ্জিন চলার দাবি রয়েছে। গবেষণার এক পর্যায়ে তিনি নিউটনের মহাকর্ষ ও গতিসূত্রগুলোতে ত্রুটি খুঁজে পেয়েছেন।

নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, যার বলের মান কণাগুলোর ভরের গুণফল এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের বিপরীতানুপাতে নির্ধারিত হয়। আফসার আলী এই সূত্রটি ভুল দাবি করে বলেন, এটি সম্পূর্ণ সঠিক নয়।

গতির প্রথম সূত্রে বাহ্যিক বলের উল্লেখ থাকলেও সেই বল কোথা থেকে আসবে বা কে প্রয়োগ করবে তা স্পষ্ট নয় বলেও তিনি অভিযোগ করেন, এজন্য এটি অসম্পূর্ণ। দ্বিতীয় সূত্র তিনি পুরোপুরি সঠিক বলে মেনে নেন। তবে তৃতীয় সূত্রকে তিনি যুক্তি ছাড়া ‘কাল্পনিক’ উল্লেখ করেন এবং বলেন, বাস্তবে প্রতিটি ক্রিয়ার সঙ্গে ঘর্ষণ বা বাধা জড়িত থাকায় তিন নম্বর সূত্রের বর্ণনা বাস্তবতা থেকে দূরে।

১৯৭৫ সালে এসএসসি পাশ করেন আফসার আলী। এরপর ১৯৭৮ সালে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই বছরের একটি কোর্স শেষ করেন। ১৯৭৯ সালে চাকরি শুরু করেন। ১৯৮৯ সালে তিনি ইঞ্জিন চলাচলের নতুন সূত্র আবিষ্কার করেন, যা তিনি সঠিক প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন। তিনি বিজ্ঞানের বিভিন্ন প্রবন্ধ ও বই লিখেছেন, যদিও সেগুলো এখনও প্রকাশ পায়নি। আফসার আলী তার সূত্রগুলো প্রকাশ এবং নিউটনের ত্রুটিগুলো সংশোধনের আহ্বান জানিয়েছেন।

/আশিক


ফেসবুক প্রেমে ফাঁদ, ৯ কোটি রুপি হারালেন বৃদ্ধ

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৯ ১১:৫১:০১
ফেসবুক প্রেমে ফাঁদ, ৯ কোটি রুপি হারালেন বৃদ্ধ
ছবি: সংগৃহীত

৮০ বছর বয়সী এক বৃদ্ধ মুম্বাইয়ে অনলাইন প্রেমের ফাঁদে পড়ে প্রায় ৯ কোটি রুপি হারিয়েছেন। দুই বছরের দীর্ঘ সাইবার প্রতারণায় মোট ৭৩৪টি লেনদেনে এই বিপুল অর্থ তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল মাসে বৃদ্ধের সঙ্গে ফেসবুকে ‘শার্ভি’ নামে এক নারীর পরিচয় হয়। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে তাদের কথোপকথন শুরু হলে ওই নারী তার সন্তানদের অসুস্থতার অজুহাত দেখিয়ে অর্থ চাইতে শুরু করেন। এরপর ‘কবিতা’, ‘দিনাজ’ ও ‘জেসমিন’ নামের আরও তিন নারী সেজে তার সঙ্গে যোগাযোগ করেন এবং নানা অজুহাতে অর্থ হাতিয়ে নেন।

পুলিশের ধারণা, আসলে এই চার নারী পরিচয়ের ছদ্মবেশে একই প্রতারক দলের সদস্য। ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ৮ কোটি ৭০ লাখ রুপি হাতিয়ে নেওয়া হয়েছে। সমস্ত সঞ্চয় শেষ হওয়ার পর বৃদ্ধ পুত্রবধূ ও ছেলের কাছ থেকেও টাকা ধার করেন।

বৃদ্ধ নিজে প্রতারণার বিষয়টি টের পেয়ে ২২ জুলাই মুম্বাই পুলিশের কাছে সাইবার অপরাধের অভিযোগ করেন। বর্তমানে মুম্বাই পুলিশ এই ঘটনায় তদন্ত চালাচ্ছে।

/আশিক


যোগ্য নেতৃত্ব ও স্বস্তিকর বাংলাদেশ চায় মানুষ: আজহারির বার্তা

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ১৫:০৮:১২
যোগ্য নেতৃত্ব ও স্বস্তিকর বাংলাদেশ চায় মানুষ: আজহারির বার্তা
ছবি: সংগৃহীত

৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজহারি: ‘স্থিতিশীল বাংলাদেশ ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা এখন সময়ের দাবি’

জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, “৩৬শে জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ এক জুলুমের শাসনের অবসান হয়।”

মঙ্গলবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আজহারি বলেন, “অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের টালমাটাল অর্থনীতি যেভাবে সামাল দেওয়া হয়েছে, তাতে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই প্রশংসার দাবিদার। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করেছে। বিশেষ করে ‘ইউনূস সরকার’ সংস্কারের পথে যে পদক্ষেপ নিয়েছে, তা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “যদিও এই সংস্কার পরিকল্পনায় কোনো গুরুত্বপূর্ণ খাত উপেক্ষিত হয়েছে কি না, তা যাচাই করা দরকার। বিতর্কিত এক বা একাধিক কমিশনের প্রতিবেদন নতুন করে মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। একটি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধ ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না। তেমন ভুল হলে ভবিষ্যতে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।”

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ এখন পরিচ্ছন্ন, প্রতিযোগিতামূলক রাজনীতি দেখতে চায়। হানাহানি, মারামারি বা বিভাজনের রাজনীতি থেকে মানুষ মুক্তি চায়। একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেশকে আরও এগিয়ে নিতে পারে।”

তিনি বাংলাদেশের মানুষের প্রত্যাশার কথাও তুলে ধরেন। বলেন, “এই দেশের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ আদর্শ ও বিশ্বাস অনুযায়ী চলতে চায়। কোনো বৈদেশিক শক্তির প্রভাব বা আধিপত্য তারা মেনে নেয় না। বৈষম্যহীনভাবে কর্মসংস্থানের সুযোগ ও নিরাপত্তা প্রত্যেক নাগরিকের প্রাপ্য। পথে-ঘাটে তারা নিরাপত্তাহীনতায় পড়তে চায় না।”

সবশেষে ড. আজহারি বলেন, “আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব উপহার দেন। দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। মাথা উঁচু করে দাঁড়াতে পারি বিশ্ব দরবারে। আসুন, ঐক্যবদ্ধভাবে জুলুম, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশের পথে এগিয়ে যাই। ইনশাআল্লাহ।”

/আশিক


হঠাৎ ভাইরাল: করপোরেট ছবি থেকে রাতারাতি তারকা জাপানি নারী সাওরি আরাকি

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ২১:২৬:০১
হঠাৎ ভাইরাল: করপোরেট ছবি থেকে রাতারাতি তারকা জাপানি নারী সাওরি আরাকি
ছবি: সংগৃহীত

জাপানের নাগরিক সাওরি আরাকি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মাত্র ছবি দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে উঠেছেন। ‘সাও’ (SAO) নামে পরিচিত এই নারী শুধু একটি করপোরেট ছবি পোস্ট করেছিলেন এক্স (পুরোনো টুইটার)-এ, আর সেটিই তাকে এনে দিয়েছে বিস্ময়কর জনপ্রিয়তা।

ছবিটিতে দেখা যায়—ধূসর রঙের আঁটসাঁট স্যুট, সাদা শার্ট, হাতে ল্যাপটপ, হালকা গালফোলানো ও লাজুক চোখে তাকানো এক নারী দাঁড়িয়ে আছেন। পেছনে বাঁধা চুল ও কপালের সামনে ছাঁটা চুলে তার চেহারায় একধরনের মার্জিত সৌন্দর্য ফুটে উঠেছে। গত ২৫ জুলাই পোস্ট করা ছবির ক্যাপশন ছিল শুধুই “গুড মর্নিং”, কিন্তু এর প্রভাব ছিল অভাবনীয়—৮ কোটির বেশি ভিউ, ২ লাখ ২৮ হাজার লাইক, ১৬ হাজার রিপোস্ট এবং আড়াই হাজার মন্তব্য।

জাপানি সংবাদমাধ্যম টোকিও উইকেন্ডার-এর তথ্য অনুযায়ী, ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তৈরি হয়েছে মিম, মুগ্ধতা আর তুলনা। অনেকেই তাকে মার্কিন অভিনেত্রী সিডনি সুইনির সঙ্গে তুলনা করছেন।

পরবর্তীতে নিজেকে পরিচয় করিয়ে দেন সাওরি আরাকি। বর্তমানে তিনি জাপানে একটি অফিসে কাজ করছেন। পাশাপাশি মডেল ও অভিনেত্রী হিসেবেও যুক্ত রয়েছেন। আগে তিনি ‘টোকিও গার্লস ব্রাভো’ নামক জে-পপ গার্ল গ্রুপের সদস্য ছিলেন এবং ‘আরাকি সাওরি’ নামে পারফর্ম করতেন।

১৯৯৬ সালের ১৩ মে জাপানের নাগাসাকি শহরে জন্মগ্রহণ করেন তিনি। ভাইরাল হওয়ার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন নিজের পরিচিতি আরও বিস্তৃত করছেন সাওরি। তিনি ইনস্টাগ্রামে বেশ সক্রিয় হয়ে উঠেছেন এবং তার অনুসারীর সংখ্যা ইতোমধ্যে ২ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। তার মার্জিত চেহারা, ভদ্র আচরণ এবং স্বতন্ত্র ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মুগ্ধ করেছে।

সাওরি জানিয়েছেন, ভাইরাল হওয়া ছবিটি মূলত একটি করপোরেট ফটোশুটের অংশ ছিল। বিশ্বজুড়ে এভাবে আলোচনায় আসার পর তিনি একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল খোলার ঘোষণাও দিয়েছেন।

/আশিক

পাঠকের মতামত: