২৩০০ সালে জনসংখ্যা কমে দাঁড়াতে পারে ১০ কোটিতে: যুক্তরাষ্ট্রের অধ্যাপক

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৮:২৯:০২
২৩০০ সালে জনসংখ্যা কমে দাঁড়াতে পারে ১০ কোটিতে: যুক্তরাষ্ট্রের অধ্যাপক

মানবসভ্যতা কি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কাছে হার মানবে? এমনই ভয়ংকর ভবিষ্যতের আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক সুবাশ কাক। তাঁর মতে, প্রযুক্তির লাগামহীন অগ্রগতি এবং বৈশ্বিক জন্মহারের পতনের ফলে ২৩০০ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা কমে মাত্র ১০ কোটিতে দাঁড়াতে পারে।

বর্তমানে বিশ্বের জনসংখ্যা যেখানে প্রায় ৮০০ কোটি, সেখানে কয়েক শতাব্দীর ব্যবধানে এমন ড্রাস্টিক পতন সভ্যতার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ।

কর্মসংস্থান হ্রাস ও জন্মহারের পতনঅধ্যাপক কাক বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা এমন পর্যায়ে পৌঁছাবে, যেখানে মানুষকে আর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজন হবে না। রোবটরা অফিস, কারখানা এমনকি বাসাবাড়ির কাজ পর্যন্ত করে দেবে।” ফলে মানুষের প্রচলিত চাকরি হারিয়ে যাবে, তৈরি হবে ব্যাপক বেকারত্ব।

এই অনিশ্চয়তার প্রেক্ষাপটে মানুষ সন্তান নিতে অনিচ্ছুক হয়ে উঠবে। পরিবার গড়ার আগ্রহ কমবে। ফলে বিশ্বজুড়ে জন্মহারে ধস নামবে। ইতোমধ্যে ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীনে এর লক্ষণ দৃশ্যমান।

‘দ্য এইজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বইয়ের লেখক কাক আশঙ্কা করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে শহরগুলো একসময় জনমানবশূন্য হয়ে পড়বে। নিউইয়র্ক, লন্ডনের মতো বিশাল নগরীগুলো রূপ নেবে 'ঘোস্ট সিটিতে'—যেখানে রোবটরা কাজ করবে, কিন্তু মানুষ থাকবে না।

তিনি বলেন, “রোবট বা কম্পিউটার কখনোই সচেতন হবে না, তবে তারা আমাদের প্রায় সব কাজ করে ফেলবে। এতে সামাজিক কাঠামো ভেঙে পড়বে।”

এই ভবিষ্যৎ ভাবনার সঙ্গে একমত বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কও। তিনি বহুদিন ধরে এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করে আসছেন। তাঁর মতে, এআই যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একইসঙ্গে জন্মহার ধসে পড়ে, তাহলে মানবজাতি একসময় বিলুপ্তির পথে যেতে পারে।

এই কারণেই তিনি চান, মানুষ যেন মহাকাশে নতুন উপনিবেশ গড়ে তোলে—যাতে ভবিষ্যতে যদি কোনো বৈশ্বিক দুর্যোগ ঘটে, মানব সভ্যতার টিকে থাকার বিকল্প ব্যবস্থা থাকে।

অধ্যাপক কাক যদিও বলেন, “মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাবে—এ কথা নিশ্চিতভাবে বলা না গেলেও, চলমান প্রক্রিয়া থেকে আমরা উদ্বেগজনক ইঙ্গিত পাচ্ছি। জন্মহারের পতন এখনই দৃশ্যমান।” তবে তাঁর মতে, এই বিপর্যয় ঠেকাতে এখনই ভাবনা ও প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

তথ্যসূত্র: https://www.youtube.com/watch?v=GiNGTjLJthc

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ