অন্যের চার্জার ব্যবহারে ধীরে ধীরে ধ্বংস হচ্ছে আপনার ফোন!

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১৮:০৩:১৭
অন্যের চার্জার ব্যবহারে ধীরে ধীরে ধ্বংস হচ্ছে আপনার ফোন!

বন্ধু বা সহকর্মীর চার্জার হঠাৎ হাতে পেলে আমরা যেন হাঁফ ছেড়ে বাঁচি! চার্জ ফুরালেই আশপাশে খোঁজ শুরু হয়—“চার্জার আছে?” কিন্তু জানেন কি, এই সহজ অভ্যাসটিই হতে পারে আপনার স্মার্টফোনের সবচেয়ে বড় বিপদের কারণ?

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অন্যের চার্জার বা পাবলিক চার্জিং পোর্ট ব্যবহারে ফোনে দেখা দিতে পারে মারাত্মক হার্ডওয়্যার সমস্যা, ব্যাটারির আয়ু হ্রাস, এমনকি সাইবার হামলার সম্ভাবনাও।

চলুন দেখে নিই, ঠিক কী ধরনের ক্ষতি হতে পারে:

অন্যের চার্জার ব্যবহারে হতে পারে যেসব মারাত্মক ক্ষতি:

১. হার্ডওয়্যার নষ্ট হওয়ার ঝুঁকি:

সব ফোনের চার্জিং ক্ষমতা একরকম নয়। ভিন্ন ভোল্টেজ বা অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহারে ফোনের মাদারবোর্ড বা ব্যাটারি সেল পুড়ে যেতে পারে।

২. ব্যাটারির আয়ু কমে যাওয়া:

ভিন্ন চার্জার ব্যবহারে ব্যাটারির ওপর চাপ পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে ফোন চার্জ কম ধরে ও দ্রুত ব্যাটারি ড্রেইন হয়।

৩. অতিরিক্ত গরম হয়ে আগুন লাগার আশঙ্কা:

নিম্নমানের বা ভারি চার্জার ফোনকে অত্যধিক গরম করে তুলতে পারে, যা বিস্ফোরণের ঝুঁকি তৈরি করে।

৪. প্রসেসর বা চিপসেট ক্ষতিগ্রস্ত হওয়া:

বারবার অনুপযুক্ত চার্জার ব্যবহারে ফোনের সিপিইউ, সেন্সর ও অপারেটিং সিস্টেম দুর্বল হয়ে পড়ে, ফোন ধীরে চলে বা হঠাৎ রিস্টার্ট নেয়।

৫. ভাইরাস বা ম্যালওয়্যার প্রবেশ:

বিশেষ করে পাবলিক চার্জিং পোর্ট থেকে “Juice Jacking” নামক পদ্ধতিতে আপনার ফোনে স্পাইওয়্যার বা ভাইরাস ঢুকে পড়তে পারে।

করণীয়:

সবসময় নিজের মূল চার্জার ব্যবহার করুন।

অন্য চার্জার ব্যবহার করলেও ভোল্টেজ ও অ্যাম্পিয়ার মিলিয়ে নিন।

বিশ্বস্ত ও ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংক ব্যবহার করুন।

অপরিচিত চার্জিং পোর্ট এড়িয়ে চলুন।

দ্রুত চার্জিং অপশন সবসময় চালু না রাখাই ভালো।

বিশেষজ্ঞের মত:

“প্রতিটি ফোনের চার্জিং স্ট্যান্ডার্ড আলাদা। সামঞ্জস্য না হলে ক্ষতি অনিবার্য।” — তন্ময় দত্ত, প্রযুক্তি বিশেষজ্ঞ

স্মার্টফোন এখন একটি বড় বিনিয়োগ। তাই সামান্য অসতর্কতায় যেন সেটির আয়ু হ্রাস না পায়। স্মার্ট ব্যবহারকারীর পরিচয় দিতে হলে মনে রাখুন—আপনার ফোন, আপনার চার্জার।

প্রযুক্তি বিশ্লেষণ/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ