নেটফ্লিক্সে নাসা! ঘরে বসেই মহাকাশ দেখার সুযোগ

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ০৯:৩৬:৫৯
নেটফ্লিক্সে নাসা! ঘরে বসেই মহাকাশ দেখার সুযোগ

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নাসা প্লাস’-এর কনটেন্ট এবার দেখা যাবে বিশ্বজুড়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। চলতি গ্রীষ্মের শেষ নাগাদ এ সম্প্রচার শুরু হবে বলে জানানো হয়েছে নাসার পক্ষ থেকে। এর ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা ঘরে বসেই রকেট উৎক্ষেপণ, মহাকাশচারীদের স্পেসওয়াক, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীর সরাসরি দৃশ্য এবং নানান মহাকাশ মিশনের সম্প্রচার উপভোগ করতে পারবেন।

নাসা প্লাস মূলত সংস্থাটির নিজস্ব ডিজিটাল স্ট্রিমিং সেবা, যেখানে মহাকাশ সংক্রান্ত লাইভ ইভেন্ট, গবেষণা প্রতিবেদন, প্রযুক্তি-ভিত্তিক অনুষ্ঠান এবং শিক্ষামূলক কনটেন্ট প্রচার করা হয়। এবার নেটফ্লিক্সের মাধ্যমে এটি পৌঁছে যাবে কোটি কোটি বৈশ্বিক দর্শকের কাছে। নাসার মহাব্যবস্থাপক রেবেকা সিরমন্স বলেন, “১৯৫৮ সালের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাক্ট অনুযায়ী, আমাদের দায়িত্ব মহাকাশ অভিযান ও আবিষ্কারের গল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই অংশীদারত্ব সেই দায়িত্ব পালনের নতুন পথ তৈরি করেছে।”

নেটফ্লিক্সে ৩০ কোটিরও বেশি সক্রিয় সাবস্ক্রাইবার রয়েছে, যা নাসার জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে বিজ্ঞান ও মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ তৈরি হবে নতুন প্রজন্মের মধ্যে, বিশেষ করে তরুণদের জন্য এটি হতে পারে অনুপ্রেরণাদায়ক। রকেট উৎক্ষেপণ বা স্পেসওয়াকের মতো জটিল প্রযুক্তিগত ঘটনাও এখন বিনোদনমাধ্যমে রূপান্তরিত হয়ে পৌঁছাবে সাধারণ দর্শকের কাছে, যা এক অর্থে গণবিজ্ঞান চর্চার বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে।

নাসা ও নেটফ্লিক্সের এই সমন্বয় শুধুমাত্র বৈজ্ঞানিক তথ্য সরবরাহের প্ল্যাটফর্ম নয়, বরং এটি হতে যাচ্ছে বিজ্ঞান ও কল্পনার মাঝে সেতুবন্ধন যেখানে দর্শক শুধু দেখবেন না, বরং অভিজ্ঞতাও অর্জন করবেন।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ