ইন্টারনেট ছাড়া চ্যাট করবেন যেভাবে—বিটচ্যাট খুলে দিল পথ

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৫:৪৯:২৬
ইন্টারনেট ছাড়া চ্যাট করবেন যেভাবে—বিটচ্যাট খুলে দিল পথ

গোপনীয়তা ও বিকেন্দ্রীকরণকে সামনে রেখে সামাজিক যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচন করল প্রযুক্তিবিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব জ্যাক ডরসি। হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের বিকল্প হিসেবে তিনি চালু করেছেন ‘বিটচ্যাট’ নামের একটি নতুন বার্তা আদান-প্রদানের অ্যাপ। এটি যেন শুধু একটি অ্যাপ নয়—বরং একটি প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি, যেখানে ব্যবহারকারীর স্বাধীনতা, ব্যক্তিগত গোপনতা ও নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিটচ্যাটের সবচেয়ে চমকপ্রদ দিক হলো, এটি চালানোর জন্য ইন্টারনেট, ফোন নম্বর বা ইমেইল কিছুই প্রয়োজন হয় না। এই অ্যাপ সম্পূর্ণভাবে ব্লুটুথ মেশ নেটওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি। এর মানে হচ্ছে, ব্যবহারকারীদের ডিভাইস একে অপরের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত হয়ে সরাসরি এনক্রিপ্টেড বার্তা আদান-প্রদান করতে পারে। এই বার্তাগুলো কোনো কেন্দ্রীয় সার্ভারে জমা হয় না, বরং থাকে শুধুমাত্র ব্যবহারকারীর ডিভাইসে এবং সময়মতো স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

জ্যাক ডরসি এই প্রকল্পকে তার ‘ব্যক্তিগত গবেষণা’ হিসেবে উল্লেখ করলেও, এতে ব্যবহৃত হয়েছে অত্যন্ত উচ্চমানের প্রযুক্তি, যেমন ‘স্টোর অ্যান্ড ফরোয়ার্ড’, রিলে, ব্রিজ ডিভাইস এবং উন্নত এনক্রিপশন। ব্যবহারকারীরা যখন চলাফেরা করেন, তখন তাদের ডিভাইস নিজস্বভাবে ‘ব্লুটুথ ক্লাস্টার’ তৈরি করে এবং বার্তাটি নিজে থেকেই অন্য ডিভাইসে পৌঁছে দেয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় অফ-গ্রিড, অর্থাৎ এটি ইন্টারনেট সংযোগের উপর নির্ভরশীল নয়।

অ্যাপটিতে রয়েছে ‘রুম’ বা গ্রুপ চ্যাটের সুবিধাও, যা হ্যাশট্যাগ ও পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখা যায়। ফলে সংকুচিত অঞ্চলে একাধিক ব্যবহারকারী একটি নির্দিষ্ট বিষয়ে নির্ভরযোগ্যভাবে যোগাযোগ করতে পারেন। এই অ্যাপটি হংকংয়ের গণআন্দোলনের সময় ব্যবহৃত ব্লুটুথ-ভিত্তিক যোগাযোগ প্রযুক্তি থেকে অনুপ্রেরণা পেয়েছে। ডরসির দৃষ্টিতে বিটচ্যাট এমন একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, যা তথ্য সেন্সরশিপের মুখে নিরাপদ যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতে সক্ষম হবে।

বিটচ্যাটের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে ওয়াইফাই ডাইরেক্ট ফিচার যুক্ত করার বিষয়টিও, যা এটিকে আরও কার্যকর ও বহুমাত্রিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তুলবে। বিশেষ করে সংকটকালে বা যেখানে ইন্টারনেট বন্ধ থাকে—সেখানে বিটচ্যাট হতে পারে স্বাধীন, স্বচ্ছ ও সুরক্ষিত বার্তা আদান-প্রদানের জন্য এক নির্ভরযোগ্য বিকল্প।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ