চীনা অ্যাপ ব্যবহারে ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে: সতর্ক করল তাইওয়ান

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৫:৪২:৩১
চীনা অ্যাপ ব্যবহারে ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে: সতর্ক করল তাইওয়ান

তাইওয়ানের জাতীয় নিরাপত্তা ব্যুরো (NSB) চীনে তৈরি বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপের বিরুদ্ধে গুরুতর তথ্যসংগ্রহ ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। প্রতিষ্ঠানটির মতে, রেডনোট, উইবো, টিকটক, উইচ্যাট ও বাইদু ক্লাউড অ্যাপগুলো ব্যবহারকারীদের ফোন থেকে প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ তথ্য সংগ্রহ করে চীনের সার্ভারে পাঠাচ্ছে, যা শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।

এক বিবৃতিতে এনএসবি জানায়, এসব অ্যাপ অনুমতির সীমা ছাড়িয়ে ব্যবহারকারীর ফোন থেকে অবস্থান, কন্টাক্ট তালিকা, স্ক্রিনশট, ক্লিপবোর্ড, এমনকি অন্যান্য ইনস্টলকৃত অ্যাপের তথ্য সংগ্রহ করে। ব্যবহারকারীর অজান্তেই এসব তথ্য চীনের সার্ভারে নিয়মিতভাবে পাঠানো হয়।

নিরাপত্তা বিশ্লেষণে এনএসবি অ্যাপগুলোকে পাঁচটি শ্রেণিতে ভাগ করে ১৫টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করেছে। এতে দেখা গেছে, রেডনোট সব ১৫টি সূচকে গোপনীয়তা লঙ্ঘনের প্রমাণ দিয়েছে। উইবো ও টিকটক ১৩টি, উইচ্যাট ১০টি এবং বাইদু ক্লাউড ৯টি সূচকে নিরাপত্তা লঙ্ঘন করেছে।

তাইওয়ানের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, চীনা আইন অনুসারে এসব প্রযুক্তি কোম্পানিকে সরকারকে ব্যবহারকারীর তথ্য সরবরাহে বাধ্য করা হয়, যা চীনা সরকারের নজরদারির বিষয়টিকে আরও জোরালো করে তোলে।

এনএসবির পক্ষ থেকে তাইওয়ানের নাগরিকদের প্রতি এসব অ্যাপ ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষণ/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ