ফ্যাশন জগতে অকালপ্রয়াণ, আত্মহত্যা করলেন স্যান র‍্যাচেল

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৫ ১৫:৪৩:৪১
ফ্যাশন জগতে অকালপ্রয়াণ, আত্মহত্যা করলেন স্যান র‍্যাচেল

শোবিজ অঙ্গনে শোকের ছায়া যেন কাটছেই না। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী বি সরোজা দেবীর মৃত্যু সংবাদ আসে। এর মাঝেই ফ্যাশন দুনিয়া থেকে আরও একটি হৃদয়বিদারক খবর ছড়িয়ে পড়ে—আত্মহত্যা করেছেন মডেল ও অভিনেত্রী স্যান র‍্যাচেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।

ভারতের ফ্যাশন ও বিনোদন জগতে জনপ্রিয় স্যান র‍্যাচেলের মরদেহ রোববার (১৩ জুলাই) ভোরে উদ্ধার করে পুলিশ। সঙ্গে পাওয়া গেছে একটি সুইসাইড নোট, যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, আর্থিক সংকট ও ব্যক্তিগত মানসিক চাপের মধ্যেই দিন কাটাচ্ছিলেন তিনি। এমনকি কিছুদিন আগেই টানাপোড়েনের কারণে স্বর্ণালংকার বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। বাবার কাছে সাহায্য চেয়েও তা না পেয়ে মানসিকভাবে আরও ভেঙে পড়েছিলেন বলে ধারণা করছে পুলিশ।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের দাম্পত্য সম্পর্ক নিয়েও তদন্ত চলছে। কিছুদিন আগেই বিয়ে করেছিলেন র‍্যাচেল। পুলিশ খতিয়ে দেখছে—এই সম্পর্ক তার মানসিক স্বাস্থ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলেছিল কি না।

শোবিজে ‘শঙ্কর প্রিয়’ নামেই পরিচিত ছিলেন স্যান র‍্যাচেল। মডেলিং ক্যারিয়ারে নিজের অবস্থান তৈরি করতে গিয়ে তিনি ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রচলিত সৌন্দর্য মানদণ্ডকে চ্যালেঞ্জ করেছিলেন। বর্ণবাদের বিরুদ্ধে শক্ত কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করে, ফ্যাশনে ফর্সা ত্বকের একচেটিয়া মানদণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। মডেলিংয়ের হাত ধরে লন্ডন, জার্মানি ও ফ্রান্সে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

২০২০-২১ সালে তিনি ‘মিস পুদুচেরি’ এবং ব্ল্যাক বিউটি বিভাগে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতেন। কাজ করেছেন একাধিক নামী ফ্যাশন শো এবং বিজ্ঞাপনচিত্রে। অল্প বয়সেই মাকে হারানো স্যান র‍্যাচেল বাবার উৎসাহেই ফ্যাশন দুনিয়ায় প্রবেশ করেন। নিজের সংগ্রাম, আত্মপ্রত্যয় ও ভিন্নধর্মী অবস্থানের মাধ্যমে অনেক তরুণীর অনুপ্রেরণার নাম হয়ে উঠেছিলেন তিনি।

তার এই অকাল মৃত্যু শুধুমাত্র বিনোদন অঙ্গনের নয়, গোটা সমাজের জন্যই এক সতর্ক বার্তা—মানসিক স্বাস্থ্য, পারিবারিক সহানুভূতি ও সামাজিক চাপের বিষয়ে আমাদের আরও অনেক দায়িত্ব রয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ